নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

লিজাকে নিয়ে ডাক্তারদের দেয়া তথ্য ভুল ছিল

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮



লিজাকে নিয়ে ডাক্তারদের দেয়া তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশসুপার মো. এহসান শাহ।
সোমবার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়ে বলেন, লিজার লাশের ময়নাতদন্তকারী ডাক্তার সদর হাসপাতালের চিকিৎসক সাবরিনা খান ও এহসানুল হক সাংবাদিকদের দেয়া তথ্য ছিল ভুল। এ সম্পর্কে অভিজ্ঞতা নেই বলে তারা ভুল তথ্য প্রদান করেছেন।

আমরা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে মরদেহটি প্রায় সপ্তাহ ধরে কাদা পানিতে থাকার কারণে পচন ধরে লিজার জরায়ু, লিভার, ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রসহ শরীরের গুরুপ্তপূর্ণ অঙ্গ পচে যেতে পারে। শরীরের নরম অংশগুলো শিয়াল, গুঁই সাপ ও কাদায় খেয়ে ফেলতে পারে এ পর্যন্ত আমাদের ধারণা।

তিনি বলেন, গত ১৫ জুলাই শনিবার বিকেলে স্কুল ছুটির পর সাইকেল নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হয় লিজা আক্তার (১১)। লিজা নিখোঁজের পর পর আসামি ফরিদ শেখ (৪০) ও জাকির শেখ (৩০) অসৎ উদ্দেশ্য চারিতার্থ করার জন্য লিজাকে টাকার প্রলোভন দেখিয়ে জাকির শেখের মামা আলাউদ্দিন শেখের ঘরের ভেতর নিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে লিজাকে জাকির দু’পায়ে চাপরে ধরে ও ফরিদ গলা টিপে হত্যা করে। পরে দুজনে মিলে লিজার মরদেহটি কাঁথা দিয়ে মুড়িয়ে ভ্যানে করে ওইদিন রাত ৮টার দিকে সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের বুলবুল সরদারের পাট খেতের পানিতে ফেলে রেখে চলে যায়।


আটদিন পর গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামের একটি পাট খেতের পানিতে লিজার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। সখিপুর থানায় খবর দিলে লিজার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্ত করার জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় গতকাল রোববার লিজার বাবা লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে সখিপুর থানায় ফরিদ ও জাকিরের বিরুদ্ধেএকটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা অনুযায়ী রোববার বিকেলে ফরিদকে ও সোমবার সকালে জাকিরকে সখিপুর থানার সরদারকান্দি থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামী

সূত্র

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমস্যা নাই। লিজা ভিকারুন‌নেসার না। সবাই ভু‌লে যা‌বে...

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আর বইলেন না ভাই, এই অমানুষদের কারণে এলাকার মানুষ আতঙ্কে আছে। গ্রামে ইয়াবা, মদখোর, জুয়াড়িদের প্রকট বৃদ্ধি পাওয়াতে অভিভাবকরা সব সময় টেনশনে থাকে।

২| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো কি আসল আসামী?

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মামলার এজাহার ভুক্ত আসামী।

৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৬

অর্ক বলেছেন: কোন রসাতলে যে যাচ্ছে দেশ! এধরণের অপরাধ চরমভাবে বেড়ে গেছে। মানে নারী ও শিশুর ওপর পাশবিকতা। ভালো লাগলো পোস্ট। জনসচেতনতা গড়ে উঠুক।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে সামাজিক এবং নৈতিক অবক্ষয় ঘটছে। মাদকের সহজ লভ্যতার কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

৪| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: কিভেবে প্রকাশ করবো এই ঘৃনা? ভাবতে ই অবাক লাগে?

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই পশুদের নিয়ন্ত্রণের জন্য সরকার কে আন্তরিক হতে হবে। পুলিশ কে জোড়ালে ভূমিকা নিতে হবে।

৫| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: অপরাধীদের সংখ্যা ভয়ানকভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল রাজনৈতিক ছত্রছায়া।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অপরাধীরা অপরাধ করে রাজনৈতিক ছত্র ছায়ায় আশ্রয় নেয়। এটা হতাশা জনক।

৬| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫১

নতুন বলেছেন: দুইজন ডাক্তার ভুল বললো? আর পুলিশ ঠিক খবর বলছে?

৮ দিনে ভেতরের জিনিস এতোটাই নস্ট হবার কথা না যাতে ২ জন ডাক্তার সেইগুলি খুজে পাবেনা।

কিন্তু পুলিশ কিভাবে বুঝলো যে এই গুলি নস্ট হয়ে গেছে গায়েব হয়নাই???? তারা কি ময়নাতদন্ত করেছিলেন নাকি ডাক্তারা?

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এজাহারভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। এখন পুলিশ আন্তরিক হলে সত্য বেরিয়ে আসবে। মামলা চলনান তাই অতিরিক্ত কথা না বলাই ভালো (তদন্তে সত্য বেরিয়ে আসবে)।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

কানিজ রিনা বলেছেন: দেশ থেকে নেশার ব্যবসা নিয়ন্ত্রে না আসলে
এসব নিকৃষ্টতা আরও বেড়ে যাবে।
নেশাদ্রব্যের কোটিপতি ব্যনসাহীরা ধরাছোয়ার
বাইড়ে।

২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক

৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: এজাহারভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। এখন পুলিশ আন্তরিক হলে সত্য বেরিয়ে আসবে। মামলা চলনান তাই অতিরিক্ত কথা না বলাই ভালো (তদন্তে সত্য বেরিয়ে আসবে)।

আমাদের দেশে পুলিশ রেব আসামী নিয়ে রাতে বের হয় এবং তাদের ছিনিয়ে নিতে অন্যরা আক্রমন করে তাতে ক্রসফায়ারে আসামী মারা যায়। :)

এই কাহিনি অনেক বার দেশে পুলিশ বলেছে.... তাই পুলিশের কাছে সত্য আশা করিনা।

আমার কথা যদি এটা ধষ`ন হয়ে থাকে এবং তাদের গ্রেপ্তার করা হয়ে থাকে তবে ভালো। কিন্তু যদি সত্যি কেউ এই ভাবে ভেতরের অঙ্গ সরিয়ে থাকে তবে সেটা খুবই ভয়ংকর।

কারন এই রকমের একটা মানুষ সমাজে ঘুরে বেরাচ্ছে।

ইমেজ ভালো রাখতে পুলিশ সবই করতে পারে। সেটা যেন না হয়।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পুলিশ চেষ্টা করছে। কারণ ঘটনাটি মোটামুটি আলোচিত হয়ে গেছে।

৯| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২

ধ্রুবক আলো বলেছেন: লিজার বাবা কি ন্যায় বিচার পাবে।

বনানীর ধর্ষণ মামলা নিয়ে যারা খুব লাফালাফি করলো তারা কই?!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ প্রতিবাদ করছে এইটা একটা পজিটিভ দিক।

১০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: দিন দিন অপরাধ বেড়েই চলেছে।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা আতঙ্কের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.