নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হইলাম মামা :)

তাহসিন মামা

ঘুরে বেড়াতে ভালবাসি। সৌন্দর্য উপভোগ করতে চাই, সুন্দরের মাঝে বেঁচে থাকতে চাই।

তাহসিন মামা › বিস্তারিত পোস্টঃ

'ইন টু দা ওয়াইড'

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১





বর্তমান পরিস্থিতিতে ঘরাঘুরি বন্ধ হয়ে গেছে প্রায়। পুরনো সব সৃতি আবার রোমন্থন করতে মাঝে মাঝে বেশ ভালই লাগে। ইচ্ছা ছিল সাতটি বিভাগ নিয়ে সাতটি পোস্ট দিবো। কিন্তু ছবি বাছাই করতে গিয়ে এক বান্দরবান নিয়ে যা ছবি হল তা দিয়ে ১০ টি পোস্ট আরামসে দেয়া যায়। তাই কি আর করবো। বান্দরবানের অপার রুপ সুধার একটু ঝলক তুলে ধরার সামান্য প্রচেষ্টা মাত্র।



১। বান্দরবান শহরে ঢুকতেই আপনাকে অভিবাদন জানাবে মেঘলা পর্যটন কেন্দ্র।





২। নাফাখুম যাওয়ার পথে আপনার বেস ক্যাম্প হতে পারে রেমাক্ক্রির এই সুন্দর পারাটি।





৩। নীলগিরি !!! এখানে পাহাড় খেলা করে মেঘের সাথে। আপনার মন চাইবে একটু উড়তে।









৪,১। স্বর্ণ মন্দির। খবরদার কেউ স্বর্ণ চুরি করতে যাবেন না। হা, দেখতে যাবেন অবশ্যই।





৪। জুমের চালের ভাত। এর স্বাদ এক কথায় অসাধারন।





৫। জলপ্রপাতের নাম নাফাখুম !!! বুক ভরে নিঃশ্বাস নিন, এখানকার বাতাস বড়ই বিশুদ্ধ।







৬। ভয় আর কৌতূহল মিলিয়ে আমার দিকে তাকিয়ে।





৭। তৈরি হচ্ছে থাঞ্ছি ব্রিজ।





৮। কেওকাড়াডং এর চুড়ায় আমাদের বিজয় নিশান।





৯। বাংলাদেশের সর্বচ্চো চূড়া বিজয়ের আনন্দ একটু অন্যরকম তো হবেই।





১০। তিন্দুকে আমার অনেকটা স্বর্গই মনে হয়।









১১। ধ্যান মগ্ন ভণ্ড বাবা !!! তিন্দু ঝিরিতে।





১২। জীবনের বয়ে চলা সবার একই রকম। পথটা শুধু একটু বৈচিত্রময়।









১৩। কুমারী ঝর্ণা !!!





১৪। জীবন যেখানে যেমন...







১৫। এলাকার নাম বড় পাথর। আছে রাজা পাথর, মন্ত্রী পাথর, কলস পাথরও পেয়ে যাবেন এখানে।





১৬। বার্ডস আই তে রেমাক্ক্রি ঘাট।





১৭। চলছে জীবন তরী। বাঁধা তো আসবেই। থেমে থাকলে কি চলে ???









১৮। ঝর্ণার নাম লাং লুক ।





১৯। যাত্রা মোদের নাফাখুম পানে।







২০। আমরা এবার চলেছি বড় মদক পানে। ইন টু দা ওয়াইড !!!





২১। বড় মদক বি জি বি ক্যাম্প থেকে...





২২। পাহাড়ি খাবার। মারফা, মিষ্টি কুমড়া, শামুক !!!







২৩। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের সন্ধানে। যাত্রা শুরুর আগে।





২৪। সুন্দরতম জলপ্রপাতের পথে। মনে করলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠে।







২৬। ফিরছি আমিয়াখুম হতে।





২৭। ফিরতি পথে আশ্রয় নিয়েছিলাম অতিরাং পাড়াতে...





