নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট ভালোবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭



হ্যালো…. হ্যালো…………..। শীলার ফোন। শীলা মেয়েটা আজকাল বড্ড বেহারা হয়ে গেছে। ফোন না ধরা পর্যন্ত দিয়েই চলে ক্ষ্যান্ত দিতে চায় না। মনে মনে একটু বিরুক্ত হলেও ফোনটা রিসিভ করলাম।
হ…আমি শুনতে পাচ্ছি, কি খবর বল?
তুমি কই?
অফিসে আছি।
আজ অফিসে কি কাজ; আজকে না 14 ফেব্রুয়ারী?
আমি জানি কিন্তু কি করব বল।
কিছুই করার লাগবে না। তুমি চলে আসো।
আচ্ছা, তোমাকে পাঁচ মিনিট পরে ফোন দিচ্ছি।

মোবাইল ফোনটা পকেটে রেখে সোজা চলে গেলাম স্যারের রুমে, উদ্দেশ্য আজকে কিছুটা আগে ছুটি নিব। স্যারের রুমে প্রবেশ করলম।
কি খবর সাহু?
স্যার আমাকে এখন ছুটি দেয়া লাগবে।
কেন?
কিছুক্ষণ ভাবতে থাকি। সত্য বলব নাকি মিথ্যা বলব। আমার তত্বাবধানে প্রায় 20 জন পোলাপাইন মাকেটিং এ চাকুরী করে। তারা বিশেষ কোন কারণে ছুটি নিতে হলে অনেক সময় মিথ্যা কথা বলে । যেমন; বাবা অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে, দাদি মারা গেছে, ফুফু স্টোক করেছে ইত্যাদি ইত্যাদি।
বলার কারণ আছে, তারা জেনে গেছে সত্য বললে কোম্পানীর রুলস অনুযায়ী আমরা ছুটি দিতে পারি না। আমরা অনেক সময় বুঝে যাই সে মিথ্যা বলছে, তারপরও বিষয়টি না বোঝার ভান করে ছুটি দেই।
আজ যাতে এই সমস্ত অহেতুক ওজর আপত্তি দিয়ে ছুটি নিতে না পারে সেই জন্য অনেক কে সকালে বেলাই ফোন দিয়েছি, যাতে তারাতারি মার্কেটে বেড়িয়ে পরে, সাথে কিছু ডায়ালগও ছাড়ছি , আপনাদের কর্মদক্ষতা আশাব্যঞ্জক নয়।
কিন্তু এখন আমি নিন্ম স্তরের কাতারে আছি আর আমার উপরে একজন বস আছে, তাকে ম্যানেজ করতে হবে। যা হউক সত্য বলার সিদ্ধান্ত নিলাম, সত্যের গুড় নাকি অন্ধকারেও মিঠা লাগে।

………. স্যার শিলার সাথে দেখা করতে হবে। তাকে কিছুটা সময় দিতে হবে।
আমার মুখে একজন মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার কথাটা শুনে স্যারের মুখে কৌতুহল জেগেছে। স্যারের ধারণা আমি মেয়েদের সাথে যে কোন ধরণের রিলেশন থেকে মুক্ত, কারণ এর আগে দীর্ঘ দুই বছরে এ ধরণের সিম্বল তার চোখে পরে নাই। আসলেও ঠিক তাই। কিন্তু শিলা মেয়েটার কে এড়িয়ে চলতে চাইলেও পারি না। সে নিজে নিজেই আমার সাথে সম্পর্ক রাখে। আমিও রাখি, সেটা সৌজন্যবোধ। চাইলেও এড়িয়ে যেতে পারি না। ইদানিং সে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে। যেমন; সকালে অফিসে ঠিক সময় যাতে যেতে পারি সেই জন্য ফোন দিয়ে ঘুম থেকে উঠাবে, শুক্রবারে জুমার নামাজ পড়ানোর জন্য ফোনে আগেই স্মরণ করে দিবে, ইত্যাদি ইত্যাদি।

