নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম-----।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬



সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তার আগে বাচ্ছাকে স্কুলে পৌঁছে দিতে হবে, পৌছে দিলাম যথারীতি। বর্তমাণে দেশের যা অবস্থা তাতে কখন জানি কি হয়ে যায় তা নিয়ে অভিভাবকদের আতঙ্কে থাকতে হয়। এখন পরিবারের জন্য যুদ্ধ নামার পালা। সড়কে গিয়ে দেখলাম প্রত্যেকটি বাসে মানুষ বাদুরঝুলা হয়ে আছেন, একটিতেও ভালোভাবে উঠার জো নেই। শেষতক ভিড় ঠেলেঠুলে একটার ভিতর উঠে পড়লাম। উত্তরা থেকে বনানী যেতে হবে। বাসের মধ্যে হাত দুটিকে উঁচু করে দারিয়ে আছি, অনেকটা ফ্রন্ট লাইনে সদ্য পরাজিত সৈনিকের মত। ইউটিউবে সিরিয়ান আসাদ বাহিনীর কিছু সৈন্য কে ফ্রি সিরিয়ান আর্মির নিকট এভাবে আত্মসর্মণ করতে দেখেছিলাম। আসলে আমরা ঐ সেন্যদের মত, আমাদের সরকার আছে, দেশ আছে, সবকিছু আছে তারপরেও আমরা পারিপার্শ্বিক অবস্থার কাছে দিনের পর দিন বন্দি হয়ে যাচ্ছি। কন্ট্রাকটর ভাড়া কাটছেন। বাসের গায়ে সিটিং লেখা থাকলেও ভিতরের অবস্থা বাংলাদেশের জেলাখানার মত, যেখানে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত দুই গুণ তিন গুন কয়েদি রাখা হয়, এখানে ঠিক তার অনুরুপ প্যাসেঞ্জার রাখা হয়েছে। এই মহুর্তে নিজেকে কয়েদি মনে হলো।

আমার মাথার নিচে এক মধ্য বয়স্ক মহিলা বসে আছেন, পরনের বেষভূষা দেখে মনে হলো মধ্যবিত্ত পরিবারের। অবস্থা দেখে মনে হলো, পরিবারের জন্য, স্বামী-সন্তানের জন্য খাটতে খাটতে নিজেকে নিয়ে ভাবার কখনো সময় পাননি। তিনি এখন বাসে মধ্যে নিজেকে নিয়ে ভাবছেন, হয়ত কৈশরে নদীতে ঝপাঝপ ডু দেয়া কিংবা বাড়ির আঙ্গিনায় বৌ-মাছি খেলার কথা ভেবে আবেগতাড়িত হচ্ছেন। মাঝেমধ্যে এদিক সেদিক তাকাচ্ছেন। মহিলাটির ভাগ্য ভালো তিনি সিট পেয়েছেন। আমি মানিব্যাগ আর মোবাইলের হেফাজতে নিজেকে তটস্থ রেখেছি। তার হয়ত সন্তানের বয়সী প্যাসেঞ্জার কে দাড়িয়ে যেতে দেখে মায়া হলো। আমাকে কাছে পেয়ে বলল, বাবা আমি খিলখেত নেমে যাব, তুমি আমার সিটে বসবে। আমি ‘জি’ বলে তার সাথে বাক্য আলাপের লাইন কেটে দিলাম। কন্ট্রকটর ভাড়া নিচ্ছেন, গায়ে সিটিং লেখা তাই সিটিং ভাড়া উঠাচ্ছেন। বিষয়টি কেউ কেউ বিনা বাক্য মেনে নিলেও অনেকে অতিরিক্ত প্যাসেঞ্জার উঠানোর কারণে ভাড়া দিতে চাচ্ছেন না। এনিয়ে প্যাসেঞ্জার বনাম কন্ট্রকটরের মধ্যে উচ্চ ভলিউমে কিছুক্ষণ গলার এক্সারসাইজ হয়ে গেল। তারপর সব চুপ। আমাদের দৌড় ঐ পর্যন্ত।

