নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

বই মেলা-২০১৮ তে ব্লগার-লেখক, পাঠক ও ব্লগ কর্তৃপক্ষের করণীয়

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

no
আমি বই মেলা ২০১৭ তে ব্লগারদের বই কিনেছিলাম; আমার মত অনেকে কিনেছে।।

বই মেলায় আসছে। ইতিমধ্যে লেখক, প্রকাশ এবং পাঠকদের মধ্যে আলাদা একটা সাড়া পড়ে গেছে। ফেব্রুয়ারী মাস জুড়ে থাকবে বই মেলার প্রাণের স্পন্দন। এ উপলক্ষ্যে আমাদের প্রিয় ব্লগ কমিউনিটি সামহোয়্যার ব্লগেও থাকবে বই পরিচিতি ও প্রচারণার বাড়তি উন্মাদনা। বরাবরের মত বাংলা একাডেমী প্রাঙ্গণেও বসবে লেখক-প্রকাশক ও পাঠকদের মিলন মেলা। প্রতি বছরের ন্যায় এবারো বই প্রকাশে পিছিয়ে থাকবেন না আমাদের প্রিয় ব্লগারগণ ।

এবার মূল পোষ্টে আসি-
বই মেলা ঘিরে ব্লগার লেখক, পাঠক ও ব্লগ কর্তৃপক্ষের রয়েছে অনেক করণীয়, আমি এখানে সেগুলোর আলোচনার প্রয়াস চালাচ্ছি-

১। প্রতি বছর বই মেলার সময় ব্লগে একটি স্টিকি পোষ্ট এবং প্রতিটি মহুর্তের আপডেট থাকে। আশা করছি, বরাবরের মত এবারো তা বহাল থাকবে। এর সাথে বিষয় ভিত্তিক ব্লগে বই মেলা-2018 নামে আলাদা একটি বিষয় ভিত্কি ব্লগ খোলা যায় কিনা ভেবে দেখার আছে। প্রয়োজনে মুভি রিভিউ এর মত ‘বুক রিভিউ’ ক্যাটাগরি নির্ধারণ করা যায়।

২। যারা ব্লগে সেচ্ছায় তাদের বইয়ের বিজ্ঞাপণ দিতে চান তাদের জন্য বিজ্ঞাপনের সুযোগ দেয়া যেতে পারে। এক্ষেত্রে তাদের কে আলাদা যায়গা নির্ধারণ করে দেয়া যায় এবং বিজ্ঞাপন খরচ যাতে আওতার মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

৩। ব্লগ কর্তৃপক্ষ চাইলে ফেব্রুয়ারী মাসের যে কোন দিন বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক ও পাঠক আড্ডার ব্যবস্থা করতে পারেন। সেখানে ব্লগের লেখক, প্রকাশক এবং পাঠকগণ মিলিত হবেন এবং তারা আড্ডা, আলোচনা, এবং পরস্পর মত বিণিময়ে অংশ গ্রহন করবেন।

৪। ব্লগ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু লেখকদের প্রকাশিত গ্রন্থের জন্য পুরুস্কৃত করতে পারেন। এটা এভাবে সম্পাদন করা যেতে পারেন- 2017 সালে যে সমস্ত ব্লগারগণ বই প্রকাশ করেছেন তারা 2018 সালে পুরুস্কারে জন্য নির্বাচিত হবেন। এজন্য ব্লগ কর্তৃপক্ষ গ্রন্থ জমা নেয়া, আবেদনের ব্যবস্থা ও মূল্যায়ণ কমিটি গঠন করবেন।

৫। ব্লগারগণ তাদের প্রকাশিত গ্রন্থ প্রচারের জন্য ফেসবুকে আলাদা গ্রুপ খুলতে পারেন। সেখানে প্রত্যেক লেখক ও ব্লগারগণ তাদের বইয়ের প্রচারণা চালাবেন। সেটি সামহ্যোয়ার কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সবচেয়ে ভালো হয়।

৬। ব্লগার লেখকগণ তাদের বইয়ের জন্য সবার আগে আপনজনদের মাঝে প্রচারণা চালাবেন, তারপর বন্ধু বান্ধবদের নিকট অতঃপর ফেসবুকে এবং সর্বশেষ সহ ব্লগারদের নিকট। এতে আপনার বই বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী সাড়া পাবেন।।

৭। প্রত্যেক ব্লগারগণ একে অপরের বইয়ের জন্য রিভিউ লিখে তা ব্লগে, অনলাইন নিউজে, ফেসবুকে প্রকাশ করবেন। এতে করে প্রচারণার ব্রান্ড ভ্যালুর মান বঝায় থাকবে।