আসলে আপনি ছুটি চেয়েছেন ব্যক্তিগতভাবে আমার না করতে লজ্জা লাগে। কারণ; আমি জানি আপনি খুব প্রয়োজন না হলে ছুটি নেন না। নিশ্চয় শিলার সাথে সময় দেয়াটা আপনার জন্য আবশ্যিক হয়ে দাড়িয়েছে। কিন্তু কি আর করা, করেন কোম্পানীর চাকরি; তার বিনিময়ে অনেক কিছু ত্যাগ করতে হবে। হেড অফিস থেকে এমডি স্যার ফোন দিয়েছে, গত মাসের রিপোর্টে অডিট বিভাগে গড়মিল ধরা পরছে। যত রাত হউক যেন কারেকশন কপি পাঠিয়ে যাই।
কথা বলা শেষ হলে স্যারের মুখটা কালো হয়ে যায়। আমাকে ছুটি না দিতে পারায় তার ভিতরে হয়ত নাড়া দিয়েছে। তাকে কিছুটা পোড়াইছে। সে হয়ত তার সীমাবদ্ধতার কারণে অনুতপ্ত। আমি কিছুক্ষণ ঠাঁই দারিয়ে থাকলাম। তারপর মুখে আস্তে বললাম, থাক স্যার লাগবেনা। স্যার আমার মুখের দিকে একবার তাকালেন আর মাথাট বাম দিকে নাড়ালেন তারপর বললেন, জানিস সাহু তোর ভাবিও আজকে তারাতাড়ি বাসায় যেতে বলেছে, কিন্তু পারলাম কই?
আমি রুম থেকে বের হয়ে আসলাম। উদ্দেশ্য শিলাকে ফোন দিয়ে না বলে দিব, কিন্তু তার আগেই শিলা আমাকে ফোন দিয়ে বলেছে; এই আসতেছ?
না।
কেন?
অফিসে ঝামেলা আছে, স্যার ছুটি দেয় নাই।
থাক’ তাহলে দরকার নেই, মাথা গরম করে উল্টা পাল্টা কিছু কর না। আমাদের ভালোবাসা দিবসটা আগামী ফ্রাইডে তে পালন করব।
আমি কিছুটা ভাবুক হয়ে যাই। শিলা মেয়েটা এমনই। আর এ জন্যই শিলাকে ভালো লাগে।

মন্তব্য ৬৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

দীপ্ত দেব অপু বলেছেন: বর্তমানে মেয়েদের মধ্যে এই বৈশিষ্ট্যটা বিরল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলেই বিরল।
ভালোবাসা দিবস কে আমরা একটি নির্দিষ্ট সীমা রেখায় বন্ধি করে ফেলেছি। এটা যে কোন মহুর্তে করা যায়।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

পলাশমিঞা বলেছেন: আসলে নিজের ভালোবাসার নিজস্ব দিন রাখা ভালো। এতে খরচ কম হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যাক একটা সাজেসন্স পাওয়া গেল।
আপনার কি খবর? ভাবি সকাল থেকে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে নাই?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

পলাশমিঞা বলেছেন: গতাকাল আপনার ফেইসবুকে মন্তব্য করেছিলাম আসল নাম থেকে।

দূর না। কোথায় বেড়াতে যাবে? আমার কি আর এত টাকা আছে যে বেড়াতে যাব। ফুলের কথা বললে বাগান থেকে কয়েকটা এনে দেব।


আপনার খবর কী?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অর্থের কারণে কোথাও ঘুরতে যেতে না পারলে বাসার আশে পাশের এলকাটা ঘুরে দেখবেন। এতে এলাকা সম্পর্কে ভালো আইডিয়া হবে, সাথে হাঁটার কারণে স্বাস্থ্যও ভালো থাকবে।

আর,
আমি ঝিম মেরে বসে আছি। কি আর করা, আমাদের জন্য ঝিম মেরে বসাটাই উত্তম অভিনয়।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