বাস এয়ারপোর্টের সিগন্যাল ছাড়িয়ে ঠান্ডা বাতাস ভেদ করে দ্রুত খিলখেতের দিকে ছুটে চলছে। কিছুক্ষণ পর কাওলা পার হয়ে খিলখেত ফুট ওভার ব্রিজের নিচে থামল। মহিলা নেমে যাওয়ার সময় হাতে ইশারা করে বসতে বললেন, আমি ধপাস করে ছিটের মধ্যে বসে পড়লাম। ঢাকা শহরে পাব্লিক পরিবহন থেকে মানুষ নামার আগেই উঠা শুরু করে দেয়। হেলপার কিছুক্ষণ পর পর বাসের দরজায় থাপ্পর দিয়ে গলায় হাঁক ছাড়ছেন ‘মহিলা সিট খালি নাই’, উদ্দেশ্য কোন মহিলা যাতে না উঠেন। কিন্তু অনেক মহিলা বাসে উঠার জন্য চেষ্টা করছেন। অনেকে ঠায় দাড়িয়ে আছেন পরবর্তী বাসের অপেক্ষায়। বাস থেকে যতজন মানুষ বাস নেমে গেছে তারচেয়ে বেশি মানুষ মহুর্তেই উঠে গেল। সাথে দুই মহিলাকেও দেখলাম অনেকটা জোড় করে উঠতে। তারা পুরুষের মাঝে কোন রকম জড়সড় হয়ে দাড়িয়েছে। সিট খালি নাই কিন্তু কেন তাদের উঠানো হলো এ নিয়ে দু’একজন প্যাসেঞ্জার কে দেখলাম হেলপার কে দোষারোপ করতে! আমি যা বুঝলাম, এ মহিলারা সময় মত অফিসে যেতে না পারলে হাজিরা থেকে একটি নির্দিষ্ট মাইনে কাটা যাবে, সাথে বস নামক আজব প্রাণীগুলো থেকে দু’চারটি ঝাড়িও খেতে পারেন!

আমি উঠে দাঁড়িয়ে একজন কে বসার অফার করলাম। অনিচ্ছা সত্ত্বেও সে বসে পড়লেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। আমার দেখাদেখি পাশেরজন উঠে দাঁড়ালেন এবং অপর মহিলাকে বসার জন্য অনুরোধ করার সাথে সাথে তিনি সিটে বসে গেলেন।

বাস চলছে। কতগুলো গন্ডারের চামড়াওয়ালা মানুষ বসে ও দাড়িয়ে আছে। কেউ কেউ একে অপরের সাথে টুকটাক আলাপ-সালাপ করছেন, অনেকে মোবাইলে প্রয়োজনীয় কথাবার্তা সেড়ে নিচ্ছেন। এই মহুর্তে আমার একটি ভিটিওর কথা মনে পড়ে গেল। তাই ইচ্ছা হলো সবাইকে থামিয়ে মোনাজাত ধরি। মোনাজাতে সবাই এক সাথে বলে উঠি-

“হে আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম-----”

এখন যা বলার আপনারা মনে মনে বলেন। আজকাল মুখ খুলাও নিরাপদ নয়।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






পুতিন বলছেনঃ অতিরিক্ত মানুষ।অবস্থা শোচনীয়।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢাকা শহরে মানুষের বসবাস কষ্ট হয়ে গেছে। বাড়তি জন সংখ্য যেহেতু হয়েই গেছে তাই জনসংখ্যাকে মানব সম্পদে রুপান্তর করার দীর্ঘ মেয়াদী পরিকল্পণা নিতে হবে।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: নীতিপরায়ন মা্নুষের সংখ্যা আজকা্ল কমে যাচ্ছে কি? নাকি নীতি'র সংজ্ঞাটাই বদলে যাচ্ছে? তবে, আপনি যা করেছেন তার প্রতিফল আপনি পাবেন।

ভা্লো থাকুন নিরন্তর।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব মানুষ এখন কর্মাসিয়াল হয়ে যাচ্ছে। ফলে মানবিক ভাবনা পিছনমুখী হচ্ছে। এর থেকে সবাই কে বের হয়ে আসতে হবে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

নতুন নকিব বলেছেন:



নীতিহীন মানুষ পশুর সমান। মানুষের ভেতরে মানবতাবোধ জেগে উঠুক।

কেমন আছেন ভাই?

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামাজিক ও পারিবারিক মূল্যবোধ এখন দিন কে দিন লোপ পাচ্ছে। ফলে সামাজিক চেইন ভেঙ্গে যাচ্ছে। এটা আশংকাজনক।। আমাদের সবার জাগতে হবে।

আমি ভালো আছি।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

মিঃ সালাউদদীন বলেছেন: আজকাল মুখ খুলাও নিরাপদ নয়, কথাটা সত্যা ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমানে জীবনের সার্থকতা হলো কোন রকম খেয়েদেয়ে বেঁচে থাকা। কোন কিছু সম্পর্কে মুখখোলা বিপদজনক।।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

পদ্মপুকুর বলেছেন: ভাই, আমারও ওই ভিডিওটার কথা মনে পড়ে গেল :)
মোনাজাত ধরলাম। কিন্তু ভিডিওতে ওই লিডার যে বাক্যবাণ ছুটিয়েছিলেন, আপনিও কি এখন ওই বাক্যবর্ষণ করবেন আমাদের প্রতি?

