নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কে টানাপোড়ন এবং একটি সুইসাইড নোট

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২



আমি জানি হয়ত কিছু দিনের মধ্যে চলে যাবো। এই চলে যাওয়ার পর সবচেয়ে ব্যথিত কে হবেন? আর সবচেয়ে খুশিই বা কে হতে পারেন?

যারা ব্যথিত হবেন তাদের তালিকায় বাবা-মা, ছেলে সন্তান বা পরিবারের অন্য সদস্যরা থাকবেন এটা নিশ্চিত। কিন্তু খুশির তালিকায় কারা থাকতে পারেন? এই তালিকায় উপরের দিকে থাকবে আমার একমাত্র নিকাহ করা বউ সেলিনা!
কিন্তু কেন?

আমার সাথে বিয়েতে তার মত ছিলোনা। তার মা-বাবা তাকে এক প্রকার জোর করে আমার সাথে বিয়ে দিয়েছন। বিয়ের আগে সেলিনা অন্য আরেকটি ছেলের সাথে প্রেমাসক্ত ছিল। কিন্তু ছেলেদের আর্থিক অবস্হা সেলিনাদের তুলনায় তত একটা ভালো ছিল না। ছেলেটি শিক্ষিত বেকার হওয়ার কারণে সেলিনাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে পারিনি। অধিকাংশ বাবা-মা চায় মেয়েকে ফাইনান্সি সুখি দেখতে, সেলিনাকেও দেখতে চেয়েছেন, তাই আমার সাথে বিয়ে দিয়ে কিছুটা দায়মুক্তি পেয়েছেন। আমি তাকে সাধ্যের মধ্যে রাণীর হালে রেখেছি। কিন্তু সে কি আমাকে দু'দন্ড মানুষিক সুখ দিতে পেরেছে? অবশ্যি না। সে আমার সাথে যন্ত্রের মত আচরণ করে। স্বামী স্ত্রীর দৈহিক মিলনের তৃপ্তি ক্ষণিকের। এই তৃপ্তি ত' হোটেলের পতিতারাও দিতে পারে! এই জন্য আমি তাকে বহু বার স্ব- প্রণোদিত হয়ে মুক্ত করে দিতে চেয়েছি, কিন্তু সে কি জন্যে আমার কাছে পরে আছে কে জানে! হয়ত তার বাবা-মায়ের ইজ্জতের দিকে তাকিয়ে, নয়ত আমার মৃত্যু নিশ্চিত হলে শেষ হাসি হাসার জন্য।


আমার মৃত্যু হলে খুশির তালিকায় আরেকজন থাকবে।
আমার সাবেক প্রেমিকা। আমি যখন শিক্ষিত বেকার ছিলাম, তখন এক সাথে ঘর সংসার করব বলে দিনের পর দিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। কাম বাসনা পূ্র্ণ করেছি, যখন রিপুর ইচ্ছে হয়েছে।

আমার যখন ভালো চাকুরী হলো তখন আমি তাকে জীবন সঙ্গিনীরর মর্যাদা দিতে পারিনি শুধু পরিবারিক কারণে! কারণ আমার প্রেমিকার পারিবারিক স্টাটাস খুবই নিচু মানের ছিল। এই পরিবারে আত্মীয় করতে বাবা-মা একে বারেই নাখোশ ছিলেন। আবার আমিও কি এক আশ্চর্য কারণে খুব সহজে তাকে ভুলে যেতে পেরিছি। হয়ত টাকা এবং পরিবার আমার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করছে। কিন্তু রেশমার মনের অবস্হা বুঝার মত মন সে সময় আমার ছিলনা। আমি নিষ্ঠুর পাষাণ হয়ে গিয়েছি । আমার বিয়ের আগে সর্বশেষ যেদিন তার সাথে দেখা হয়েছে সেদিন আমার গলায় ধরে কিযে কান্না। এই কান্না কেঁদে ছিল আমার বিয়ে অন্য মেয়েদের সাথে হবে বলে।
মেয়েদের কে এরকম অসহায়ত্ব প্রকাশ করতে আমি কখনো দেখিনি।

হয়ত রেশমা আমাকে অভিশাপ দিয়েছে, সে অভিশাপের ফল এখন হারে হারে ভোগ করছি।
আমার মৃত্যুর সংবাদ তার কাছে পৌছালে সেকি স্বস্তির নি:শ্বাস ফেলবে?