৮। ব্লগের লেখক, প্রকাশক ও পাঠকগণ বই মেলায় গেলে অবশ্যই যাদের সাথে ভালো মিউচুয়্যাল আন্ডারস্টান্ডিং আছে তাদের সাথে যোগাযোগ করে যাবেন। এতে পরস্পর আন্তরিকতা বাড়বে এবং সময়টা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সর্বশেষ ঘরে ফেরার সময় একে অপরের বই কিনে ঘরে ফিরবেন।

৯। আমরা যারা ব্লগের পাঠক ও লেখক তারা মেলার গিয়ে প্রিয় লেখকদের বইগুলো কিনে নিই। বই কেনার সময় অন্যান্য বইয়ের সাথে অত্যান্ত একটি হলেও ব্লগারদের থেকে প্রকাশিত একটি বই কিনবেন। কারণ সহ ব্লগার হিসেবে আমাদের প্রতি তাদের আলাদা দাবি রয়েছে এবং আমাদেরও তাদের প্রতি দায়িত্ব ও কর্তৃব্যবোধ রয়েছে।

১০। প্রিয় ব্লগারের বই কিনে শুধু পড়েই ক্ষান্ত দিবেন না। প্রত্যোকের বইয়ের গঠনমূলক আলোচনা- সমালোচনায় অংশ গ্রহন করবেন। আর এই সমালোচনা অবশ্যই ব্লগে, ফেসবুক গ্রুপে করবেন। এতে লেখকের সামনের দিনে মননশীল লেখা লিখতে সাহায্য করবে।

প্রত্যেক শিক্ষিত বাঙ্গালির উচিত বই লেখা, বই পড়া এবং প্রিয়জনদের বই উপহার দেয়া। আপনি যদি শিক্ষিত বাঙ্গালীর একজন হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব রয়েছে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বই কিনা। আপনি কিনছেন তো?

পরিশেষে এই বই মেলায় আমিই একমাত্র ব্যক্তি যে পুরাপুরি নির্ভার থাকতে পারবো; কারণ এবারের বই মেলায় আমার কোন বই প্রকাশিত হয়নি।

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: এই ব্লগে লিখে অনেকেই লেখক হয়েছেন। তাদের বই মেলায় পাওয়া যায়।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, ব্লগের লেখকদের এখন আলাদাভাবে মূল্যায়ন করার সময় হয়েছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: এই ব্লগের সংস্পর্শে না এলে তারা কো কালেই লেখক হতেন না।

সময়োপযোগি পোস্ট।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে অনেক শ্রদ্ধেয় ব্লগার লিখা পড়ে আমি প্রতিনিয়ত নতুন কিছু শিখছি। সবাই এখানে জ্ঞানের পরিধি বাড়াতে এবং নিজের ভাবনাগুলো অন্যের মাঝে শেয়ার করতে আসেন।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পোষ্ট, বিষয়গুলো বিবেচনার দাবী রাখে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা পরস্পর আন্তরিক হলে আরো ভালো হয়।

ধন্যবাদ।।।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন: আশা করি এবার অনেকের বই কিনতে পারব। আর যারা রিভিউ করবে তাদের মধ্যেও পুরস্কৃত করা হলে আরো ভালো হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি মনে করি অন্যান্য বইয়ের পাশাপাশি ব্লগারদের বই কিনা উচিৎ।।। পুরস্কারের বিষয়টি আলোচনার দাবি রাখে।।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ বিষয় নিয়ে আলোকপাত।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাইদুল ভাই, আশা করি মেলায় গেলে ব্লগারদের বই সংগ্রহ করবেন।।।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: খুব খুবই চিন্তাশীল লেখা ভাইয়া!!!!!!! :)


ব্লগ থেকেই আজকে আমরা এক এক জন নিজেকে ছোট মোট হলেও লেখক ভাবতে শিখেছি। ব্লগ লেখার নিয়মিত চর্চা লেখার স্কিল বাড়ায়। ব্লগের উপর যেমনই তাই ব্লগারদের দায়িত্ব আছে, ভালোবাসা আছে ব্লগেরও তেমনই থাকা উচিৎ। বইমেলা নিয়ে তাই ব্লগ কর্তৃপক্ষ থেকেই কোনো পোস্ট আসা উচিৎ। যেই পোস্ট স্টিকি হবে ও সেখানে সকল ব্লগারেরা তাদের নতুন বই এর খবরাখবর দেবেন। রোজ একটা নির্দিষ্ট টাইমে ব্লগারদের সেই বই এর খবরাখবরগুলি নিয়ে পোস্ট আপডেট হতে থাকবে।

