নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। রান্নাহীন চট্টগ্রাম

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০





খুবই কষ্টের ব্যাপার । গাজী সাহেব একটা পোস্ট দিয়েছেন , এইমাত্র এক ফেসবুকার এই ছবিটি পোস্ট করেছে । সরকারী অব্যাবস্থাপনা যারপরনাই ফুটে উঠেছে । চারিদিক দিয়ে ব্যার্থতার ভুত যেন সরকারকে চেপে ধরেছে । আমি দুঃখিত চট্টলাবাসির জন্য ।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



গ্যাস নেই?

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: গেলো তিনদিন বাসায় , পাম্পে কোন গ্যাস নেই । রেস্টুরেন্ট গুলো খাবার সাপ্লাই দিতে পারছে না ।

২| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই কি যে কষ্ট হইতাসে। সিলিন্ডারও শর্ট আজ থেকে। মাইক্রোওয়েভেনে রান্না হইতাসে।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: এরপর কারেন্ট গেলে ষোলকলা পূর্ণ হবে ।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: খুব খারাপ অবস্থাই আছি দাদা...
তাও আজ কিছুটা স্বস্তিতে আছি...

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: স্বস্তি কেমন করে এলো । গ্যাস চালু হয়েছে ?

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

নয়ন বড়ুয়া বলেছেন: লেখক বলেছেন: স্বস্তি কেমন করে এলো । গ্যাস চালু হয়েছে ?


হুমম। একটু একটু। ওইটুকুতেই রান্না...

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: যাক চারটা চাউল রান্না হচ্ছে ।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




রান্নার কি দরকার ! চট্টলাবাসী রান্নার ঝামেলা থেকে বাঁচিয়া গিয়াছে............ :|

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: হুম , এটা প্রাক্তন তথ্য মন্ত্রী মাহমুদ হাসানের বক্তব্য মনে হচ্ছে ।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

জাহিদ অনিক বলেছেন: ঢাকাতেও একই অবস্থা :(

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: রূপনগরে অবস্থা ভাল ।

৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

কামাল১৮ বলেছেন: মাঝে মাঝে সমস্যা হওয়া ভালো।নয়তো কি সুখেই যে ছিলো সেটা উপলব্ধি করা যায় না।বঙ্গোপসাগরে গ্যাস পাওয়া গেলে চট্রগ্রাম বাসিই প্রথম পাবে।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: যাবে , আগেই পাওয়া গেছে শুধু উত্তোলন শুরুটা বাকি ।

৮| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: শাহ আজিজ ভাই , এই সব বিএনপির ষড়যন্ত্র ! তাছাড়া কোনো রকম সমস্যা নিয়ে আলাপ করা বা সমালোচনা করলে "চেতনা " আহত হবে।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭

শাহ আজিজ বলেছেন: আপাতত পিঠ বাচাতে বি এন পি বলে জিকির করলেই হবে ।

৯| ২১ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৩

ডঃ এম এ আলী বলেছেন:




গ্যাসে সমস্যা নেই সমস্যা হলো মনুষ্য জনিত কারিগরী ক্রুটি সমাধানে
ক্ষিপ্রতা জনিত সমস্যা । যেমনটি দেখা যায় গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মহেশখালীতে
মার্কিন এক্সিলারেট এনার্জি টার্মিনাল ও সামিট এলএনজি টার্মিনাল থেকে ৩৪০ মিলিয়ন
ঘনফুট গ্যাস পাওয়া গেছে। কিন্তু স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে ৮৫০ মিলিয়ন
ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে থাকে । তাই গ্যাসের সরবরাহ ও সঞ্চালন লাইন
রক্ষনাবেক্ষন টিমের অদক্ষতা এর জন্য বেশী দায়ী । রক্ষনাবেক্ষন ব্যবস্থার কার্যকারিতা
ও এর সাথে যুক্ত সকলের দক্ষতা বৃদ্ধি করা গেলে নিয়মিত গ্যাস সরবনাহ ও সঞ্চালন
ব্যবস্থার উন্নতি হবে , রান্নাবিহীন থাকতে হবেনা কাওকে ।

আরো একটি ব্যবস্থা খুব জোরে সোরে নেয়া যেতে পারে , তাহলো রান্নার জন্য সৌর চুলার
প্রয়োগ ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া ।

এটার জন্য আমাদের দেশের এনজিউরা
ভাল উদ্যোগ নিতে পারে , পরিবেশ রক্ষার জন্য প্রাপ্ত বিশাল অংকের ফান্ড থেকে এই
প্রকল্পের জন্য অর্খায়ন করা যেতে পারে ।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: সোলার পাওয়ারের ব্যাপক ব্যাবহার অত্যাবশ্যকীয় ।

