নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুইটারে প্রবাসী আফগানরা তাদের পোশাক আর ডিজাইনের সব ছবি একত্রিত করে বুরকা আর পর্দার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
অসাধারন সূচিকর্ম আফগান ভুমির এক অনন্য উপকরন । বুরকা বিহীন মহিলাদের বেত দিয়ে পেটানোর পর কার্যত তারা ক্ষেপে যান তালেবানের প্রতি । প্রবাসের আফগানরা টুইটারে অসংখ্য পোশাকের সমাহার ঘটিয়েছেন । আমরা পেশোয়ারের কিছু সূচিকর্মএর পোশাক পেয়েছিলাম যা ছিল দৃষ্টি নন্দন । মানুষ তার ট্র্যাডিশনকে ছাড়তে রাজী নয় সে যে কোন অবস্থাতেই হোক । তালেবান সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলতে চায় , এ নির্মম অন্যায় । হানো আঘাত দুর্বৃত্ত রে কর নাশ অন্যায় ।
সকল ছবি টুইটার থেকে বিবিধ প্রবাসী আফগানদের পোস্ট থেকে নেওয়া।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
টাইপো:
*আফগানিস্তানে ২টি জাতি পাশাপাশি বাস করে: (১) খুবই গুনী ও সুশ্রী আফগান নারী (২) কাবুলীওয়ালা
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই । গ্রীক , রোমান , তুর্কি , ইরানের সংমিশ্রন আফগানের মানুষের মধ্যে । ওদের নিজেদের কিছু আছে যা অতুলনীয় ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮
গফুর ভাই বলেছেন: প্রতিবেশী দেশ গুলোতে ক্যান্সার ছড়ায় যেতে না পারে তাদের উচিত দেয়াল দিয়ে ঘিরে দেওয়া তালেবান দের.।.।.।.।.।.।.।.।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
শাহ আজিজ বলেছেন: দেয়াল ঘিরলে তালেবান পালাবে কোথায় ??
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নতুন বলেছেন: ছাত্রভাইয়েরা এই জিনিস সহ্য করতে পারেনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১
শাহ আজিজ বলেছেন: সহ্য হবে কেন ? গোলেমান আবার খুব পছন্দ ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: ভাইয়া
আফগানীদের ড্রেস আর সূচিকর্ম দেখে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম!
কি সুন্দর!!!!!!!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
শাহ আজিজ বলেছেন: অসাধারন সব সূচিকর্ম ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
কামাল১৮ বলেছেন: কলকাতায় কাশ্মীরীদের দোকানে ঠিক একই জিনিস পাওয়া যায়।তালিবানদের গন্তব্য ১৪০০ বছর পেছনে যাওয়া,আমরাও অনেকটা পথ পেছনে চলে গেছি ।এইতো সেদিন ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালে ভদ্রে দুই একটা বোরখা দেখা যেতো কিন্তু আজকে কি অবস্থা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২
শাহ আজিজ বলেছেন: কাশ্মীর থেকে পশ্চিমে একটাই রেঞ্জ যেখানের মানুষের কোন তফাত নেই । এদের সংস্কৃতি খানা দানা একি রকম । সেদিন দেখি ৩ আব ৪ বছরের মেয়েকে বুরকা পরিয়েছে , হতভম্ভ আমি । এবার তালেবানের পতন অনেক অভ্যাসকে দমিয়ে দেবে ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ পোশাকগুলো কি আফগানিস্তানে তৈরি? উন্নত শিল্পকর্মসমৃদ্ধ পোশাক এগুলো। যারা করেছে, তাদের রুচিও উন্নত ও মার্জিত।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪
শাহ আজিজ বলেছেন: হ্যা আফগানিস্তানে তৈরি । তাদের খুব উচ্চমানের সংস্কৃতি আছে যা এখন তালেবানের বন্দুকের নিচে ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি লন্ডনে লক্ষ্য করেছি- আফগানিস্থানী মেয়েদের ভ্রু খুব টানা টানা হয়।
শেয়ারের জন্যে ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫১
শাহ আজিজ বলেছেন: হয়ত ডেইলি টানে ---------------------------------------
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৯
কাছের-মানুষ বলেছেন: আফগান মেয়েগুলো যথেষ্ট সুন্দরী এবং পোশাকে রুচিশীল লাগছে!
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: সুন্দরের ব্যাপারটা ইরান , তুরস্ক , আফগান , পাকিস্তানেও অনেক আছে ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ও শালীন পোশাক
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৫
শাহ আজিজ বলেছেন: হুম, বটে
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবির সিরিয়াল নাম্বার দিলে ভালো হত। একটা মেয়ে পুতুলের মত দাড়িয়ে আছে। এটা কি পুতুল না জীবন্ত মানুষ বুঝতে পারছি না। সিরিয়াল নাম্বার থাকলে নির্দিষ্ট করে বলতে পারতাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: জীবন্ত থাকতে আবার পুতুল কেন । ওটা পুতুলের চেয়েও সুন্দরী ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৫
সোহানী বলেছেন: আমার বেশ ক'জন বন্ধু-বান্ধব আছে আফগানী। কিন্তু কেউই বোরকা পরে না।
খুবই দু:খজনক এরকম ঐতিহ্যকে ধ্বংস করা।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: ঐতিহ্য ধ্বংস করার জন্য আরবরা অনেক আগে থেকেই সংগ্রাম করে যাচ্ছে , সাথে হাত মিলিয়েছে বদমাশ আমেরিকা। অ্যাসিরীয় সভ্যতার প্রতি কুনজর আরবদের অনেক আগে থেকেই , বাকি রইল মিশর।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
কালো যাদুকর বলেছেন: দারুন সব ছবি। ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: এইসব দারুন ছবির মানুষেরা এখন তালেবানের আক্রোশের শিকার ।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩
জুল ভার্ন বলেছেন: ট্রাডিশনাল আফগানী ড্রেস খুব সুন্দর।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৮
শাহ আজিজ বলেছেন: হিমালয়ের ঐ রেঞ্জে সব পোশাকই সুন্দর লাগে ।
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৫
বংগল কক বলেছেন: বুরকা বিহীন বেডিগো বেত দিয়া পিডাইছে ! কন কি !!
২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭
শাহ আজিজ বলেছেন: টি ভি তে দেখলাম ।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
আফগািনিষ্টানে ২টি জাতি পাশাপাশি বাস করে: (১) খুবই গুনী ও সুশ্রী আফগান নারী (২) কাবুলীওয়ালা