নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

এক সাপের কামড়ে একজন নিহত এবং প্রায় ৬৭ জন আহত।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা ৪ নং ওয়াড আজগর হাওলাদার এর কান্দিতে এক সাপের কামরে ০১ জন নিহত এবং আনুমানিক ৬৭ জন আহত। এর ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওজার মাধ্যমে চলছে গণ চিকিৎসা।






















বিবরণ মতে,
আজ (২৭-জুলাই) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রুহুল আমিন হাং এর সহধর্মিনী পাকের ঘরে রান্না করতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে গৃহবধূ ঘটনা স্থলেই বিষ ক্রিয়ায় ঢলে পরে। তাকে উদ্ধার করতে গেলে একই পবিবারের আরো ৩/৪ জন সাপের কামড়ে আহত হয়। আহতদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করতে গেলে পালাক্রমে সাপটি সবাই কে কামড় মারে।। বর্তমানে আহত সব রুগিকে
চেয়ারে বসিয়ে স্হানীয় বাচ্চু ওঝা নামে এক ব্যক্তি ঝাড় ফুকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করছে (অপচিকিৎসা)।

এখন পযর্ন্ত আহতের সংখ্যা প্রায় ৬৭ জনের মত এবং অনেক অবস্থা আশংকাজনক। কেউ কেউ প্রতিষেধক পাওয়ার আশায় সদর মেডিকেলে যোগাযোগ করছেন। তবে অনেকের ধারণা একাধিক সাপ থাকতে পারে।

pic & vi.: shakhipurtelicome & Online


মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

মোঃ খুরশীদ আলম বলেছেন: তড়িৎ প্রশাসনকে খবর দিয়ে ব্যবস্থা নেয়া দরকার।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ সেদিকে যাচ্ছে না। তারা স্হানীয় পর্যায়ে চিকিৎসা করাচ্ছে। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

২| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় হাসপাতালগুলোতে সাপের বিষের এলার্জি থামানোর এন্টিডোজ আছে।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢামেক থেকে উপদ্রুত এলাকায় এন্টিডোজ পৌছাতে যে সময় লাগবে এতে রুগি তিনবার মারা যাবে। আপাতত ঝাড়ফুঁক ভরসা!

সাজেশন এর জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

প্রোলার্ড বলেছেন: এটা কি সাপ না আনাকোন্ডা ?

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাপ। আহতদের ভাষ্যমতে গোখরো প্রজাতির হতে পারে।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কয়েকদিন আগে গণহারে সাপ মারার খবর পেয়ছিলাম

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন গণহারে কামড় মাড়ছে!

৫| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় এতো দেখি সর্বনাশের খবর! রুগিদের আর কোন আপড্টে?

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একজন মারা গেছেন। যাদের নিয়ে আশংকা তাদের চাঁদপুর এবং শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। বাকীদের ঝাড়ফুঁক অব্যাহত আছে।

৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০

ওমেরা বলেছেন: সাপ নামটা শুনলেই ভয়ে গা শির শির করে ।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাবধানে থাকবেন।

৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: অবিলম্বে সেনা কমান্ডো পাঠানো হউক। তারা সাপটিকে ধরে পরবর্তীতে বিপদকালীন সময়ে আহারের জন্য সংরক্ষণ করবে।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বলেন কি!

৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

আমি চির-দুরন্ত বলেছেন: শেষে যারা গেছে এরা খালি হাতে গেল নাকি সাপের সামনে আত্নসমর্পন করেছিল?? কিভাবে সম্ভব ৬৭ জন কে কামড়ালো!!!!!!
যাই হোক সোয়াট এর স্নাইপার বিশেষজ্ঞ পাঠাতে হবে যাতে ৫০০ - ৭০০ মিটার দূর থেকেই গুলি করতে পারে। নাহলে তাদেরকেও কামড়াতে পাড়ে।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মর্জিনারা না থাকলে শুধু সাপ মাড়তে র‍্যাব, সোয়াত এবং সেনাবাহিনী সেখানে যাবেনা। :-B

৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
সাপ নামটা শুনলেই ভয়ে গা শির শির করলেও বাংলাদেশে বেশীরভাগ সাপ বিষাক্ত নয়।
একমাত্র গোখরো প্রজাতি প্রকৃত নাম কোবরা, (বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম পানশ, কেউটে ইত্যাদি) মারাত্মক বিষধর।