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভিটিওটা দেখে অনেকক্ষণ হেসে ছিলাম।

হে আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম-----।

এখন নেতার সাথে একটু মোনাজাত ধরেন।

https://youtu.be/8m68K-Zd5lE

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

মোস্তফা সোহেল বলেছেন: জীবনটা বড়ই কঠিন হয়ে যাচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবন যুদ্ধে এখন টিকে থাকা বড় সার্থকতা।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

পদ্মপুকুর বলেছেন: ও আরেকটা ব্যাপার,
হে আল্লাহ---- এর পর একটা লম্বা টান হবে, প্রায় ৭ আলিফ।

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হে আল্লা....... হ.

ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

তারেক ফাহিম বলেছেন: অাপনি বলাতে সবাই মোনাজাত ধরলো?

ভিডিওটির লিংক দিলে হয়ত পাঠকগণও আমিন বলত।

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওটা ছিল নিজের সাথে নিজের কল্পণা।

হে আল্লাহ্ তোমার কাছে বিচার দিলাম-----।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


যা ঘটছে: বাসে, বাজারে, চাকুরীতে, ঘরে, সবগুলো তো এই রকম হওয়ার কথা, ঢাকার মানুষের জন্য আল্লাহের প্ল্যানের বাহিরে কিছু ঘটছে? মোনাজাত করলে উনি শুনবেন, প্ল্যানের সাথে মিলিয়ে দেখবেন, কোথায়ও গরমিল হচ্ছে কিনা! এর বাইরে কিছু ঘটতে পারে, সম্ভাবনা কি আছে?

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢাকা কেন সারা দুনিয়ার জন্য আল্লাহ বিশেষ কোন প্লান নেই। তিনি যা বলার বিশ্বাসীদের জন্য কিতাবে বলে দিয়েছেন।
তাছাড়া দুনিয়াবি প্লান গ্রহণ করার জন্য আল্লাহ মগজ দিয়েছেন।

সাধারণতত দুনিয়াবি সমস্যার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে হয়-
* সমস্যার সমাধান
* সমস্যার প্রতিরোধ
* সমস্যার প্রতিবাদ
* মনে মনে ঘিনা
এখন এগুলো যারা না পারে তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা ছাড়া কোন বিকল্প নাই।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আমার মা প্রায়ই বলেন, দুনিয়া থেকে মায়া দয়া উঠেই গেছে।

আসলেই সঠিক কথা বলাও আজকাল নিরাপদ নয়।

আপনার জন্য শুভ কামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুরুব্বিদের কথা সত্যি হয়।

আপনাকে অশেষ ধন্যবাদ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

জাহিদ হাসান মিঠু বলেছেন:

সব শেষে আমরা কেউ লিগ কে ভোট দিব, কেউ শীশ কে ভোট দিব। তারপর সারা বছর কান্নাকাটি করব।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত কোথাও যাওয়ার যায়গা পাচ্ছেনা।
ফলে যা ঘটার ঘটেই। কান্নাকাটি চলে সমান তালে ধন্যবাদ।।।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


"সাধারণতত দুনিয়াবি সমস্যার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে হয়-
* সমস্যার সমাধান
* সমস্যার প্রতিরোধ
* সমস্যার প্রতিবাদ
* মনে মনে ঘিনা
এখন এগুলো যারা না পারে তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা ছাড়া কোন বিকল্প নাই। "

-মুনাজাতের কথা আপনি বলেছেন! তাই, আমি বললাম। এগুলোর সমাধান আছে।

শেখ হাসিনার সরকার এগুলোর সমাধান করার কথা; কিন্তু তিনি মানুষের জন্য কম সময় দিয়ে, বেশীর ভাগ মগজ ব্যয় করছেন বিএনপি'কে নিয়ে। ফলে, মানুষকে নিজেদের কথা ভাবতে হবে!

