নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

জিয়া অরফেনাজ ট্রাস্ট মামালা- খুলে যেতে পারে খালেদা জিয়ার কপাল!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭



জিয়া অরফেনাজ ট্রাস্ট মামলায় খালেদাজিয়ার পাঁচ বছর জেল হয়েছে।
তিনি এখন জেলে। তার হাজার হাজার নেতাকর্মীও জেলে। দলের সর্বনিন্ম বিন্দু রেখা আর সর্বোচ্চ বিন্দু রেখা পরস্পর এক জায়গায় মিলিত হয়েছে। এই মিলিত হওয়ার ফলে নতুন পথ সৃষ্টি হতে পারে। এই পথ তাদের জন্য-
(১) টার্নিং পয়েন্ট হবে অথবা-
(২) তাদের কে আরো পিছনে নিয়ে যাবে।

তবে আপাতত এক নম্বর হওয়ার সম্ভাবনা বেশি। এর অন্যতম কারণ হলো খালেদা জিয়া জেলে যাওয়ার কারণে তার নেতা কর্মীরা আরো উজ্জীবিত হবে। তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করবে। এবং তাদের নির্বচনকালীন সময়ের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ বেড়ে যাবে।

কোন নেতা-নেত্রী যদি ভোটের আগে জেলে যান তাহলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হয়। ভুক্তভোগী দল যদি এই আলোচনা -সমালোচনাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে জনমত তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতীত ইতিহাস তাই বলে।

খালেদা জিয়া জেলে যাওয়াতে বিশ্ব মিডিয়াতে হাইলাইটস পেয়েছেন। তার জেল জরিমানার খবর- যারা বিশ্ব গেম প্লান তৈরী করেন তাদের হাতে ইতিমধ্যে চলে গেছে। মনে হয় এ উপলক্ষে তারা গেম স্ক্রিপ্টে পরিবর্তন শুরু করে দিয়েছেন।

বাংলাদেশে বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে নতুন করে দৌড়ঝাপ শুরু হবে। ফলে রাজনৈতিক পট -পরিবর্তনে তারা হস্তক্ষেপ করতে চাইবে।

দেশে কোটি কোটি শিক্ষিত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে। দিন দিন চাকুরী ক্ষেত্র একেবারে ছোট হয়ে যাচ্ছে। আর চাকুরী নিয়োগে ঘুষ, তদবির, মেধার অবমূল্যায়নের কারণে ইতিমধ্যে তরুণদের মাঝে হতাশা চলে এসেছে। তরুণদের এই মনস্তাত্ত্বিক হতাশা কে কাজে লাগানোর সুযোগ বিএনপি'র সামনে আছে।

দ্রব্যমূল্য অসহণীয় পর্যায়ে চলে গেছে। ফলে দেশের নিন্ম চাকুরীজীবী এবং খেটে খাওয়া মানুষরা কষ্টে আছে। সামনের নির্বাচনে বিএনপি এই কষ্টে খাওয়া মানুষদের কে কাছে টানার সুযোগ আছে।

পুলিশের সেবা নিয়ে দেশের মানুষ এম্নিতেই বিরুক্ত। তারা পুলিশ নিয়ে দ্বিধা দ্বন্দে আছে এবং পুলিশ কে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে! যা একটি বিরোধী দলের জন্য ভালো টনিক।

ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে ধর্মকামী মানুষ কে কাছে টানার সুযোগ বিএনপি'র হাতে রয়েছে।

'খালেদা জিয়ার মুক্তি'- সামনের নির্বাচনে বিএনপি'র এটাই হতে মূল স্লোগান।।

এবার দুই নম্বরে আসি-
এক্ষেত্রে সররকার বিএনপি কে নানা উপায়ে কোণঠাসা করতে পারে। এলক্ষে বিএনপির মধ্যে কোন্দল সৃষ্টি করে বিভিন্ন গ্রুপ তৈরি করবে। কিছু গ্রুপকে অপ্রদর্শিত সুযোগ-সুবিধা দিবে। বিণিময়ে তাদের নামে যে মামলা মোকাদ্দমা আছে তাতে শিথিলতা দেখাবে। কয়েক্টি গ্রুপকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুযোগ দিবে, কিছু আসন তাদের কে ছেড়ে দিতে হতে পারে।