সাপ উপকারি প্রানী। মানুষকে ভয় পায়। গায়ে পাড়া না দিলে সাপ মানুষকে কামড়ায় না, ইদুর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
বর্ষাকালে বন্যায় সাপ নিরুপায় হয়ে উচু যাগায় বসতি এলাকায় চলে আসে, হতভাগ্য সাপ আশ্রয়ের খোজে এসে এত মানুষ দেখে পাগলামি সুরু করে।
সাপ ঘরে আসলে তাড়িয়ে দিলেই হয়। সবচেয়ে সহজ - ঘরের আসেপাসে কার্বোলিক এসিড রাখলে সাপ ঘরে আসবে না।
সাপ কামড় দিলে ভয়ের কিছু নেই। প্রতিটি উপজেলা স্বাস্থ কম্পেক্সে কোবরা এন্টিভেনম আছে।
বিশাল ক্যামেরাসেশন ঝাড়-ফুক না করে মটরসাইকেলে আধা ঘন্টায় ব্যাবস্থা নেয়া সম্ভব।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিয়মতান্ত্রিক বা পাঠ্য পুস্তকের কথা, বাস্তবতা ভিন্ন।
মানুষ যেহেতু আক্রান্ত হইছে এখন সাপ দেখলেই মেরে ফেলবে। সাধারণত উপজেলা হাসপাতাল গুলোতে এতগুলো আক্রান্ত মানুষের জন্য এন্টভেন সংরক্ষিত থাকে না।

মতামতের জন্য ধন্যবাদ।

১০| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভয়াবহ ও দুঃখজনক। তাই বলে ৬৭ জন?

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলেই দু:খজনক। এতগুলো মানুষ আক্রান্ত হইছে, এটা ভাবার বিষয়।

১১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: দুঃখজনক।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এলাকায় মানুষদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে।

১২| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:২৪

প্রামানিক বলেছেন: এমন তো কখনও শুনি নাই।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ভাই, আমিও এর আগে কোথাও দেখিনি বা শুনিনি।

১৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:



ঐ এলাকায় ডাক্তার ও কোন শিক্ষিত মানুষ আছেন, যারা হেলিকপ্টার যোগে ঢাকা থেকে এন্টিভেনাম নিতে পারবে?

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যারা আক্রান্ত হয়েছে তারা অজো পাড়াগাঁয়েরর গরিব মানুষ। তাদের জন্য কেউ হেলিকপ্টারের ব্যবস্হা করার চিন্তা করবেনা। হেলিকপ্টারের ব্যবস্হা করতে হলে এটা নিয়ে বেগম জিয়ার বিবৃত্তি দিতে হবে এবং শেখ হাসিনার হস্তক্ষেপ লাগবে।

আশার কথা হলো অধিকাংশ মানুষ এখন সুস্হ। কিছু হাসপাতালে আছে।

মুরগির ছাও (বাচ্চা) চিলে নিয়ে গেলে মুরগি কিছুক্ষণ পর মনে রাখতে পারেনা (@গরীব)

১৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৯

আবু তালেব শেখ বলেছেন: কোন নিউজে পেলাম না আপনার খবরটা। লিংক টা যদি দিতেন

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চিলে মুরগির বাচ্চা নিলে গেরস্ত বেশি দায়দুরুপ করেন না।

এখানে গুতা মারুন

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখানে ঠেলা মারুন

১৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: http://www.kuakatanews.com/?p=20025

১৬| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সর্বনাশের খবর!

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একজন মারা গেছে। আহত যারা হইছে তারা সুস্হ হতে শুরু করেছে।

১৭| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সর্বনাশ!! এতলোক একসঙ্গে ছোবল খেল!! সত্যিই চিন্তার বিষয় এটি।
অসুস্থরা তাড়াতাড়ি সুস্থতা পাক প্রত্যাশা।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলেই ভাই আতঙ্কের বিষয়।

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৮

জুন বলেছেন: এই ঘটনাটি আমার কাছে খুব আজব লেগেছে । এক সাপ এতগুলো মানুষকে কামড়ালো কি করে !
যাই হোক আমাদের সাবধান থাকা উচিত ।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অবশেষে সাপ মারা পড়েছে।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এটা সাধারণ গোখরো নয়, এটা শংখচুড়!

মানুষগুলোর অবস্হার উন্নতি হলো?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষগুলো এখন ভালো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.