নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।\" আল কোরআন | সূরা ইমরান | আয়াতঃ ১৩৯

শফিউল আলম চৌধূরী

কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

শফিউল আলম চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

সূরা কদর

৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
রহমান, রহিম আল্লাহর নামে।

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিশ্চয়ই আমি কোরাআন নাজিল করেছি লাইলাতুল কদরে।

وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
আর আপনাকে কিসে জানাবে, লাইলাতুল কদর কি?

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।

تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ
সে রাতে ফিরিস্তাগন ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে।

سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
শান্তিময় সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত।




আমাদের ইউটিউব চ্যানেল

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১২

বনসাই বলেছেন: নিচের অনুবাদটি মনে হয় আরো অর্থবোধক-

দয়াময় মেহেরবান আল্লাহর নামে
নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে।
২. তুমি কি জানো কদরের রাত কী?
৩. কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা।
৪. এ রাতে রুহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে।
৫. ঊষালগ্ন পর্যন্ত বর্ষণ করে সমস্ত অকল্যাণ থেকে নিরাপত্তা ও শান্তি।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার দেওয়া তরজমাটিও সুন্দর; আমরা মূলত সৌদী আরব থেকে প্রকাশিত 'তাফসির আহসানুল বায়ান' থেকে নিচ্ছি। যেটা বর্তমানে সকল সহীহ আকীদার আলেম দ্বারা স্বিকৃত তিনটি তাফসির/তরজমার একটি।

আপনাকে ধন্যবাদ।

২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

মোঃ সাহেদ হু্সাইন ৯৭ বলেছেন: ভাল পোষ্ট।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১০

শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে সফল করেন।

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

কামরুননাহার কলি বলেছেন: খুব সুন্দর পোস্ট।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১০

শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে সফল করেন।

৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩২

জুন বলেছেন: আমি প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজে সুরা ক্বদর পড়ার চেষ্টা করি।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

শফিউল আলম চৌধূরী বলেছেন: মাশা আল্লাহ। অর্থটি বুঝে নিবেন, ইন শা আল্লাহ বেশী সওয়াবের অধীকারী হবেন।

৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে সফল করেন।

৬| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে সফল করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.