নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

হুজুরে জনাব শাহেন শাহ মালজাদার এর জমানায় কি কি তরিকায় আবগারি কর থেকে মুক্তি পেতে পারেন, আসুন জেনে নিই।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩৫



বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী হুজুরে জনাব শাহেন শাহ মালজাদা। আর বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বছরের যেকোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ থেকে ১০ লাখ টাকা জমা দিলে বা তুললে ৮০০ টাকা আবগারি শুল্ক কেটে রাখা হবে। অন্যান্য পরিমাণ ত’ থাকছেই। আসুন জেনে নিই কি কি পদ্ধতি ব্যবহার করলে আবগারি শুল্ক থেকে বাঁচা যাবেঃ-

০১।


মাটির ব্যাংকঃ ছোটবেলায় অনেকের মাটির ব্যাংকে টাকা পয়সা জমানোর স্বভাব ছিল। সোনার চামচ মুখে দিয়ে যারা জন্ম গ্রহন করেছে তাদের কথা আলাদা। আবার প্রয়োজন কিংবা তুচ্ছ কারণে অনেক সময় এই ব্যাংক ভেঙ্গে ফেলা হত। পিঠাপিঠি ভাইবোন থাকলে এই সমস্যা প্রকট আকার ধারণ করত। বর্তমানে যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা এটি ব্যবহার করতে পারেন। যখন অভাবের তাড়না
আসবে তখন ভাঙ্গতেও পারবেন অনায়াসে। অর্থাৎ ব্যবহারে ঝামেলা নেই।

২।


কলসিঃ আমরা যারা ৬০ থেকে ৯০ দশকে শৈশব কাল কাটিয়েছি তাদের কাছে গুপ্ত ধনের কালসি একটি পরিচিত নাম। নানা-নানি কিংবা দাদা-দাদি থেকে শুরু করে আগের দিনের ধনী ব্যক্তিরা কলসির ভিতরে গুপ্তধন রাখতেন বলে গাল-গল্প শুনতাম। আমরা এই গুপ্তধনের কলসি স্বপ্নে হস্তগত করে শিহরিত হতাম। কিন্তু মাল সাহেবের জমানায় পোলাপাইন এই সমস্ত গাল-গল্প কে এখন রুপকথা ভাবে। তাদের চোখ থাকে মোবাইল কিংবা টিভির পড় পর্দায় HD ভিডিওতে। তাই বলে কি এই জিনিষের
পূর্বেকার ব্যবহার বন্ধ হয়ে যাবে? প্রশ্নই আসে না। এখন যারা গ্রাম্য মধ্যবিত্ত শ্রেণির তারা অনায়াসে এই জিনিষটার পূর্বেরকার ব্যবহার শুরু করতে পারেন। বিফলে মূল্য ফেরত।

৩।


হাড়িঃ প্রাচীন কালে মূলত হাড়ি ব্যবহার হত দুটি কাজে, এক. রান্নাবান্না, দুই. মোহর, দিরহাম, সোনা রুপার পঁয়সা রাখার জন্য। সাধারণত যাদের সামর্থ বেশি ছিল তারা পিতলের হাড়ি ব্যবহার করতেন। অতীত কালে চোর কিংবা ডাকাত অথবা মগ জলদস্যুদের ভয়ে মানুষ কাঁচা মোহর ভরে নির্দিষ্ট জায়গায় মাটির ভিতর লুকিয়ে রাখতেন। যুগের পরিবর্তনের কারণে অপরাধের ধরণ পাল্টিয়েছে, সে সাথে ব্যাংকিং ব্যবস্থা আসার কারণে মানুষ কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেও ‘মাল যুগে’ প্রবেশের কারণে এর সঠিক ব্যবহার আরেক বার প্রমাণ করার সুযোগ আইছে। দেশের মোটামুটি ধনী কিন্তু কিপটু টাইপের লোকেরা এই জিনিষ ব্যবহার করতে পারেন।


৪।


সিন্দুকঃ বর্তমানে যে লকার দেখা যায় তার আদি পিতা হলো সিন্দুক। সিন্দুকের ব্যবহার এখনো বাংলাদেশ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। কিছু কিছু খান্দানি পরিবারে যত্নে কিংবা অবহেলায় ঘরের কোনায় তাদের উপস্থিতি আছে। প্রাচীন কালে এতে তালা এবং চাবি ব্যবহারের কারণে মধ্য উচ্চ বিত্তদের মাঝে এর ব্যবহার ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল। দেশের মধ্য উচ্চ বিত্তরা একে আবার চালু করতে পারেন মহাসমারোহে।

