নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। উপযুক্ত উদাহরন

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৬



সাদির জানাজা চলছে একদিকে আর বন্যারা সাদির বাসার সামনের রাস্তায় একসাথে গান গেয়ে সাদিকে বিদায় দিচ্ছে । অসাধারন একটি উদ্যোগ সাদির বন্ধুদের । কাল থেকে বারবার গান শুনছি আর স্মৃতি হাতড়ে সাদিকে খুজছি শান্তি নিকেতনের সড়কে ।
এই গান গেয়ে বিদায় দেবার প্রথাটি সম্ভবত এই প্রথম ।



"তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা-কিছু সব আছে আছে আছে--
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই"

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: সংগীত শিল্পীরা গান গেয়ে, একজন সংগীত শিল্পীকে চির বিদায় দেবেন, এটাই স্বাভাবিক।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: আগে তো এরকম বিদায় হয়নি ।

২| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন:


মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
সুন্দর একটা উদাহরণ সৃষ্টি হলো।
জয় হোক সংগীতের।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: জয় হোক

৩| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



উনার প্রফেশানের লোকজন উনার সাথে যোগাযোগে ছিলো বলে মনে হয় না



১৬ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৬

শাহ আজিজ বলেছেন: ছিল , স্কুল ছিল যেখানে শিক্ষকতা করত । যথেষ্ট সামাজিক বলয়ে ছিল ।

৪| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫০

কামাল১৮ বলেছেন: সব কিছুই একদিন প্রথম সুরুকরতে হয়।কালক্রমে প্রথা হয়ে যায়।

১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৬

শাহ আজিজ বলেছেন: এটাই হোক এখনকার সংস্কৃতি ।

৫| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: এখানে যারা শোক পালন করছে তাদের অধিকাংশের প্রতি গায়ক হাদি সাহেবের তীব্র অভিমান ও অনুযোগ ছিল।

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: এসব কথা আজ না বলি ।

৬| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৪

বিষাদ সময় বলেছেন: সাদি আমারও অত্যন্ত পছন্দের শিল্পী। কিন্তু আপনি যেটা উল্লেখ করেছেন সেটা অযেৌক্তিক। হয় ধর্ম, না হয় শিল্প-সংস্কৃতি কিন্তু কোন ভাবেই দুটি দ্বান্দ্বিক বিষয় একসাথে না। ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১২:১০

চারাগাছ বলেছেন:
সাদি মোহাম্মদ কি একুশে পদক পেয়েছেন।
আমার মতে সাদি মোহাম্মদ আর রেজওয়ানা চৌধুরী বন্যার মত রবীন্দ্র সংগীত শিল্পী পৃথিবীতে নেই।

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম ওরা দুজন আসলেই ভাল গায় ।

৮| ১৭ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৪৯

সোহানী বলেছেন: একজন শিল্পীর মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা গান গেয়ে বিদায় জানিয়েছেন তাতে উনাকে সন্মান করা হয়েছে। এটা নিয়ে এতো হৈচৈ করার কি আছে? যাদের আঁতে ঘা লাগছে তারা তাদের মৃত্যুর আগে থেকেই ওয়াজ হুজুরদের রেডি রাখার পরামর্শ থাকলো।

১৭ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৯| ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০৫

ঢাবিয়ান বলেছেন: @ সোহানী আপু , আপনার সাথে একমত হতে পারছি না। সাদী মুহম্মদ মুসলিম ছিলেন। তাই মুসলমান হিসেবেই তার শেষ যাত্রা সম্পন্ন করা হলে ভাল হত। এইভাবে গান বাজনা করে বিদায় জানানো মুসলিম রীতি নয়। উনার স্মরনে গান বাজনার আয়োজন করার জন্যতো সারা জীবনই পড়ে আছে।

১০| ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৪

ধুলো মেঘ বলেছেন: ঢাবিয়ান, সাদী মুহম্মদ নামে মুসলিম ছিলেন, তাই নামের সম্মান রাখার জন্যই নামেমাত্র উনার জানাযা হয়েছে - আর কিছু নয়। উনি প্রকৃত মুসলিম হলে কখনোই আত্মহত্যার পথ বেছে নিতেন না। তবে যে গান গেয়ে তাকে বিদায় জানানো হয়েছে - সেটা তার মত জীবন যুদ্ধে কাপুরুষের মত পরাজিত ব্যক্তির সাথে যায়না।

১১| ১৭ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩২

ঢাবিয়ান বলেছেন: @ ধুলো মেঘ, কে প্রকৃত মুসলিম, কে মডারেট মুসলিম বা কে নামে মাত্র মুসলিম তা আমরা বিচার করার কেউ না। মহান আল্লহতালাই তা বিচার করবেন। তাই মৃত্যূর পর যার যার ধর্মীয় পরিচয় অনুযায়ী শেষ বিদায় সম্পন্ন করাই সভ্য সমাজের রীতি।

১২| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৩| ১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২২

ধুলো মেঘ বলেছেন: @ঢাবিয়ান, কে পূণ্যবান আর কে পাপী - সেটা আল্লাহ বিচার করবেন। কিন্তু সামগ্রিক কর্মকান্ড দেখে শুনে মানুষের পক্ষে নির্ণয় করা মোটেও কঠিন নয় যে কে প্রকৃত মুসলিম, আর কে নয়। যেহেতু রাসূলের (স) মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ, কাজেই যে লোক নামাজ পড়েনা, তাকে কোনভাবেই মুসলিম বলে দাবি করা যায়না।

মুসলিম মাত্রেরই জীবন, সম্পদ সব কিছুর মালিক আল্লাহ। তাই কোন মুসলিম কখনোই আত্মহত্যার পথ বেছে নিতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.