পলাশমিঞা বলেছেন:


এইটা কেটা?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাগলে রোগ চিননা ঔষুধ দেয়। আপনি ঠিক জায়গায় প্রবেশ করেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শিলা মেয়্টো ইদানিং সামুতে আনা গোনা বাড়িয়ে দিয়েছে। সে যদি সামুতে আমার ছবি দেখে তাহলে ফাইন করবে। সাথে একটু মজা করে পঁচাবে। দিলেন ত’ গ্যারা কলে ফেলে।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

পলাশমিঞা বলেছেন: বাইরে গিয়েছিলাম, হাঁটা হাঁটি করেছি। আঙুলি দিয়ে ইশারা করে কিছু দেখিয়েছিল, বলেছিলাম ওদিকে গেল কুত্তায় দৌড়াবে।
কুত্তা ডরায়। (হাহাহাহা =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কুত্তায় ডরালে. আউযু বিল্লাহি মিনাস শায়তানের... রাজিউন... বিসমিল্লাহ্ ... কায়া আঙ্গুল চেঁপে হাটতে বলুন। দেখবেন মন থেকে ডর চল্লা গেছে।

একটা ফ্রি ট্রিটমেন্ট করলাম। এইবার হাদিয়া দেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

পলাশমিঞা বলেছেন: ভাই গো, পাগলে পাগল চিনে ছাগলে চিনে কাঁঠাল পাতা।

(হাহাহাহাহাহাহা)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কথা বার্তার স্টাইল আমার পছন্দ হয়।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

পলাশমিঞা বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চৌধুরী মাহবুব বলেছেন: ভালবাসার নীল পদ্ম তোমার জন্য। ভালবাসা মানে অবারিত আকাশে পাখি হয়ে খোলা হৃদয়ে অজানার পথ ধরে উড়ে চলা। বাবুই পাখি র যতনে বাধাঁ বাসা । ভালবাসা মানে দুটি মনে র সরস মি লন । মি লন সুখে বি ভোর প্রাণ । এসো মিলিত হই ভালবাসার মোহনায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> সামুতে এমন সব আবেগী কবিদের সাথে ঘুরে বেড়াই ভাবতেই ভাল লাগে। আপনার আবেগজাত কথা মন ছুঁয়ে গেছে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

পলাশমিঞা বলেছেন:

নিশ্চয় যমজ :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

পলাশমিঞা বলেছেন: এই গুলায় কাজ হয় না। কুত্তার বাচ্চা দেখলে আমার কান্ধে উঠতে চায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বুঝছি। তাহলে কোলে নিয়ে আদর করুন। আপনার থেকে তারা আদর প্রত্যাশা করে।

প্রিজ.. তাদের নিরাশ করবেন না।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

পলাশমিঞা বলেছেন: ছায়াছবি পছন্দ করেন না?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: করি, আগে ইংলিশ এ্যাকশন মুভি দেখতান। এখন সেগুলো পোষায় না। তাই য়ূটিউবে সিরিয়ার যুদ্ধ দেখি। এগুলো দেখলো ভালো বিনোদন পাওয়া যায়, সাথে বাস্তব এ্যাকশন দেখা যায়। যেমন;

কেই বলে.. এইটা আল্লাহ্র নামে মারলাম পারলে বাইচ্ছা যা,
অপর পাশ থেকে আরেকটা পাল্টা নিক্ষেপ করে বলে, এইটা মোহাম্মদ (সা: ) এর নামে, পারলে সামলা।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

পলাশমিঞা বলেছেন: হুনেনরেভাই, এই দেশে টাকার অনেক দাম এই সব ফালতু আবেগ এবং চেতনার জন্য আমার কাছে টাকা নাই। আজ আমার নাতনিরা আসবে।
লোকজন বই প্রকাশ করতে চায়, আমারে টাকা দিতে চায় না। এখন আপনি কন এই সব দিনে টাকা খরচ করলে আমার কী অবস্থা হবে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :( থাক দরকার নেই টাকা খরচের। তার চেয়ে এই টাকা নতুন লেখকদের পিছনে ব্যয় করতে পারেন। প্রকাশক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে নতুন লেখকদের বই ফ্রি ছাপানো।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: হুম, আর এ জন্যই গল্পটা ভালো লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভাল লাগল।
শুভ কামনা জানবেন