কিছু কথা: খালেদা জিয়ার এখনো আইনি সুযোগ রয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যদি তা কোনভাবে কররতে পারেন তাহলে তিনি সামনের নির্বাচনের আগে একবার জিতে যাবেন।

মন্তব্য ৭৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুটোই হতে পারে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা অনেকটা ছক্কাপাঞ্জা চাল দেয়ার মত। তবে আওয়ামীলীগের হাতে সুযোগ রয়েছে কাজে লাগনোর। বিএনপির অনেক মাশুল দেয়া লাগবে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ১ নাম্বারটার সম্ভাবনা কম।

তারপরেও বলতে হয় ভবিষ্যৎ অাল্লাহর হাতে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আওয়ামী সুযোগ কে একশো পারসেন্ট কাজে লাগাবে- এটা নিশ্চিত।। বিএনপির আত্মত্যাগ ছাড়া ২য় পথ খোলা নেই।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতিবিদ সৃষ্টি করে, পেছনে রাখে যাননি; রেখে গেছেন নীচু মানের চোর-ডাকাত; আপাতত, ওরা কিছু করতে সক্ষম হবে না; যদি রাজনীতি শেখে, নিজ পায়ে দাঁড়াতে শিখে, এক সময় কিছু করতে পারবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনি দলের নেতা ছিলেন, ক্ষমতায় ছিলেন, উনার সার্পোটার এই দেশে আছে। তার দলকে পিছনে ফেলার তৃতীয় কোন দল এখনো তৈরী হয়নি, এটা তার জন্য ভালো পয়েন্ট।

এখন তার দলে অন্য যারা নীতি নির্ধারক আছে তাদের কর্ম পন্থার উপর তার ভাগ্য নির্ভর করছে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

শাহিন-৯৯ বলেছেন: সুন্দর বিশ্লেষণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশে রাজনৈতিক সু-বাতাস প্রবাহিত হউক।।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: হেটে এলাম। রাস্তায় তেমন মানুষজন নেই। ফিসফাস আলাপে যা বোঝা গেল খালেদার জেলদণ্ড মানুষের সিম্পাথি অর্জন করেছে । তার একবছর জেলেই থাকা উচিত । তহলে টার্নিং পয়েন্ট পজিটিভ । পলিমাটির দেশে বাঙ্গাল পুরাতন ভুলে যায় ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের মন ক্ষণে ক্ষণে পরিবর্তণ হয়।

তবে সরকারের উচিৎ হবে সাম্নের দিনে আরো ভালভাবে দেশ পরিচালনা করা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: নিজেকে নির্দোষ প্রমাণের আইনি সুযোগ রয়েছে খালেদা জিয়ার। তিনি কি সত্যিই নির্দোষ? তাহলে সেই টাকার হিসেব কি? এতিমদের জন্য কোথায় খরচ করেছেন? প্রমাণ কি দিতে পারবেন তিনি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার আপিল করার সুযোগ আছে। তিনি সেই সুযোগ নিবেন।।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

Sujon Mahmud বলেছেন: রাজনৈতি বুঝিনা ভাই পেট নিতিতে বিশ্বাস করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার জন্য বাংলাদেশ পারফেক্ট।।।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: বি এন পির আর কোনো কিছুতেই পেরে উঠবে না।
তাদের কোমর ভেঙ্গে গেছে অনেক আগেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিএনপির বিকল্প এখনো কোন দল গড়ে উঠেনি। সে লক্ষে সরকার হয়ত কাজ করছে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


