নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

সত্যে যখন তেতো

২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৩

প্রত্যেক ধর্ম অনুসারীরা তাদের ধর্মকেই একমাত্র সঠিক বলে জেনে থাকে এটা দোষের কিছু না। দোষ হল উগ্রবাদে জড়িয়ে পড়া।

যেখন: ১। আওয়ামীলীগ যারা করে তারা ভাবে একমাত্র আওয়ামীলীগই প্রকৃত গণতান্ত্রিক দল। যা কষ্টি পাথরে বিচার করতে গেলে এর সত্যতা পাওয়া যাবে না। দেশে অন্যান্য গণতান্ত্রিক আরো দল আছে।

২। বিএনপি যারা করে তারা জানে একমাত্র বিএনপিই প্রকৃত জাতীয়তাবাদী দল অন্য সব ছাগলের তিন নম্বর বাচ্ছা। এখন বিএনপির কর্মী সমর্থকদের জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে এর পরিসীমা চিহ্নিত করতে বললে তারা বিএনপি কোন ধরণের জাতীয়তাবাদী দল তা নিরুপন করা মনে হয় কষ্ট হবে না।

৩। জামাত্যারা মনে করে বাংলাদেশে তারাই একমাত্র প্রকৃত ইসলামী দল অন্যসব দালাল। এখন জামাইত্যা গো পিছনের ব্যাক গ্রাউন্ড তোগাইতে (চেক করতে) গেলে বুঝা যাবে তাদের ইসলামী দল হওয়ার নমুনা।

তর্কের খাতিরে অনেক তর্ক করা যেতে পারে এটা সমাধান হওয়া যায় না। আসল কথা হলো যিনি নাস্তিকবাদে বিশ্বাস করে তাকে সেভাবে থাকতে দেন। তাকে চুলকানি দেয়া যাবে না। আবার যারা আস্তিকবাদে বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাত দেওয়া কোন ভালো কাজ নয়। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যের বিশ্বাস কে সন্মান জানানো। কারো বিশ্বাসে আঘাত নয়।

কিন্তু দু:খের বিষয় হলো আমাদের দেশে মুত্রমনা হতে হলে ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে হবে! এটা কাম্য নয়।
তার বদলে সকলের উচিত মানুষের শিক্ষা বিষয় নিয়ে কথা বলা। মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলা। মানুষ কে যথাযথ শিক্ষা দিন দেখবেন মানুষ তার আসল ঠিকানাটি ঠিকই খুঁজে নিবে।

মুত্রমনাদের বেঁফাস মন্তব্য করে সমাজে বিশৃঙ্খলা সষ্টি করার কোন দরকার নেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.