নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দখল নয়, দলিলই হবে জমির মালিকানা

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪



অবশেষে বাংলাদেশের জাতীয় সংসদ ভুমি মালিকানা নিয়ে এক যুগান্তকারী আইন পাশ করতে যাচ্ছে । এই আইন পাশ হলে লক্ষ লক্ষ পরিবার তাদের দখল হয়ে যাওয়া বসত ভিটা এবং চাষবাসের জমি ফিরে পাবেন এবং অনৈতিক ও অবৈধ দখলদারদের শাস্তি হবে । দেখা যাক ঠিক কি কি বিষয় এখানে উত্থাপিত হয়েছে যা এখন আইনে রুপ দেয়ার অপেক্ষায় ।

দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনও জমির অংশ বিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে এই নতুন আইনটি করা হচ্ছে। বিলটির নাম "ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল–২০২৩" ।
ভূমি হস্তান্তর, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার, তথ্য গোপন করা , দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনও অংশ কাটা বা পরিবর্তন করা ইত্যাদি ।

এসব অপরাধের সীমা ৭ বছর কারাদণ্ড , ২ বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে ।

আমরা অনেকেই এই বিধানের সুফল পাব । অপেক্ষায় গৃহ নির্মাণ প্রতিষ্ঠান যে জাল চাতুরি করে হাজার জমির মালিককে পথে বসিয়েছে তাদের বিচারের আওতায় আনা ।
উপরের আইন অনেক আগেই কার্যকর করা যেত কিন্তু গেল ৫০ বছরের সরকারগুলো এসব ব্যাপারে ভয়ানক উদাসীন ছিল ।



ছবিঃ ইত্তেফাক

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

আকাশ অনির্বাণ বলেছেন: খুবই ভা‌লো এক‌টি উ‌দ্যোগ। ধন‌্যবাদ সং‌শ্লিষ্ট সকল‌কে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: এই একটি ভাল কাজ করেছে চলতি সরকার ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯

জুন বলেছেন: সাতারকুলে কাগজ পত্র সব আপটুডেট থাকা সত্বেও আমাদের সাড়ে ষোল কাঠা জমি পুরোটাই দখল করতে চেয়েছিল ভূমিদস্যুরা। পরে কোন রকমে ১০ কাঠা উদ্ধার করে নিরুপায় হয়ে পানির দামে বিক্রি করে দিয়েছি । এই আইনটা কয়েক মাস আগে হলে আমাদের এত হয়রানি হতো না শাহ আজিজ ভাই ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৩

শাহ আজিজ বলেছেন: এরকম সমস্যা প্রায় সব পরিবারেই আছে জুন।

আমিও এর বাইরে নই , যাক আমার খুব উপকার হবে ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

ডার্ক ম্যান বলেছেন: প্রশাসন হাতে থাকলে , কেউ জমি দখল করেও ধরে রাখতে পারবে না

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: প্রশাসন আগে যে সাপোর্ট দিতে পারত এখন তা সম্ভব হবে না বলে মনে হয় , আমার বিশ্বাস ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

ডার্ক ম্যান বলেছেন: প্রশাসন এখন আদালতকে পাশ কাটিয়ে নিজেরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৬

শাহ আজিজ বলেছেন: ধান্দা তো কুচ হ্যায় ইয়ার ------

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশ হলো চোর-বাটপারে ভর্তি। কে কারটা মেরে খাবে, চুরি করবে, ক্ষতি করবে এইসব চিন্তা নিয়ে এরা ঘুমুতে যায়। অভাগা জাতির ভবিষ্যতও খারাপ। ৫৬ হাজার বর্গ-মাইলে ১৬/১৭ কোটি মানুষ, সবার শুধু নাই আর নই। আজব এক দেশ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: হা হা হা । এভাবেই দেশ একটি ভদ্রলোকেদের আস্তানা হয়ে উঠুক ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮

কামাল১৮ বলেছেন: এটা একটা যুগান্তকারী আইন হয়েছে।বাস্তবায়নের উপর নির্ভর করছে সুফল।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: আমিও সেই অপেক্ষায় যে কিভাবে এটা কার্যকরী করে ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

কাছের-মানুষ বলেছেন: আইনটি মনে হয় ভালই। তবে এতদিন কি ছিল? দখল যার সম্পত্তি তার?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: এতদিন মগের মুল্লুক ছিল । একটা লোকের বৈধ জমি আরেকজন নিশ্চিন্তে খাচ্ছিল । লোকটি কোর্টের দরজায় ধরনা দিতে দিতে ৩০ বছর পরে মারা গেল ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৭

শেরজা তপন বলেছেন: হলে ভালো। সবখানেই শঙ্কা জাগে ভয় হয়! এদেশের সব আইনেই চুরি করার মতো ফাঁকফোকর থাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: তবে এই আইনটির প্রয়োগ আমরা ইহদশায় দেখে যেতে পারব । ভুমি অফিস একটা দুর্ধর্ষ জায়গা যেখানে পয়সার বিনিময়ে সব কাজই করানো যায় ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: ব্লগার এম টি উল্লাহ আরও বিশদ বলতে পারতেন । হয়ত পেশাগত কাজে ব্যাস্ত আছেন ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার এম টি উল্লাহ এইমাত্র বিস্তারিত জানিয়ে একটি পোষ্ট দিয়েছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ হাসান , দেখেছি ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: জোর যার যার, মুল্লুক তার। এই অবস্থা বাদ পড়লো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: অপেক্ষা কর আর দেখ । আইনের শাসন দরকার আগে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

রানার ব্লগ বলেছেন: যারা অবৈধ দখলদার তারা এখন মুল মালিকের দলীল ভুয়া প্রমানের জন্য প্রশাসনিক সহয়তার মাধ্যমে যন্ত্রনা শুরু করবে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

শাহ আজিজ বলেছেন: তা সহজ হবে না । রেকর্ডে কি আছে , পর্চা , খতিয়ানে কি বলে তার উপরেই সিদ্ধান্ত হবে ।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

অক্পটে বলেছেন: যেসব হিন্দু তাদের সম্পত্তি রেখে ভারতে চলে গেছে সেগুলোতো এখন দখল হয়ে গেছে। সেই ব্যাক্তী যদি ফেরত আসে সে কি তার জমিি ফেরত পাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১২

শাহ আজিজ বলেছেন: পাওয়া উচিত । এর আগে একবার সুযোগ দেওয়া হয়েছিল , অনেকেই আসেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.