নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হইলাম মামা :)

তাহসিন মামা

ঘুরে বেড়াতে ভালবাসি। সৌন্দর্য উপভোগ করতে চাই, সুন্দরের মাঝে বেঁচে থাকতে চাই।

তাহসিন মামা › বিস্তারিত পোস্টঃ

আমি আজও নেশাগ্রস্থ !!! একটি আত্মস্বীকারোক্তি..

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪



আমি ছোট বেলা থেকেই নেশগ্রস্থ। নেশার খোরাক যোগাতে গিয়ে ছোট বেলায় মা’র ব্যাগ থেকে টাকা চুরি করতাম এক সময়। বড় হয়ে এই নেশার কারনে অনেক কিছু করেই টাকা আয় করতে হয়েছে। টিউশনি করানো, পার্ট টাইম জব সবই আমি করেছি এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে। কিন্তু নেশায় আমার আসক্তি কমেনি। বরং দিন দিন এই আসক্তি বেড়েই চলেছে। ছোট বেলায় আমার বাবাই এই নেশার বীজ আমার রক্তে ঢুকিয়ে দিয়েছে। সেই বীজ আমি আজও বয়ে বেড়াচ্ছি। এ যে ভ্রমণের নেশা। ত্যাগ করা দায়, নেই যে উপায়!!!
১। নারায়ণগঞ্জে ফেব্রুয়ারিতে প্রচুর ফুলের চাষ হয়। গ্লাডিওলাস, গোলাপ, ডালিয়া, জারবেলা, ইনকা অন্যতম। সেগুলো দেখতে যাওয়ার কোন এক ফাঁকে।

২। হামহাম ঝর্ণা।




৩। সুন্দরবন সবসময় আমাকে টানে। প্রতিবছর একবার যাওয়া হয়। এ বছর অবশ্য ‘সাদা মনের মানুষ’ এর সাথে গিয়েছিলাম



৪। বালিয়াতি জমিদার বাড়িতে।

৫। নীলগিরি হেলিপ্যাড থেকে আমার উড়ার মুহূর্তে।

৬। কেউকারাডং এর চূড়ায়।

৭। মহামায়া রাবার ড্যাম প্রোজেক্ট।

৮। বিরিশিরি, আমার প্রিয় বিরিশিরি।

৯। বিছানাকান্দি

১০। লক্ষঞ্ছরা

১১। পান্তুমাই

১২। লালাখাল

১৩। রিসাং ঝর্ণা, খাগড়াছড়ি।

১৪। নাটোর। আমি এখন রাখাল !

১৫। সমুদ্রের টানে, দক্ষিনের দ্বীপে। ছেঁড়াদ্বীপ।

১৬। আমার বয়স তখন ৬-৭ হবে। নেশা টা আমার ছোট বেলা থেকেই।

১৭। ট্র্যাক টু রকি আইল্যান্ড।

১৮। রকি আইল্যান্ড।

১৯। তিস্তা নদীতে বোট র‍্যফটিং।

২০। লালনের টানে পদ্দহেম ধামে যাওয়ার পথে।

২১। একবার তেতুলিয়া থেকে টেকনাফ সাইকেল নিয়ে যাওয়ার নেশা চাপছিল। ১০৫০ কি মি। যেতে লাগলো ৯ দিন।
২২। কেন ঢুকতে পারছি না, পিছনের সাইন বোর্ড পরে বুঝে নিন।

২৩। দাদাদের দেশে গিয়েছিলুম সেবার।

২৩।১ তৈ দৈ ছড়া ঝর্ণা খুঁজতে দীঘিনালায়।

২৪। আমিয়াখুমের পথে।

২৫। আমি যখন আমিয়াখুমের দারোয়ান ছিলাম।


২৬। অরণ্য শান্তি কুটিরে, পানছড়ি, খাগড়াছড়ি


২৭ মন বারে বারে চলে যায় টাঙ্গুয়ার মায়ায়


২৮। নওয়াব বাড়ি, টাঙ্গাইল।


২৯। রাজশাহীর যতো কথা...


৩০। জলপ্রপাতের নাম নাফাখুম...


৩১। সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ


মানুষ আফিম, গাঁজা, চরস, মদ যে কোন একটাতে বেশি অভ্যস্ত হয়। আর আমি সুন্দরবন, বান্দারবান, সিলেট, রাঙ্গামাটি তথা পুরা বাংলাদেশের প্রতিই নেশাগ্রস্থ। কেউ আমাকে বাঁচান !!!