আরেকজন খুশির তালিকায় থাকতে পারেন, আমার পাশের বাড়ির আক্কাস ভাই। তার ঘরের বৌ দিনের পর দিন পাশের গ্রামের হানিফের সাথে দীর্ঘ পরকিয়া করেছ। বিষয়টি আমি জানার পরেও আক্কাস ভাই কে কোন দিন বলিনি। বল্লে আক্কাস ভাই হয়ত বিশ্বাস করতেন না! আক্কাস ভাই প্রবাসে থাকতেন। ভালো টাকাও কামিয়েছেন। সে টাকা দিয়ে ঢাকাতে ফ্লাট, গ্রামে জায়গা জমি কিনে বউয়ের নামে রেজিষ্ট্রি করেছেন। আদরের বউ সময় বুঝে গয়নাগাটি এবং নগদ টাকা সহ পরকিয়াসক্ত হানিফের সাথে ভেগে গেছে। খবর শুনে আক্কাস ভাই দেশে ফিরে এখন পাগল প্রায়। সে যখন জানতে পারল, আমি পররকিয়ার বিষয়টি জেনেও তাকে বলিনি, তখম সে আমার প্রতি কি যে কষ্ট পেয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা যাবেনা।

এই আমি, আমার জন্য কতগুলো সংসার অসুখী! আচ্ছা আমি কি নিজে সুখে আছি?

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


গল্প লেখার প্রচেস্টা?

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি সুইসাইড নোট লিখতে ছেয়েছিলাম।

২| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

মানিজার বলেছেন: বুঝা গেল আপনে লুক ভালা না ।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত।

কোন লিখা পড়লে লেখার পারিপাশ্বিক কারণে, সেই লেখক সম্পর্কে পাঠক বিভিন্ন অভিব্যক্তি জানিয়ে থাকে।

ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

ওমেরা বলেছেন: এটা কি গল্প নাকি আপনার জীবনের সত্যি ঘটনা ?
কারন গল্প হলে কমেন্ট হবে এক ধরনের আর সত্যি ঘটনা হলে কমেন্ট হবে আরেক ধরনের ।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেয়ার বাধ্য বাধকতা নেই।

আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তাই বিনয়ের সাথে বলছি, ইহা সমাজে অহরহ ঘটছে। এখন আপনি আমার সাথে মিন করেও নিতে পারেন আবার না নিতে পারেন- এতে আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে।

ধন্যবাদ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেয়ার বাধ্য বাধকতা নেই।

আপনি যেহেতু প্রশ্ন করেছেন, তাই বিনয়ের সাথে বলছি, ইহা সমাজে অহরহ ঘটছে। এখন আপনি আমার সাথে মিন করেও নিতে পারেন আবার না নিতে পারেন- এতে আপনার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে।

ধন্যবাদ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

ওমেরা বলেছেন: জী ভাইয়া আমি ও সেটাই বলতে চেয়েছিলাম ! বর্তমান সমাজের বাস্তব অবস্থা !
ধন্যবাদ ভাইয়া ।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফিরে এসে মন্তব্য রাখার জন্য আপ্নাকেও ধন্যবাদ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

শৈবাল আহম্মেদ বলেছেন: আসলে আমরা প্রত্যেকেই একরকম অসহায়,একা ও বোকা। অথচ প্রত্যেকেই আবার মনেকরি নদীর ঐকুলের লোকেরা নাজানি কতইনা সুখে আছে। এজন্যই জগৎ রহস্যময়।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রত্যেকের জীবনে নানা ঘটনা ছায়া ফেলে আছে, যা আমরা দূর থেকে অনুধাবন করতে পারিনা। আমরা উপরের চাকচিক্য দেখে ভাবি সবাই মনে হয় সুখে আছে।

৮| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অর্ক বলেছেন: লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম প্রিয় ব্লগার। সাসপেন্সে ভরা সাবলীল রচনা। আমার ভালো লেগেছে। সবই নিটোল বাস্তবতা থেকে তুলে আনা তা তো বলাই বাহুল্য। গল্পে গভীরতা আছে। তবে রেশমা নায়কের মৃত্যুতে কোনরকমে খুশি হবে না। কারণ সে তাকে ভালবাসে। ভালবাসার মানুষের মৃত্যুতে কেউ খুশি হতে পারে না, তা সে যাই করে থাকুক তার ওপর। গল্প নিয়ে ভাববার বিস্তর অবকাশ আছে। আমাদেরই গল্প নিঃসন্দেহে।
সবমিলিয়ে সফল একটি গল্প মনে হয়েছে। শুভেচ্ছা রাখলাম।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের জীবন জটিল সমীকরণের মধ্যে দিয়ে এগিয়ে চলে। এখানে নানা কিছু প্রভাব বিস্তার করে। সময়ের তালে তালে মানুষ কে অপ্রত্যাশিত কষ্ট ভোগ করতে হয়।