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিও আপনার সাথে একমত। দুনিয়াতে মানুষ নিজে সমস্যা তৈরী করে সেই সমস্যা মানুষদের নিজেদের সমাধান করতে হবে।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আ্ল্লাহ উত্তম বিচারক,
তিনি যথা সময়ে সঠিক বিচার কার্য পরিচালনা করবেন।
তখন সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
কোন দেশে বা এলাকায় নিদৃষ্ট পরিমানের অতিরিক্ত
জনবসতি গড়ে ওঠার সম্ভাবনা নাই। যখনই মাত্রার
অতিরিক্ত মানুষ ওই এলাকায় বসতি গড়ে তখনই
গায়েবী কোন অযুহাতে ওই এলাকায় মানুষের সমন্বয়
করা হয় বাড়তি মানুষকে অদৃশ্য করে দিয়ে।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ জনসংখ্যা সম্পর্কে নতুন তথ্য উপস্হাপন করার জন্য।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শাহিন-৯৯ বলেছেন: আমরা দিনে দিনে রোবট মানুষ হয়ে যাচ্ছি।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব কিছু বাণিজ্যিকরণের ফলে মানুষের মন থেকে মানবিক গুণাবলি বিলুপ্তির দিকে যাচ্ছে।

ধন্যবাদ।।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও দিলাম। অবস্থা বেগতিক। রাস্তায় বের হইলে চরম বিরক্তি লাগে। X((

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবন ধারণের জন্য মানুষের স্বাভাবিক অবস্হা আর নেই।


ধন্যবাদ।।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ওমেরা বলেছেন: কি বলব !! কিছু বলার নেই।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা বলার মনে মনে বলেন।

ধন্যবাদ।।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: যা বলার মনে মনেই বললাম। :|

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনার নাম দেখে দিলের ভিতর খচখচানি এসে গেছে। আপনি কি মানুষের চাওয়া পাওয়া মিটাতে পারেন?

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া),




আল্লাহতায়াল কাছে বিচার চেয়ে কোনও লাভ নেই । মহান সৃষ্টিকর্তাও স্বয়ং আদমগোষ্ঠীকে হেদায়েত করতে ব্যর্থ হয়েছেন । তাঁকে একের পরে এক নবী আর কিতাব পাঠাতে হয়েছে । তারপরেও আদমকে সোজা পথে আনা যায়নি । নইলে যিনি চার চারখানা আসমানী কিতাব দিতে পেরেছেন আদমকে সত্য ও সৎ পথে চলার জন্যে তিনি আরও গোটা দুই-তিন কিতাব নাজিল করতে পারতেন । তা না করে পবিত্র কুরআনকে শেষ কিতাব ঘোষনা দিয়ে সেই যে মুখ ফিরিয়ে নিয়েছেন আর কোনও খবর নেই । আর কোনও নবীও পাঠাবেন না বলেছেন । সব বিচার হবে কেয়ামতের দিনে ।

তাহলে বুঝুন, মানুষ কতো আহাম্মক ! আর আমরা বাংলাদেশীরা হলাম অনিয়ন্ত্রিত ভাবে আহাম্মক ।


১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথমত ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

বান্দা কর্ম ভিত্তিক চেষ্টা না করলে আল্লাহ নিজ থেকে কোন সমস্যার সসমাধান করেন না। তিনি মানুষের জীবন পদ্ধতি বেঁচে নেওয়ার অধিকার দিয়েছেন। তিনি সমস্যার সমাধানের জন্য প্রজ্ঞা ও হিকমত দিয়েছেন, তাই মানুষের সেদিকেই হাটতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ রাজনৈতিক নেতাদের ঘোরটপে বন্ধি।

আমাদের দেশের মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তারা রাজনৈতিকভাবেও অন্ধ অনুকরণ প্রবণ। এজন্য রাজনৈতিক দলগুলো মানুষের সামাজিক সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলতে পারে।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের সমস্যা কি কোন কালে লোপ পেয়েছে ? দিনকি দিন বেড়েছেই, কমেনি কিছুই। সবই উপর ওয়ালার খেলা বুঝা বড় দায়।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন।
মানুষের জীনব রেখায় নিত্য নতুন সমস্যা যোগ হচ্ছে।

ধন্যবাদ।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

জাহিদ অনিক বলেছেন:

আল্লাহ তোমার কাছে বিচার দিলাম-- ভিডিওটা সত্যিই অনেক হাস্যকর ছিল।

দেশে লোকজন অনেক বেড়ে গেছে। আগে দুপুরবেলায় বাস ফাঁকা আসা-যাওয়া করত এখন দুপুর বেলায় সিট পাওয়া যায় না।
ফুটপাথে হাটতে গেলে রীতিমত গায়ে গা লাগিয়ে ধাক্কা দিয়ে হাটতে হয়।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশে ওভার পুলেশন। তাই কোন কিছুতে প্রতিযোগিতা নয় মারাত্মক প্রতিযোগিতা হয়।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

কাছের-মানুষ বলেছেন: দেশে জনসংখ্যা অতিরিক্ত ! এই বিপুল পরিমাণ মানুষ ছোট একটা জায়গায় বসবাস করছে ! এই ধরনের পরিস্থিতির জন্য জনসংখ্যাও অনেকাংশে দায়ী ! আমি বর্তমানে যেই দেশে থাকি মানুষ খুবই কম মাঝে মাঝে বাসে চড়লে দেখা যায় যাত্রি আমি একাই, সারা রাস্তায়ও মানুষ নাই!

