নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শৈত্য প্রবাহ এত শীতের কারন কি ?? আড্ডা -২

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৯



আজও শীত বেশ দাপুটে স্বভাবের ছিল । কিন্তু পারদে শীত তেমন নেই কিন্তু বাস্তবে শীত এতো বেশী কেন ? এটার একটা ব্যাখ্যা দিয়েছে বি বি সি -

“সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে, সেখানে শীতের অনুভূতি বাড়তে থাকে। কিন্তু পার্থক্য যদি পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তবে শীতের অনুভূতি প্রকট থেকে প্রকটতর হয়। অর্থাৎ হাড়কাঁপানো শীত অনুভূত হয়” বলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

শুক্রবার বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তুলনা করে দেখা গেছে রংপুর, দিনাজপুর, তেতুলিয়ার মতো উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রার পার্থক্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম।

এছাড়া ঢাকা, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম।

বেশিরভাগ জেলাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়াতে শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও তা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে জানান মি. মল্লিক।

নিয়ম অনুযায়ী, তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ আর চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আপাতভাবে কিশোরগঞ্জ, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গার তাপমাত্রাই কেবল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। তবে শীতের তীব্রতা সারাদেশেই অনুভূত হচ্ছে।

বাংলাদেশে কোনদিক থেকে বাতাস প্রবেশ করে এবং সেই বাতাস কতটা ঠান্ডা তার ওপর শীতের অনুভূতি নির্ভর করে।

পাশাপাশি যেসব অঞ্চলে বাতাসের চাপ বেশি থাকে বা বাতাসের উচ্চচাপ বলয় সক্রিয় থাকে, সেসব অঞ্চল থেকে বাতাস কম বায়ুচাপ এলাকায় প্রবাহিত হয়।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশজুড়ে উচ্চচাপ বলয় তথা বাতাসের চাপ বেশি থাকার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে শীতের ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবেশ করায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানান মি. মল্লিক।

যেহেতু পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিবঙ্গজুড়ে উচ্চচাপ বলয় সক্রিয় আছে, ফলে বায়ুচাপ বাংলাদেশের দিকে প্রবেশ করছে।

“বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে একটু বেশি থাকার কারণে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার পশ্চিমাঞ্চল ও খুলনার ওপরের দিকে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা- এসব অঞ্চলে শীতের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে”, বলেন এই আবহাওয়াবিদ।

এছাড়াও ঊর্ধ্ব আকাশের বাতাস খুব ঠান্ডা হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ‘জেট স্ট্রিম’ বা প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বাতাস কখনো নিচে নেমে আসছে, কখনো উপরে উঠে যাচ্ছে, যেটা ভাইব্রেট (কম্পন) হচ্ছে।

অর্থাৎ ঊর্ধ্ব আকাশের বাতাসের নিম্নমুখী বিচরণ হচ্ছে। এই নিম্নমুখী বিচরণও অনেক সময় শীতের অনুভূতিকে বাড়িয়ে দেয় বলে জানান মি. মল্লিক।

এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি বা আমরা কিছুই জানতাম না , জানলাম , ধন্যবাদ বি বি সি কে ।

খেজুরের রস কি জুটেছে আপনাদের কপালে ? রিস্ক না নেওয়াই ভাল । তার চেয়ে খেজুরের ফ্রেশ গুড় নিরাপদ । দুধে নারকেল দিয়ে গড়িয়ে গরম চিতই ভিজিয়ে রাখুন সারারাত । ভোরে কাপতে কাপতে মুখে তুলে দেবেন ।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: শীতে প্রেম করতে ও খাওয়া দাওয়া করতে মজা। লোকজন ১/২ বছর আগেও শীত নিয়ে ট্রোল করছে। এখন আল্লাহ দেখাচ্ছেন শীত কি জিনিস।


ভুমিকম্পে কিছু হয়না বলে কিছু বলদ ভুমিকম্প নিয়ে ট্রোল করছে। আল্লাহ না করুক - বাংলাদেশের পুরনো বিল্ডিং গুলোর যে অবস্থা! একটা ভয়ংকর দুর্ঘটনা ঘটে গেলে বাঙালী বুঝবে ট্রোল এর মজা।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম শীতে প্রায় সব কিছুই মজার ।

আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে তাতে মনে শঙ্কা জাগছে কবে স্নো ফল শুরু হয় ।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শীত আমার জন্য খুব কষ্টকর।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: এবার আমি কষ্ট পাচ্ছি ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:


আজকে নিউইয়র্কে -৩ ডিগ্রি সে:।

আমেরিকার অনেক অন্চলে ব্লিজার্ড ( তুছার ঝড় )।

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২০

শাহ আজিজ বলেছেন: হুম , তুষার ঝড় ভয়াবহ ব্যাপার , না ভুগলে বোঝা যায় না । আমি পিকিং এ সাইবেরিয়ান ঝড়ে পড়ে নাকাল হতাম ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: আজকের শীতে আমিতো টাস্কি খাইলাম। যেখানে বসেছিলাম পেছন থেকে ঠান্ডা বাতাসে কাঁপিয়ে দিচ্ছিল!

