নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এ্যাডামস্ এন ঈভ

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

অর্ধ নিশির আধো ঘুমে
আধো জাগরনে আমি জেগে উঠি
ফুল্লেল ফল উদ্যানে
হয়ে উঠি এ্যাডামস্
স্বর্গোদ্যানের প্রাণহীন
বৃক্ষতলে অসহায়,
অপেক্ষায় কাটে ঘ্রানহীন সময়-
বস্ত্রহীন ঈভ আসে
কি কৌশলে,অঘটনঘটনপটিয়সী
মৃদু হেসে জিজ্ঞাসে যেন
কতদিনের জানাশোনা পরিচয় ।
তার উন্মুক্ত ,বসনহীন শরীরে
চাঁপার ঘ্রানে আসে স্বস্তি
টাকুমাকুহীন স্বর্গে বোনেনা বস্ত্র কেউ

প্লাসটিকের পত্র দিয়ে ঢাকা
আমার লজ্জাদেশ থিরথির, কম্পিত
নির্লজ্জ হওয়ার আকাঙ্খায়
আমি ঈভের প্রশংসা করি
খোলমাদল বাজিয়ে
চুম্বনে সিক্ত ঈভ আহ্বানে
আপেল ভক্ষনের তরে ।
ভূলে গিয়ে আপেলের নিষিদ্ধ বারতা
আমি রক্তে বইয়ে দেই স্বর্গের বিষধারা ।

অতঃপর বহিস্কারাদেশ,
পতিত হই উভয়েই এই গ্রহে
আমি বাড্ডার ঝিলের মলমূত্রে
আর ঈভ গুলশানের আলীশান চত্বরে
অবাক চোখে চেয়ে দেখি
পৃথিবী পরিপূর্ন অসংখ্য এ্যাডামস আর ঈভে

উচু দেয়াল আর দারোয়ান সারমেয় বেষ্ঠিত
প্রাসাদের বাইরে দাড়িয়ে আমি অপেক্ষমান,
আমার ঈভ ঈভনিং গাউনে ঢেকে নিজেরে
অলিন্দে দাড়িয়ে হাত নাড়ে আর বলে
আরো যোগ্য এ্যাডামসের বাহুলগ্না এখন,
বিদায় তোমায় “হে দূর্ভাগা প্রাক্তন সাথী”
জীবন একটাই,কেড়ে নাও,পান করো,মজা নাও।
বিষন্নতায় ঘুম ভেঙ্গে কানে আসে জামগাছে
দোয়েলের ঝগড়া,তলপেট ভারী-টইটুম্বুর
স্বর্গে মেলেনি কোন পাবলিক টয়লেট।

শ্রাবনে ফোটা কেয়াফুলের সুবাসেই আমার স্বস্তি ।।


২৭/৭/২০০৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩

এহসান সাবির বলেছেন: বাহ..!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.