নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

সেঁজুতি এবং শূন্যতায় অনুভব

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮



আমি রাতজাগা পাখি-
মাঝ রাতে আকাশে তারা গুনি,
পূর্ণিমা চাঁদে রমণীদের মুখ দেখি,
জোনাকিদের স্বর্গীয় আলোয় করি মাখামাখি,
আজ শুধু তুমি পাশে নেই।

আমি রাত জাগা পাখি-
আধার ভেদ করে হেটে চলি
শুকণো পাতার মর্মর শব্দে চমকে উঠি,
বুনো শিয়ালের সাথে হয় চোখাচোখি,
ঝিঁঝিঁদের একটানা ডাকে হেসে উঠি,
আজ শুধু তুমি পাশে নেই।


আমি রাত জাগা পাখি-
কুয়াশায় শিক্ত নরম ঘাসে পা ফেলি,
কপোতীদের ফিসফাস কান পেতে শুনি,
তাগড়া যুবকের সাথে ষোড়শী রমণীর জড়াজড়ি দেখি,
স্বামীর উষ্ণতা পাওয়া রমণীকেও পর পুরুষের ছোঁয়া নিতে দেখি।
আজ শুধু তুমি পাশে নেই।

হে সেঁজুতি-
তোমার পথ চেয়ে থাকি
তুমি আসলেই আমি স্বরূপে ফিরি
তুমি রাতের অাগমনী দেবী
আমি যে তোমার পূজারি।

®® কবিতাটি ২০১২ সালে লিখে ছিলাম। আজকে পোষ্ট করার আগে ইচ্ছে ছিল ভাবের আরো গভীরে প্রবেশ করব। পরক্ষণে ভেবেছি, থাকুক না এভাবে। কি লাভ ৫ পাঁচ বছরকার আগের ভাব নষ্ট করে। এম্নিতেই আমার কবিতা লিখতে ইচ্ছে করেনা।

স্কেচ: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

অর্ক বলেছেন: অপূর্ব! সত্যি একটি সুন্দর প্রেমের কবিতা। আরও চাই এরকম। শুভকামনা অন্তহীন প্রিয় ব্লগার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়ে একটা লঅইক দিয়েছি।




আবার একটু টাইপ চেক করে নিবেন । B:-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

আমি চোখের পীড়ায় অসুস্হ। ডাক্তার মনিটরের দিকে তাকাতে নিষেধ করছেন। ব্লগের মায়া ছাড়তে পারনি না। তাই ঢোকা। সাজেশনের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

কবিতা পড়ে একটা লাইক দিয়েছি।




আবার একটু টাইপ চেক করে নিবেন । B:-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

ওমেরা বলেছেন: আমিও একটা লাইক দিলাম ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপি।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



যখন যার ইচ্ছে হচ্ছে, কবিতা লিখে ফেলছেন; ব্যাপারটা খুবই সোজা, মনে হচ্ছে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগে লিখা সহজ ছিল এখন পারিনা।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাদি ২০১২ সালে লিখে ছিলাম। কবিতাটি হবে বানান ঠিক করে দিন। আপনার কবিতা প্রথম পড়লাম ভালই লাগলো। আমরা আমাদের সব রকম প্রতিভার বিকাশ ঘটিয়ে এগিয়ে যাবো সামেন। কি বলেন ভাইজান ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক করে দিয়েছি ভাই।

দোয়া করবেন।।।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: জোনাকিদের স্বর্গীয় আলোয় করি মাখামাখি
আজ শুধু তুমি পাশে নেই
- ভাল লিখেছেন। কবিতা ও স্কেচ, দুটোই ভাল হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মন্তব্যে সত্যিই অঅনুপ্রাণিত হলাম।

শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন।।।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

পাঠ ও প্রতিক্রিয়ায় অশেষ কৃতজ্ঞ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: কবিতা এবং স্কেচ ভালো লাগল। +।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনুপ্রাণিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন দা।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:





এক্কেবারে ছয় ছক্কা মশাই.... কবিতায় ছবিতায় মনে দাগ কেটে গেল...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবির মন্তব্যে সত্যিই আমি অনুপ্রাণিত।

শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন প্রিয় কবি।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা ভাল লেগেছে । রাত্রির অনুভূতি, সাথে রাত্রির অশুভগুলো চোখের আঙ্গিনা ছাড়িয়ে যায় নি । তাই কবিতা নতুনত্ব পেয়েছে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিশ্লেষণ মূলক মন্তব্যের শ্রদ্ধা এবং ভালবাসা জানবেন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সাধু।

শুভ কামনা জানবেন।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

জাহিদ অনিক বলেছেন: ২০১৫ তেও ভাল লিখেছিলেন। এখনও যেমন লেখনে।



চোখের যত্ন নিন। কি অবস্থা এখন চোখের ? ডাক্তার কি বলে ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই।

চোখের অবস্হা কমতির দিকে। ডাক্তার বলেছেন, আরো চার থেকে পাঁচ দিন লাগবে ভালো হতে।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতাটি গতকালই পড়েছিলাম, লাইকও দেয়াছিল কিন্তু মন্তব্য লিখেও তাড়াতাড়ি করতে গিয়ে সেটা পোষ্ট হয়নি, পরে ব্যস্ততা আর অন্যান্য কাজে থাকায় মনে ছিল না, আজ দেখে....

খুব সুন্দর কবিতা গড়েছেন ভাই। ভালো লাগলো। মাঝেমধ্যে এরকম কিছু কবিতা উপহার দিলে আমিও কিছু শিখতে পারবো ভাই।
আপনার কবিতা পোষ্ট দেখে বেশি আনন্দিত হয়েও জানিয়ে যেতে পারিনি।
মাঝেমধ্যে কবিতা লেখবেন কিন্তু ভাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই,

সব সময় পাশে থাকেন, অনুপ্রাণিত মূলক মন্তব্য করেন এবং ভালোলাগা জানিয়ে দেন।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার লেখায় একটা আধ্যাত্নিক ভাব আছে !!
যদিও কবিতায় সেটা পাওয়া যায় না।
দেশের উঁচু শ্রেণির লোকদের নিয়ে আপনার খুব ক্ষোভ !!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মূল্যায়নের জন্য ধন্যবাদ।।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতাটা অাসলেই ভালোলেগেছে

ভাই, অামারও চোখে একটু সমস্যা হচ্ছে। কিন্তু ব্লগতো এক মায়ার জগত। কেমনে ছাড়ি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার কবিতা গল্প দুটোই অনেক ভাল লাগে। কবিতা আপনার কিন্তু হারিয়ে যাই আমি।
একটু মাদুলি/তাবিজের গল্প লিখছিলেন না? ঐযে নদীতে ফেলে দিয়ে আসছেন। আরেকজন প্রতিদ্বন্ধী ছিল আপনার। অষ্টম শ্রেণীর কথা বলছিলেন বোধহয়। সেই গল্পটা পড়ার পর থেকেই আপনার গল্প মিস করি না। কবিতাও মিস করব না ইনশাআল্লাহ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.