যারা বইগুলি সংগ্রহ করবেন তারাও সে খবর দিতে পারেন ..... সেসবও আপডেট হলে আরও ভালো হবে। এটা হতে পারে ফেব্রুয়ারী জুড়ে কর্মদ্যোগ। মার্চে রিভিউ লেখা হতে পারে। একই ভাবে স্টিকি পোস্টে রিভিউগুলি লিংক সহ আপডেট হবে।

ইচ্ছা থাকিলে অনেক রকমই উপায় হইবেক .......:)

নইলে একঘেয়েমীতে ব্লগ জীবন দূর্বিসহ হইয়া উঠিতে পারে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে বিভিন্ন লেখকদের লেখা প্রকাশিত হওয়ার কারণে লেখার মধ্যে বৈচিত্র্য থাকে। অনেকে অনেক কিছুর উপর লিখে এক্সপেরিমেন্ট করে থাকেন। ব্লগে আরেকটি সুবিধা হলো পাঠক থেকে ফেডব্যাক পাওয়া যায়।
আর,
ব্লগে স্টিকি পোষ্টের ব্যাপারে অভিজ্ঞ ও পুরাতন ব্লগারেরা এগিয়ে আসলে ভালো হয়। রিভিউর ক্ষেত্র নতুন-পুরাতন সবার কাছ থেকে আশা করা যায়।

আপনার যুক্তিযুক্ত মন্তব্য পোষ্টের সাথে সামঞ্জস্যতা বিরাজ করছে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

কামরুননাহার কলি বলেছেন: দারুন বিষয় কথা বলেছেন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে।।। প্রিয়জন কে উপহার দেয়ার জন্য ব্লগারদের বই কিনবেন বলে আশা রাখি।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

কামরুননাহার কলি বলেছেন: অবশ্যই কিনবো।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: thanks

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: শাহাদাৎ ভাই,খুব ভাল একটি বিষয় উপস্থাপন করেছেন।
অনেক ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকেও অশেষ ধন্যবাদ।।।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: এবারের বই মেলায় আমারও কোনো বই বের হয়নি।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাইলে দু'একটা বের করতে পারতেন।।।

আপনার 'বিকল্প রবীন্দ্রনাথ' মেলায় আনা যায় কিনা ভেবে দেখতে পারেন।।।।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


প্রস্তাবগুলো গ্রহনযোগ্য, সামুর এজেন্ডার সাথে মিল আছে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগারেরা নিজেরা যদি পরস্পরের বই কিনেন বা বিণিময় করেন তাহলে বই মেলায় লেখকগণ প্রত্যাশিত সাড়া পাবেন।। ব্লগ কর্তৃপক্ষ নিজে থেকে চাইলে অনেক কিছু করতে পারেন।।।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ৪। ব্লগ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু লেখকদের প্রকাশিত গ্রন্থের জন্য পুরুস্কৃত করতে পারেন। এটা এভাবে সম্পাদন করা যেতে পারেন- 2017 সালে যে সমস্ত ব্লগারগণ বই প্রকাশ করেছেন তারা 2018 সালে পুরুস্কারে জন্য নির্বাচিত হবেন। এজন্য ব্লগ কর্তৃপক্ষ গ্রন্থ জমা নেয়া, আবেদনের ব্যবস্থা ও মূল্যায়ণ কমিটি গঠন করবেন।

এ ব্যপারে আমার কথা হলো যে, পুরস্কার ব্যাপারটা কখনোই ১০০ভাগ নিরপেক্ষ নয়। বিচার, পাঠ কোনোটাই নয়। বড় লেখকদের দিয়ে রচনা পাঠ করিয়ে মান নির্ধারণের ক্ষেত্রেও সর্ষের ভেতর ভূত থাকবার মতো কিছু একটা থেকেই যায়। বিচারকদের কারো কারো সঙ্গে লেখকদের সুসম্পর্ক থাকে। তা থেকেই অনেক সময় পুরস্কারের জন্য বিবেচনা করেন।
ফলে, ব্যাপারটা এক সময় বিতর্কিত হয়ে ওঠে। আমি মনে করি, ব্লগারদের বই ব্লগাররা কিনবেন, সঙ্গে সঙ্গে অন্যদেরও কিনতে উৎসাহিত করবেন। সেই বইগুলোর রিভিউ হবে। খারাপ লিখলে খারাপ, ভালো হলে ভালো। আর এটাই ব্লগারদের জন্য পুরস্কারের চেয়েও বড় কিছু হয়ে উঠতে পারে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দুনিয়াতে কেউ নিরপেক্ষ নয়, সবাই প্রথম পক্ষ, ২য় পক্ষ অথবা ৩য় পক্ষ। তবে চালু হলে ব্লগারেরা লাভবান হত। অত্যন্ত কেউনা কেউ একটা কিছু পেত।।।

