নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

নর্তকীর শেষ সেবা-শ্রুষা

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১



লক্ষ্মী আমায় ছেড়ে গেছে পরকীয়ার টানে
তাতে নেই কোন আফসোস নেই দীর্ঘসশ্বাস,
শুধু অন্তরে রক্তক্ষরণ করে নিষ্পাপ শিশুর দিকে তাকালে-
মা ছাড়া সন্তান আমার কিযেন খুঁজে ফিরে!

লক্ষ্মী আছাড় খেলে রাক্ষসের মুখে গিয়ে পরে
দ্বিতীয় বর তাকে বেচে দিয়েছে দালালের কাছে,
এখন দিন কাটে অভিজাত হোটেলে
নর্তকীর সাজে, মানুষের মনোরঞ্জন করে।

গত গ্রীষ্মের ছুটিতে ওপারে গিয়েছিলাম ভ্রমণে
উঠেছি এক অভিজাত আবাসিক হোটেলে,
দেখেছি পৃথিবীর রঙ্গমঞ্চটা হাতের মুঠোয় বন্ধি,
রঙ্গিন আলোক ছটায় নর্তকীদের কোমর
আস্ত গ্রাস করে করে মদ্দামির দেহটি।

নূপুরের ছন্দ সূর আর সরাবের নেশায়
হৃদয়ে ব্যঞ্জনার ধ্রুপদী ঢেউ তুলেছিল,
এবং টেবিলের উপর মাথা রেখে
হারিয়ে গিয়েছিলাম অন্তঃপুরীর দেশে।

যখন সম্মিত এলো ফিরে
নিজেকে আবিষ্কার করি হোটেল রুমে,
দেয়ালে মাথা ঠেকিয়ে টলমটল চোখে
নর্তকী আমার মাথা রেখেছে তার কোলে,
জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছে।

অবশেষে কিছুটা কৃতজ্ঞতা আর ধমকের সুরে
বলেছি, হয়েছে হয়েছে এখন তুমি আসতে পার,
ব্যাগে টাকা রাখা আছে যত পার গুনে
তোমার পারিশ্রমিক বুঝে নাও।

হোসনা চলে যাওয়ার পর
ভাবলাম একি মানবতা নাকি বাণিজ্যিক?
কিন্তু তার চোখে কৌতূহল দেখেছিলাম
হয়ত কিছু বলতে চেয়েছিল,
ফেলে আসা সন্তান কেমন আছে?

(ছবি: অনলাইন)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

আবদুল মমিন বলেছেন: কিন্তু তার চোখে কৌতূহল দেখেছিলাম
হয়ত কিছু বলতে চেয়েছিল,
ফেলে আসা সন্তান কেমন আছে?



হৃদয় ছোঁয়া একটি বাক্য জবাব নাই তার ।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ভাই ভাল কবিতা লিখতে পারিনা। লেখার প্রথম পর্যায়ে আছি। অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা করছি। আর কবিতা লিখার বাঁধাধরা নিয়ম আমার জানা নেই।

ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

২| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Not bad but last stanza brilliant

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনুপ্রাণিত হলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৫০

ইঞ্জিন মাধব ও ঘাওড়া মজিদের যৌথ প্রযোজনা বলেছেন: আমি সেক্স, মাইয়ামানুষ, রেপ এইসবের ইঞ্জিনিয়ার। আমারে সংক্ষেপে ইঞ্জিন মাধব ডাকলে আমি খুশি থাহি । আমি নিশ্চিত, আমার ইঞ্জিনে চাদ্গাজি গু দেয়, তাই তার পিছনে আমি ঘাওড়া মজিদরে লেলায় দিসি , এইবার সে বুঝব মজা । বেকুবের লাহান ঘাওড়া মজিদরে দিয়া আমার আসল ইঞ্জিনে মানে আমার আসল ব্লগে দাগ ফালাইছিলাম মানে দুই একটা কমেন্ট দিসিলাম, পরে বুঝবার পাইরা মুছে ফালাইছি । আমি খুব সরল সোজা মানুষ । তাই আপ্নেগোরে এত সব কয়া দিলাম। ব্যাকআপ হিসাবে এই আইডিটা খুলি রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.