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২২

শাহ আজিজ বলেছেন: ঘুরে বসুন তাহলে বাতাস আর পিছনে লাগবে না ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: ঘুম থেকে উঠে অবাক...গত ২-৩ বছর পর ওয়াশিংটন ডিসি এরিয়াতে বরফ...সকালে গরম নাস্তার টেবিলে বসে কফি খেতে খেতে জানালা দিয়ে বাহির দেখছি...

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: বেশ লাগছে দেখছে , সাদা সাদা ব্যাপারটার মধ্যে একটা পবিত্র ভাব আছে ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

কলাবাগান১ বলেছেন: "নাস্তার টেবিলে বসে গরম কফি খেতে খেতে"

গরম নাস্তার টেবিল বলে কিছু নাই!!!! মাই ব্যাড

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: হা হা হা , এঞ্জয় ইওর কফি ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৩১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই শীতে আবার সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭

শাহ আজিজ বলেছেন: হুম , আবহাওয়াবিদরা তাই বলছে । শীত একটু কাপিয়ে নামবে বৃষ্টি হলে ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শীতে একেবারে জমে গিয়েছি। সুন্দর ঝরঝরে লেখনী। আর সাথে ছবিটা অসাধারণ ---

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: আপনি অনেকদিন পরে এলেন । আমি হট ব্যাগ নিয়ে বসি তাতে বেশ আরাম লাগে ।


ধন্যবাদ , লায়লা।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৪

জুন বলেছেন: ছেলের ঘরের জানালা দিয়ে বাইরের দৃশ্য। মেরু ঝড়ে যা হয়নি তাই হচ্ছে কানাডা আমেরিকা জুড়ে :(

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: ইরানের মোল্লাদের দোয়া লাগেনিতো ?


পৃথিবী বদলাচ্ছে , আমরা থাকবনা , পৃথিবী বদলে যাবে ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

নতুন বলেছেন: দুবাইতে এবার শীত ঠিকমতন জমছেনা। এখন ২১ C...দুপুরে 25C... রাতে হালকা গরমের পোষাক হলেই চলে।

দেশে এই শীতে শিশু আর মুরুব্বীদের কস্ট বেশি হচ্ছে...

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: তাহলে তো দুবাই খুব আরামের জায়গা । মেয়ে গিয়েছিল অফিস ট্যুরে , বলল প্রচণ্ড গরম ।


দেশে শীতে এবার কষ্ট বেশী ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: বেশ বড় পোস্ট লিখলেন !!

শীতে মনে হয় লেখা বের হচ্ছে।

বেশ!!

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯

শাহ আজিজ বলেছেন: বড় অংশ বি বি সির লেখা , আবহাওয়া বার্তা ।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪

নতুন বলেছেন: গরম সময়ে দুবাইতে ৪৮-৪৯ C পযন্ত তাপমাত্রা থাকে সাথে আদ্রতাও খুবে বেড়ে যায় তখন খুবই খারাপ অবস্থা থাকে।

অক্টোবর থেকে মার্চ দুবাই ঘুরার সবচেয়ে ভালো সময় আমাদের জন্য।

শীতের সময় এখানে বৃস্টিহয়, কয়েকদিন ঝড়ো বাতাস, বৃস্টি থাকে...

আমি অফিসে একটা ছাড়া রেখেছি। বৃস্টি হলেই বাইরে হাটতে বেরহই। সবাই হাসে...

আমি বলি... বাঙ্গালী হলো ব্যাঙ্গের মতন.... মেঘ দেখলেই আমাদের আনন্দ লাগে...

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: হুম ওরা ভাল আবহাওয়ার সময় গিয়েছিল । দুবাই যাব একবার ।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: হুম ওরা ভাল আবহাওয়ার সময় গিয়েছিল । দুবাই যাব একবার । :D

কবে আসবেন জানাবেন। [email protected]

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: থ্যাঙ্ক ইউ নতুন ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩

নতুন বলেছেন: দুবাই ঘুরে বেড়াতে যে কোন কিছু জানার দরকার হলে জানাবেন।

ব্লগের সবাইকে দুবাইতে আমন্ত্রন। দুবাইয়ের কোন কিছু জানার থাকলে জানাবেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পৌষের শেষে শীত ভালই পড়েছে। চট্টগ্রামে অবশ্য রোদের দেখা প্রতিদিন পাচ্ছি।

১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: আজ ঢাকাতে সূর্য নেই ।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: যত শীত আসে আসুক।
আমার ভয় নেই। আলমারি থেকে আমি আমার শীতের জামা নামিয়েছি।

১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: একটা ছবি পোস্ট করো ।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটা ছবি পোস্ট করো ।

ছবি ফেসবুকে দিবো।
খেয়াল রাখলেই দেখতে পাবেন।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: এক বছর পর শীত আসছে, আপনারা একে হৈ হৈ করে তাড়িয়ে দিয়েন না, থাকতে দেন কিছুদিন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: শীত তাড়াতে তাড়াতে গরম এসে যাবে আবার গরম তাড়াতে তাড়াতে শীত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.