উনার দুর্নীতি, উনার ছেলেদের দুর্নীতি, উনার বোন ও ভাইদের দুর্নীতি, উনার বাবার দুর্নীতিই হলো দেশের মানুষের জন্য উনার অবদান; জাতি পেছনে পড়েছে উনার খারাপ প্রশাসন ও দুর্নীতির জন্য; উনি সাধারণ মানুষকে দুর্নীতিতে অভ্যস্ত করেছেন।

দেশে দুর্নীতিবাজদের সংখ্যা ৮০ শতাংশে পৌঁছলে উনার চান্স আছে আরেকবার; না হয়, এখানেই শেষ!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকার দুর্ণীতির বিচার শুরু করেছে। ভবিষ্যৎে এটা ভালো উদাহরণ হতে পারে। ফলে আজকে যারা সাধু আছেন আগামীতে তাদের কপাল পুড়বে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই জাতি ভালো করেই জানে এই জেল জরিমানার মানে কি। একদিকের বৃষ্টি রোখা যায় উভয় দিকের না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ কে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। বিএনপি এর জন্য প্রস্তত ছিলোনা। সেজন্য তাদের কে এখন অনেক কিছু ভোগ করতে হবে।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

আবু তালেব শেখ বলেছেন: আমার ধারনা দুই নম্বরটা ঘটবে। বিএনপির বর্তমান পরিস্হিতি তাই বলে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি বর্তমানের উপর নজর রেখেছেন আমি ভবিষ্যৎ এর উপর। দুটোই হতে পারে।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আবু তালেব শেখ বলেছেন: এখন সরকার যদি নিজের দলের ভিতরের দুর্নীতি, লুটপাটের দুএকটা বিচার করে তাহলে জনগনের একটা আস্হা অর্জন করতে পারবে সরকার

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকারের উচিৎ আরো চোর ডাকাতদের সাইজ করা। আর নিজেদের ভার জনগণের উপর অর্পণ করা।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সোহানী বলেছেন: সহমত!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপি।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি কি পথ বাতলে দিলেন???

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি কিছু একটা আলোচনা করতে চেয়েছি।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আমার দেশে সবই সম্ভব, দেখা যাক কি হয় ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামনে বিএনপি কি ধরণের কর্মসূচী নেয় তার উপর নির্ভর করবে খালেদাজিয়ার রাজনৈতিক ভাগ্য।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: একটা গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত করেছেন। এ ব্যাপারে প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতে পারে, তবে আপনার বিশ্লেষোণগুলো প্রণিধানযোগ্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি অতি সামন্য কিছু আলোচনা করতে চেয়েছি। হয়ত নিজের মধ্যে খুরপাক খাওয়া কিছু কথা শেয়ার করেছি। তবে বাংলাদেশের রাজনৌতিক ভাগ্য অনিশ্চয়তার দিকে যাচ্ছে এটা নিশ্চিত।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: বিশ্লেষোণগুলো<< বিশ্লেষণগুলো পড়তে হবে। টাইপোর জন্য দুঃখিত।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।। দোয়া করবেন।।

টাইপো ঠিক করার জন্য ধন্যবাদ।।।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধুর বড়ো মেয়ে এখন জেলে। জন্ম সূত্রে যে কেউ মেয়ে হতে পারে। কর্মগুণে কয়জন মেয়ে হতে পারে। বঙ্গবন্ধুও অনেক দিন জেলে ছিলেন। মেয়ে না হয় বাবার পথে হাঁটলেন। ওভাবে বড় হতে হয়। ছোট হ ওয়ার কোন সুযোগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনীতির সাথে জেল অঙ্গা-অঙ্গিভাবে জড়িত। আর রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: নেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাক্য সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ।।।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

শামচুল হক বলেছেন: সুন্দর বিশ্লেষণ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সামচুল ভাই।।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

ওমেরা বলেছেন: রাজনীতি বুঝি না , দেখা যাক ভবিষ্যতে কি হবে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশের রাজনীতি বুঝতে গেলে অকালে চুল পেকে যাবে।। তারচেয়ে চাকুরী-বাকুরীতে মন দেন। সেটা ভালো না লাগলে সংসার জীবন শুরু করেন।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


এতিমদের জন্য দেয়া টাকা, ২২ বছরে সেই টাকায় কিছু না করা, তারপরও কপাল খুলে যাওয়া?

