নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

নারীবাদী কবিতা- সর্বস্ত্র লুট

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০




জানি
তুমি আমাকে ধরণীর নিকৃষ্টতম পুরুষ ভাবছ
তোমার ভাবনা অমূলক নয়, কারণ তুমি
তোমার সর্বস্ত্র উদার করে দিয়েছিলে-
বিশ্বাস করে ভালোবেসে।

আমি লুটেপুটে খেয়েছি হিংস্র শিকারীর মত
সদ্য শিকার ধরে মৃত্যু নিশ্চিত হওয়ার আগেই
যেমন ভক্ষম শুরু করে দেয় হিংস্র হায়েনারা,
অথবা তীক্ষ্ণ নখে বাজপাখি শিকারে ঝাপিয়ে পড়া।

জানি,
ধর্ম মতে ইহা ছিল কঠিন পাপ।
সামাজিক দৃষ্টিকোণে মারাত্মক অপরাধ।
কিন্তু কি করার ছিল; সদ্য যৌবণে প্রবেশ করা
একজন তরুণী যখন কামুক পুরুষ সামনে আসে
তারপক্ষে কি কোন বাছ বিচার মানে?

সকল দ্বিধা, সকল বাঁধা, সকল পাপের বালাই খেয়ে
প্রাগৈতিহাসিক মানুষের মত
জংগলে ঘেরাও এক খন্ড জমিনের বুকে
নিজেকে সপে দিয়েছিলে অতল গহব্বরে,
এ যেন কামুক নরনারীর আদি খেলা।

সে খেলার দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করে
সোশ্যাল মাধ্যমে প্রচারের হুমকি ধামকি দিয়ে
দিনের পর দিন ভোগ করেছি
কলিমের অতি আদরে লালিত মেয়েটির
টসটসে উত্তেজনাকর দেহটি।

এখন আর তুমি একা নও
তোমার শরীলে নতুন প্রাণের অস্তিত্ব
ইহা তোমার আমার কৃতকর্মের ফসল
সমাজ কি মেনে নিবে প্রস্ফুটিত ফুল কে ,
কিংবা মেনে নিবে কি তোমাকে?
জেনো রেখ, আমি ধর্ষণে সেঞ্চুরি করে
বুক ফুলিয়ে ঘুরে বেড়াব বীরদর্পে।

কিছু দিন পর তুমি আমাকে পীড়াপীড়ি করবে
স্বামীর অধিকার পাওয়ার জন্য
অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের জন্য
আমি বলব, দূর হও, দূরে গিয়ে মর!
তুমি একটা নষ্টা মেয়ে, কার পাপচারের ফসল
আমায়ে ঘরে তুলতে চাও শুনি?

আমার থেকে প্রত্যাঘাতের আঘাতে তুমি কাঁদবে,
যন্ত্রণার আগুণে জ্বলে পুড়ে মরবে কিছু দিন
তারপর চৌদ্দ জনমের কসম খেয়ে অভিশাপ দিবে পুরুষ জাতিকে
তোমার দৃষ্টিতে সকল পুরুষ লুল, এমনকি তোমার জন্মদাতা পিতাও!

আস্তে আস্তে তোমার পেটের আয়তন বৃদ্দি পেতে থাকবে
তা দেখে পরিবারে কানাঘুষা শুরু হবে
সেখান থেকে আ.কথা ছড়াবে এ বাড়ি ও বাড়ি
ছিঃ ছিঃ জানাবে সদ্য বেষ্যার হাতে ভাত খাওয়া পুরুষটিও
তুমি খুলে বলতে চাইবে সব কিছু, কিন্তু কে শুনবে তোমার কথা
সবাই তোমার এক পাক্ষিক দোষ দিবে।

অনাগত সন্তান কে পিতৃ পরিচয় থেকে মুক্তি দিতে
ঝুলে পড়বে গাছের ডালে কিংবা ফ্যানের সাথে
মর্গেও তোমার দেহ ধর্ষিত হবে
অতপর চাপা মাটিতে ঢেকে যাবে সকল পাপ চিহ্ন!
এবং তোমার পিতার ঘাড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এই সমাজ।

বড় আফসোস তুমি হতভাগা
দরিদ্র পিতার একমাত্র আদুরে কন্যা
এবং তোমাদের জন্য বিচারের বাণী চরম তপস্যা
অতএব দুনিয়াটা তোমাদের জন্য যন্ত্রণার কারাগার
মৃত্যুই তোমাদের একমাত্র মুক্তির স্বাদ।