জাহাজ থেকে গ্যাস সঞ্চালনে কিছু কারিগরি ত্রুটি হওয়ায় গাস সঞ্চালন বিঘ্নিত হয়েছে । স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে এইসব দুর্বল স্থানে স্মার্ট লোক নিয়োগ দিতে হবে ।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন:




গ্যাসে সমস্যা নেই সমস্যা হলো মনুষ্য জনিত কারিগরী ক্রুটি সমাধানে
ক্ষিপ্রতা জনিত সমস্যা । যেমনটি দেখা যায় গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মহেশখালীতে
মার্কিন এক্সিলারেট এনার্জি টার্মিনাল ও সামিট এলএনজি টার্মিনাল থেকে ৩৪০ মিলিয়ন
ঘনফুট গ্যাস পাওয়া গেছে। কিন্তু স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে ৮৫০ মিলিয়ন
ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে থাকে । তাই গ্যাসের সরবরাহ ও সঞ্চালন লাইন
রক্ষনাবেক্ষন টিমের অদক্ষতা এর জন্য বেশী দায়ী । রক্ষনাবেক্ষন ব্যবস্থার কার্যকারিতা
ও এর সাথে যুক্ত সকলের দক্ষতা বৃদ্ধি করা গেলে নিয়মিত গ্যাস সরবনাহ ও সঞ্চালন
ব্যবস্থার উন্নতি হবে , রান্নাবিহীন থাকতে হবেনা কাওকে ।

বিবিধ কারণে গ্যাস সরবরাহে সমস্যা লেগেই থাকবে । তাই ভাল হবে সৌর চুলায় রান্নার
ব্যবস্থা করা হলে । এই ব্যবস্থা খুব জোরে সোরে নেয়া যেতে পারে, রান্নার জন্য সৌর চুলার
প্রয়োগ ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়ার বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্ব দেয়া দরকার।
খুবই ব্যয় সাস্রয়ি সৌর চুলার ইতিমধ্যে হয়ে গেছে , শুধু এর প্রয়োগ প্রয়োজন ।

এটার প্রয়োগ বাড়ানোর জন্য আমাদের দেশের এনজিউরা ভাল উদ্যোগ নিতে পারে , পরিবেশ রক্ষার
জন্য দেশে প্রাপ্ত এবং প্রাপ্তির জন্য পাইপলাইনে থাকা বিশাল অংকের ফান্ড থেকে এই প্রকল্পের জন্য
অর্থায়ন করা যেতে পারে ।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: ব্যাক্তি উদ্যোগে না গিয়ে ব্যাবসাবান্ধব সরকার ব্যাবসায়িদের সুবিধা দিচ্ছে । বেক্সিমকো উত্তরাঞ্চলে বিশাল প্রকল্প হাতে নিয়েছে । আমি চীনাদের প্রকল্পগুলি দেখি আর হাহুতাশ করি । সেচ , ধান মাড়াই ইত্যাদিতে কিছু সোলার ব্যাবহার দেখলাম ।

১১| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

মিরোরডডল বলেছেন:




ঢাকায় থেকে আসলাম ডিসেম্বর জানুয়ারী। কাজই হচ্ছে ঘুরে ঘুরে মানুষের জীবন দেখা, শুধু ক্রাইসিস আর ক্রাইসিস!!!
গ্যাস সাপ্লাইয়ের সমস্যা গুরুতর। এই শীতের সকালে খুব ভোরে সামান্য কিছুক্ষনের জন্য থাকে, নাস্তা রেডি করার আগেই গ্যাস চলে যায়, বিকেলে আসে। রান্নার সময়েই থাকে না। বিকেল সন্ধ্যায় মানুষ বাসায় থাকে না, তাই একমাত্র রাতে যদি রান্না করা যায়। অনেকসময় দিনে রাতে কখনোই থাকে না।

যারা এফোর্ড করতে পারে ইলেকট্রিক চুলা কিনে নিচ্ছে। সবাই সিলিন্ডার বা ইন্ডাকশন ব্যবহার করতে পারে না, তাদের অবস্থা খুবই খারাপ। পাবলিকের কথা হচ্ছে, যদি গ্যাস দিতে না পারে তবে কেন প্রতি মাসে tk.১০৮০ নিচ্ছে? যারা ইন্ডাকশন ব্যবহার করে, তাদের ইলেকট্রিসিটি বিলও বেড়ে যাচ্ছে।

গরিব এবং মধ্যবিত্তদের ইনকাম বাড়েনা কিন্তু খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে।
তাদের প্রতিদিনের এই স্ট্রাগলের দায়ভার কার?