ডাকাতীর কপাল ৩৪ বছর খুলেছিল, এখানেই শেষ হয়েছে। উনি বিষাক্ট উত্তারাধিকারীদের রেখে গেছেন পেছনে যারা উনাকে বুঝার শুরু করবেন এখন থেকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনি জেলে যাওয়াতে ভালো কিছুর উদাহরণ হয়েছে।। সময় অনেক কিছুর জন্য অপেক্ষা করছে। আমরা মানুষিকভাবে তার জন্য প্রস্তুত থাকি।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কাউ শিক্ষা নেয় না। যদি নিত তবে খালেদা জিয়ার ২ কোটি টাকার দীর্নিতীর মামলা চলাকালীন বাসিক ব্যাংকের ৪ হাজার কোটি; সোনালী ব্যাংকের ৪ হাজর কোটি, জনতা ব্যাংকের ৫,৫০০ কোটি টাকা মারতো না।

আমি ভাবতেছি ২ কোটি টাকার (যা এখনও সরকারি ব্যাংকের একাউন্টেই আছে ও বৃদ্ধি পেয়ে ৬ কোটি হয়েছে) দূর্নিতী চেষ্টার অভিযোগে যদি ৫ বছরের জেল হয় তবে স্কুল জীবনে শেখা ঐকিক নিয়মের অংক কষলে ১৩ হাজার ৫০০ কোটি টাকা সরকারি ব্যাংক থেকে পুরাই মেরে দেওয়ার জন্য কত বছরের জেল হবে অভিযুক্তদের?

আপনার বিশ্লেষন ভাল লেগেছে। পোষ্টে ভালোলাগা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তার জেল হওয়াতে তার (খালেদার) বিরোধী ছাড়া সাধারণ জনগণ তেমন একটা খুশি হতে পারেনি। কারণ মানুষ জানে এর চেয়ে বড় দুর্ণীতি করেও অন্যরা দাঁতে দাঁত লাগিয়ে হাসছে, খেলছে এবং সময়ে অসময়ে গলাবাজি করছে।।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও তেমন একটা চিন্তিত নই। আমার মনে হয় উনি জেলে থেকেই নির্বাচন করে এরশাদের মত নির্বাচিত হবেন (যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়!)। আর যে কোন নির্বাচনে বিএনপি জেতার সম্ভাবনা এখন অনেক বেশী। কিন্তু শেখ হাসিনা যদি পণ করে থাকেন তাহলে হয়তো খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিএনপি'র উচিৎ হবে এই মহুর্তে রক্ষণাত্মক খেলা এবং পাওয়ার পেলের জন্য অপেক্ষা করা। তবে নিয়মতান্ত্রিক আন্দোলন অবশ্যি চালিয়ে যেতে হবে। আওয়ামীলীগের অনেক দুর্বলতা আছে যেগুলো তুলে ধরার স্কোপ তৈরি করতে হবে।

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৫

নূর আলম হিরণ বলেছেন: উনার কর্মীরা উজ্জীবিত হতে পারে সাধারন মানুষ এটা নিয়ে উজ্জীবিত হওয়ার কিছু নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সাধারণ মানুষ বলির পাঠা। তারা নিজেদের প্রকাশের অপেক্ষায় আছে।

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২১

রিফাত হোসেন বলেছেন: দুই দলের অবস্থা দেখে খারাপ লাগে। দেশের জন্য মাহাতির মো. না হোক, কমপক্ষে একজন হিটলার দরকার!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের আফসোস ছাড়া কিছু করার নাই। রাজনৈতিক নেতাদের দেখলে মানুষ নাক ছিটকায়।

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: একমত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৭

তপোবণ বলেছেন: জনগণ জানে এটা কি হলো। তবে এই মেঘও কাটবে।
স্বৈরাচার রাজার ইচ্ছায় রাজনীতির অঙ্ক মেলানো হলো যদিও এটা শত ভাগ গোজামিল। ভাই দুই কোটি বড় নাকি হাজার হাজার কোটি বড়? আমরা হীরকরাজার দেশে আছি।

ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ এখন ৯০ দশকে নেই এখন একুশ দশকে প্রবেশ করতে চলেছে। মানুষ ঘটনার পূর্ব সূত্র খুঁজে।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু শিক্ষিত একচোখা গাধাদের মন্তব্য দেখলে হাসি পায়।
কিসের সাথে কিসের তুলনা?

