নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর ভাবনা

২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩২



আল্লাহ আকার নাকি নিরাকার?

কোন কিছু আকার থাকলে তার সীমাবদ্ধতা চলে আসে। কিন্তু নিরাকার বলা হলে সীমাবদ্ধতার প্রশ্ন থাকতে পারে না।

এখন যদি বলা হয়; ঈশ্বরের আকার আছে, তাহলে ঈশ্বর সম্পর্কে মানুষ নির্দিষ্ট রেখা, লাইন টেনে তাকে একটি সীমাবদ্ধতায় আবদ্ধ করে ফেলবে, এতে ঈশ্বরের ইশ্বর হওয়ার মৌলিকত্ব ক্ষুন্ন হবে।

আর যদি বলা হয় নিরাকার, তাহলে প্রশ্ন থাকার অবকাশ নেই।
যেমন, কারো যদি মনে প্রশ্ন জাগে ঈশ্বরের কুদরতী হাত কতটুকু হতে পারে? তাহলে উত্তর হবে অসীম, অপরিমানযোগ্য, যার কোন শেষ নেই ইত্যাদি।

আর যদি উত্তর হয় ঈশ্বরের হাত পৃথিবীর সমান, গ্রহের সমান বা নির্দিষ্ট পরিমান তাহলে আবার প্রশ্ন জাগবে, এই পরিমাপের বাহিরে কি ঈশ্বরের হাত কিছু করতে বা যেতে পারে না অর্থাৎ ঈশ্বরের হাতের ক্ষমতা সম্পর্কে মানুষ সন্দিহান হয়ে যাবে। তার ফলে ঈশ্বর আর ঈশ্বর থাকবে না।

তাই ধর্ম গ্রন্থে ঈশ্বর কে নিরাকার হিসেবে দেখানো হয়েছে। আমার মতে, কেউ যদি ঈশ্বর কে সীমা রেখায় ফেলতে চায় তাহলে তার মনে যে ঈশ্বর রয়েছে সে ঈশ্বর হওয়ার যোগ্য নয়।

অতএব, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে তাহলে তাকে নিরাকার এবং এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: সৃষ্টিকর্তা এক।

২| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন যুক্তি কোন তর্ক কোন উপমা কোন ব্যাখ্যা ছাড়াই আল্লাহ এক ও অদ্বিতীয় ।

৩| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন যুক্তি কোন তর্ক, কোন ব্যাখ্যা-বিশ্লেষণ, কোন উপমা ছাড়াই আল্লাহ এক ও অদ্বিতীয়। এ কথা নির্দিধায় আমাদের মুসলিমদের মেনে নিতে হবে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

আততায়ী আলতাইয়ার বলেছেন: ভাই কোথায়

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে তাহলে তাকে নিরাকার এবং এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত। সহমত পোষন করছি।

৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে তাহলে তাকে নিরাকার এবং এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত।

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: যদি কেউ ঈশ্বরে বিশ্বাস করে তাহলে তাকে নিরাকার এবং এক ঈশ্বরে বিশ্বাস করা উচিত। সহমত পোষন করছি।

৮| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সত্যকে দারুণভাবে উপস্থাপন করলেন। অনেক ভাল লেগেছে।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.