নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

হে ভগবান রক্ষা করো ।। ১৮+++

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯



ভারতে যৌন অক্ষমতার কারণে বহু বিয়ে ভেঙে যাচ্ছে বলে দক্ষিণ ভারতের একটি আদালত বিয়ের আগে নারী ও পুরুষের যৌন সক্ষমতা পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করেছে। মাদ্রাজ হাইকোর্টের একজন বলেন, এখন এই পরীক্ষা প্রয়োজন হয়ে পড়েছে, কারণ যৌন অক্ষমতা বা শীতলতার কারণে ভারতে প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে।
তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টের বিচারক এন. কিরুবাকারন এই প্রস্তাব দিয়েছেন। তবে সমাজ বিজ্ঞানীরা এ প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা এতে পরাধিকার চর্চা হবে বলে মন্তব্য করেছেন।
পুরুষের তথ্য গোপন করার ফলে নারীর অধিকারও লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন এ বিচারক। তিনি বলেন, বিশেষ করে পুরুষরা বহু ক্ষেত্রে তাদের যৌন সমস্যার কথা গোপন করে বিয়ে করছে। এর ফলে লঙ্ঘিত হচ্ছে নারীর সুস্থ জীবন যাপনের অধিকার।
বিচারক বলেন, ডাক্তাররা যদি আগে থেকেই পরীক্ষা করে এই সমস্যা ধরতে পারেন তাহলে যৌন সমস্যা গোপন করে অক্ষম পুরুষদের বিয়ে করা ঠেকানো যাবে।
যেসব পুরুষ তাদের দুর্বলতার কথা গোপন করে বিয়ে করছে ও স্ত্রীদের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যেও প্রস্তাবে বলা হয়েছে।
তবে সমাজ ও মনোবিজ্ঞানীরা বলছেন, যৌন সক্ষমতা যাচাইয়ের এই পরীক্ষা যথাযথ হবে না, বরং এটা হবে পরাধিকার চর্চা। কারণ যৌন সমস্যা প্রায়ই অল্প সময় স্থায়ী হয়।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আলাপচারী বলেছেন: নারীর ক্ষমতায়নের লক্ষণ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: ওখানে জয়ললিতা কয়েক দশক ধরে ক্ষমতায় ।

২| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

দিশেহারা আমি বলেছেন: এটাই স্বাভাবিক।
দক্ষিণ ভারতের টিপু সুলতান বিশ্বাসঘাতকায় শহীদ হবার পর থেকেই অভিশপ্ত দক্ষিণ ভারত। সেখানে আর বীর জন্মায় না ,জন্মায় আগাছা। আজীবন আগাছাই জন্মাবে কারন সেখানে রয়েছে সব বেইমানদের বংশধর।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০

শাহ আজিজ বলেছেন: অধিকাংশ মানুষই তামিল,মালায়াম ইত্যাদি। টিপুকে নিশ্চয় এরা হত্যা করেনি। ভাই হটাত ক্ষেপে গেলেন কেন? টিপুরা যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে। অন্যায় ভাবে দখলকারীর কোন স্থান পৃথিবীতে স্থায়ী হয়না। কেন বীর হিসাবে অন্য কাউকে নজরে পড়ছে না ?

আপনি খুবই অপ্রাসঙ্গিক বিষয় টেনে ঢুকালেন পোষ্টে।

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

খেলাঘর বলেছেন:

পরীক্ষার সুযোগ নেয়ার কথা ভাবছেন?

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: ডাক্তার কি উপায়ে এই পরীক্ষা নেবেন তা বলা হয়নি । =p~ =p~ =p~

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

হৃদয়ের স্পন্দন বলেছেন: ভালোই তো হচ্ছে,

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: এইতো লাইনে চলে এসেছেন =p~ =p~ =p~

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কি বলেন, বিয়ের আগে রিয়েল টেষ্ট করতে হলেতো............... :D :D :D ;)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: ---- আগে ওই ব্যাটা বিচারককে টেস্ট করতে হবে তারপর ডাক্তারকে ----- এটা একটা নৈতিক কর্তব্য =p~ =p~ X((

৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: ১৮+ পোস্ট নিয়েই কি আপনি থাকেন??? পৃথিবী তে ডিসকাসন করার এত টপিক থাকতে আপনাকে প্রায়ই দেখা যায় এসব বিষয় নিয়ে লিখতে.........

