নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শিল্পী শাহাবুদ্দিনের একক প্রদর্শনী

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩




শাহাবুদ্দিন আহমেদ বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত একজন বিখ্যাত বাঙালী চিত্রশিল্পী। আধুনিক ঘরানার প্যারিস-প্রবাসী ফরাসী-বাঙালী এই শিল্পীর খ্যাতি ইয়োরোপে ছড়িয়ে পড়েছে। ১৯৯২ খ্রিষ্টাব্দে মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারী আর্টসের পঞ্চাশজনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদকে ভূষিত হন। ২০০০ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন।

শাহাবুদ্দিন, যিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন, তার চিত্রকলায় সংগ্রামী মানুষের প্রতিকৃতিতে দুর্দমনীয় শক্তি ও অপ্রতিরোধ্য গতির ইংগিতময় অভিব্যক্তির জন্য সুপরিচিত। তিনি মনে করেন, মানুষের মুক্তিযুদ্ধ অদ্যাবধি চলমান, এবং রং ও তুলির দ্বৈত অস্ত্র সহযোগে তিনি এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে চলেছেন। সত্তুরের দশকের প্রারম্ভে বাংলাদেশে বিমূর্ত চিত্রকলার যে দুবোর্ধ্য পর্বের সূচনা হয়েছিল, তার সঙ্গে গাঁটছড়া না-বেঁধে তিনি নির্মাণ করেন স্বকীয় শৈলী যার ভিত্তিতে রয়েছে শারীরী প্রকাশভঙ্গী। তার এই চিত্রশৈলী বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে গভীরভাবে প্রভাবান্বিত করে।
এবারের প্রদর্শনীতে নতুন কোন কাজ দেখিনি , সবই পুরাতন সংগৃহীত শিল্প কর্ম । যাদুঘরের গ্যালারিতে প্রধানমন্ত্রীর সংগৃহীত একটি কাজ দেখা গেল যেখানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের দৃশ্য একেছেন । ৬০ এর দশকের কিছু সংগৃহীত কাজ দেখা গেল । মোটামুটিভাবে সেই ৮০র দশকের শাহাবুদ্দিন ২০২৩ সালে হারিয়ে গেছেন ।













জাতীয় যাদুঘরের নলিনী ভট্টশালী মিলনায়তন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: শীল্পকর্মগুলো সুন্দর।সবগুলি যে বুঝেছি তা বলবো না তবে ভালো লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: এসব পুরাতন কাজ । আগের কাজে দুর্দান্ত গতি ছিল । বয়স হয়েছে ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

নতুন বলেছেন: তেল রং এ ছবি আকা শিখতে ইচ্ছে হচ্ছে।

কিভাবে ব্যাসিক শিখতো পারবো?

বাসায় রং তুলি, ক্যানভাস কিনে রেখেছি। ডানা আর আমি ছবি আকবো বলে, কিন্তু কিভাবে শুরু করবো বুঝতেছিনা :)

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

শাহ আজিজ বলেছেন: ইউ টিউব এ প্রচুর লার্নারস ভিডিও আছে , একটা দেখে নিলেই হবে ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এরকম প্রদর্শনী গুলোতে যেতে ইচ্ছা করে। সময় কাটাতে ইচ্ছা করে। কিন্তু শেষমেষ আর যাওয়া হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: বিকেলে খোলা থাকে , সকাল দশটায় খোলে । গুগল করে চেক করো ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




শিল্পী শাহাবুদ্দিন আমার সবচেয়ে প্রিয় একজন চিত্রকর। ক্যানভাসে মানুষের আকৃতি ফোটাতে তার তুলির টান মনে হয় যেন হাল্কা কিছু, রং বিন্যাসও চড়া নয় কিন্তু তাতে যে দূর্দমনীয় শক্তি আর গতির অপ্রতিরোধ্যতা জীবন্ত ; তা দেখেই আমি মুগ্ধ হয়েছি বারেবারে।
সবার চেয়ে ব্যতিক্রমী এই চিত্রকরের আঁকা ছবি দেখে চোখ ফেরাতে পারিনে। দীর্ঘশ্বাস ফেলি, কেন যে শাহাবুদ্দিন হতে পারলুম না......

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: আমরা তাকে শুরু থেকেই পেয়েছি । বয়স হয়েছে আর কত ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.