ব্যংকের হাজার কোটি টাকা কি হাসিনা নিছে?
ব্যাংকের কিছু পরিচালক ও ব্যাবসায়ী ঋন নিয়ে খেলাপি হয়েছে। কেন্দ্রিয় ব্যাংকের তদন্তেই ধরা পড়েছে। অনেকেই জেলে আছে, অনেকেই বাইরে আছে। অর্থাৎ এই সরকারের আমলেই ধরা হয়েছে।

খালেদার আমলের কোন অনিয়ম কি সেই আমলে একটাও এসেছে?



০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স রকারের উচিৎ খোয়া যাওয়া হাজার কোটি টাকা উদ্ধার করে প্রতিটি জনগণের নামে একাউন্ট খুলে তাতে প্রাপ্য অনুযায়ী প্রেরণ করা। এবং নিজেদের ভার জনগণের উপর ছেড়ে দেওয়া।।।

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

হাঙ্গামা বলেছেন: দু নাম্বারটা হবার সম্ভাবনাই বেশি।
আওয়ামীলীগের রাজনীতির যেই ধাঁচ, তাতে তারা খালেদা জিয়াকে যখন জেলা ঢুকাইছেই এইবার দলের ভেতর ভাঙ্গন সৃষ্টি করেই ছাড়বে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত। হাতে যেহেতু সুযোগ আছে তাই কাজে লাগাতে চাইবে।। তবে একজন সারাজীবন নেতৃত্ব দিবেন এ নটা আশা করা বোকামি।।

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: চাকরি বাণিজ্যের কারনে দেশে যেরকম বেকার ছেলেদের দল ভারি হচ্ছে একদিন তারাই হয়তোবা সরকার পতনের কারন হয়ে দাঁড়াতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে মাস্টার্স পাশ ছেলেরা সাত হাজার টাকার বেতনে চাকুরীর পিছনে ঘুরে। এতে একদিকে শিক্ষার যেমন অবমূল্যায়ন হচ্ছে অন্য দিকে সামাজিক সুরক্ষা ভেঙে যাচ্ছে। সামনের দিনে এর কুফল আমাদের ভোগ করতে হবে।

৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

ইমরান আশফাক বলেছেন: স্বার্থ ছাড়া কেউ রাজনীতি করে না বর্তমানকালে। উনার হয়ে দৌড়ঝাপ করে নিজেদের বিপন্ন করবার মানসিকতা খুব কম লোকেরই আছে। কাজেই আমর মনে হয় আপনার ২ নম্বরটি হওয়ার সম্ভাবনা বেশী। অবশ্য ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত লোকও আছে আমাদের দেশে।

আমার ধারনা বিএনপি বিলিন হওয়ার পথে, অবশ্য কয়েকভাগে ভাগ হওয়ার সম্ভাবনাও আছে। বিশেষ করে খালেদা জিয়ার পরিবারের হাত থেকে মুক্ত হতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ এই মহুর্তে মাইনাস ওয়ান গ্রহণ করতে প্রস্তুত নয়। আর বিএনপি ভেঙ্গে বড় কোন রাজনৈতিক দল গড়ে ওঠার আপাতত সম্ভাবনা নেই।

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

দয়িতা সরকার বলেছেন: ভাইয়া, বিএনপি তে চাঁদগাজীর মতো মানুষের অভাব আছে । বিএনপি ভাঙ্গার সম্ভবনা বেশি। তবে নির্বাচন যদি ৮০% ফেয়ার হয় তবুও বিএনপি জিতবে। আপনার লেখা পড়া হয়, মন্তব্য করা হয়না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

