নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

থামো হে আতাতায়ী থামো।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭



দৃশ্যপটের ভিতরে:
আমাকে হত্যা করার জন্য আতাতায়ী প্রতিনিয়ত ওৎ পেতে থাকে । কিন্তু সে কার্য আদায় করতে পারছেনা। সে এক যায়গায় এসে বারবার আটকে যায়। আর তা হলো, আমার ভিতর যখন চাপা কষ্টের আগুন দাউদাউ করে জ্বলতে থাকবে ঠিক তখনি প্রাণ বধকারী যন্ত্রটা গর্জে উঠবে।" হন্তাকারকের সাথে গড ফাদারের এরকমই চুক্তি হয়েছে।

আমার প্রতি আবার গড ফাদারের কি এক অদৃশ্য টান আছে। তাই তিনি আবার আমাকে কানে কানে তা বলে দিয়েছেন। বিশ্বাস কর, আমি প্রতি নিয়ত যন্ত্রণার আগুনে পুড়ে মরছি, শুধু হন্তাকারক থেকে বাঁচার জন্য ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। কিন্তু এভাবে আর কত দিন?
যদি হন্তাকারক ধর্যের বাধ ভেঙ্গে অস্ত্র চালিয়ে বসে। অথবা চুক্তি ভঙ্গ করে আমাকে আঘাত করে। এমনো তো হতে পারে, গডফাদার আর সে চুক্তির শর্তগুলো রিভিউ করে নিয়েছে। আর গডফাদার তার খবর আমাকে বলেনি। তাহলে আমার কি হবে?

একজন মানুষ মারার মধ্যে কোন সার্থকতা নেই। বরং তোমার কারণে যদি একজন মানুষ বেঁচে থাকে তাহলে এটাই বড় সার্থকতা। একজন মানুষ একটি প্রাণ। হে হন্তাকারক, তুমি আমার দেহ কে আঘাত করে নিস্তেজ করে দিতে পারলেও আমার আত্মাকে তুমি কিছুতেই বিনাশ করতে পারবেনা। আর এখানেই তোমার বড় ব্যর্থতা। আর আমার সফলতা হলো দুনিয়া নামক ক্ষণস্হায়ী অথচ যন্ত্রণা কারাগার থেকে খুব সহজেই মুক্তি পাব। নচেৎ দুনিয়ার মায়া আমি কম্মিকালেও ত্যাগ করতে পারবোনা। অন্য দিকে যন্ত্রণার আগুণে জ্বলেও ভালো থাকার অভিনয় করে যেতে হবে।

হে গড ফাদার। তোমার ক্ষমতা সম্পর্কে আমি অবগত। তুমি চাইলে অনেক কিছু পার। আমার মত আনাড়ি খোলোয়ারের সাথে খেলে তোমার কি লাভ? তুমি তো পাকা খেলোয়াড়। আমার সাথে তোমার বেমানান। তুমি বিশ্বালয়ে খেলো। আমাকে উঠানটা ছেড়ে দাও।

দৃশ্যপটের বাইরে:
আমি হয়ত সত্যিই একজন পাকা অভিনেতা। গডফাদার একজন বড় মাপের পাকা খেলোয়াড়। মাঝখানে আতাতায়ী একজন আত্মবিশ্বাসী প্রকৃতির। তার বিশ্বাস একদিন সে সত্যিই আমাকে হত্যা করার মোক্ষম সুযোগ পাবে। চুক্তিনামার বাকী টাকাগুলো বুঝে নিতে পারবে। কঠিন মিশন সফল সমাপ্ত করার কারণে গ্রুপে তার প্রমোশন হবে।

এখানে আমি- ভালো থাকার অভিনয় করে নিজের প্রাণ ঝিঁইয়ে রাখছি।
আর,
গড ফাদার আতাতায়ীর সাথে আমাকে হত্যার চুক্তি করে ম্যাচ ফিক্সিং করছে। গোপনে চুক্তির শর্ত আমাকে বলে দিয়েছেন, যাতে হন্তাকারক সহজে আমাকে হত্যা করতে না পারে। এতে তার বায়নার বারোয়ানি টাকা উসুল হবে।

আসলে দুনিয়াটা এরকমই। ভিতরের খবর কয়জনে রাখে।

এবার আশে পাশের ঘটনার সাথে মিলিয়ে দেখুন কি ঘটে, ঘটেছে বা ভবিষ্যৎে ঘটবে। তাহলে বুঝতে পারবেন সব কিছু এডিটিং করা।







মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: থামো হে আততায়ী থামো।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ।।

২| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।।।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ বিভিন্নভাবে কল্পনা করে দেখে, কল্পনাতে নিজকে অন্য ডোমেইনে দেখতে চায়, এগুলো ফ্যনটাসী

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ অন্যের ভাবনা ভেবে তার সাথে নিজেকে মিলাতে চায়। আবার অনেক সময় অন্যের ঘটনানা বুঝেই শিহরিত হই।

৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন !!!


আপনার ছবিটাও খুব সুন্দর হয়েছে ভায়া।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপ্নাকে ধন্যবাদ।।

৭| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০২

জাহিদ অনিক বলেছেন: কুর্তার তলে কৃপাণ লুকায়ে আমরা সকলেই ঘুরে বেড়াই রোজ
আবার আমরাই ভয় পাই খুন হয়ে যতে

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পর্দার অন্তরালে বা ভিতরের খবর বলে একটা কথা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.