২৮। দুজনে দুজনার !!!





২৮,১। জাদিপাই ঝর্ণা।





২৯। গোল পাথরের ঝিরি ।





৩০। পথ ভুল করে চলে এলাম এখানে... অতঃপর !!!





৩১। আমরা ফিরে চলেছি ইট পাথরের জঞ্জালে ভরা আমাদের প্রানের শহর ঢাকার পানে...

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: ছবিগুলো খুব মনকড়া । খুব ভাল লাগলো । ++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

তাহসিন মামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

পাজল্‌ড ডক বলেছেন: Into the wild into the collection!!(প্রিয়তে) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

তাহসিন মামা বলেছেন: :) :) :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটি অসামান্য ফটোব্লগ!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

তাহসিন মামা বলেছেন: সামনে ইনশাআল্লাহ আরও ভাল কিছু দিতে পারবো আশা করছি :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর ছবিগুলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ ভাই :) :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০

শামস 8929 বলেছেন: আমাদের দেশটাই এত সুন্দর নাকি আপনার ফটোগ্রাফি?// খুব ভালো লাগল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

তাহসিন মামা বলেছেন: আমি ভাই ফটোগ্রাফার নই। সখের বশে মাঝে মাঝে ছবি তুলি আর কি :) আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৪

এম মিজান রহমান বলেছেন: সিলেটে রুমে বিছানায় শুয়ে যেন পুরো বান্দরবান ঘুরে আসলাম ।

অসাধারন ফটোগ্রাফি ।।

অসংখ্য ধন্যবাদ ।।

ওয়েলকাম এট সিলেট....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

তাহসিন মামা বলেছেন: হুম্ম !! গত বছর সিলেটে গিয়েছি ৬ বার। এ বছর ও যাওয়ার ইচ্ছা আছে। পরবর্তী ফটো ব্লগ টা সিলেটের উপর করবো ভাবছি :) :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

মানস চোখ বলেছেন: খুবই সুন্দর পোস্ট 'তাহসিন মামা' !!!!!!
অসাধারন সব ছবি!!!! আপনার লেন্স দিয়ে এই সব অসাধারন দৃশ্য দেখলাম!!!!
ধন্যবাদ!!!
ভালো থাকবেন!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই একদিন দেখা হয়ে যাবে কোন এক পথের বাঁকে :) ভাল থাকবেন।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান বান্দরবান। আমি যদি পারতাম বান্দরবানেই চলে যেতাম সারাজীবনের জন্য বাস করতে।:)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

তাহসিন মামা বলেছেন: হা হা হা !!!! ঠিক ৫ দিনের মাথায় লেজ গুটিয়ে চলে আসতেন এই শহরে। বান্দরবানে থাকাটা খুব একটা সুখকর নয় । বেড়াতে যাওয়া আর থাকা এক জিনিস নয়।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: তাতে কি যায় আসে। স্বপ্নের দেশ বান্দরবান যেন ছবি ছবি চারিদিক!!!!!

ভাইয়া বান্দরবান ঘুরে এসে এমনি ভালো লেগেছিলো যে একটা সময় স্বপ্ন স্বপ্ন কবিতা লিখতে গিয়ে আমি লিখেছিলাম ----
http://www.somewhereinblog.net/blog/saimahq/29180355
:) :) :)

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

এ. এস. এম. রাহাত খান বলেছেন: অসাধারন।আমি গিয়েছি কিন্তু আপনার ক্যাপচার গুলি অনবদ্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

তাহসিন মামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। :) :)

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

সারাফাত রাজ বলেছেন: আপনার ছবিগুলো আমি আমার ফেসবুকে ব্যাবহার করলাম।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

তাহসিন মামা বলেছেন: করেন, সমস্যা নাই :)

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

রায়হান মজিদ বলেছেন: koy diner tour silo?

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

তাহসিন মামা বলেছেন: সব মিলিয়ে কয়েক বছর। এগুলো এক ট্রিপের ছবি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.