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার গল্প।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: : :-B ধন্যবাদ লিটন ভাই, পাঠ ও মন্তব্য করেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B ভাই এখানে ক্লিক করুন

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এইটাকে জানি কি বলে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত কোন উপন্যাসের কভার পেইজ বা ভাল বাসার বিমূর্ত প্রতীক।

কথা সেইটা না, ব্যান থেকে মুক্তি পাইছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B ভাই এখানে ক্লিক করুন

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,




"কর্পোরেট ভালোবাসা" নয় এখন ভালোবাসাটাই "কর্পোরেট" হয়ে গেছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে আপনার মত ভাবি নাই।
এখন মনে হল আসলে 'ভালোবাসাটাই "কর্পোরেট" হয়ে গেছে ।'

ধন্যবাদ।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি ভাল লেগেছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

:-B ধন্যবাদ সুজন ভাই।

পাঠ ও মন্তব্য করেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B ভাই এখানে ক্লিক করুন

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর একটা উদাহারণ দিয়ে ভালোবাসার মানুষটিকে পরিচয় করিয়ে দিলেন। উদাহারণটিও সত্যই। সকল অফিস আসলে সেরকমই সত্য বললে সুযোগ দেয় না! অনেকসময় হয়ও না, দায়িত্বের আঁড়ালে চাপা পড়ে ব্যক্তি ইচ্ছা।
আমি এখানে শিলা নামে মেয়েটির প্রতি ভালোবাসা এবং শিলার বোধশক্তিকে শ্রদ্ধা জানানোই বুঝেছি।
ভালোবাসা দিবসের সর্বোত্তম ভালোবাসার গল্প।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-) ধন্যবাদ নাঈন জাহাঙ্গীর নয়ন ভাই।
পাঠ ও সুন্দর মন্তব্যের করেছেন।

শুভ কামনা জানবেন।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: লেখা ভালো হয়েছে তবে এখনো চুরি হয়নি!!!:):)

কয়েকটা টাইপো আছে যেমন:- বিরুক্ত< বিরক্ত, চাকুরী < চাকুরি ইত্যাদি!! ঠিক করে নিয়েন!:)

পোস্টে লাইক!:)


১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :#) চুরি হলে কি আর করার! তবে শান্তনা এই যে চোর ধরার জন্য আপনি আছেন।

টাইপো নজরে আনার জন্য ধন্যবাদ।
ঠিক করে দিয়েছি।

শুভ কামনা জানবেন।

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

ভাবনা ২ বলেছেন: সুন্দর গল্প , পাঠে বেশ আনন্দ লাগল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার আনন্দ লেগেছে জেনে খুশি হ লাম।

শুভ কামনা জানবেন।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: শুভ রাত্রি :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

শুভ সকাল।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০২

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি অনেক ভাল লাগল , তাই প্রিয়তে গেল । মনে পড়ে গেল এরকম একটি কঠীন অবস্থার মুখামুখী হয়ে ্মএকটুখানি বিলম্বের জন্য মায়ের শিয়রের কাছে উপস্থিত থেকে শেষ দেখা টুকু করতে পারিনি । মায়ের কাছে যখন দেরীতে পৌঁছলাম তখন সব শেষ , এ দু:খ রয়ে যাবে জীবন ভরে ।
কনসিডারেট শীলা মেয়েটির জন্য শুভেচ্ছা রইল, সাথে আপনার জন্য তো বটেই ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