ধন্যবাদ।।।

৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বিদেশে কামলা খাটি বলেছেন: রাজবন্দী আর চুরি করে আদালতের মাধ্যমে শাস্তি পেয়ে জেলে যাবার মধ্যে বিস্তর ফারাক। তিনি রাজন্দী নন। এক জন অপরাধী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনি এখন জেলে আছেন। শাস্তি পেয়েছেন।।

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

প্রথমকথা বলেছেন: লেখাটা পড়ে ভীষণ ভাল লেগেছে।

যে সরকার ক্ষমতায় থাকে দেশের ভিতরে বাহিরে যা ঘটে তাতে সরকারের দায়িত্বে এসে যায় নিয়মমাফিক। তাই আজ খালেদা জিয়া জেলে তা সরকারের দায়। আসাযাক অতীত সময়ে কিছুক্ষণের জন্য, যে দিন শেখ হাসিনার জনসমাবেশে হামলা হয় ঐ দিন আওয়ামীলীগের অনেক নেতা কর্মী নিহত ও আহত হয়। অল্পের জন্য বেচে যান শেখ হাসিনা। এতে কি প্রমাণিত হয়। ঐ সময়ের সরকার এই জঘন্যতম কাজ করেছে। যদি তাই হয় তাহলে খালেদা জিয়াকে সরকার সাজা দিয়েছেন। আমি বুঝাতে চাচ্ছি যে সময় যে সরকার থাকবে সব দোষ কি সরকারের?

খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই এ জন্য উনি তার দলের নেতা কর্মীকে কোন ধরণের বিশৃংখলা করতে নিষেধ করেছেন, তেমন বিশৃংখলা অদ্যবধি হয়নি। এইটা জনগণ ভেবে দেখবে হয়তো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেখ হাসিনাকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব ছিল তৎকালীন বিএনপি জামায়াতের। সে হিসেবে তাদের ব্যর্থতাও ছিল। জজ মিয়া নাটক ছিল সাজানো। এটা জাতি প্রত্যক্ষ করেছে।

খালেদা জেলা গিয়েছে। এটা সাধারণ জনগণের ভাবনার বিষয় নয় সাধারণ জনগণের বিষয় হাজার কোটি হাওয়া হয়ে গেছে, সে টাকা জনগণ ফেরত পায়নি। তাছাড়া কোটি কোটি টাকা দুর্ণীতি হয়েছে, সেই দুর্ণীতির গংরা বহাল তবিয়ৎএ আছে, জনগণ সেটাই বড় করে দেখছে।

৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র কোন নেতাকর্মী জেলে নেই, যারা জেলে আছে ওগুলো চোর ডাকাত; সুযোগ পেলে এরা বেগম জিয়ার উত্তরার প্লটও দখল করে নেবে; এরা জেলে থাকায়, মানুষ এদের থেকে রক্ষা পাচ্ছে মাত্র।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা আপনার দৃষ্টি কোন।

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৯

তপোবণ বলেছেন: একটা গাধাকে বলছি। "ব্যংকের হাজার কোটি টাকা কি হাসিনা নিছে?" এর জবাব কি দেব। তাহলে ২ কোটি টাকা কি খালেদা নিছে? বিচার যদি এমনই হয় তাহলে ভবিষ্যতে হাসিনার আমলের সাগর চুরিগুলি কার উপর ফিরে আসেবে। শিক্ষিত গাধা আমি আপনাকে বলতে পারি আপনার আচরণের কারণেই। কোন কিছু সূত্রপাত করার আগে একটু ভাববেন প্লিজ। অন্ধ আর গোঁয়ারের মতো ব্যবহার আপনাকে কি মানায়?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোল্ড ডাউন মি. ম্যান।

. সঠিক জবাব দেওয়ার সময় এখনো আসিনি। আমি বাংলাদেশে বসে ব্লগিং করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.