নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

নিজের ঢোল নিজে পিটাই!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৬

আবার আমি ধুয়ে মুছে
আমার মধ্যে যাব ঘুচে,
সত্য, সত্যের ছায়া হব,
বাঁচব তবে...........।
সত্যের ছায়ায় মরণ আমার
মরণ কবে?



[বি:দ্র: লেংটা কালের বন্ধুর বাসায় বেড়াতে এসে ছারপোকার কামড় খেয়ে অতিষ্ঠ, মোবাইলের ডাটাও শেষ। হ্যালো কোম্পানিতে যা মিনিট কিনা আছে তা দিয়ে শিলার সাথে ফোনে কথা বলে সময় পার করব কিনা ভাবতেছি। এত রাতে মেয়েটাকে ফোন দেয়া কি ঠিক হবে? আমার সামান্য সুখের জন্য তার গভীর ঘুমটা ভাঙ্গানো কি খুব জরুরী? নাকি পাক পবিত্র হয়ে খোদার ধ্যানে বসে যাব। এই সময় নাকি খোদাকে খুব কাছে যাওয়া যায়। তার সাথে অনেক দিনের হিসাব বাকী পরে আছে। সেটা মিটানো দরকার। ছারপোকার কামড় খাওয়ার চাইতে এটা অধিক উত্তম।

(বন্ধু ফারুক, তুই ছারপোকা মুক্ত হও)

১৭/০২/২০১৭, ঢাক, রাত: ৩:৩৪।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:

"হ্যালো কোম্পানিতে যা মিনিট কিনা আছে তা দিয়ে শিলার সাথে ফোনে কথা বলে সময় পার করব কিনা ভাবতেছি। "

-মিনিট কম থাকলে ফোন নাম্বারটা দিয়ে দেন, যাদের মিনিট আছে, তারা চেস্টা করুক; আমার ফোনও নেই, মিনিট থাকার কথা নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মন্তব্য পেতে আমি লেট করে ফেলেছি। সেই সময়ে (রাতে) নজরে আসলে দেয়া যেত, এখন দিন। রাতে আমার মত অবস্হায় কেঊ পরলে তার যদি কোন পথ খোলা না থাকে তাহলে তাকে দেয়া যাবে। অত্যান্ত রাতটা কথা বলতে বলতে কাটিয়ে দিবে।

আমার ফোন আছে কিন্তু মিনিট নেই, দু:খ আমার বেশী।

"ছাড়পোকা মুক্ত বিশ্ব চাই"

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৫১

পলাশমিঞা বলেছেন: অন্ধকারে ছায়ার মৃতু হয়।

চিন্তার বিষয় হলো, আমরা অবিনশ্বর নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B অন্ধকারে ছায়ার মৃত্যু হয়না,
অন্ধকারে ছায়ায় ও অন্ধকারের মধ্যে পার্থক্য করা কষ্ট কর হয়।
এটা সবাই পারে না, যাদে মধ্যে যারা এলমে তাসাউফ এবং ফিনাহ ফিল্লাহ ও বাকী বিল্লাহ স্তরে পৌছে গেছে তাদের পক্ষে সম্ভব। আর এটা সকলের জন্য খাস নয় আম।

আমাদের দেহ অবিনশ্বর না হলেও আত্মা অবিনশ্বর। সে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করবে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০৭

জুন বলেছেন: অবশ্যই শিলার সাথে কথা বলবেন ☺ ব্যালেন্সের কথা ভাবলে কি চলবে !!
তবে ছাড়পোকা সত্যি ভয়ংকর । ইলা মিলা নিলা পিলা সবকিছুকেই ভুলিয়ে দেয় /:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: 8-| মাঝে মাঝে চাইলেও সম্ভব হয়না ছোটখাট সীমাবদ্ধতা চলে আসে।

মন্তব্য করার জন্য ধন্যবাদ,

"ছাড়পোকা মুক্ত বিশ্ব চাই"

