নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

সবাই বেশি করে ভাতের বদলে হাওয়া খান"

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২



চাউলের কেজি ৭০ টাকা! আর এক টাকা বাড়লে ৭১ হবে! ৭১ হলে আমাদের ভিতরে 'চেতনা' উথলিয়ে উঠবে। তখন আমরা গান গাইব-"একাত্তরের চেতনায় আমি দগ্ধ হয়ে যাই....।


আশুন আমরা সবাই, সু-চিলদের নাহান বেরাম্মা মুরগির মত ঝিমাই। দেখেও না দেখার ভান করি। তার পর মনোফোবিয়া ভুগে কোন কারণে পান থেকে চুল খসলে ট্যাও ট্যাও করি।



সাধারণ মানুষের ভালোমতো নাগাল পেতে কত দূর?



দেশে যে হারে চালের দাম বাড়ছে তাতে কিছু দিন পর বিমান বন্দরে সোনার চালান ধরা না পড়ে চাউলের চালান ধরা পড়বে!


আশি ও নব্বই দশকে অনেক পোলাপান বাবার পকেট থেকে টাকা চুরি করত" কিন্তু এখন পোলাপান তার বদলে গোলা থেকে চাউল চুরি করবে। চাউলে যে দাম, অনেক বাবার চাউল কেনার পর পকেটে টাকা থাকবেনা। কিন্তু হাড়িতে একটু আধটু চাউল থাকতে পারে।


শায়েস্তা খাঁ এখন বেঁচে থাকলে 'এক টাকায় আট মন চাউলের' পরিবর্তে 'আট বস্তা টাকায় এক মন চাউলের' অফার দিতেন।


আগেরকার দিনে গ্রামে বিয়ের সময় রেডিও, টেপ ঘড়ি ইত্যাদি বিয়ের যৌতুক হিসেবে নির্ধারণ করা হত! এখন হয়ত কয়েক বস্তা চাউল নির্ধারণ করবে!


এখন মেয়েরা ব্যাংকার, বিসিএস পাত্র খুঁজে, কয়দিন পর হয়ত চাউলের আড়ৎদার খুঁজবে।


বাংলা ব্যাকরণে 'চালবাজি' শব্দের সাথে আরেকটি শব্দ 'চাউলবাজি' যুক্ত হবে! এতে আমাদের ভাষা আরো সমৃদ্ধ হবে!

ছবি: নেট

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

ওমেরা বলেছেন: ভালতো , ভাত খেলে মানুষ মুটিয়ে যায়, হাওয়া খেলে মুটিয়ে যাওয়ার সম্ভবনা নেই ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ভাত খাই কিন্তু মোটা হচ্ছিনা।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


সবকিছুতে '৭১ সালকে টানা ঠিক হবে না; '৭১ এখনো জীবিত ২ কোটী মানুষে জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বর্ণিল একটা অধ্যায়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের মহান মুক্তিযুদ্ধ একটি গৌরব, উজ্জীবিত করার মত বিষয়। দেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিণিময়ে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার স্বপ্ন এই ছিলনা যে, দেশে খাদ্য সংকটের কারণে মানুষ ভোগান্তিরর স্বীকার এবং অভুক্ত থাকতে হবে।

আমি গর্বিত আমাদের পূর্ব পুরুষ দেশের জন্য তাজা রক্ত দিয়েছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

মানিজার বলেছেন: এই জায়গায় ৭১ টাইনা আনসেন কেন ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কারণ একাত্তরের মানুষ ৭০ টাকা কেজি চাউল খাওয়ার জন্য জীবন দেয়নি। একাত্তরের সু-ফল এদেশের কতিপয় দরবেশ বাবারা ঘরে তুলছে। পক্ষান্তরে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সময় এসেছে দরবেশ বাবাদের বাদ দিয়ে গরীবের ভাগ্য উন্নয়ন করার।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