৫।


মটকাঃ মাটি থেকে তৈরি করা একপ্রকার বিশালাকৃতির পাত্র, যা দেখতে অনেকটা কলসের আদি পিতা মনে হতে পারে। সাধারণত এজাতীয় পাত্রে চাল, কিংবা ভোগ্য পণ্য সংরক্ষণ করা হয়। গ্রামের ছেলেপুলেরা পলন্তিস পলান্তি খেলার সময় এতে লুকিয়ে থাকে। বর্তমানে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তাদের জন্য এপাত্র বিশাল কাজ দিবে। তবে এতে হাল্কা রিস্ক আছে এবং অধিক চাপে ভেঙ্গে যেতে পারে। তা থেকে উত্তরণের জন্য টাকা কে ডলারে কনভার্ট করতে হবে।

৬।


পাতিলঃ সত্য যুগে নাকি মুরুব্বিরা দেখতেন, ঐতিহাসিক কোন পুকুর থেকে অলৌকিক কোন বড় পাতিল/ডেক ডাঙ্গায় উঠে আসত। এবং সেগুলো নাকি নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করত। এলাকায় বড় ধরণের বিবাহ কিংবা মেজবানি অনুষ্ঠান হলে সে পাতিল দ্বারা রান্না বান্না চলত, তবে শর্ত থাকত কোনরুপ ক্ষতি সাধন কিংবা লুকিয়ে রাখা যাবে না, তাহলে অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকত এবং পাতিল উঠে আসা বন্ধ হয়ে যেত। সত্য যুগ গত হয়েছে কয়েক শতাব্দি ধরে, কিন্তু মানুষের তৈরি পাতিল এখন দাপিয়ে বেড়াচ্ছে ডেকারেশন দোকান থেকে মানুষের বাড়িতে। মাল সাহেবের আমলে আবগারি কর থেকে বাঁচতে হলে পাতিল কিংবা ডেক একটি অব্যর্থ ব্যবহারিক জিনিষ হতে পারে। শহুরে মধ্য উচ্চ বিত্ত শ্রেণির লোকের ইহা ব্যবহার করে ফল পেতে পারেন।

৭।


ড্রাম: মূলত তেল কিংবা দ্যাহ পদার্থ রাখার জন্য ব্যবহার করা হলেও সোনা, রুপা, টাকা পয়সা রাখতে পারেন নির্দ্বিধায়। এটা একুশ শতকের চিন্তা ধারার ফসল। এর ভিতরে স্বর্ণের বার সারি সারি রাখতে পারেন। কিংবা টাকাকে ডলারে রুপান্তর করে বান্ডিলে বান্ডিলে সাজিয়ে রাখুন। দুদক টাকার সন্ধান পাওয়া দূরে থাক, তেলাপোকাও আপনার টাকা খুঁজে পাবে না! এটা উচ্চ বর্গীয় শ্রেণির লোকের জন্য জায়েজ।

৮।


বাংকারঃ এটি আম পাব্লিক, ধনী কিংবা শহুরে বাড়িওয়াদের জন্য নয়, ইহা সালমান এফ. রহমান, ফালু, কাউছ মিয়াদের জন্য প্রযোজ্য। সুইস ব্যাংক যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তখন তারা বাংকার পদ্ধতি অনায়াসে ব্যবহার করতে পারবে। ব্যাংকার যুদ্ধেক্ষেত্রে ব্যবহার হলেও বাংলাদেশে সুইস ব্যাংকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ধারণা ২০১৭ সালে আমার মত আইজাড়া প্যাঁচাল মার্কা পাব্লিকের মাথায় আসে। সালমান এফ. গংরা যদি ডলারগুলো এই ব্যাংকারে ভরে রাখেন তাহলে--

# কর দিতে হবে না।
# সুইস ব্যাংকের থেকে নিরাপদ, কারণ সুইস ব্যাংক খাড়া যুক্তিতে মাঝে মাঝে টাকা আটকিয়ে দেয়।
আমাদের প্রিন্স মুসার নাকি অনেকগুলো টাকা আটকিয়ে আছে।
# ব্যাংক থাকে দূরে কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে থাকবে।
# চেক আর জমা বইয়ের ঝামেলা নেই শুধু বাংকের চাবি হাতে থাকলেই চলবে।

