নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

ব্লগেও আমিন লেখার চল প্রচলন হইছে!

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০



আজকাল ব্লগেও ফেবু স্টাইল চলছে। কেউ কেউ কোন কোন পোষ্টে না বুঝে আমিন লিখছেন।
অনেকটা ১০০০ বছর পুরাতন কাবা ঘরের ছবির মতন।

যারা ছোয়াবের আশায় আমিন লিখছেন তারা কি ভাল করে পড়ে বা বিষয়টিতে কি লিখা আছে তার মর্ম উদ্ধার করে লিখছেন। উত্তর অবশ্যই না। আল্লাহ খোদা বা রাসূলের নামে কবিতায় দুই লাইন ভাল লিখলেও বাকি এক লাইনে যে বিশাল বাঁশ দেয়া হয়েছে তার দিকে খেয়াল করবে কে?



হুজুগে কোন কিছুই ভাল না। ব্লগের ক্ষেত্রে একেবারেইই না।



একটা বিড়াল যখন সাতশ ইঁদুরশিকার করে হজ্জে যাওয়ার নিয়্যত করবে তখন বুঝতে হবে এই নিয়্যতে কোন গন্ডগোল আছে।


মুখে আল্লাহ খোদার নাম নিলেই অন্তরের অবস্হা বুঝা যায় না।


সাধু সাবধান।।


পীরে কামেল দেখিয়া কেউ খাইওনা ক্রাশ।।।


ইসলাম ধর্মে খোদা অবতার হিসেবে আসার প্রমাণ নেই। অন্য ধর্মে যার যার বিশ্বাসের ব্যাপার।। এখানে কার খোদা কোনজন?





ফটোকপির ব্যবসার দেখাদেখি সেটা এখন সোশ্যাল মিডিয়াতে জোড়েশোড়ে চলছে।


উনি নাকি বড় পীর! খিকজ.......

কেন এই আমিনবাজদের পরিত্যাগ করবেন;

ধরুন, এক পরিচিত বন্ধু আপনাকে ম্যাসেজ করেছে;

হুজুর পাক (সাঃ)
বলেছেন,, তোমরা নিয়মিত নামাজ
আদায় এবং কোরআন পাঠ কর। যে ব্যক্তি
বিশ জনকে পৌঁছে দিবে ঠিক দশ দিন
পর তাঁর বাড়িতে খুশি আসবে আর যে
ব্যক্তি পাঠাবে না দশদিন পর তাঁর
বাড়িতে কষ্ট আসবে। Don't ignore.so please
forward in to 20 " ﻻ ﺍﻟﻪ
ﺍﻻ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ " এই কালেমার কসম
তোমরা বিশ জনকে পাঠাও তোমার
সবচেয় বড়আশা পূর্ণ হবে দিয়েই দেখ...

এখন আপনি যা ভাবলেন:
মামুর ব্যাটা বলে কি!
হুজুর পাক (সা:) কাকে বলেছেন এই কথা। হাদিসে আছে? থাকলে তার রেফারেন্স কি?
আর এখানে বিশ জন, দশ দিন, বাড়ি, কষ্ট, খুশির সংবাদ ইত্যাদির সাথে কালেমার সম্পর্ক কি?! বাহ্, তারপর ভাবলেন, আল্লাহ্ মুমিনদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতে দিবেন না, তিনি আখেরাতে দিবেন। আর আগে যারা (ইসলাম প্রচারক) কালেমা প্রচার করেছে তারা কি ফোন কোম্পানির মত শর্ত সাপেক্ষ কালেমা প্রচার করেছেন?

সর্বশেষ কথা হলো কোন ব্যাক্তি যদি এই বিশ জন কে ম্যাসেজ করে কোন কারণে খুশির সংবাদ না পান তাহলে সেই ব্যক্তির কালেমা এবং আল্লাহ্ প্রতি ইমান কমে যাবে।


মন্তব্য ৬৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: এই 'লাইক' আর 'আমিন' ওয়ালাদের ঝাড়ু পিটা করা দরকার।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাহলে ক্লিকে আয় কিংবা লাইক ব্যবসার কি হউব?




শর্ত প্রযোজ্য।।

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০১

অর্ক বলেছেন: সাংঘাতিক পোস্ট দিয়েছেন!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাহলে আমিন না লিখে যাবেন না।।।

৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১০

আমি চির-দুরন্ত বলেছেন: অর্ক বলেছেন: সাংঘাতিক পোস্ট দিয়েছেন!