আসলে আমরা যারা কর্পোরেট লেভেলে চাকুরি করি তাদের এই ধরণের অভিজ্ঞতা কমবেশী হয়।


শুভ কামনা জানবেন।

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: @ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)<< ??? কোরআন ও সুন্নাহর আলোকে গান ও বাদ্যযন্ত্র ??? লেখায় আপনার কুৎসিত মন্তব্য প্রসঙ্গে।
যেনে রাখুন অল্পবিদ্যা ভয়ংকর। আর আপনার মতো কুয়ায় থাকা ব্যাঙ এর ক্ষেত্রে এটা আরো বেশী প্রযোজ্য।
লেখাটি কোন আর্টিকেল নয় ( প্রশ্ন করতে পারেন আর্টিকেল আবার কি?) এটা একটা বইয়ের প্রথম অধ্যায়; পরিপূর্ণ বই নয়। বইয়ে এর পুরনাঙ্গ বিশ্লেষণ করা আছে। যা পর্যায়ক্রমে প্রচার করা হবে।
.।.।.।.।.।.।.।.।.।
আর ড. ইউসুফ আল কারযাভী-কে না চেনা আপনার দুর্ভাগ্য অথবা আপনার মাকাল-ফল ধরনের বিদ্যা // চরিত্র এর জন্য দায়ী!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দু:খিত,
আমি যেমন ভুল জায়গায় প্রবেশ করেছিলাম আপনিও ঠিক ভুল যায়গায় এসেছেন। আপাতত আপনার জন্য সু-খবর রাখতে পারছিনা। আপনার ও আপনার ওস্তাদের জ্ঞানের লেভেল পরিমাপ যোগ্য। ড. ইউসুফ আল কারযাভী- -এই সমস্ত পুচকে ব্যক্তিদের না চেনার জন্য জীবন থেমে থাকে না। বরং এদের দেশের মানুষ বড়ই অশান্তিতে আছে।

সারা জীবন জানতাম; তেলাপোকারা আবর্জনায় চিলিবিলি করে। এখন দেখছি দু’একটা সামুতে এসে উড়াউড়ি করতেছে।


২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

ভাবুক কবি বলেছেন: এমন মেয়ে আছে কি!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আছে রে. ভাই, আপনি কবি, কবিদের রাজ্যে এমন শত শত আছে।

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

ভাবুক কবি বলেছেন:

স্বপ্নের মাঝে হয়ত অভাব নেই,
বাস্তবতায় তার নেই কোন ঠাঁই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হলেও হতে পারে।

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

উ এ মং বলেছেন: আপনার ১ম পোষ্ট পড়লাম। আসলে কিছুটা বাস্তবতা ছোঁয়া পেয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভ কামনা জানবেন।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার গল্প। পড়লাম মন্তব্যগুলোও!!! :)

পলাশ মিঞাভাই, কার হাটে হাড়ি ভাঙেন?? ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-) পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ বিথী আপা।

পলাশ ভাই অনেকটা এ রকমই। তার মন্তব্যগুলো আঠারো বিশ বছরের মানুষের মত লাগে। কিন্তু পলাশ ভাই একজন পরিনত মানুষ।

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

টোকাই রাজা বলেছেন: গল্পটা ভাল হয়েছে তবে বানানগুলো একটু খেয়াল রাখবেন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B পাঠ ও মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসাটা শুধু একদিনের জন্য না উঠিয়ে না রেখে সব সময় ধরে রাখাটাই ভালো, শিলা হয়তো সেটাই করছে......ভালোলাগা জানিয়ে গেলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B ভাই ঠিক বলেছেন। ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B ভাই এখানে ক্লিক করুন

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫

চিন্তক মাস্টারদা বলেছেন: শিলা মেয়েটা সত্যি ভালো+বুদ্ধিমতী, আর তাইতো ভালবাসা দিবস একদিন না রেখে আজীবন রাখার চেষ্টা করল! এখন এটার দেখা-শুনার দায়িত্ব পড়লো আপনার উপর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ মাস্টারদা।

পাঠ ও মূল্যমান মন্তব্যে করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.