মন্তব্য ৮৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: সব জায়গা তো ঘুরে ফেললেন !! !:#P

চমৎকার পোস্টে ভালো লাগা।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬

তাহসিন মামা বলেছেন: বেশি ছবি দিয়ে আতেল প্রমানিত হওয়ার সখ নাই, তাই অল্প কয়েকটা ছবি দিয়ে শর্টকাট মারলাম আর কি !!! আমার তো কিছুই ঘোরা হল না :(

২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: ভাল নেশাখোর। সাদা মনের মানুষরে পাইলেন কই।? সে তো নরসিংদীর মানুষ।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

তাহসিন মামা বলেছেন: ভাই, ঘুরুইঞ্ছি মানুষ আমরা। নরসিংদী আর মাধপদী তো দুই পা ফেললেই। এই তো সেদিন 'বোকা মানুষ বলতে চায়' এর সাথে ঘণ্টা ছ'য়েক আড্ডা দিলাম। উনি ও আমার সাথে সুন্দরবনে গিয়েছিলেন কোন এক সময় :)

৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই আপনাকে আমি ঘোষনা দিয়ে হিংসে করি। এত জায়গা ঘুরসেন!! কত কি দেখছেন!!!! এইটা কিছু হইল!!!

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

তাহসিন মামা বলেছেন: করেন ভাই, করেন। যতো পারেন হিংসা করেন। নেশগ্রস্থ মানুষকে হিংসা করবেন এ আর এমন কি??? আমার নেশাটা আপনার মাঝে সংক্রামিত হোক। আপনার জন্য শুভকামনা।

৪| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

মহান অতন্দ্র বলেছেন: ছবি গুলো বেশ। শুভ কামনা ভাই আপনার জন্য। আরও ঘোরেন। আপনার লেখায় আমরাও ঘুরি।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

তাহসিন মামা বলেছেন: আমি ঘুরত ঘুরতেই মরতে চাই।। :) মন্তব্বের জন্য ধন্যবাদ।

৫| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দারুণ ভাই। বেশী বেশী করে ঘুরেন আর আপনার তোলা ছবি দেখে আমরাও নেশাগ্রস্ত হই।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

তাহসিন মামা বলেছেন: এই ছবি গুলো বিভিন্ন সময় আমার বন্ধুরা একটু আধটু দয়া করে তুলে দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর মত্তব্বের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:২১

ব্লগার মাসুদ বলেছেন: ছবির সাথে সাথে মনে হলো এতক্ষন আমিও ঘুরলাম । বেশ হয়েছে ।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩২

তাহসিন মামা বলেছেন: ফাও তো ভালই ঘুরলেন!!! কি আর করা? :) :) :)

৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ধরনের পোস্ট দেখলে আফসোস হয়। মনে হয় জীবনরে আসলে কি দেখাইলাম :(

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৫

তাহসিন মামা বলেছেন: বলেন তো এই ধরনের পোস্ট দেয়া বন্ধ করে দেই ? তবে একটা কথা সত্যি, আপনাদের আফসোস হয় দেখেই আমি এই ধরনের পোস্ট দেই :প :)

৮| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: আপনার সাথে আপনার নেশাকেও সালাম।।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯

তাহসিন মামা বলেছেন: ওআলাইকুমআসসালাম :)

৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ২:৫১

নতুন বলেছেন: এমন নেশাখোর দেখলে আমার খুবই হিংসা হয়।

এতো কিছু দেখার আছে দুনিয়ায় আর আমার জীবন কাটে কামলা দিয়া।

কবে যে টাইম হবে ঘুরে বেড়ানোর।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪

তাহসিন মামা বলেছেন: কামলা তো আমারও খাটতে হয়। ওই যে নেশার টাকা জোগাড় করা লাগে। আমি তো কামলা খাইটা ঘুরি, আবার ঘুইরা আইসা কামলা খাটি। :) ঘুরে বেড়ানোর জন্য টাইম কখনো হবে না, টাইম বের করে নিতে হবে ।

১০| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: নেশার ষোলকলা পূর্ণ করলেন, এবার ১৭ কলা দেখার অপেক্ষায়...........

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৮

তাহসিন মামা বলেছেন: আমার ১৬ কলা পূর্ণ হলে আপনার তো ১৬০০ কলা পূর্ণ হওয়ার কথা। আপনার সাথে রেল লাইন ধরে হাঁটতে না পারলে আমি কিন্তু রেল লাইনে সুই সাইড খামু কইলাম।।!

১১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:১৭

বাঘ মামা বলেছেন: নিঃসন্দেহে এটা একটা জটিল নেশা,যা আমাকে পেয়েছে সেই ছোট্টকাল থেকে, দেশের প্রতিটা জেলা এবং প্রায় প্রতিটা উপজেলা ঘুরে বেড়িয়েছি।ছবির প্রতিটা জায়গা মনের করিয়ে দিলো সব অতীত।

শুভকামনা সব সময়

১২| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৪

তাহসিন মামা বলেছেন: আগে বলেন ৬ বার সুন্দরবনে যাওয়ার পরও আপনার দেখা পেলাম না কেন??? আপনি কি ওই সময় গুলোতে ভিসা নিয়ে ভারতে গেছিলেন? সব জেলা ঘুরলেও উপজেলা কয়টা ঘুরসি টা মনে করতে পারছি না। সে ক্ষেত্রে আপনি তো আমার মামা হবেন। তাহসিন মামার মামা হল বাঘ মামা :) :)