মলাসইলমুইনা বলেছেন: সবাই কি রকম যেন হয়ে যাচ্ছে ! সরকারের গতরের সব কাপড় খুলে দিলেনতো মশাই ! আবার না সাতান্ন ধারায় ধৃত হয়ে যান | বড়োই চিন্তাযুক্ত রইলাম কুশল না জানা পর্যন্ত |

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগ জাতির নির্বাচিত প্রতিনিধিদের একটা অংশ। এখানে তৈলবাজদের আনাগোনা তুলণামূলক কম। সরকার ব্লগারদের নিয়ে মাথা ঘামায় না। এখানে স্বাধীন মতামত দেয়ার স্হান। আমি সরকারের একজন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

একজন সাধারণ নাগরিক হিসেবে ভাবনা শেয়ার করার অধিকার আমার আছে। এখন কি ইমরান এইচ সরকার আমার বিরুদ্ধে মামলা করবে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি নিশ্চিত থাকুন, আমি ঠিক আছি।

আশংকার কথা ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,


২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুক্তিযুদ্ধাদের জীবন মান উন্নয়নে শেখ হাসিনা সরকার ভূমিকা রাখছে। কিন্তু মুক্তিযুদ্ধাদের থেকে ভালো আছে কতিপয় চেতনাধারী। এই চেতনাধারীরা মুক্তিযুদ্ধের ফেরি করে পরণের কাপড় যোগাচ্ছে! এতে নতুন প্রজন্মের মনে নানা রকম প্রশ্নের সৃষ্টি হচ্ছে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

পলাতক মুর্গ বলেছেন: ২ এবং ৩ নম্বর কমেন্টের জবাব ৫ নম্বর কমেন্টের মাধ্যমে দেয়া হয়ে গেছে মনে করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুক্তিযুদ্ধ এবং ব বঙ্গবন্ধু কে রাজনৈতিক ফায়দা হাছিলের হাতিয়ার না করে সর্বজনীন করতে হবে। এর আগে আমি একটি পোষ্ট দিয়ে তার ধারণা দিয়েছি।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

মুক্তিযুদ্ধাদের জীবন মান উন্নয়নে শেখ হাসিনা সরকার ভূমিকা রাখছে। কিন্তু মুক্তিযুদ্ধাদের থেকে ভালো আছে কতিপয় চেতনাধারী। এই চেতনাধারীরা মুক্তিযুদ্ধের ফেরি করে পরণের কাপড় যোগাচ্ছে! এতে নতুন প্রজন্মের মনে নানা রকম প্রশ্নের সৃষ্টি হচ্ছে।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন! কামরুলরা চিরকালই পঁচা গম আর চারশোর মাল ঐ চারশো বিয়াল্লিশে খাওয়াবে, গিন্নীকে নিয়ে নেপিড ঘুরবে, সায়গন থেকে আনলে কমিশনে মাল কম আসবে তাই দুশমন অং সানই সই! পাব্লিকের করের টাকায় যা হুশী খইত্তাম, কার বাপের কি?

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে নিরব দুর্ভিক্ষ চলছে।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোঝা যাচ্ছে দেশে সব বিষয়ে স্বচ্ছতার পরাকাষ্ঠা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকার আগে বলত দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ অর্জন ক রেছে। এখন খাদ্য আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা। তাহলে বুঝা যাচ্ছে সরকার বাস্তব অবস্হা বুঝতে অক্ষম।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। কিন্তু ৭১ টানা কেন! যাই হোক সব সত্য কথা। কোন রসাতলে যে যাচ্ছে দেশ! সুদিনের অপেক্ষা তবু...

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২য় নাম্বারের ছবিতে তার ব্যাখ্যা দেয়া হয়েছে। আমাদের দেশের কথিত সু-চীলরা সবচেয়ে বড় চাটুকার এবং দলবাজ। তারা সব সময় গলা দিয়ে দেশের অবস্হা কে ঢেকে রাখে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: আজ ত্রিশ কেজি চাল কিনলাম। কেজি ৭০ টাকা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন কি অবসস্হা? পকেট কি খালি?:

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৩

উদাস মাঝি বলেছেন: কিছু বলার নাই :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি দেশের জ্ঞানী নানুষ। আপনার কোন ভয় নেই।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্র ২/৩ বছর আগে শুনলাম চাল নাকি আমরা রপ্তানীও করতে পারবো। আর এখন দেখি উল্টা। আসলে সব ভূয়া আর মিথ্যা কথা বলে মন্ত্রীরা...

