নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। জম্বি মাদকের কবলে আমেরিকা

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫



এটি সেবনকারীর মাংসে পচন ধরায় জেনেও অবৈধ ভাবে সংগৃহীত জম্বি ড্রাগস যার স্থানীয় নাম ট্র্যাঙ্ক ব্যাবহারের মাত্রা বেড়েই চলেছে । আমেরিকায় প্রতি পাচ মিনিটে একজন ট্র্যাঙ্ক সেবনে মারা যাচ্ছে । সাংঘাতিক ব্যাপার । ড্রাগটি অতিরিক্ত মাত্রায় নেওয়ার কারণে আক্ষরিক অর্থেই মানুষের শরীর পচে যাচ্ছে। চিকিৎসা পেশায় নিযুক্তরা এই ড্রাগের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করতে লড়াই করছেন। এই ভয়ানক ড্রাগ শরীরে অল্প নিলেই মাদকাসক্ত ব্যক্তি চলে যান অন্য কোনও জগতে। দীর্ঘ সময়ের জন্য বাস্তব ভুলে এক কল্পনার জগতে বিচরণ করতে থাকেন তিনি। আর এর সামান্য 'ওভারডোজ' হলে ঢলে পড়েন মৃত্যুর কোলে। আমেরিকাতে মানুষের বিষণ্ণতার হার বেশী । মাদক সেবীর সংখ্যাও বাড়ছে জ্যামিতিক হারে । 'জম্বি ড্রাগ' মার্কিন যুক্তরাষ্ট্রে 'ট্রাঙ্ক' নামে বিক্রি হয়। ড্রাগটি সাধারণত গরু ও ঘোড়াকে অচৈতন্য করতে ট্রাঙ্কুইলাইজার হিশেবে ব্যবহৃত হয়। এটি এখন আমেরিকায় বন্যার পানির মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। লোকজন অবৈধ উপায়ে তা সংগ্রহ করছে। ড্রাগ ডিলাররা প্রায়ই ফেন্টানাইল এবং হেরোইনের মতো অন্যান্য অবৈধ ওষুধের সঙ্গে এটি মেশায়।ট্রাঙ্ক' চিকিৎসা বিশেষজ্ঞদের জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করছে।চিকিৎসকরা বলছিলেন জাইলাজিন যুক্ত ওভারডোজের চিকিৎসা করা অনেক কঠিন। কারণ ওভারডোজের উত্তেজনা প্রশমনে 'নারকান' ইনজেকশন প্রয়োগও কাজ করে না।'যখন একজন আসক্ত ব্যক্তি কোকেন এবং হেরোইনের একটি স্পিডবল সেবন করে, তখন আমরা কোনো সমস্যা ছাড়াই এটি মোকাবিলা করতে পারি। আপনি হেরোইনের বিপরীত কিছু ব্যবহার করুন যাতে তারা আবার শ্বাস নিতে শুরু করে এবং আপনি কোকেন শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন। কিন্তু জাইলাজিন সেভাবে কাজ করে না।
মার্কিন স্বাস্থ্য বিভাগ বড্ড কঠিন সময় পার করছে ।

ইনডিপেনডেন্ট এবং ওয়েব

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: জ্যাতা মানুষ জম্বি হবার জন্য ড্রাগ নিচ্ছে !! কি এক দুর্বিষহ পরিস্থিতি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

শাহ আজিজ বলেছেন: হুম , পরিস্থিতি ভয়াবহ । গু , মুত্রে যদি নেশা হতো ওরা তাই খেত ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: হুম , পরিস্থিতি ভয়াবহ । গু , মুত্রে যদি নেশা হতো ওরা তাই খেত


হয় হয় মুত্র নেশা হয় । আমার বাসার পাশে একদিন জানালা দিয়ে উঁকি মেরে দেখি এক পোলা হিসি করে সেই হিসি থেকে সামান্য হিসি নিয়ে কিসের সাথে যেনো মেলালো তার পর হাসতে হাসতে মুখে ঢেলে দিলো । আমি নিচে নেমে বাড়ির পাশের এক দোকানদার কে জিজ্ঞাসা করলাম ওই ছেলেটা কি করলো, দোকানদার হেসে উত্তর দিলো হালায় নেশা করে নিজের মুত দিয়া ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

