নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভাসানচরে রোহিঙ্গা রূপসী

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮






ভাসানচরে যাও সখী

তবে বোলোনাকো কথা

ওই যুবকের সাথে

যেওনাকো একাকী সমুদ্র পাড়ে





খেতে হাওয়া বা ঢেউয়ের উচ্ছাস দেখতে

বিপদ প্রতি পদে পদে তোমার তরে

তুমি রূপসী নন্দিনী বালু চিক চিক চরে

গাং চিলের পায়ে দেব বেধে নিরাপত্তা

ফেনায়িত বঙ্গোপসাগরের ফাঁদে ।

©

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর হয়েছে স্যার।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম

২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা হঠাৎ দেখলে দাড়িওয়ালা পুরুষ বলে ভ্রম হয়।
এই রূপসীর নাম সুরঞ্জনা। কিন্তু আপনি তাহার দেখা পাইলেন কীভাবে?

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৩

শাহ আজিজ বলেছেন: রহস্য রহস্যই থাক-----------------------------

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



এটাই কবিতা লেখার ১ম প্রচেষ্টা?

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: আজ্ঞে জী

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

এইচ তালুকদার বলেছেন: সুন্দরীর বাবা'র সঙ্গে পরিচয় আছে কিনা জানা দরকার :-P :-P

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫

শাহ আজিজ বলেছেন: ডিজিটাল যুগে ওইসবের জরুরত হয় না !:#P

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৮

অধীতি বলেছেন: চাহনি তীক্ষ্ণ। সুরঞ্জনার পরিচয় জানতে চাই।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ নেভির সাথে যোগাযোগ করতে হবে ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দরী আর যুবতী হওয়া দেখি সব যায়গাতেই বিপদ,সেটা রোহিঙ্গা হলেও।আরেকজন দেখি নাম ঠিকানাও যোগাড় করে ফেলছে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: সুনীল দাদার ধার করা নাম ------------------ তাও ভাল দিছে ----------------

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসম।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: ওইটাই প্রব্লেম্যাটিক

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



গরিবের ঘরে সুন্দরী হওয়া বিপদ, আর রোহিঙ্গা হলে তো মহাবিপদ। কবিতা ভালো হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , নজর কাড়া বাদামি চোখ

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা হয়েছে। রূপসী সখীর মুখে হাসি ফুটেছে। তবে ভয় হয় ওরা ভাসানচরে স্বাধীনতা ঘোষণা না করে দেয় আবার। এদেরকে বিহারিদের মত মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার ব্যবস্থা করা উচিত (যদিও আন্তর্জাতিক সংস্থারা এটা মানবে না)। এদের নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশ কখনও জিততে পারবে বলে মনে হয় না।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: আপাতত এটাই উত্তম ব্যাবস্থা মনে হয় । পুরো ব্যাপারটি নেভির নিয়ন্ত্রনে । এরকম পরিস্থিতিতে বাংলাদেশ পড়েনি কখনো তবে আমরা পড়েছিলাম ভারতের ঘাড়ে । একজন প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী কোমরে শাড়ি পেচিয়ে নেমে গিয়েছিলেন বিশ্বের উঠোনে । ৯ মাসে আমরা ফেরত এসেছিলাম স্বদেশে ।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতার চেয়ে ছবি সুন্দর।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৪

নেওয়াজ আলি বলেছেন: না জানি কয়টা বাচ্চার মা

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫২

শাহ আজিজ বলেছেন: হোক না ১০ টা বাচ্চার মা , আপনার জ্বলে ক্যা ???

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

পদ্মপুকুর বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিটা হঠাৎ দেখলে দাড়িওয়ালা পুরুষ বলে ভ্রম হয়।

আফগানিস্তানের ধুসরচোখওয়ালা একটা মেয়ে মাঝে ফেমাস হয়ে গিয়েছিলো তাঁর ব্যতিক্রমী চোখের জন্য, আমি ভেবেছিলাম সোনাবীজ ওই মেয়েটার কথা বলবেন!!! কবি তো ক্রিটিক হয়ে গেছেন দেখছি!

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: সোনাবীজের চক্ষুতে সমস্যা দেখা দিছে , ডাক্তার দেখানো দরকার ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

পদ্মপুকুর বলেছেন: কবিতা ভাল্লাগছে স্যার।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: থেং কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.