নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

এত্তো গরম কোথায় রাখি !!!

২২ শে মে, ২০১৭ দুপুর ১:০৯


হট সিন।

♥♥ আমরা চাই আর না চাই প্রতি বছর নিয়ম করে গরম আসবেই। কিন্তু এই গরম যখন তীব্র থেকে থেকে তীব্রতর আকার ধারণ করে তখন সৃষ্টি হয় তাপদাহ । এই তাপদাহে কিছু সংখ্যক মানুষ আরামে থাকে, কিছু সংখ্যকের জন্য আর্শীবাদ আর বাকি সবদের জন্য বয়ে আনে অভিশাপ। এই অভিশাপের যাতাকলে পড়লে নানা ধরণের চিন্তার উদয় হয়। সে রকম কিছু চিন্তা এখানে তুলে ধরা হল:

♦♦ যারা লুঙ্গি পড়ে ঘুমান তাদের লুঙ্গি যায়গামত থাকাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাদের পেটের সাইজ মাশাআল্লাহ একটু বড় তারা কিছুক্ষণ পর পর লুঙ্গি খুলেন আর ঝারা দেন। এতে বুঝা যাচ্ছে লুঙ্গির সাথে গরমের এক ধরণের সম্পর্ক আছে।


হট প্রকৃতি


♣♣ যে সমস্ত মেয়েরা ময়দা মেখে চিপা চাপায় ঘুরে বেড়ায় তারা এখন বেকায়দায় আছে। তাদের মুখে মালিশকৃত ময়দা এক সময় ঘাঁমে ভিজে খামির হয়ে যায়।

♠♠ তবে ডাব, আইসক্রিম, কোমল পানীয় বিক্রেতাদের নিকট গরম আর্শীবাদ। কারণ গরম বাড়লে তাদের পণ্যের চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়লে বেচা বিক্রি এবং লাভ দুটিই হয়।


ডাব বিক্রেতা

♣♣ ছাতা এমন একটা জিনিষ যা দু’ সিজনে কাজে লাগে। রোদে ছাতার কাপড় জ্বলে ডিসকালার হয়ে যায়, আর বর্ষাতে ভিজে সে কালার আবার প্রাণ ফিরে পায়।
যে সমস্ত পাব্লিক বর্ষাতে ছাতা খোলে কিন্তু গরম সিজনে খোলে না তারা শুধু কিপ্টা নয়, বলদ নাম্বার ওয়ান।

:-P যাদের ডায়াবেটিস এবং বাসায় বসে থাকতে থাকতে শরীর অবস হওয়া উপক্রম হচ্ছে তারা বেশি বেশি হাত পাখা ব্যবহার করতে পারেন। এতে অর্থ সাশ্রয় এবং মাসল দুটিই হবে, সাথে গরম থেকে খানিক নিস্তার পাবেন।

:( একদল পাব্লিক আছে যারা রাস্তায় ঘুরে ফিরে হা-হুতাশ করতে করতে করতে যখন টিকতে পারে না তখন তারা প্রাইভেট ডায়াগনিষ্ট সেন্টারের ওয়েটিং রুমে বসে শরীল ঠান্ডা করে নেয়। এরকম পাব্লিকদের এটিএম বুথ কিংবা সুপারমলে দেখলে অবাক হওয়ার কিছু নেই। তবে এটা ভাবার অবকাশ নেই যে তারা সরকার কিংবা আমলাদের মত জোচ্চুরি কিংবা পুকুর চুরি করছে। গরমই তাকে বাধ্য করে এ পথে এনেছে।

:``>> গরম আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা চাইলেও তাকে ত্যাগ করতে পারি না। যেমন বাসায় বাজার নেই- বউয়ের গরম, অফিসে গেছেন বসের গরম। ফুটপাতে হাঁটতে গেছেন পাতি নেতার গরম। হোটেলে ঢুকছেন ডাল-পুড়ি, পিয়াজু, সিঙ্গারা খাবেন, সেটিও গরম। খেতে বসে দেখেন পাতে চুল! সেখানে আপনি নিজে গরম।

♠ কিছু দিন আগে ট্রাম্প আর কিম মামার গরমে সারা বিশ্ব ছিল তটস্থ। সে সময় মিডিয়াগুলো তাদের গরমের উত্তাপ আমাদের মত ম্যাংগো পিপলের গায়েও ছড়িয়ে দিয়েছিল।

:-/ গরমে সবচেয়ে বেশি সমস্যায় থাকে ব্যাচেলরা। সারা দিন অফিস করে বাসায় যাওয়ার পর দেখে ট্যাবে পানি নেই, কারেণ্ট নেই, উপরে ফ্যানও ঘুরছে না। নিস্তার পেতে বাসার ছাদে গিয়ে দেখে সেখানে তালা মারা। তখন তাদের ইচ্ছে হয়, মাটি তুই দু’ভাগ হয় আমি তোর ভিতরে ঢুকি।

♦ একমাত্র গরমেই পারে আমাদের কে সরকার দলীয় নেতা এবং বিটিভির তেলবাজি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে।