তবে আপনার অন্যান্য বক্তব্যগুলো চমেৎকার।।।
ধন্যবাদ।।।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর উপস্থাপনা, শায়মা আপুর কমেন্টেও লাইক।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সুজন ভাই আপনাকে। অনেক দিন পর কাছে পেলাম।।।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: পোষ্ট ও কমেন্টগুলো পড়ে ভাল লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ কবি আপনাকে। শুভ কামনা জানবেন।।।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: খারাপ না, ভালো বলেছেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি.. ধন্যবাদ।।।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



শুভকামনা, সত্যের ছায়া।

প্রস্তাবনায় ধন্যবাদ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।।।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

শামচুল হক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই।।।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

ব্লগ সার্চম্যান বলেছেন: চাঁদগাজী বলেছেন:


প্রস্তাবগুলো গ্রহনযোগ্য, সামুর এজেন্ডার সাথে মিল আছে।
এই মন্তব্যের সাথে সহমত ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগ এবং ব্লগারদের অনেক কিছু করার আছে।।।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ বেশ ভাল প্রস্তাব।
ভেবে দেখার মত। বেশ সুচিন্তিত।

ধন্যবাদ এমনভাবে ভাবার জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বই মেলায় ব্লগারা চাইলে অনেক কিছু করতে পারেন।। তারা পরস্পরের বই কিনে নিজেদের মাঝে সম্প্রতি এবং জ্ঞানের বিণিময় ঘটাতে পারেন।।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাথে আরকেটু যোগ করি
মেলায় সামহয়ারইন কর্ণার করা। অথবা অন্য কোন ব্লগারে ষ্টল থাকলে সেখানে উদ্যোগ নেয়া। যেখানে সকল ব্লগারদের বই প্রদর্শিত হবে। কারণ বিভিন্ন ব্লগারদের বই বিভিন্ন পাবলিকেশন্স থেকে পাবলিশ হয়। অনেক সময় কারোই সব ষ্টল ঘুরে দেখা হয় না। ফলে অনেক সময় জানাই হয়না কোন ষ্টলে কার বই আছে।
এ সমস্যা দূর হয়ে যাবে সামু কর্ণার থাকলে। সেখানে সকল ব্লগারদের বই এক সাথে পাওয়া গেলে দর্শক, ক্রেতা সকলেই অল ইন ওয়ান সুবিধায় দেখতে কিনতে পারবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মন্তব্যটি আমার পোষ্টের কী-পয়েন্ট (মূল মক্তব্য)।। এরকম হলে আরো ভালো হত।।।

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর প্রস্তাব - ব্লগারদের প্রথম পৃষ্ঠপোষক ব্লগাররাই।
সঙ্গে বিদ্রোহী ভৃগুর প্রস্তাবটিও যোগ করা যায়, স্বল্প অথবা দীর্ঘ মেয়াদে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগারদের পরস্পরের প্রতি দায়িত্ববোধ রয়েছে। ভৃগুদার বক্তব্যটি চমেৎকার।।।

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

বেশ ভাল প্রস্তাবনা! লজিক আছে বৈকি!

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।।।।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
----- মেলায় সামহয়ারইন কর্ণার করা। অথবা অন্য কোন ব্লগারে ষ্টল থাকলে সেখানে উদ্যোগ নেয়া। যেখানে সকল ব্লগারদের বই প্রদর্শিত হবে। কারণ বিভিন্ন ব্লগারদের বই বিভিন্ন পাবলিকেশন্স থেকে পাবলিশ হয়। অনেক সময় কারোই সব ষ্টল ঘুরে দেখা হয় না। ফলে অনেক সময় জানাই হয়না কোন ষ্টলে কার বই আছে।
সুন্দর প্রস্তাব। সমস্যা হচ্ছে মেলায় প্রকাশক ছাড়া অন্য কাউকে স্টল বরাদ্ধ দেয়া হয়না, আবার এক প্রকাশনার বই আরেক প্রকাশনির স্টলে প্রদর্শনের অনুমতি থাকেনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, সঠিক কথা বলেছেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.