পাঠ এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রেশমারা নানা সময় বঞ্চিত হয়। তাদের সরলতা তাদের কে ঠকায়। রেশমাদের জন্য শুভ কামনা থাকল।

৯| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:

এক ঘটনা থেকে এক ঘটনার জন্ম । এতে বোঝা গেল মানুষ যে যেমন তার জীবনও তেমনী হবে । শিক্ষণীয় গল্প । ভাল লেগেছে ।

১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের জীবন ছোট হলেও তার ব্যাপ্তি বিশাল। সেখানে প্রতিক্ষণে নতুন কিছু জন্ম দেয়। আর এই নতুন সৃষ্ট হয়া ঘটনার ছায়া আমাদের পিছু নেয়। যার সু-ফল এবং কু-ফল আমরা ভোগ করি।

১০| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: নোংরা সমাজের চিত্র !!

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন
ব্যক্তি ও পারিবারিক ঘটনার প্রেক্ষিতে সমাজে ঘাত এবং প্রতিঘাত সৃষ্টি হয়।

১১| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

অালপিন বলেছেন: গল্পের মধ্য দিয়ে কিছু বোঝাতে চেয়েছেন। কিছুটা পেরেছেন মনে হয়।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
উৎসাহ মূলক মন্তব্য করেছেন।

ধন্যবাদ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সে রেশমার সাথে ঠিক কাজ না করে কীভাবে সেলিনার সাথে সুখ আশা করেছিল? রেশমার পরিবার নিচু হলে রেশমার সাথে প্রেম করেছিল কেন? টাইম পাস প্রেম হওয়া উচিত নয়। আর হলেও সেটা ভেঙে গেলে আফসোস করাও উচিত নয়! আর এখনকার দিনে অভিভাবকদেরও উচিত ছেলে মেয়ের পছন্দ থাকলে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। যদিও ইসলামি চিন্তা করলে এসব কোন অভিভাবক মেনে নেবে না, তবুও আজীবন অশান্তির চাইতে আল্লাহর কাছে মাফ চেয়ে নতুন জীবন শুরু করে ভাগ্য পরীক্ষা করাই যায়!...

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে আমাদের অবস্হান পরিবর্তন হলে আমাদের অতীত ভুলে যাই। এক জনের বেদনার ছাপ আরেকজন বহন করতে হয়। নিজের ব্যক্তি সিদ্ধান্তের কারণে অরেকজন অসুখী থাকে।

এক সময় যেটা নিজের কাছে কাঙ্ক্ষিত মনে আরেক সময় সেটা অচ্ছুত। তাই সময়ের উপর নির্ভর করে প্রকৃতি মানুষ কে ভালোভাবে সাজা দেয়। রেশমার সাথে প্রতারণার শোধ ঘরের বউ কে দিয়ে নিচ্ছে।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

কানিজ রিনা বলেছেন: রেশমাদের ভালবাসার মানুষ একটু উপরে
উঠলে আর রেশমার ভালবাসার দাম থাকেনা।
মৃত্যতে রেশমা বুকভাঙা কান্নারই বা কিদাম?
বেকার যুবক রেশমার প্রেরনা চাকুরী পেল।
রেশমার আশা শেষ হোল। গল্প ভাল লাগল
ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাজে কিছু মানুষ আছে যারা সরলভাবে সব কিছু দিয়ে চলে। এই সরলতার সুযোগ কে কাজে লাগিয়ে অন্যরা ক্ষণিক আনন্দ পায়। তারপর এক সময় এই সরল মানুষগুলোকে ঠক বাজদের দূরে ঠেলে দিতে এক্টুও বুকে বাঁধে না।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনি কি স্টার জলসা দেখেন পরিবার সহ???

