নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন দিন বিশ্বাস নিলাম হয়ে যাচ্ছে,অবিশ্বাসের কাছে চড়া দামে!! মনুষ্য জাতির মাঝে বিশ্বাস শব্দটা তলিয়ে যাচ্ছে পৃথিবীর ভূগর্ভের অতল দেশে ।

শাহাদাত নিরব

দুই লাইনের বায়ো তে কি জীবন বৃত্তান্ত লিখা যায় ?

শাহাদাত নিরব › বিস্তারিত পোস্টঃ

আমি একজন চা বিক্রেতা

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪


নির্বাচন কমিশন কতৃক ঘোষণা হয়ে গেছে আগামী ২৩ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচনের আমেজ টা আমাদের দেশের সব বয়সী লোকেরাই উপভোগ করে হাসি আনন্দ মিলিয়ে সবার মাঝে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। অলিতে গলিতে পোষ্টার,ব্যানার ছড়িয়ে ছিটিয়ে থাকে।
চারিদিক থেকে বজ্র কন্ঠে মাইকের আওয়াজ আসতে থাকে নানান ছন্দে আবেগ মেশানো কিছু বাক্য।
হাট,বাজার গুলোতে সর্বক্ষন লোকজনের সমগম উপভোগ্য। সবচেয়ে আনন্দময় হয় গ্রামের চায়ের দোকান গুলো।
আঞ্চলিক ভাষায় নানান ভুল/ত্রুটি সফলতা,ব্যার্থতা সব ভেসে উঠে এই চায়ের দোকান গুলোতে মনেহয় যেনো এক মিনি সংসদ
চায়ের কাপে চুমুক দিলেই নতুন একটা কৌতূহল বেরিয়ে আসে।
বিগত দিনগুলো বিবেচনা করে এক টুকরো ফসলের জমিন বন্ধক রেখে একটা চায়ের দোকান দেই । ৯০ দিন চা বিক্রি করে জমিন টা ফেরত নেবো এবং কিছু উপার্জন হলে তাতে মন্দ কি।
আমার সব ইচ্ছে তো নির্বাচন কমিশন মাড়িয়ে দিয়েছে এখন দেখার ইচ্ছে নির্বাচন কমিশনের ইচ্ছে টা কতটুকু সফল হয় ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান বলেছেন: বিগত দিনগুলোতে নির্বাচন আসলেই সবার মাঝেই এক অন্যরকম উত্তেজনা কাজ করত।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

শাহাদাত নিরব বলেছেন: সত্য বলেছেন
সেই উত্তেজনা টা হারিয়ে ফেলেছি
ধন্যবাদ প্রথম কমেন্টের জন্য ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য বাংলাদেশ।
নৌকা মার্কায় ভোট দিন

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

শাহাদাত নিরব বলেছেন: উন্নয়নের ধারা অব্যহতি থাকুক প্রিয় মাতৃভুমিতে ।
ধন্যবাদ

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এখন আর আগের মতো আনন্দ নেই। আগে নির্বাচনের সময় এলাকায় হাজারো আনন্দ মিছিল হতো। আমরা বাচ্চারা সবাই ঘুড়ি উড়াতাম আকাশে মনের আনন্দে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

শাহাদাত নিরব বলেছেন: এখন এসব আশা করাও যায়না
ক্ষমতা লড়াইয়ের প্রতিযোগিতা চলে
ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উনি একটা ইয়ামোটা গাড়ি পেয়েছিলেন কিছুদিন আগে; কোন খবর রাখেন?

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩

শাহাদাত নিরব বলেছেন: কয়দিন পরে মাছ ছুরির অভিযোগও পাবেন
সাথে যুদ্ধ অপরাধির খেতাবটাও
বেশি দিন বাকি নাই ।
ধন্যবাদ ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতি থেকে মানুষকে সরানোর শুরু হয়েছিলো মেজর জিয়ার আমলে, এখন সেটা ভয়ংকর রূপ ধারণ করেছে।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫

শাহাদাত নিরব বলেছেন: মেজর জিয়া শুরু করেছিলেন কিন্তু সাফল্য টা পেয়েছি বিগত ৫ বছরে ।
ধন্যবাদ প্রিয় ভাই ।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জাযেদ বিন সোহান বলেছেন: নব্য বাকশাল কেড়ে নিল সব।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৭

শাহাদাত নিরব বলেছেন: এরা নব্য হয়েও অনেক পাকাপোক্ত
এদের অসাধ্য বলতে কিছুই নাই
এদের কাজ হচ্ছে
আপনা কাম বানতা
----- বাড় ম্যায় যায় জনতা ।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ। এটাও একটা সিজনাল ব্যবসা হতে পারে...

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৯

শাহাদাত নিরব বলেছেন: এই ব্যাবসায় ক্ষনিকের সাফল্য আসলেও পরে লাঞ্চিত হওয়াটা এখন আয়নার মত ।
ধনবাদ ভাইজান

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাযেদ বিন সোহান বলেছেন: নব্য বাকশাল কেড়ে নিল সব।

জনগণের কথা বলায় উনাকে থানায় আসতে হবে হয়ত!

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

শাহাদাত নিরব বলেছেন: আমার মনেহয় থানা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না
অনেক দূর নিয়ে যাবে ।
কল কাঠির মালিক বলে কথা ।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

শাহাদাত নিরব বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপনাকেও
নতুন বছর টি শুভ হোক
বয়ে আনুক সাফল্য ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: [email protected] এ মেইল করুন.....

আপাতত সাইটের ফিডব্যাক অপশনটা কাজ করছে না.....

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

শাহাদাত নিরব বলেছেন: মেইল করার ২ দিন অতিবাহিত হওয়ার পরেও কোনো রিস্পন্স পাইনি।
এত আকুতি বিনতি করে বললাম তবুও সাড়া পেলাম না ।
যদি পার্মানেন্টলি ব্লক করে দিয়ে থাকে তবে সেটা কেনো দিয়েছে বা বলে তো দিতে পারে যে আর খুলে দেওয়া হবে না ।
আমার মতে আমি এমন কোনো রুল ভঙ্গ করিনি যার কারনে পার্মানেন্ট ব্লক খাবো ।
ধন্যবাদ আপনাকে ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় লাগে ফিডব্যাক পেতে.....
সামুর প্রচুর মেইল আসে.....

ডেইলি মেইল চেক করুন...
যে ইমেইল দিয়ে আইডি খোলা সেটা দিয়ে মেইল করলে ভালো হয়....

০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

শাহাদাত নিরব বলেছেন: সেই মেইল দিয়েই মেইল করেছি এবং আমার আইডির লিংক দিয়েছি।
ধন্যবাদ

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী?
আপনি এখনো সেফ হোননি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

শাহাদাত নিরব বলেছেন: সেইফ হয়েছি কিন্তু কি কারনে আমাকে পোষ্ট ব্লক করা হয়েছে তা এখনো জানতে পারিনি।
অনেকবার মেইল করেও কোনো ফল পাইনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.