হা হা। সবাই এই পোস্টে আমিন লিখে যান। নাহলে ৭ দিনের মধ্যে বিপদে পরবেন। এক অবিবাহিত ভাই আমিন না লেখার কারনে তার বউ মারা গিয়েছিল।


কত প্রতি বন্ধী মানুষের ছবি দিয়ে বলে আমিন না লিখে যাবেন না। কোরান ও বাইবেল দিয়ে বলে কোণটা মানেন?
অথবা দেখি কে জিতে ? ইসলাম হলে লাইক দিন আর হিন্দু হলে কমেন্ট করেন।

এরকম পোস্ট এ কমেন্টে একটু প্রতিবাদ করতে গেলেও আপনাকে গালি খেতে হয় আমজনতার।

এইরকম হাজার হাজার আবুল মার্কা পোস্ট দেয়। অদের যেন আল্লাহ হেফাজত করে।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার দেখছি এই সম্পর্কে ভাল জানাশোনা আছে।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৭

রাজীব বলেছেন: আমিনআলারা কই গেল?

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিনের দল ধর্ম গৃহে প্রার্থনাতে আছে, তাদের সেখানেই থাকা ভাল। এদের ব্লগে/ফেবুতে আমিন লিখার দরকার নেই।

৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পোষ্টটি ভালো লাগলো। সত্য কথাগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন। কৃতজ্ঞতা রইল পোষ্টে।

শুভকামনা জানবেন সবসময়।


(আমার দ্বারা কোন অপ্রত্যাশিত কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন ভাই।)

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনের দ্বারা কষ্ট পেয়েছি! এমনটা কখনো ভাবিনী। আর কখনো এমন কিছু হয়নি যা দ্বারা মন খারাপ হবে।

ক্ষমা চাহিয়া লজ্জা দিলেন।।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:২৮

নতুন বলেছেন: আমিন মানে + লাইক দিলাম...

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি জেনেশুনে/বুঝে লাইক দিলে ভাল কথা। এই লাইক কি পোষ্টে/মিয়া খলিফাকে/আমাকে দিয়েছেন কিনা তা পরিস্কার নয়। তবে মনে হয় পোষ্টে দিয়েছেন।
কিন্তু ফেবু সোশ্যাল মিডিয়াতে যা ঘটে তা হলো ইসলামের সাথে সম্পর্ক নেই এমন কিছুতে আমিন লিখা হয়, যেমন: মিয়া খলিফা, গাছে আল্লাহর নাম অবতার হিসেবে আবির্ভাব ইত্যাদ। সর্বশেষ কথা হল আপনার আমিন লিখাকে/লাইক কে/ভিউ কে পুঁজি করে /কেন্দ্র করে কেউ কেউ ধর্ম ব্যবসা করছে।

৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২

তারেক ফাহিম বলেছেন: যারা ব্লগে অামিন লিখে তারা মনে হয় ভুলেই গেছে যে ৃব্লগে রিক্সা ড্রাইভারের মত লোক স্থান পায়নি। এরা সামুর জাত মারবে।

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক কিছু নিজের অজান্তেই হয়ে যায়, ভুল কিছু হতে পারে। তাই আমাদের সবার সচেতন হতে হবে।

৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমিও আমিনের দলে!!
ধর্মটাকে এরা "কাঁচের চুড়ি" বানিয়ে দিয়েছে!!

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিও আমিনের দলে। সব মুসলমানদের আমিনের দলে থাকা উচিৎ। কিন্তু মিডিয়াতে যেটা ঘটছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তা সমার্থন করা যায় না।

আপনি ঠিকই বলেছেন, ধর্মটাকে এরা "কাঁচের চুড়ি" বানিয়ে দিয়েছে!!

৯| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফসোস শর্টকাট মুসলিমরা সবসময় ভুল করে। আমার বন্ধুদের সবসময় সতর্ক করি। আপনাদেরও করা উচিত। এইসব এডমিনদের জীবনে অনেক দুঃখ আছে...