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সর্বশেষ কবে স্টার জলসা দেখেছি মনে নেই। তবে আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে, এখানে স্টার জলসা সিরিয়ালের ছায়া আছে।

ধন্যবাদ।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সর্বশেষ কবে স্টার জলসা দেখেছি মনে নেই। তবে আপনার মন্তব্য পড়ে হচ্ছে, এখানে স্টার জলসা সিরিয়ালের ছায়া আছে।

ধন্যবাদ।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

আহা রুবন বলেছেন: মনে হয় আপনি সুখি-ই আছেন। আপনার বউ এখনও ভেগে যায়নি B-)

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বলেন কি!
তবে যাবে, সুযোগের অভাবে কারণে যেতে পারছেনা। :-B

১৭| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭

সনেট কবি বলেছেন:

সুইসাইড নোটে মন্তব্য-

সুইসাইড নোটের গরমিল আছে
লেখায়। এই যেমন, বিদায় পৃথিবী
তোমায়, চির দিনের জন্য অভাগার,
সব প্রস্তুতির শেষে দু’কলম লিখি।
কে আমার এ মৃত্যুর দায়ভার নিবে?
কে খুশী হবে তাহলে? স্ত্রী নাকি প্রেমিকা?
তারপর থেকে সব সঠিক হয়েছে
শুরুটা হতে পারতো আরো মনপুত।

গল্পের হাত পাকাতে কিছুটা সময়
আরও পার করুন। আর ঘটনায়
পাঠককে ডুবানোর প্রচেষ্টা চালান।
গল্প শেষেও ব্যঞ্জনা থাকবে এমন
ঘটনা সূত্র পাঠকে টানতে থাকবে
শেষ অবদি, তাহলে লেখক স্বার্থক।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বুঝবার পারছি, সুইসাইড নোটে গড়মিল আছে, এটা আমার অনভিজ্ঞতার কারণ। কারণ আমি যে কখনো সুইসাইড নোট লিখিনি, আর ভয়ে কখনো পড়া হয়নি এসব। ব্যর্থ মানুষদের কাহিনী কি পড়তে ভালোলাগে?
শুধু এক টাই চাওয়া, ধরণীর কোন সন্তান কে যেন আর না লিখতে হয় সুইসাইড নোট।

দিক নির্দেশ না এবং উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ কবি।

১৮| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: বর্তমান সমাজের বাস্তব চিত্র। ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি গুণীজন,
আপনি যেহেতু বলেছেন- এটা সত্যা।

১৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৫

জাহিদ অনিক বলেছেন: নারীই কি তাহলে আত্মহত্যার মোক্ষম কারন ?
প্রেমে অসলফলতা, বৈবাহিক জীবনে অশান্তি, অন্যের পরকীয়ার স্বাক্ষী !

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেয়েরা একপক্ষ বা একক ভাবে দায়ী নয়। তারা প্রভাবক হিসেবে কাজ করে। আবার পুরুষের ক্ষেত্রে একই কথা খাটে।

২০| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: সাবলীল, সুন্দর লেখা!

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপা,
অনুপ্রাণিত মূলক মন্তব্য।

২১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্য বলবে সত্যর ছায়া তা নিকেই প্রমাণ। তবে গল্পের পট পরিবর্তন চাই এই পৃথিবীর একজন যেন আত্নহনন না করে। সবাই বদলে যেতে পারে আমি কেন পারবোনা। আমার জন্য আর কেহ না কাদলেও আমার ছায়াতো কাদবে!

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর এবং অনুপ্রাণিত মূলক মন্তব্য।

শুধু এক টাই চাওয়া, ধরণীর কোন সন্তান কে যেন আর না লিখতে হয় সুইসাইড নোট।

২২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৯

উদাস মাঝি বলেছেন: ট্রাজেডিক । ভাল লাগসে ভাই ।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ ভাই।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ আসলে কিসে সুখী হয় সে তো নিজেই জানে না।
সুখী হওয়া এত সহজ নয়।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ সুখের জন্য অনেক কিছু করে কিন্তু তার পরেও সুখের নাগাল পায় না।
ধন্যবাদ।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উত্তম পুরুষে সমাজের কিছু অসঙ্গতির চিত্র উঠে এসেছে।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

অদৃশ্য প্রতিভা বলেছেন: আসলে মানসিক চাপ আমরা নিতে চাই না ! আর কোনভাবে তা ঘাড়ে পড়লে আমরা দিশা হারিয়ে ফেলি ।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক কথা বলেছেন, মানুষ কে আরো সংযমী হতে হবে।

২৬| ১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

তারেক ফাহিম বলেছেন: সামাজিক বাস্তব চিত্র, যদিও লেখক নিজের মত করে লিখলো।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।
গল্প হিসেবে নেয়ার অনুরোধ থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.