এছাড়াও যদি কোন তরিকা কারো মাথায় খিজ খিজ করে তাহলে কমেন্ট করে জানান দিবেনে। জাতির উপকার হলেও হতে পারে।

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত কিছুর পরও ব্যাংক ব্যবহার না করে কি পারা যাবে।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যাবে,
আপনি যদি গুহা যুগে চলে যান।

২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৫৯

ঢাকাবাসী বলেছেন: তখন এবার এই ... বাচ্চা ঐগুলানের উপরেও কর বসাবে, দেখবেন। প্রতি এক সিএফটি মাটির বা লোহার ব্যাংকের উপর বছরে ১০০ টাকা!

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোথাও জানি পড়েছি, মধ্যযুগে ভারতের একটি গ্রাম মানুষ শূন্য হয়েছিল মোড়ল কর্তৃক অতিরিক্ত কর ধার্য করার কারণে।

হয়ত আমাদের দেশের মানুষ সুযোগ পেলে পালিয়ে যাবে।

৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১৭

কানিজ রিনা বলেছেন: আপনার মালজাদার ছবি দেখে প্রায় পাঁচ
মিনিট হাসিটা শরীরের জন্য উপকারী মনে
হোল। তবে আঙুল ফুলে কলাগাছ হওয়াদের
জন্য পুরান পদ্ধতী উপাকারে লাগবে।
বেশ উপকারী পোষ্ট বলে মনে হোল।
ধন্যবাদ,

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসুন। হাসলে নাকি রোগ ব্যারামে কম ধরে। আর বর্তমান সময়ে, হাসা কিংবা দেখা ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা দেখছি না।

৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: :) :D =p~

ভাবছি ৯৯০০০/- করে জমা করব আবার ৯৯০০০/- করে তুলব। শেষ রক্ষা হবে কি? :)

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত,
এই গোমড় ফাঁস করা ঠিক হয়নি। সবাই এই টেক্নিক প্রয়োগ করতে থাকলে সরকার নতুন পলিসি এপ্লাই করবে।

৫| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আধুনিক যুগ থেকে কিভাবে গুহা যুগে যাব যদি রাস্তাটা দেখিয়ে দিতেন তবে মন্দ হতো না। B:-/

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আবার কিভাবে! সোজা হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁট টে এক সময় আফ্রিকার জঙ্গলে চলে যাবেন । যুৎসই দেখে একটা গুহা নির্বাচন করবেন। তারপর পশুপাখি শিকার করে আরামচে খাইতে থাকবেন।

(বি:দ্র: আফ্রিকাতেও গুহা, জঙ্গল পাওয়া এখন কষ্ট সাধ্য)

৬| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: মাল সাহেররে তো হেব্বি লাগছে। দাড়িডা লাগাই দিলেই পারতেন।
কষ্ট করে লাক্ষ টাকা জামইয়া ভাবছি বড়লোকের খাতায় নাম লেখামু।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যারা জন গ ণের টাকায় চলে তাদের ভিতর রাজা রাজা ভাব থাকে। মাল সাহেবও তাই।

২০১৭ তে এসে জাতি দারুণ একটি জিনিষ আবিস্কার করেছে। এক লাখ টাকার মান দন্ড হলো একজন বড় লোক!

৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:০৩

মোটরসাইকেল ভ্যালী বলেছেন: অনেক মজা পেলাম :)

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Abul mal bank Bangladesh limited number one mal

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বেচারা বুড়া হয়েছেন, হয়ত মাঝে মাঝে পিল গিলতে ভুলে যান। তাই নানান কিছু মাথায় আসে।

৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১০

ধ্রুবক আলো বলেছেন: প্রথম ছবি খান এক্কেবারে জব্বর লাগছে।

আইডিয়া গুলোও ভালো লাগলো।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: মাল সাহেবের ছবিটা অস্থির হয়েছে।

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

পাঠ ও মন্তব্য করেছেন।
আপনাকে প্রথম পাতায় দেখলাম, সেই জন্য স্বাগতম।

১১| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাজেটের উপর কিছুটা রম্য হয়েছে

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে ঠিক তাই, আপনি ধরতে পেরেছেন।

১২| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: হাহাহাহা.........দারুণ পোস্ট। +।

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, পাঠ ও মন্তব্য করেছেন।

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৭

মাওয়ি বলেছেন: এই পদ্ধতিতে টাকা রাখলে, এটিএম কার্ড ব্যবহার করবো কিভাবে? :D

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই পদ্ধতিতে এটিএম কার্ডের প্রয়োজন নেই। এটিএম কার্ড কে ছিদ্র করে মাঝখানে আংটা লাগিয়ে চাবির রিং এ রুপান্তর করুন। একেবারে ঝামেলা ফ্রি!