তুমি চলে যাওয়ার কিছু দিন পর
পরিশ্রমের ফসল পর্ণ সাইটে বিক্রি করে অর্জন করব কিছু মুনাফা
এতে কামুক পুরুষের দল ঝুম করে উপভোগ করবে রগরগে দৃশ্য
বাংলা পর্ণ সাইট হবে আরো সমৃদ্ধ
এবং চেতনায় দন্ডায়মান হবে সদ্য জেগে উঠা কতগুলো কামনার পশু।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আমি যদি নির্মাতা হতাম তাহলে অবশ্যই আপনার এই কবিতা দিয়ে একটা টেলিফ্লিম বানাতাম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অত:পর মানুষ একটি করুণ কাহিনী দেখতে পেত এবং সমাজের কিছু খারাপ মানুষ কয়েকটি বদ আইডিয়া এবং অনলাইনে সহজে
আয় করার পদ্ধতি জেনে যেত।

ধন্যবাদ।।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ওকি ছবিতে মুনু এইডা কিতা করে! :P

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পার্কে, বাগানে, শস্যখেতে এবং জংগলে যা হয়।

ওয়াস্তাগফিরুল্লাহ পড়বেন না?

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা থেকে সবাই শিক্ষা নেক।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ নিজে ভালো মন্দ বুঝতে চেষ্টা করুক।
ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

কুঁড়ের_বাদশা বলেছেন:


তুমি দিও না গো বাসর ঘরের বাত্তী নিবাইয়া...
অতঃপর
লোডশেডিং ....
এখন আধুনিকতার নামে যদি কেউ পেট ফুলিয়ে নেয়,তাইলে তার জন্য ক্ষতি কি! :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাই অবৈধ পাপচার থেকে দূরে থাকতে হবে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উচ্চ সমাজে ইহা সাধারণ বিষয় হলেও গরীবী সমাজে মেয়ে, মেয়েদের পরিবার বেশি যাত না ভোগ করে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: ‘প্রকাশ্যে চুমু খাওয়া এ দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়’
পাপ বিচার করতে গেলে তো মেয়াবাই, অনেক কথা বলা যায় !
এখন সবচেয়ে বড় কথা হল, অবৈধ লাইনগুলো বিছিন্ন করার দায়িত্ব প্রতিটি ছেলে মেয়ের বাবা মায়ের। :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশে আইনি সমতা, সাম্য না থাকার কারণে অনেক অপরাধ কে আমরা নিজেদের অজান্তে মেনে নিয়েছি, সেগুলোর মধ্যে অন্যতম হলো ঘুষ, দুর্ণীতি, আয়কর ফাঁকি ইত্যাদি। এগুলোকে ভদ্রবেশী অপরাধ, ইহার সাথে সমাজের প্রভাবশালী এবং উচ্চবৃত্তরা জড়িত থাকার কারণে সামাজিক প্রভাব তত একটা ক্রিয়া করেনা। আর সমাজ যেহেতু উপর তলাদের বন্দি সেহেতু তাদের এনিয়ে মাথাব্যথা নেই।

কিন্তু নিচু মহলের ক্ষেত্রে সমাজ, ধর্ম অধিক প্রভাব ফেলে। তাই গরীব বাবা মায়ের উচিৎ তাদের সন্তানকে যৌনতা বিষয়ে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয়া, যাতে কোন লম্পটের লালসার শিকার না হন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

তারেক ফাহিম বলেছেন: সমাজের বাস্তবরূপ।

ধন্যবাদ কবিতার মাঝে শেয়ারের জন্য।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য করার জন্য আপ্নাকেও অশেষ ধন্যবাদ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবিটা দ্রুত সরিয়ে নিন। আপনাকে ইতিপূর্বেও এই ধরনের ছবি না দেয়ার ব্যাপারে সর্তক করা হয়েছিলো। যেহেতু দীর্ঘদিন পর প্রথম পাতায় লেখার সুযোগ পেয়েছেন, আশা করি ব্লগনীতিমালা সঠিকভাবে অনুসরন করবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাথার উপর দিয়ে গেছে

ধন্যবাদ।।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ, অসম অর্থনীতি, অসম ক্ষমতা, প্রশাসনের দুর্নীতি কিছু বড় ধরণের সমস্যার সজন্ম দিয়েছে; তার মাঝে ভালোবাসার সম্পর্কের অভিনয় করে, কিংবা জোর করে সেক্স সম্পর্ক স্হাপন; ইহার সমাধান আছে, মানুষ সামধান চাইলে সামাজিকভাবে এগুলো সমাধান সম্ভব।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সমাধান হলে ভালো হত।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ধ্রুবক আলো বলেছেন: নারীদের সর্বোচ্চ সচেতন হওয়া উচিত।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নিজেরা খাল কেটে কুমির আনলে অন্যের কিছু করার থাকেনা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন। নিষ্ঠুর কবিতা । #:-S

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: thanks for comment

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.