এগুলি মানবজমিন মার্কা ট্যাবলয়েট দের জন্যই রেখে দিলে পারেন

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: গায়ে কি জালা ধইরা গেল?? ঢুকতে কয় কে পোষ্টে ? এতো ১৮+ পোস্ট আসে কই তখন্ তোঁ জলে না। এরপর আমার পোষ্টে ঢুকবি না।

৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: হইচই পছন্দ করিনা । সব ধরনের লেখাই চাই কারন এটা একটি ব্লগ। সব ধরনের লেখাই থাকে /থাকবে এখানে । আজ রাজাকার কলাবাগানের ব্যাবহারে আমি ভীষণ রাগান্নিত। হি ইজ ব্লকড .।

৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপারটা বিতর্কিত হবে। অন্য কোনো দেশে কি বিয়ের আগে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা আছে?

ভালো তথ্য।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

শাহ আজিজ বলেছেন: সম্ভবত না । এরকম নির্লজ্জ পরীক্ষা সভ্যজগতে নেই । পুরুষের অক্ষমতার সমস্যার জন্য চিকিৎসা আছে । কেন কোর্ট এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে যেখানে তামিলরা ধর্মভীরু আর মুক্ত মেলামেশা নেই অন্তত আমার দৃষ্টিতে ।

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৬

 বলেছেন: B:-) B:-)

১০| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

তারা চাঁন বলেছেন: মিডিয়ার বদৌলতে আমরা জানি যে ভারতে রাস্তা ঘাটে, বাস ট্রামে দেশি কিংবা ফরেন, কিশোরী, যুবতী বা বয়স্ক মহিলা দিনে বা রাতে ধর্ষণের শিকার হয়েছে। হারামজাদা গুলা নিজের বউরে শান্তি দিতে পারেনা কিন্তু বিশ্ব মিডিয়া কে খবর সাপ্লাই দিতে উস্তাদ।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

শাহ আজিজ বলেছেন: হ্যাঁ , এটাতোঁ ভেবে দেখিনি :| :|

গতকাল পড়ছিলাম ভারতে দর্শনীয় জায়গাগুলোতে টুরিস্টের সংখ্যা পড়ে গেছে। ২০১২তে তাজমহল দেখতে আসা দর্শক এ বছরে এসে মাত্র ১৫% ঠেকেছে । কারন টিকিট ঘরের দূরত্ব এবং সেখান থেকে পায়ে হেটে তাজের গেটের মাঝামাঝি ইভ টিজারদের দৌরাত্ন । সবাই মহিলাদের নিয়ে নিরাপত্তা বোধ করেননা ।

অবশ্য দক্ষিনে কিন্তু আলাদা চিত্র । এখানে বেশ নিরাপদেই ঘোরাফেরা করা যায়। কোর্টের এই পদক্ষেপ খুব দুঃসাহসী অথচ লজ্জাজনক । অক্ষমরা বিয়েই করবেনা বা রাজি হবেনা। =p~ =p~ =p~

১১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: দক্ষিন শিক্ষায় সংস্কৃতিতে উন্নত। এধরণের টেস্ট মানতে গেলে পৌরুষে আঘাত লাগবেনা! বাস্তবায়ন বেশ কঠিন হবে।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: দেখা গেল তামিলরা বিচারককে ধরে একটি ঘরে জোর করে ঢুকিয়ে দিল এবং বলল টেস্ট ম্যাচটা আপনিই ওপেনিং ব্যাটসম্যান । ভিতর হতে রমণী কণ্ঠ চিৎকার করে বলল "এতো ব্যাটই ধরতে শেখেনি" =p~ =p~

১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

আহসানের ব্লগ বলেছেন: গীবন মানে গী বাংলা X(

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

নাসরিন চৌধুরী বলেছেন: কিইবা বলার আছে!! দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়!!

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

শাহ আজিজ বলেছেন: চেন্নাই কে একটু গরম করার দরকার ছিল তাই করেছে। এই আইন হয়না এবং তা মানবেওনা।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কি ভাবে টেষ্ট করা হবে?



এরকম অনেক উদাহরণ আছে ১ সন্তান হওয়ার পরে আর হয়নি অনেক চেষ্ট করেও। দেখা গেল টেষ্ট করা হয়েছে সব পজটিব কিন্তু বিষেয পরে সমস্যা হচ্ছে তখন কি হবে ?

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

শাহ আজিজ বলেছেন: #যৌন অক্ষমতা বা শীতলতার কারণে ভারতে প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে#

সন্তান তোঁ পরের ব্যাপার =p~ =p~

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

কলমের কালি শেষ বলেছেন: ওদের দেশে হারবাল কোম্পানী নেই ?... :P :P :P

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: পুরা দেশটাই হারবাল , কোম্পানির কি দরকার ?

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: হাস্যকর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.