B-)) গরমে আরেকটি জিনিষ চাউর থাকে সেটি হল ফেসবুক। সেখানে দেখবেন গরম নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করে একেক জনে একেক ধরণের পোষ্ট দিচ্ছেন। এই ফাঁকে সরকার বিরোধীরা নানা এঙ্গেলে মন্তব্য করে সরকারের সাফল্যের রণ সংগীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

♦ আরো কিছু গরম বা হট জিনিষের সাথে আমরা পরিচিত। যেমন; হট নায়িকা, হট সিন বা ভিডিও কিংবা হট চানাচুর বা হট সস বাদ যাবে কেন।

♦♣ এখন বলতে পারেন গরমে আমাদের করণীয়?
উত্তরঃ কিছুই করার নেই, শুধু হা-হুতাশ করা ছাড়া।


এখানেও গরম আছে, এক. জন গণের গরম, দুই. রোদের গরম।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭

কানিজ রিনা বলেছেন: হা হা ভালই লিখেছেন ধন্যবাদ।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপ্নাকেও ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: গরমে চরম অবস্থা। ভালোই লিখেছেন।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আসলে গরম আমরা ঠেকাতে পারব না কিন্তু পরিত্রাণের উপায় আছে। সে উপায় যথাযথভাবে ব্যবহারিত না হলে ভোগান্তি আরো বাড়ে।

আপনার জন্য শুভ কাম না থাকল।

৩| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এই গরমে কিআর মন্তব্য করুম!

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য যা করার তা কইরা লাইছেন। এখন হা.হুতাশ শুরু করে দেন।




মন্তব্য করার জন্য ধন্যবাদ। গরমে স্বস্তিতে থাকবেন এই কামনা করি।


৪| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ভালোই লিখেছেন।

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ

শুরুভী ভাবী ভালো আছে?

৫| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কিচ্ছু করার নেই স্বামী বিদেশ :-B গরমে অবস্থা চরম খারাপ।

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বামী বিদেশ থাকলে বউ সুপার সপে ঘুরে ঘুরে মার্কেট করে বাসায় এসে আরাম করে শুয়ে থাকে। এতে তুলনামূলক একটু কম কষ্ট হয়। যা ধকল যাওয়ার স্বামী গো-বেচারার উপর দিয়ে যায়। মধ্য প্রাচ্যের মরুভূমির গরম এর চেয়ে মজা!

অবস্হা চরম হলে হা... হুতাশ করতে থাকেন, যদি কিছু হয়।

মন্তব্যে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন।

৬| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৪

রক বেনন বলেছেন: চমৎকার হয়েছে!! =p~ =p~ গরম লিখনী!!

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৭| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন, অনেকগুলো গরমসম্পৃক্ত আলোচনা। ভালো লাগলো গরমের সাথে জড়িত বিষয়গুলোর সুন্দর উপস্থাপন।

শুভকামনা ভাই।

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই,

পাঠ ও মন্তব্যে পোষ্টের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আপনার জন্যে শুভ কামনা থাকল।

৮| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

নাদিম আহসান তুহিন বলেছেন: গরম গরম হট হট

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই।

গরমে আপনার জীবন হউক স্বস্তিময়- এই কামনা করি।

৯| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১২

ধ্রুবক আলো বলেছেন: এতো গরম যে শীটই লাগছে না ;)

২২ শে মে, ২০১৭ রাত ৮:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ- 'অল্প শোকে কাত র অধিক শোকে পাথর' হ য়ে যায়।

হয়ত অধিক গরম পড়লে শীত লাগবেনা এটাই স্বাভাবিক।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১০| ২২ শে মে, ২০১৭ রাত ৯:৩৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এতো গরম পড়বে জানলে হবিগঞ্জেই থাকতাম ঢাকায় আসতাম না। কপাল ভালো এখন আর আগের মতো লোডশেডিং নেই।

২২ শে মে, ২০১৭ রাত ১০:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এ কি বুলছেন ভাই, লোডশেডিং নেই? আপনি কি বাংলাদেশে বসবাস করেন?


মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৫২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ঢাকায় আসলেই লোডশেডিং নাই। আজকে মাত্র দুই ঘন্টা লোডশেডিং ছিল। কয়েক বছর আগে এমন দিনে ৮-১২ ঘন্টা বিদ্যুৎ থাকতো না।

২২ শে মে, ২০১৭ রাত ১১:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢাকাতে কম হয় কিন্তু গ্রাম পায়ই থাকে না। অনেকটা হিন্দি সিনেমার নায়িকাদের মত, প্রায়ই কাপড় পড়ে!

আমাদের এলাকার জনগণ আজ কারেন্টের জন্য বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।

১২| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরমে লুঙ্গিটা খুব আরামই দেয়। চাইলেই সর্বশেষ শ্লীল সীমানায় টেনে তোলা যায়...

২২ শে মে, ২০১৭ রাত ১১:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লুঙ্গি পড়ে মানুষ স্বাচ্ছন্দবোধ করে এবং পড়ে আরামে শোয়া যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনে।

তবে লুঙ্গির আরাম প্রিয়তার কারণে ইহাকে জাতীয় করণ করা দরকার!

২২ শে মে, ২০১৭ রাত ১১:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লুঙী আমারো প্রিয়। আমি বাসায় এবং রাতে ঘুমানোরর সময় ইহা পড়ি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.