নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভারতে চুমু আন্দোলন , কলকাতায় ঠোটে ঠোট রেখে অভিনব প্রতিবাদ ।।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

তথাকথিত নীতি নৈতিকতাকে বুড়ো আঙ্গুল দেখালো কলকাতার উঠতি বয়সী ছেলে-মেয়েরা। প্রকাশ্য রাজপথে ঠোঁটে ঠোঁট রেখে অভিনব প্রতিবাদ জানালো তারা। এ প্রতিবাদ ছড়িয়ে পড়ে কোচি থেকে কলকাতা। কফিহাউস থেকে এইট-বি বাস স্ট্যান্ডের মোড় পর্যন্ত যগলরা ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড রচনা করলো।

কেরলের আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়া দেয় মাইকেল মধূসুদন দত্তের গুরু ক্ষণজন্মা অকাল প্রয়াত দার্শনিক সাহিত্যিক ডিরোজিওর শহর কলকাতা। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (জন্ম: ১৮ এপ্রিল, ১৮০৯ – মৃত্যু: ২৬ ডিসেম্বর, ১৮৩১) ছিলেন ইউরেশীয় কবি। যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক তরুণ ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন।

বুধবার দুপুর ২টায় কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে প্রতিবাদ সভার উদ্যোক্তা ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক শিক্ষার্থী দেবজিৎ‌ ঠাকুর। প্রেসিডেন্সি ছাড়াও শহরের সব কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।

কলেজ স্ট্রিট থেকে হাঁটা শুরু করে প্রতিবাদীরা পৌঁছান স্টার থিয়েটারের সামনে। তাদের অধরবন্ধনীতে সোচ্চার হয়ে ওঠে প্রতিরোধের শপথ।

ঘটনার সূত্রপাত গত রোববার। কোচির এক রেস্তোরাঁয় দুই যুবক-যুবতীর চুমু খাওয়ার ভিডিও কেরলের এক টিভি চ্যানেলে সম্প্রচার হয়। এর জেরে বিজেপির স্বেচ্ছাসেবকরা সেখানে ভাঙচুর চালায়। সমাজ সংস্কারের নামে নীতি-পুলিশের এই তাণ্ডবের প্রতিবাদে মুখর হয় কোচির তরুণরা। ব্যক্তি স্বাধীনতায় অনধিকার হস্তক্ষেপের সমালোচনায় সোচ্চার হয় তারা। কোচির সমুদ্র সৈকতে ‘কিস অব লাভ’ আন্দোলনের ডাক দেয় একটি সংগঠন। সেই জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় উদ্যোক্তাদের।

এদিকে সামাজিক মাধ্যমের কল্যাণে এই চুমু আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। অনেক বিশিষ্ট ব্যক্তিও এর পক্ষে কথা বলছেন। এক প্রকাশন সংস্থার কর্ণধার জুবান বুতালিয়া এ প্রসঙ্গে মন্তব্য পোস্ট করেন, ‘প্রকাশ্যে চুমু খাওয়া নিন্দনীয়, অথচ প্রস্রাব করা অনুমোদিত। এর কারণ কি ভারতীয় সংস্কৃতিতে জনসমক্ষে অণ্ডকোষ উন্মুক্ত করা দোষণীয় নয় বলে?’


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: ইউরোপে কিস ফেস্টিভ্যাল হয় , ইউকে তে দেখেছি , বাটেও পরে গিয়েছিলাম যাত্রাপথে একবার ! :#>

তাই বলে এই উপমহাদেশে ! :-&

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

শাহ আজিজ বলেছেন: শুরু করেছে বলিউডিরা আর আছর পড়েছে পশ্চিমবঙ্গে , তাও ঠোটে ঠোট নয় গালে, কলকাতার পোলারা দাত মাজে না , শেভ করেনা ------ =p~ :>

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

তাসজিদ বলেছেন: জুতা পেটা করা দরকার সব কয়টাকে।

০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: ভাই , আপনার কয় জোড়া ?? =p~ =p~ =p~

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

রোদেলা বলেছেন: ‘প্রকাশ্যে চুমু খাওয়া নিন্দনীয়, অথচ প্রস্রাব করা অনুমোদিত।"
বাহ দারুন তো স্লোগানটা।আমার পছন্দ হয়েছে।তবে চুমুটা ঠোট থেকে গাল অব্দী থাকাটাই নিরাপদ।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

শাহ আজিজ বলেছেন: ঠোটে খেলে অনিরাপদের কিছুই নাই বরং তাতে বিদ্যুৎ চমকায় । তোমারে সাইফুরস কোচিঙে পাঠাইতে হইব , কি বিপদ :!>

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

লেখোয়াড় বলেছেন:
‘প্রকাশ্যে চুমু খাওয়া নিন্দনীয়, অথচ প্রস্রাব করা অনুমোদিত'


দারুন সত্যি কথাতো !! এতদিন এভাবে তো মাথায় আসে নি।

প্রকাশ্যে চুমু খাওয়ার চেয়ে প্রস্রাব করা বেশি নিন্দনীয় হওয়া উচিত।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: সহমত।
প্রকাশ্যে প্রস্রাব করা দারুন অপরাধ ।
আমি লুকায় চুরায় চুমুর পক্ষে =p~ =p~ =p~

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

লেখোয়াড় বলেছেন:
নিষ্পাপ চুমু প্রকাশ্যে করলে সমস্যা কি?

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

শাহ আজিজ বলেছেন: তার আগে কন "পাপযুক্ত চুমু কোনটি?"

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

আহলান বলেছেন: প্রকাশ্যে মূত্রত্যাগ কে কখন কেন করে, তার জরুরত বুঝতে হবে। ঠেলায় না পড়লে কেউ প্রকাশ্যে মূত্র ত্যাগ করে না, করলেও দেয়ালের আড়ালেই করে। চুম্বন নিশ্চই সেই জরুরত বহন করে না ... বিষয়টা খুবই দুঃখজনক .... পশু আর মানুষে পার্থক্য থাকবে না ভবিষ্যতে .... চুম্বন দিয়ে শুরু কি দিয়ে শেষ হয় তাই দেখেন ....

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

শাহ আজিজ বলেছেন: দুটোই শারীরিক চাহিদা মেটায় । তবে চুম্বন আড়ালেই সহি । তলপেট ফাইটা যাইতে লাগলে তখন চেন খোলা ভি সহি। মানুষ এখন নানা বিষয়ে প্রভাবিত । আমাদের সমাজে খুব একটা প্রভাব ফেলেনি পার্ক আর বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া । এরা যখন বিয়ে শাদি করে তখন কিন্তু প্রকাশ্যে চুমু খায়না। আর শেষের কবিতা? তা শুরু হয়ে গেছে, থাইমা নাই কিছু। :-/

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

লেখোয়াড় বলেছেন:
পাপযুক্ত চুমু হলো সেক্সুয়াল এট্রাশন চুমু।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: আপনারেও কোচিঙে পাঠামু

৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

লেখোয়াড় বলেছেন:
আমার কোচ হবেক ক্যাঠায়, আপনি নাহি আজি বাই?

চুমুর পার্থক্য কি কি, এইডা সবার পেত্তম।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: সাইফুর স্যার প্রাকটিক্যাল দেখাইব =p~ =p~ =p~ =p~

আমি এইসব নাজায়েজ কারবারে নাই :P :P

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: সবাইকে আজকের মজার আসর জমিয়ে তোলার জন্য ধন্যবাদ .।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.