নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কবিতা-স্পর্ধিত মিলন

০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৭



কখনো সখনো নকল মলিন
হয় মনে এই জীবনবেলা
ধুসর বিকেলবেলা
শুধাই অস্ফুট স্বরে ‘হ্যাগা’
বাটপাড়ি অথবা জোচ্চুরি
কিছুইকি হয়নি শেখা লেকাজোকা
জীবন নামক অন্ধকুঠরিতে
গামছা দিয়ে চোখ দুটো বাঁধা
অথবা
তমসা ঘেরা চাঁদহীন নধর রাতে
প্রহরী ঘোরে নিঃশব্দে কারা বহিরাঙ্গনে
আমি শুধোই শুকতারা কতটুকু গেছে হেলে
জবাবহীন প্রহরী দেয় হাঁক ‘জাগো ও ও ও ও ’ !
মনে হলো তাহাজ্জুদ হয়ত হবে আগত
শেকল আর টিনের সংগত বাদন
মুমুর্ষ প্রভাতের হর্ষধ্বনি যেন
লাইন লাগে মলভাগাড়ে
বসে অপেক্ষায় শুকনো রুটির তরে
ক্রমশঃ ধরিত্রীর ছাপ্পান্ন হাজার বর্গমাইলে
কয়েদীরা ধীর থেকে উচ্চলয়ে গেয়ে ওঠে
মিলন হবে তাহার সনে আমার প্রানে
আর কটা দিন যাকনা বাছা চারা রুয়েছি
সকল কোনে দিগ্বিদিক ছড়িয়ে আলো
উঠবে সূর্য পূর্ব কোনে মিলন হবে
জননী মিলন হবে তোমার সনে ।।

---------------------------------------------------
ডিজিটাল আইনে বন্দীর মাতৃমিলনে আহাজারি
ছবি - নেট
০৮ মে - ২০১৫ কপিরাইটঃ শাহ আজিজ

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

কিছু বানান দেখতে হবে

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: আমি অভ্রতে টাইপ করেছি , আমি কোন ভুল পাইনি , তুমি বলতো কোন শব্দ ভুল হচ্ছে ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

জুল ভার্ন বলেছেন: চমতকার!

'হ্যাগা' শব্দটা আগে কোথাও পাইনি বোধহয়।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: পশ্চিমবঙ্গের বাঙ্গালিরা ব্যাবহার করে ।


বেশ আবেগি হলে ব্যাবহার করে । আমিও লেখার সময় বেশ আবেগ নিয়ে লিখেছি ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চমৎকার এক ভাবনার কথা কয় কবি দা
ভাল থাকবেন-----------

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ লিটন , আমার কবিতার নিয়মিত পাঠক ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন:
কখনো সখনো নকল মলিন
হয় মনে এই জীবনবেলা (বেলা আলাদা হবে)
ধুসর বিকেলবেলা (ধূসর) (বেলা আলাদা হবে।
শুধাই অস্ফুট স্বরে ‘হ্যাগা’
বাটপাড়ি অথবা জোচ্চুরি
কিছুইকি হয়নি শেখা লেকাজোকা (কি আলাদা হবে) (লেখা)
জীবন নামক অন্ধকুঠরিতে
গামছা দিয়ে চোখ দুটো বাঁধা
অথবা
তমসা ঘেরা চাঁদহীন নধর রাতে
প্রহরী ঘোরে নিঃশব্দে কারা বহিরাঙ্গনে
আমি শুধোই শুকতারা কতটুকু গেছে হেলে
জবাবহীন প্রহরী দেয় হাঁক ‘জাগো ও ও ও ও ’ !
মনে হলো তাহাজ্জুদ হয়ত হবে আগত
শেকল আর টিনের সংগত বাদন
মুমুর্ষ প্রভাতের হর্ষধ্বনি যেন (মুমূর্ষ)
লাইন লাগে মলভাগাড়ে
বসে অপেক্ষায় শুকনো রুটির তরে
ক্রমশঃ ধরিত্রীর ছাপ্পান্ন হাজার বর্গমাইলে
কয়েদীরা ধীর থেকে উচ্চলয়ে গেয়ে ওঠে
মিলন হবে তাহার সনে আমার প্রানে
আর কটা দিন যাকনা বাছা চারা রুয়েছি
সকল কোনে দিগ্বিদিক ছড়িয়ে আলো (কোণে)
উঠবে সূর্য পূর্ব কোনে মিলন হবে (কোণে)
জননী মিলন হবে তোমার সনে ।।

০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

শাহ আজিজ বলেছেন: কবিতা নিয়া বসছো না ব্যাঙ্কের হিসাব :((







পারো ও তুমি :P

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:



নিজভুমে প্রবাসী?

০৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

শাহ আজিজ বলেছেন: হুম , ২০১৫ সালে পরিচিত কাউকে জেলে পুরেছিল সরকার । ঠিক সেদিনই কবিতার বিস্ফোরণ ঘটলো মাথায় , লিখে ফেল্লুম । ভারত দুত কাদেরকে যা বলার বলে দিয়েছে । এটা নিয়ে নিউজ হয়নি কিন্তু গরীবের ফেসবুক আছেনা !!

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে সহজ সরল মানুষের জন্য পথ চলা কঠিনই বটে।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: এ বানী কাহার লাগি -------------?

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি সিরিয়াস ভাবে কবিতায় আত্ন নিয়োগ করতে পারেন এই অবসর সময়ে।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: আমার লেখা কবিতার সঙ্খ্যা কত আমি জানিনা , ডায়রিগুলো খুলে বসতে হবে ।


ধন্যবাদ মশিউর ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: বেশ লিখেছেন। আপনার এই প্রতিভা কে তেল পানি দিয়ে চালু রাখুন।

না, আপনি কোথাও কোন ভুল করেন নাই। একজন কবি তার প্রয়জোনে অনেক শব্দ সে নিজের মতো করে লিখতেই পারে। এটা ভুল না। অনেক আঞ্চলিক কবি তাদের শব্দ চয়নে অনেক ভুল বানান ও উচ্চারণ লেখে। তো সেই লেখা পড়তে হলে ওটাই অনুসরণ করতে হবে এটাই নিয়ম।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫০

শাহ আজিজ বলেছেন: বেশ উপযোগী আলাপ পেড়েছেন । আমি করোনা পিরিয়ডে খুব কম বা একদম লিখিনি । একটা অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল দেখে পুরাতন দিনের লেখা ছাপতে শুরু করলাম । বেশ কাজে দিয়েছে এই স্মৃতি মন্থন । ডিমেনশিয়া ঘিরে ফেলার মধ্যেই এই জাগরন বেশ দরকার ছিল । এখন ভাল লাগছে , কলম আর ডায়রি বগলে রেখেই পি সি তে বসছি ।


ধন্যবাদ রানার ব্লগ ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

আরজু পনি বলেছেন: দারুণ ক‌বিতা, আজিজ ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ পনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.