২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

শাহ আজিজ বলেছেন: আমার বাসা এখন আরামবাগ হাউজিং , মিরপুর । এখানে গ্যাসে কমতি নেই , বিদ্যুৎ যায় না । আগে কাদেরাবাদ হাউজিং কাটাশুর ছিলাম । ভোরবেলাই গ্যাস চলে যেত । বিদ্যুতের অবস্থা তথৈবচ । ঢাকার অনুন্নত এলাকায় যে কি পরিমান গ্যাস বিদ্যুতের অবৈধ সংযোগ আছে তা চোখে না দেখলে বোঝা যাবে না । গ্যাস বিদ্যুতের লাইনম্যানরা পৃথিবীর দুর্ধর্ষ অপরাধী । এদের অনৈতিক আয়ে এই শহরে দালান কোঠা বেড়ে উঠেছে । এ আলাপ শত বছরেও শেষ হবে না ।

ঢাকায় এলে , জানালে একটা সামু পার্টি হতে পারত ।

১২| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: গত ১৫টি বছরে নতুন কোনো গ্যাসের সন্ধান করা হলো না বা উত্তোলন করা হলো না। এই পর্যায় যে , গ্যাসের সমস্যা হবে " তৌহিদ এলাহী " এই পরামর্শ শেখ হাসিনাকে দিতে পারলো না ! কিন্তু ভাড়ায় বিদ্যুৎ কেনার পরামর্শ দিয়ে আজ পর্যন্ত সেটা চালু রেখেছে। " কুইক রেন্টাল গ্যাস " এর বাবস্থা শুরু হচ্ছে ! ইতিমধ্যে সামিট গ্রুপ গ্যাস আমদানির অনুমতি পেয়ে গিয়েছে। দরবেশ বাবা ,বসুন্ধরা ,শিকদার ভাইয়েরা ও আগামীতে আসতে পারে :)

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

শাহ আজিজ বলেছেন: ৯০ সালে পিকিঙ্গে একটি ব্রিটিশ ব্যাংকে চাকুরির সময় চায়না জিও কর্পোরেশনের ডিনারে ওরা আমায় একটা এরিয়াল স্ক্যান ইমেজ দেখাল । পুরো বাংলাদেশ গ্যাস তেলের ওপর ভাসছে । ওরা আমায় বুঝিয়ে বলল ইমেজে কোন সাইন কি । সুন্দরবন এবং বঙ্গোপসাগরে প্রচুর তেল এবং গ্যাসের সাইন আছে । আমি বিস্মিত এবং হতবাক । তেল গ্যাস উঠাবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত আর আন্তজাতিক ইশারা । আমাদের হাতপা বাধা । তৌফিক ইলাহি ভাল মানুষ , উপদেশ তিনি ঠিকই দিচ্ছেন কিন্তু গেড়ে বসা রানী তার স্বার্থে সিদ্ধান্ত দেবেন ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: @তৌহিদ এলাহী = তৌফিক-ই-ইলাহী (টাইপো )

১৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: তাদের খুব কষ্ট গেল।!!

আপনারও ছুঁয়ে গেল।
আমারও।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৪

শাহ আজিজ বলেছেন: খাদ্য জীবনের অপরিহার্য অঙ্গ । আমাদের অনেকেরই ছুয়ে গেছে ।

১৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:তেল গ্যাস উঠাবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত আর আন্তজাতিক ইশারা । আমাদের হাতপা বাধা ।

- আমাদের হাত পা বেঁধে , মুজিব সেনারা গান গায়। ভয় পেয়েও না ভয় পেয়েও না ,আমরা তোমায় মারবো না। শুধু ভোট তুমি দিতে চেয়েও না !

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: B-)

১৬| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: এই দুঃখ রাখার জায়গা নাই। চাল ডাল সবই আছে রান্না্র চুলায় আগুন নাই।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

শাহ আজিজ বলেছেন: কি একটা অবস্থা ।

১৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশ এখন উন্নয়নের শীর্ষ পর্যায়ে আছে,স্মার্ট হচ্ছে ।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

শাহ আজিজ বলেছেন: আমি পতনের ছায়া দেখতে পাচ্ছি ।

১৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: সকাল ১০টা থেকে বিকেল পাচটা পর্যন্ত ঢাকায় অতি সামান্য গ্যাস থাকে। এক পাতিল পানি গরম হতে দুই ঘন্টার বেশি সময় লাগে।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: এদিক দিয়ে রূপনগরে আমরা ভাল আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.