নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন দিন বিশ্বাস নিলাম হয়ে যাচ্ছে,অবিশ্বাসের কাছে চড়া দামে!! মনুষ্য জাতির মাঝে বিশ্বাস শব্দটা তলিয়ে যাচ্ছে পৃথিবীর ভূগর্ভের অতল দেশে ।

শাহাদাত নিরব

দুই লাইনের বায়ো তে কি জীবন বৃত্তান্ত লিখা যায় ?

শাহাদাত নিরব › বিস্তারিত পোস্টঃ

সামনে যতই থাকতো দুঃখ ভয় "বাবা" থাকতো বটের ছায়াময়

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৫

আজ ১২ই জুন
বাবার ৪র্থ মৃত্যু বার্ষিকী ১৪৬০ দিন পার করে ফেলেছি বাবা বিহীন।
মনের গহীনে এখনো কম্পিত হয়ে উঠে বাবা বলে ডাকার জন্য।
বাবা প্রাইমারী স্কুলের হেড মাষ্টার থাকার কারনে ছোট বেলা থেকেই বাবার হাত ধরে শিক্ষা জীবন শুরু করি।
একমাত্র এবং সবার ছোট (বোন সবাই বড়) হওয়ার সুবাধে আদর,স্নেহ,মমতা আর আহ্লাদী ছিলাম আকাশ পরিমান... অবশ্য মায়ের কাছে আবদারের ঝুড়ি টা ছিলো। যখন যা প্রয়োজন হতো আম্মুর কাছ থেকে আদায় করে নিতাম। কখনো বাবার শাসন পাইনি আদর ব্যাতীত । বাবার স্বপ্ন ছিলো বাবার মত করে সু-নামের পাহাড়ের উপর দিয়ে চলবো কিন্তু তা হয়ে উঠেনি। কখনো বাবাকে কারো কাছে মাথা নিচু করতে দেইনি বাবার সম্মানের দিকে তাকিয়ে নিজের জীবনের অনেক ত্যাগ স্বীকার করেছি।আজ বাবা নেই বাবার প্রত্যেক টা স্মৃতি চোখের সামনে আছে।এতই পোড়া কপাল বাবার কবরে এক মুষ্টি মাটিও দিতে পারেনি প্রবাস টা আমার কাছ থেকে তাও কেড়ে নিয়েছে। এখন শুধু আল্লাহর দরবারে এইটুকুই চাওয়া ঃ-
رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا
হে আল্লাহ্‌ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন করেছিলেন, তুমিও তাঁদের সে ভাবেই লালন কর"
আমীন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.