১৪| ০৫ ই জুন, ২০১৭ ভোর ৪:২৭

দেলোয়ার সুমন বলেছেন: জোস আইডিয়া :)

০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ারর জন্য ধন্যবাদ।

১৫| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:১৬

রাহুল বিশ্বাস বলেছেন: আমরা আমজনতা, আমরা মামলা হামলা অনেক ভয় করি।
তাই আমাদের আফসোস করা ছাড়া আর কোন উপায় নেই.

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি বাংলার যুবক, আপনার কথায় অবাক হইলাম!

১৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভরসা রাখুন নৌকায়... এর চেয়ে 'ভরসা রাখুন মটকায়'... বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, পাঠ এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেয়ার জন্য।

১৭| ০৭ ই জুন, ২০১৭ রাত ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: লাইক দিতেই হলো।।

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

১৮| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৯

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই যা করছেন মনে হয় শুধূ ধন্যবাদ দিলে অর্পূর্নই থেকে যাবে।

অসাধারণ জিনিয়াস পোস্ট

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

শুভ কামনা জানবেন।

১৯| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ছবিগুলো কি ইন্টারনন্টে নাকি আপনার নিজের কালেকশনের?
শুধু এসব ছবি দেখেই মুগ্ধ হলাম।

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিগুলো বিভিন্ন ওয়েব সাইট থেকে নেয়া, আমি শুধু ছবির নিচে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে ডায়ালগ এড করছি।

ধন্যবাদ।

২০| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অপূর্ব মহা চমৎকার মজাদার সুখপাঠ্য অতি উত্তম পোষ্ট। আমার ভাল লেগেছে কিনা সেটা এবার আপনে বলেন? কইতে পারলে একটা ধন্যবাদ ফ্রি!

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি সন্মানিত মানুষ। মন্তব্য করেছেন এতেই আমি খুশি। হয়ত আপনার ভাল লেগেছে, তাই মন্তব্য করেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হয়ত আপনার ভাল লেগেছে, হয়ত কথাটা বাদ দিলেই উত্তর একশ ভাগ সঠিক হতো। তথাপি টেনেটুনে একটা ধন্যবাদ দেওয়া যায়।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেটাই দেন। এটা কম কিসের।

আল্লাহ আপনার মঙ্গল করুক।

২২| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঘটনা যাই হোক আপনাকে প্রাণবন্ত দেখতে চাই। আমরা পরের বাড়ির মেহমান, তারা সদয় হয়ে যা পরিবেশন করে তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমি আরেকটা নিক খোলার কথা ভাবছি।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিক খোলা খারাপ কিছু না, যদি সে নিক দিয়ে স্বাভাবিক নিয়মে ব্লগিং করে।

যদিও বলা ঠিক হবে কিনা জানিনে, তারপরও আমি বলছি, আমি কমেন্ট ব্যান এ আছি। তাই নিজের পোষ্ট ছাড়া অন্য কোথাও মন্তব্য করতে পারিনা। আর অন্য নিক দিয়ে কোথাও মন্তব্য করে মজা পাই না। আশা করি সামু আমাকে অন্য ব্লগে মন্তব্য করার সুযোগ দিবে।

আপনাদের সাথে মিশতে চাই এবং আরো কাছাকাছি আসতে চাই।

২৩| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩

তাওহিদ হিমু বলেছেন: হাহা,,, আমি ভাবছিলাম সত্যি সত্যি কোনো উপায় বলবেন। এখানে মজা করলেন।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> এখন বুঝলাম আপনি ধনী মানুষ। আমাদের একদিক পার্টি করে খাওয়ান, তাহলে ভ্যাটের পরিমাণ কম আসবে।

২৪| ১১ ই জুন, ২০১৭ রাত ১:৩১

উম্মে সায়মা বলেছেন: ভালা বুদ্ধি :)

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

২৫| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পণ্য বিনিময় প্রথাটা আবার চালু করলেই তো আর টাকা পয়সার ঝামেলাটা থাকে না।

১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন আইডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.