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও হো ভাই। পাক পবিত্র হয়ে খোদার ধ্যানেই বসে যান। সেটাই ভালো। ভোরে যদি থাকতাম তবে এটাই বলতাম।



এখন বলছি কবিতা ভালো লেখেছেন, শ্রদ্ধা রইল কবিতায়।
সত্যের মরণ হয় যদি! তবে আমার মরণ কবে ?
অসাধারণ অনুভূতি ভাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :|| ধন্যবাদ ভাই, আমার কবিতা লেখার হাত নেই, ব্লগে আমি কবিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, অনেক সময় অনেকেরটা পারি আবার কারোটা পারিনা। তবে আপনি ঠিকই বলেছেন, এটা অনুভূতি।

মন্তব্যে অনুপ্রাণিত হলান।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

নেয়ামুল নাহিদ বলেছেন: ছাড়পোকার কামড় পৃথিবীর অন্যতম বিরক্তিকর অনুভূতি :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: #:-S যাদের অভিজ্ঞতা নেই তাদের বুঝানো কষ্ট কর, আপনি আমার কষ্ট বুঝেছেন। এবার আসেন কোলাকুলি করি।

"ছাড়পোকা মুক্ত বিশ্ব চাই"

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: টিনি কবিতাটা সুন্দর হইছে। তবে এত হতাশা ক্যানো বাহে ?
শিলা'র সাথে কথা বলাটাই সত্যি, বাকি সব মিথ্যা হওয় উচিত তাই না ?
জীবন অনেক অভিজ্ঞতা দিয়েছে, তবে ছারপোকার অভিজ্ঞতা এখনো হলো না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হতাশা মাঝে মাঝে কাজ করে, তবে সেটা ক্ষণিক, আর বাকী সব মিথ্যা হলে দুনিয়া চলবে কিভাবে!
ছাড়পোকার কামড় খেলে শীলা নীলাদের সাময়িক ভুলে থাকা যায়।

B-)) ছাড়পোকার অভিজ্ঞতা যাদের নেই তারা এক জীবনে অনেক কিছু মিসড করছে। ঢাকা শহরে নিম্ন স্তরের কষ্ট বুঝতে হলে ছাড়পোকার কামড় খাওয়া ভাল কাজ দিবে। তাই হাসিনা খালেদার মাঝে মাঝে ছাড়পোকার কামড় খাওয়া উচিত। আমিও নিম্নস্তরে আছি, তবে আমার বিছানাটা ছাড়পোকামুক্ত।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: বাইরে মশা ভিতরে ছাড়পোকা!!!!!!!!!!!!!!!!!!:)


এবার ঠ্যালা সামলান ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!:):)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে কবিদের পর্যাবেক্ষন ক্ষমতা প্রবল। তাদের চোখে সত্যিকার বিষয়টা ধরা পরে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: তারিখ টা ২১৭ সাল হয়েগেছে ভাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নজরে আনার জন্য ধন্যবাদ,

শুভ কামনা জানবেন।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

খোলা মনের কথা বলেছেন: ছারপোকা খুবই জঘন্য কিসিমের প্রানী। ৩-৪ মাস ভুগেছিলাম। তবে রাত জাগার জন্য ভাল মাধ্যমও বটে। আপনি চাইলেও ঘুমাতে পারবেন না। এই সময়গুলো বন্ধু, বান্ধবী-টান্ধবীদের সাথে আড্ডার জন্য সু সময়।

টাইপো: ছাড়পোকা না, মনে হয় শুদ্ধশব্দ হবে ’ছারপোকা’। আপনার দেখাদেখি এখানে অনেকেই ভুল করেছে তাই সেগুলোর দায়ও আপনার। :( :( :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ;) ধন্যবাদ, এটা (র এবং ড়) আমার একটা সমস্যা। যেটা আপনাকে আগেও বলেছিয়াম।

[সকলের দায় মাথায় তুলে নিলাম]

ভাল থাকবেন দিবানিশি এই কামনা রইল।।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: খোদার ধ্যানে বসলেই ভালো করবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সুমনদা।

শুভ কামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.