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের সবার সচেতন হতে হবে। সবকিছু আগাগোড়া পড়তে হবে, বিশেষ করে ভন্ডদের লেখা রাসূলের প্রশংসা সূচক কবিতা।

ধন্যবাদ।।।

১০| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: এই পোস্ট পড়ার পরে কেউ আমিন বলতে ভুলে যেয়েন না। =p~

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিনের ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে।

১১| ০৮ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩২

কাউয়ার জাত বলেছেন: কেন্দ্রীয় আল্লাহ ওয়ালালীগে আমার একটা পোস্টের ব্যবস্থা করে দিতে পারেন? পারলে স্বপ্নে আমাকে জানিয়ে দিয়েন।
বি.দ্র. স্বপ্নে আমাকে খুঁজে পেতে অবশ্যই লুঙ্গি গিট দিয়ে ঘুমাতে যাবেন। আমীন, ছুম্মা আমীন।

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কেন্দ্রীয় আল্লাহ ওয়ালালীগে আপনার যায়গা হবে না বলে আমি নিশ্চিত। তার পরেও আপনি গুলিস্তানে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে বিফলে গেলে মতিঝিল কিংবা ফরিদপুরে গিয়ে দেখতে পারেন, হয়ত তার কাছাকাছি কিছু পাবেন।

১২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কেন্দ্রীয় আল্লাহ ওয়ালালীগে আপনার যায়গা হবে না বলে আমি নিশ্চিত। তার পরেও আপনি গুলিস্তানে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে বিফলে গেলে মতিঝিল কিংবা ফরিদপুরে গিয়ে দেখতে পারেন, হয়ত তার কাছাকাছি কিছু পাবেন।

১৩| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



সবাই কিছু একটা করতে চায়

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল কিছু করলে দোষের কিছু নেই।

১৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১৫| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

এল শেরা বলেছেন: মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন এবং সঠিক পথে চলার সুযোগ দান করুন; আমিন ।

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিন।।

১৬| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমিন। ;)
পোষ্ট নিয়ে কিছু বলার নেই।চরম সত্য কথাই বলেছেন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ দ্যা ফয়েজ ভাই, পাঠ ও মন্তব্য করেছেন।

১৭| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

ওমেরা বলেছেন: আচ্ছা ব্লগে এরকম ২-১ টা পোষ্টের লিন্ক দেন তো দেখি ।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপা, গত ০৭ জুলাই ২০১৭ ইং সালে সামু ব্লগে নতুন এক ই!ছলামী ক?বি হযরত মোহাম্মদ (সা: ) নিয়ে একটি ক!বিতা লিখেছে। সেখানে আমার দুই প্রিয় ব্লগার ভাই কবিতা ভালভাবে না বুঝেই এবং
যায়গা না চিনে মন্তব্য রেখেছেন। কবিতা পড়লে সাধারণ পাঠকদের বোঝবার উপায় নাই সেখানে প্রশংসা করা হয়েছে নাকি প্রশংসার আড়ালে আল্লাহ/খোদার অবমাননা করেছে। কবিতায় আল্লাহ এবং রাসূল কে এক করে চরম শেরেকি করা হয়েছে। আমার এক ভাই না বুঝেই তাতে লাইক দিয়েছেন।

দয়া করে খুঁজে নিবেন। লিংক চাহিয়া লজ্জা দিবেন না।

১৮| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩০

উম্মু আবদুল্লাহ বলেছেন: সাংঘাতিক বটে।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাধারণ মানুষ না বুঝেই হুজুগে আছে।

ধন্যবাদ।

১৯| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: ভাই এত দিন পর আমার মনের মতো একটা পোস্ট দিলেন, বদমাইশের দল ধর্মটারে একটা ব্যাবসায়িক পন্য বানিয়ে ছেড়েছে। এদের কে পিটিয়ে দেশ ছারা করা উচিৎ।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাদের কারণে ধর্ম উদ্ধারের চেয়ে ডুবছে বেশি। এর কু- ফল পাইতে আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।