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশে জনসংখ্যা একটি বিরাট সমস্যা। তাছাড়া -
সঠিক পরিকল্পণার অভাব।
রাজনৈতিক অস্হিরতা।
দুর্ণীতি।
ঘুষ।
সু-শিক্ষার অভাবের কারণে দেশে জীবন ধারণ কষ্ট হয়ে যাচ্ছে।

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

জনৈক অচম ভুত বলেছেন: অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, এ বিষয়ে ভূতেরাও রাজনৈতিক নেতৃবৃন্দের মতোই অপারগ। :-<

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভূতের মধ্যেও তো কিছু মন্ত্রী টন্ত্রী আছে। তাদের সাথে লিঙ্ক থাকলে জানাবেন। শামীম ওচমান টাইপের কিছু থাকলেও চলবে।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

তার ছিড়া আমি বলেছেন: ভিডিওটা দেখে মজা পেলুম।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনীতির মঞ্চে দেশীয় ভাষায় ফান করা যায় এটা উনি প্রমাণ করে দিয়েছেন ।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, এমন অমানুষ শুধু দেশে না, ছড়িয়ে আছে এখানেও।। বাংলা,হিন্দী,সুরি,মাসরী,সব জাতের মাঝেই।।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খারাপ ভালো সব জায়গাতেই আছে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা সমাধানের পথে যাচ্ছিনা।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৫

মলাসইলমুইনা বলেছেন: এমন করেইতো স্বাধীনতার ছিচল্লিশ বছর কাটলো
আর কত দিন কাটবে কে জানে ....

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বাধীতার ছিচল্লিশ অর্জন হয়ত কিছু হয়েছে কিন্তু অর্জন বলতে যা বুঝায় তা আমাদের নব্বই দশকে অর্জন করার কথা ছিল।
সামনে ভালো কোন আশা দেখতে পাচ্ছিনা।

২৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:০৮

সাদা মনের মানুষ বলেছেন: এটাই তো জীবন, বিত্তবানেরা কারে যাবে আয়েস করে আর বিত্তহীনরা যথারীতি.........

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিশ্বায়নের যুগে একদল মানুষ তরতরর করে উপরে উঠে যাবে আরেকদল মানুষ তলানীতে পড়ে থাকবে। এটা মানব জীবনের জন্য চরম অশনি সংকেত।

ধন্যবাদ।।।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

আটলান্টিক বলেছেন: ঢাকাতে আড়াই কোটি মানুষ থাকে সেটা ভেবে দেখেছেন।আজ যদি ঢাকার জনসংখ্যা ৫০ লাখ হতো তাহলে রাস্তা দিয়ে চোখ বুজে হাটতে পারতেন।দেশে এখন দূর্ভিক্ষ হওয়া দরকার যাতে অতিরিক্ত ৪/৫ কোটি লোক মারা যায়।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশ ছিল দারিদ্র। সেই দারিদ্রতার মাঝে জনসংখ্যার বিস্ফারণ ঘটেছে। আমাদের দেশে যেহেতু সমস্যার উদ্ভব হয়েই গেছে সেহেতু রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তা মোকাবেলায় কার্যকর পদ্ধতি গ্রহণ করার।

সামনের দিনে সামাজিক কাঠামো ভেঙ্গে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

২৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

সুমন কর বলেছেন: কি আর করবেন বলুন, সবাই আজ যান্ত্রিক হয়ে গেছে !!

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে আমাদের কিছুই করার নেই! তাই আল্লাহর কাছে বিচার দিলাম...।

ধন্যবাদ ভাই।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

জুন বলেছেন: বাস যাত্রীদের বিড়ম্বনা নিয়ে মনে হয় কেউ ভাবার নেই । তারা শুধু ভাবে কিভাবে সেই ভাঙ্গাচোড়া লক্কর ঝক্কর মৃতপ্রায় বাসটি থেকে আরো পয়সা উসুল করা যায় ।
আল্লাহর কাছে বিচার দেয়াই আমাদের সম্বল শাহাদাত হোসাইন ( সত্যের ছায়া) ।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ জুন আপু।

আমাদের দেশে পাব্লিক পরিবহনের মান খুবই খারাপ। কর্মজীবী মহিলাদের ভোগান্তির শিকার হতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.