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে নিরব দুর্ভিক্ষ চলে। এর মোকাবেলায়য় সরকারের আগাম প্রস্তুতি ছিলনা।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০

অনল চৌধুরী বলেছেন:
বাঙ্গালীদের ভাত আসক্তির কারণেই চালের দাম বেড়ে হয়েছে ৭২-৭৩ টাকা।অথচ গুদামে পড়ে নষ্ট হচ্ছে ২০০ কোটি টাকার আলু।মানুষ যদি ভাতের পরিবর্তে আজ থেকেই প্রধান খাদ্য হিসেবে আলু খেতে শুরু করে,তাহলে কালই শেয়ার বাজারের মতো কারসাজি করে চালের দাম বাড়ানো অপরাধীদের ব্যবসার ১২ টা বাজবে আর একইসঙ্গে চালের দাম কমবে।
খাদ্য হিসেবে আলু কোনভাবেই খারাপ না।এতে চর্বির পরিমাণ ভাতের চেয়ে অনেক কম।আয়ারল্যান্ড,হল্যান্ডসহ পৃথিবীর বহুদেশের প্রধান খাবার আলু।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যে দেশে যে খাদ্য সহজলভ্য এবং যেটা অধিক চাষ হয় তার প্রতি সে দেশের মানুষের আসক্তি থাকে। এত দিন শুনে আসছি চাউল নাকি বিদেশে রপ্তানি করা যাবে! কিন্তু বাস্তবতা ভিন্ন। আর হঠাৎ মানুষের আলু ভক্ষক হবেনা। আর আলুর চাহিদা বাড়তে থাকলে আলু নিয়েও কারসাজি বাড়তে থাকবে।
শুধু চালের দাম নয় সব কিছুর দাম বাড়তি।
তাছাড়া,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া। শাক-সবজির দাম নাগালের বাইরে। ফলে এক সময় মানুষ পুষ্টিহীনতায় ভুগবে।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

বারিধারা বলেছেন: ২০০৬ সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দেয়, তখন চালের কেজি ছিল ২১ - ২৭ টাকা। তখন আওয়ামী লীগ ১০ টাকা কেজি চাল খাওয়াবার লোভ দেখিয়ে ক্ষমতায় আসে। গত ১০ বছরে রিকশা ভাড়া, বাস ভাড়া ঠেকে শুরু করে সমস্ত কিছুর দামই কমবেশি ১০ গুণ বেড়েছে। সে হিসেবে চালের দাম এখন হবার কথা ছিল কমবেশি ২৫০টাকা। তা না হয়ে মাত্র ৭০ টাকা হওয়াতে সবার চোখ কেন কপালে উঠছে বুঝতে পারছিনা।

আলুর দাম ১০ বছরে বেড়েছে দ্বিগুন। আলুতে পুষ্টিগুণও অনেক বেশি। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই কিন্তু দুনিয়া পরিবর্তন হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি প্রকট নয় প্রছন্ন দুর্ভিক্ষের ইঙ্গিত দিলেন।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

অনল চৌধুরী বলেছেন: মানুষের আয়ও অনেক বেড়েছে।সরকারী কর্মচারীদের বেতন বেড়েছে ৩ বার।৫০০ টাকার নীচে গ্রাম বা শহরে কোন শ্রমিক পাওয়া যায় না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা বেড়েছে তার মধ্যে অসমতা বিরাজ করছে।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

অনল চৌধুরী বলেছেন: শ্রমজীবিরা চাকরীজীবি মধ্যবিত্তের চেয়ে বেশী আয় করে।অার উচ্চবিত্তের আয় সবসময়ই বাড়ে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ বাবু ভাই, এখন আর আপনাকে আগের মত ব্লগে দেখা যায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.