নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ললনাদের ই কমার্স

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮



Women and e-Commerce forum ( WE ) নামে একটি প্লাটফর্ম বছর ২ আগে ফেসবুকে যাত্রা করেছিল । করোনাকালে তারা হু হু করে দাড়িয়ে গেলেন । তাদের সদস্য সংখ্যা এখন ১১ লাখ । নভেম্বরে আমার কন্যা আমায় বলল কুমড়া বড়ি খাবে ? কোথাকার জিজ্ঞেস করতে বলল অনলাইনে এক ভদ্রমহিলা সাপ্লাই দেবে । বললাম দাও তবে চেক করে নিও । আমরা বলতে গেলে অনেক কিছুতেই অনলাইন নির্ভর হয়ে পড়েছি । বেশ কিছুদিন বাদে চমৎকার বড়ি খেলাম যা ঝিনাইদহের এক গ্রাম থেকে এক ভদ্র মহিলা কুরিয়ারে পাঠিয়েছে । আগ্রহ বাড়ল , জানলাম এরা উই এর মেম্বার । উই পেজ খুজে স্তম্ভিত আমি । এই পেজের মেম্বাররা বিবিধ জিনিষ সাপ্লাই করছে কুরিয়ার বা ঢাকা হলে হোম ডেলিভারি দিয়ে । আগে এন জি ও র মালিকরা লাভ খেত এখন সেসব দিন বদলে তারা সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন নানাবিধ পন্য , সুস্বাদু , খাটি , ভেজালহীন । কেউ ঝামেলা করলে পেজে অভিযোগ করলে তিনি পেজ থেকে বাদ যাবেন । পেজের মেসেঞ্জার আর মোবাইল হচ্ছে যোগাযোগের মাধ্যম । স্মার্ট ফোনের জয়জয়কার । https://weforumbd.com । ওদের ওয়েব সাইট । আমরা কিছুকাল আগে সমবায় চিন্তা ভাবনা করছিলাম কিন্তু নাকের ডগায় তারা বাংলাদেশে বৃহত্তম সমবায় খুলে কারবার শুরু করেছেন তা জানলাম বড়ির অছিলায় । এই মধ্যস্বত্ব বিহীন পন্য বিপনন বিশেষ করে গ্রামদেশের উপেক্ষিত মহিলা সমাজ কিছু করার উৎসাহ এবং স্বনির্ভর হবেন এতেই আমাদের আনন্দ । বেশ কজন পুরুষ সদস্য আছেন এখানে । বিশ্বস্ততা অর্জন সর্বাগ্রে থাকলে দেশে মালয়েশিয়ার মত ছোট পুঁজি ছোট ব্যাবসা দাড়িয়ে যাবে । বাংলাদেশে এই ব্যাবসা শুরুর আগে প্রতারকরা এম এল এম করে হাজার কোটি টাকা লুটে নিয়েছে । এরা টিকে যাক এবং আমাদের গৃহবধুরা বাড়তি খরচ না করেই এই ব্যাবসাকে সমৃদ্ধ করুক । এরাই ভবিষ্যৎ এদেশের যদিনা এন জি ও গুলো গোল পাকায় । সময় নিয়ে ঘুরে আসুন , আপনার ভাল লাগবে এদের পজিটিভ কাজের ধারা দেখলে ।

























মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

মুজিব রহমান বলেছেন: উই নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছিল।
এ ধরনের ব্যবসায় বহু মানুষ বহুভাবে লাভবান হচ্ছে। আরো সংস্থা গড়ে উঠুক যাতে একচেটিয়া ব্যবসা একজনের হাতে না যায়। কেউ যেন আমাজন হয়ে না উঠে।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: অনলাইনে পত্রিকা পড়ি , নজরে আসেনি । আমি ক্ষুদ্র ব্যাবসার পক্ষে ।

২| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ফেরিওয়ালাদের ভাত মারা যাবে।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: সবাই ভাল করুক এটাই কাম্য ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন লাইনে কিনলে ডেলিভারির পর ফেরত দিবার একটা ব্যবস্থা থাকা দরকার।এবং সেটা ঝামেলা মুক্ত,তবেই ব্যপক জনপ্রিয়তা পাবে।আমি না দেখে কিনছি,সমস্যা হতেই পারে।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: ওরা সবকিছুই ছবি বা ভিডিও দেখিয়ে বিক্রি করে । রান্না করা খাবার ফেরত দেয়া মুশকিল । তবে উই কে অভিযোগ করলে তাকে বাদ দেওয়া হয় আর নোটিশ করে সবাইকে জানানো হয় । সতর্ক হয়ে কেনা কাটা করা ভাল ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩

রামিসা রোজা বলেছেন:
অনেকেই এখন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ নিয়ে যে যার মত কাজ
করে যাচ্ছেন এবং এখন এটি বেশ প্রশংসনীয় ও লাভবান।
এই করোনাকালে লকডাউনে ফাস্টফুডের দোকান বন্ধ থাকায়
হোমমেড খাবারে অনলাইনে চাহিদা বেড়েছে ।

আপনার পোস্টে লাইক এবং ধন্যবাদ ।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: আমি এই ধরনের কর্মকাণ্ডে ভীষণ সহায়তা দিতে চাই ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলো দেশ উন্নয়নের বেশ ভালো সাইট। তবে শেষমেস ভয় থেকে যায় এনজিও সংস্থাগুলোকে নিয়ে ।

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: এরা হাজারখানেক দাড়িয়ে গেলে ভয় নেই আর । আড়ং , খাশি কবিরদের জন্য অসুবিধা ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৯

নেওয়াজ আলি বলেছেন: জেলা শহরেও এখন অনেক নারী ই কমার্স করে

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

শাহ আজিজ বলেছেন: এদের বড় অংশ জেলা শহর আর গ্রামে ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১২

সোহানী বলেছেন: চমৎকার একটি নিউজ জানালেন, জানা ছিল না। খুব ভালো লাগছে যে দেশের মেয়েরা অনেক অনেক এগিয়ে যাচ্ছে। মুখাপেক্ষিতা কমে যাচ্ছে। যার যা আছে তা নিয়ে এগিয়ে আসছে। সত্যিই মন থেকেই ভালো লাগছে।

পেমেন্টটা কিভাবে করেন?

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: এক একজনের এক এক রকম । কেউ বিকাশে নেন , ঢাকাতে ডেলিভারিম্যান নিয়ে নেন ।

করোনা এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে বেচে থাকার জন্য ।

ফেসবুকে ওদের সাইটে কজনের সাথে আলাপ করে দেখ , সব জানতে পারবে।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলোতে দেখা সব পন্যই কি উই এর মাধ্যমে আনিয়েছেন।

সবাই লাভবান হোক। চাঙ্গা হোক অর্থনীতি।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

শাহ আজিজ বলেছেন: উই এর পেজ থেকে ।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৩

এমেরিকা বলেছেন: অন লাইনে কোন কিছু কিনলে এই রিস্ক নিয়ে কেনা উচিত যে, পুরো টাকাটাই গচ্চা যেতে পারে। তাই কত পরিমাণ টাকা আপনি গচ্চা দেবার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন, সেটা বিবেচনায় নিয়েই অনলাইনে অর্ডার করতে হবে। তবে উইতে যেহেতু প্রোডাক্ট রিভিউয়ের ব্যবস্থা আছে, তাই রিস্কটা একটু বেশি নেয়াই যায়।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: আমরাও ঝুকি নেই না । আমরা আগে মাল পরে পে সিস্টেমে কিনি । আগে অনলাইনে দামি মোবাইলএর বদলে পেয়াজ পেয়েছিল একজন । সবাই সতর্ক । আমাদের সব মেয়ের অফিসে আসে । কর্পোরেট ডিলিং হয় বলে কেউ ফাকির চেষ্টা করেনা কারন ওখানে ক্লাইয়েনট অনেক , ব্যাবসা অনেক । আর বাংলাদেশে বাটপাড় অনেক , কিন্তু তাদের ব্যাবসা দুদিনের । পেজের মাধ্যমে কিনলে গ্যারান্টি আছে যে প্রতিকার পাওয়া যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.