২০| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি জেনেশুনে/বুঝে লাইক দিলে ভাল কথা। এই লাইক কি পোষ্টে/মিয়া খলিফাকে/আমাকে দিয়েছেন কিনা তা পরিস্কার নয়। তবে মনে হয় পোষ্টে দিয়েছেন।
কিন্তু ফেবু সোশ্যাল মিডিয়াতে যা ঘটে তা হলো ইসলামের সাথে সম্পর্ক নেই এমন কিছুতে আমিন লিখা হয়, যেমন: মিয়া খলিফা, গাছে আল্লাহর নাম অবতার হিসেবে আবির্ভাব ইত্যাদ। সর্বশেষ কথা হল আপনার আমিন লিখাকে/লাইক কে/ভিউ কে পুঁজি করে /কেন্দ্র করে কেউ কেউ ধর্ম ব্যবসা করছে।


দেশে পীর/পানিপড়া/মাজার/তাবিজ/মিলাদ/ওরস/রথযাত্রা/পুজা সবই কিন্তু হয় দেশের ধম`ভীরু মানুষের ধম` বিশ্বাসকে পুজি করে।

এই সব অনুস্ঠানে টাকার আমদানী হয় বলেই এই অনুস্ঠানে কিছু লোক এতো আগ্রহ নিয়ে উৎযাপন করে থাকে। এটা সাধারন মানুষ বোঝে না।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাধারণ মানুষ বুঝে না দেখেই সমস্যা, বুঝলে এত কিছু হত না। তবে আগের চেয়ে এর প্রভাব কমে আসছে।

ফিরে এসে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

২১| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

রক বেনন বলেছেন: শাহাদাৎ ভাই, জামাল শেখের নম্বরটা যদি একটু দিতেন..।.।.।.।.।.। =p~

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাধারণ মানুষ বুঝে না দেখেই সমস্যা, বুঝলে এত কিছু হত না। তবে আগের চেয়ে এর প্রভাব কমে আসছে।

ফিরে এসে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনি জামাল শেখের নাম্বার দিয়ে কি করবেন? আর জামাল শেখের নাম্বার থাকার কথা না, । কেননা আরবী তে জামালুন অর্থ উট, আর শেখ হলো বংশ পদবী। তারমানে দাঁড়ালো উচ্চ বংশীয় উট।(ফান করলাম :-B ।)। তয় তার মালিকের থাকলেও থাকতে পারে।

২২| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্টের জন্য শুভ কামনা রইল।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই,

মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

২৩| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮

হয়ত তোমারই জন্য বলেছেন: ধন্যবাদ লেখক, আমি মনে করি আপনি কমই উল্লেখ করেছেন ৷ধর্ম প্রচার না উম্মাদনা তাও এখন বুজতে কষ্ট হয় মাঝে, মাঝে ৷আমিন, না লিখে যাবেন না ,কমেন্ট না লিখে যাবেন না, লাইক না দিয়ে যাবেন না ৷এই হল ধর্ম প্রচার বা ছওয়াব কামানো ৷অথছো, আপনি যদি এদের কোন ষ্টাটাসে কমেন্ট করেন, প্রথমেই আপনাকে কাফির বলে গালাগাল দেওয়া হবে, তারপরে তাদের অনুসারী রা আপণার চৌদ্দগুষ্ঠী উধ্বার করবেন৷ কারন তারা ধর্ম প্রচার করতে এসেছেন সে খানে আপনি সত্যকে সামনে আনতে পারবেন না কিছুতেই ৷
বাস্তবে, দুই একবার অপমানীত হওয়ার অভিজ্ঞতা আছে আমার ৷একজন মৃত ইমামের মরদেহের ছবি রেখে আরেক পাশে নায়ক সাকিব খানের ছবি দিয়ে বলা হয়েছে কার জন্য কটা লাইক হবে? ক্যাপশন ছিল ,কেউ আমিন না বলে যাবেন না ৷অথবা কবরে শুয়ে ছবি, দিয়ে বলা হল কেই লাইক কমেন্ট আমিন না বলে যাবেন না ৷ কি করার আছে? এগুলী ভুল এমন টা বলতে গেলে, কাফের এর তকমা টা গায়ে লেগে যাবে সাথে সাথে ৷আর কিছু হিন্দু কিছু মুসলীম এই মূর্খতার সুযোগ নিচ্ছেন ৷এরকম একটি লিংক যুক্ত করলাম, নিন্মে এদের সাথে একটা ঠান্ডা লড়াই চলে আমার প্রতিদীন ৷সময় ধাকলে লিংক টা দেখে নিবেন অবশ্যই ৷
https://web.facebook.com/pathoksusupto?fref=nf
লেখকঃ-এরকম লেখা আরো দেখতে চাই ব্লগে ৷আপনাকে আন্তরীক ধন্যবাদ ৷