শাহ আজিজ বলেছেন: হা হা হা :D :D নেশার জগতের মানুষদের অনেক জ্ঞান । কোনটায় কি অ্যাকশন ভাল জানে ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কি সাংঘাতিক! মাংসে পচন ধরায় জেনেও নিচ্ছে?ড্রাগটির নাম আজকে প্রথম জানলাম। কতোরকমের অসুস্থ মানসিকতার মানুষ আমাদের এই সমাজে আছে।
@ রানার ব্লগ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরাজজি দেশাই প্রতিদিন সকালে নিজের বাসি মূত্র একটা পাত্রে ধরে পান করতেন।উনি নিরানব্বই বছর বেঁচেছিলেন। এরকম আজিব পাবলিক আশপাশে কতোই না আছে..

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: আমিও গত দুদিন আগে জেনেছি ব্যাপারটা । ভয়াবহ ক্ষতিকর জেনেও ওরা খাচ্ছে এবং মারা যাচ্ছে । অধিকহারে গনতন্ত্র কি দুর্যোগ বয়ে আনে তার বড় প্রমান এটা ।

আপনি যেভাবে বয়ান করেছেন যে রানার কাল শুরু করে না দেয় আবার । :) :)

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।
এইই ড্রাগ এখনই থামানোর দরকার। নইলে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: কি ভাবে থামাবে , গনতান্ত্রিক পদ্ধতি ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক কত বছরের এডিকশনে শরীরে পচঁন ধরায়?

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৮

শাহ আজিজ বলেছেন: এ সম্পর্কে বিস্তারিত কিছু পাইনি ঘেঁটে ঘুটে । পেলে জানিয়ে দেব ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

কাঁউটাল বলেছেন:

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

সোনাগাজী বলেছেন:


আমি স্বচক্ষে পথেঘাটে এই ড্রাগের ভিকটিমদের দেখছি। মনে হয়, আমেরিকার কিছু শক্তিশালী লোকজন ড্রগ ব্যবসার সাথে জড়িত

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

শাহ আজিজ বলেছেন: পত্রিকায় ২০০ চীনা মাদক ব্যাবসায়িদের কথা বলা হয়েছে ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

শেরজা তপন বলেছেন: নেটফ্লিক্সে এই নারকোটিক্স ব্যবসা নিয়ে চমৎকার কিছু সিরিয়াল আছে। সবগুলোই সত্য ঘটনার সময় সুযোগ পেলে দেখবেন কি ভয়ংকর ভয়ংকর সব ব্যাপার ঘটে। ওরা একজন আরেকজনের সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দিতায় জয়ী হবার জন্য তোলার জন্য কি নিজেদের গবেষণাগারে কি মারাত্মক সব ড্রাগ তৈরি করছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

শাহ আজিজ বলেছেন: নেটফ্লিক্স দেখাই হয় না । দেখব দেখি সময় করে ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

কামাল১৮ বলেছেন: মরিতে চাহিনা আমি——-।এই বানী কে ভুল প্রমানের চেষ্টা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২০

শাহ আজিজ বলেছেন: হতাশা এতই যে মৃত্যুর কামনায় প্রার্থনারত ওরা

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

কলাবাগান১ বলেছেন: সেই হিপ্পি জেনারেশন থেকেই (৬০-৭০ বছর আগের) আমেরিকার এক শ্রেনীর লোক, অন্যান্য দেশের মতই, মাদকে আসক্ত, তাই বলে এটা সমাজ কে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তা নয়...এরা গুটি কয়েক লোক রাস্তার কোনায় কোনায় দাড়িয়ে ড্রাগ নেয় (হতাশা, শিক্ষার অভাব) কিন্তু আমেরিকার যে শক্তি সেটা কিন্তু বিন্দুমাত্রও টলে উঠে নাই (নলেজ বেইসড ইন্ডাস্ট্রিয়াল/ইনভেনশন কমপ্লেস্ক)। বাহির থেকে তিল কে তালই মনে হয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি আপনাকে আশা করছিলাম কারন এটা মেডিসিন সেক্টর । আপনি আরও ভাল বয়ান দিতে পারবেন । এই ড্রাগস কিভাবে কাজ করে এবং মৃত্যু ঘটায় তা বিশদ ভাবে বললে সবাই জানতে পারবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.