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিনবাজদের কথায় ঘাবড়াবেন না। ওদের উদ্দেশ্য সৎ নয়, টাকা কামনো। তবে ইসলাম সম্মত এবং ভাল কোন কাজের দোয়ায় আমাদের আমিন বলতে আপত্তি নেই। সেটা ফেবু হউক আর ব্লগ হউক।

আর আপনার লিংকে অবশ্যি যাব।

২৪| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানি না, এই পোস্ট আমার দৃষ্টিতে সামু ব্লগের অন্যতম সেরা রম্য পোস্ট। ভাল থাকুন।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত হতে পারে। লাইক আর আমিন ব্যবসায়ীরা ধর্মটাকে রম্য পর্যায়ে নিয়ে যেতে চায়! আমি সেখান থেকে সামান্য কিছু শেয়ার করেছি মাত্র।

২৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

তপোবণ বলেছেন: ধর্মকে ওরা ফায়দা লুটবার হাতিয়ার বানিয়ে নিয়েছে।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের সজাগ থাকতে হবে।

২৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: উচিৎ কথা বলে গেছেন, ওদের ভণ্ডামি সব বোকামির সাক্ষ্য রাখে

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

পাঠ ও মন্তব্য রেখেছেন।।।

২৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০

পোটলা ভরা জল বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে পোষ্ট দিলেন

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

২৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

অতৃপ্তনয়ন বলেছেন: হা হা হা খুব মজার সত্য কথা বলে গেছেন ভাই।
সুন্দর পোষ্ট, ভালো লাগলো

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

আপনাকে অনেক দিন পর দেখলাম।

২৯| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০

সাহিদা সুলতানা শাহী বলেছেন: কোন ক্ষেত্রে কোন কথা হবে সেটা সবার বুঝা উচিৎ।

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন।

৩০| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Good post

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৩১| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই আত্মবিশ্বাস বেড়ে গেল আরো, আমার অনুসারিত শ্রদ্ধেয় ভাইয়েরা সবাই বড় মনের অধিকারী, এতে কোন সন্দেহ রইল না আর।

শুভকামনা জানবেন ভাই।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকেও শুভ কামনা

৩২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হেতি মরু ভূমিতে পশ্চিমের মাল চাষ করে।।

৩৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৬

নাঈমুর রহমান আকাশ বলেছেন: ওসব বাদ, লাইক কমেন্ট চলবে।
আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে ডাক্তার হবো। মেডিকেলে চান্স পাইনি। তবে আজকাল যখন দেখি লাইক কমেন্টে ক্যান্সার সারে, মনে শান্তি অনুভব করি।
(বিঃদ্রঃ জোকসটা সংগৃহীত)

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তারপর কি অবস্হা?

৩৪| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

নাঈমুর রহমান আকাশ বলেছেন: The Ugly Face of people claiming to be religious
http://www.somewhereinblog.net/blog/naimur2017/30202185#comments
আপাতত আমিন লেখা মুসলমানি জাতির একটা উদাহরণ।
পোস্ট পড়া লাগবে না। কমেন্টগুলো পড়ুন।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৫১

ইঞ্জিন মাধব ও ঘাওড়া মজিদের যৌথ প্রযোজনা বলেছেন: আমি সেক্স, মাইয়ামানুষ, রেপ এইসবের ইঞ্জিনিয়ার। আমারে সংক্ষেপে ইঞ্জিন মাধব ডাকলে আমি খুশি থাহি । আমি নিশ্চিত, আমার ইঞ্জিনে চাদ্গাজি গু দেয়, তাই তার পিছনে আমি ঘাওড়া মজিদরে লেলায় দিসি , এইবার সে বুঝব মজা । বেকুবের লাহান ঘাওড়া মজিদরে দিয়া আমার আসল ইঞ্জিনে মানে আমার আসল ব্লগে দাগ ফালাইছিলাম মানে দুই একটা কমেন্ট দিসিলাম, পরে বুঝবার পাইরা মুছে ফালাইছি । আমি খুব সরল সোজা মানুষ । তাই আপ্নেগোরে এত সব কয়া দিলাম। ব্যাকআপ হিসাবে এই আইডিটা খুলি রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.