১৩| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: ভাইয়া আপনার এ নেশা যেন সারা জীবন থাকে । খুব ভালো লাগলো । ধন্যবাদ ।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

তাহসিন মামা বলেছেন: দোয়া চাই আপনাদের, সাপোর্ট চাই সকলের :) :) :) মন্তব্বের জন্য ধন্যবাদ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

জুন বলেছেন: আমিও :(
খুব ভালোলাগলো পরিচিত জায়গাগুলো দেখে ।
+

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

তাহসিন মামা বলেছেন: আপু কেমন আছেন? আপনিও অনেক ঘোরাঘুরি করতেন জানি, কিন্তু আপনার পুরনো লেখাতে ট্রাভেল রিলেটেড তেমন লেখা নাই। সময় করে একটু লিখেন। :)

১৫| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনারে লগিন ব্যান করা উচিত ভাই। অনতিবিলম্বে ;)

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬

তাহসিন মামা বলেছেন: তা ঠিক। তবে তার আগে আমি আরও কয়েকটা পোস্ট দিয়ে যাব। যা দেখে আপনি জ্বলবেন আর জ্বলবেন। পুড়বেন আর পুড়বেন। রাজী আছেন?

১৬| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: ১৬ আর ২৪ দেখে আমিও নেশাগ্রস্হ হয়ে গেলাম ।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৮

তাহসিন মামা বলেছেন: ভাই, কি অবস্থা? কেমন আছেন?

১৭| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

জুন বলেছেন: ভাই মে মাস থেকে আমি টানা ভ্রমন কাহিনী লিখে যাচ্ছি । পাঠকরা মনে হয় বিরক্তই হয়ে যাচ্ছে :`>

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

তাহসিন মামা বলেছেন: পাঠকরা বিরক্ত হলে আপনি নিজেই লেখা বন্ধ করে দিতেন :) যাই হোক আপনার কাছ থেকে আরও ভ্রমণ লেখা চাই।

১৮| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: নিজের দুই একটা আফসসের জায়গার কথা বলেন, যেইগুলায় কখনো যাওয়া হবেনা বইলা ধইরা নিছেন। ভুল কইরা হইলেও হয়তো চইলা গেছিলাম সেইখানে। ;)

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮

তাহসিন মামা বলেছেন: এরকম অনেক জায়গা আছে যেখানে আমার হয়তো যাওয়া হবে না। তাই বলে আফসোস করার মানুষ আমি না। সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দেখার সুযোগ দিয়েছে তা কয়জনের ভাগ্যে জোটে বলেন। আফসোস করার তো প্রশ্নই উঠে না। তবে একবারের জন্য হলেও ব্রাজিল ও আমাজান যাওয়ার ইচ্ছা আছে, ইচ্ছা আছে মাচুপিচু যাওয়ার।

১৯| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮

দিশেহারা আমি বলেছেন: ভালো লাগলো।
চমৎকার ছবি ব্লগ। তবে
মহিষের পিঠে হাতির চড়ে বেড়ানোর ছবিটা আপত্তিকর :P

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

তাহসিন মামা বলেছেন: ডাইনোসররা পিপিলিকাকে হাতি ভেবে ভুল করেছে যুগে যুগে :-P । এই জন্যই তাদের বিলুপ্তি হয়েছে বলে ধারণা করা হয়। মঙ্গল গ্রহের চামচিকা বিশেষজ্ঞ এই বিষয়টি নিশ্চিত করেছেন। :#)

২০| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

ভিটামিন সি বলেছেন: মামা, আন্নের সবগুলা ছবি অ্যাই অ্যাঁর দুই চউখ খুইল্ল্যা দেখছি আর হিংসা করচি। অ্যাই কেন যে আন্নেগর লাহান হইবার পারলাম না? অ্যাঁরও আন্নেগর লাহান ঘুরতে মন চায়। দেশে আইস্যা কামাল ভাইয়ের/কাকুর সাথে যোগ দিমু।

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬

তাহসিন মামা বলেছেন: যার সাথেই যোগ দেন, আমারে কিন্তু বিয়োগ কইরেন না কইলাম। তাইলে কিন্তু আমি আপনারে শূন্য দিয়া গুন কইরা দিমু B:-) । ভিটামিন সি এর অভাবে তো আমার রাতকানা রোগ হইসে মনে হচ্ছে। জলদি আইসা পরেন।

২১| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

ভিটামিন সি বলেছেন: কিতা কস মামা? আপনারে বিয়োগ দিমু মানে!! আপনি অনুমোদন না দিলে কি আর কামাল ভাই/কাকু আমারে উনার সাথে নিব? খাঁটি গরুর দুধ তো আগে আপনারেই মারন লাগবো, তারপরে না কামাল কাকু থুক্কু কামাল ভাই।
ভিটামিন সি এর অভাব তো কোনভাবেই মাইন্ন্যাা লইন যায় না। কিন্তু আন্নে আইত কানা অইলৈন কিরামে? কি আর করা, এই পুর্ণিমা রাইতে চউখ ভইরা জোস্না দেহুইন। আইতকানা ভালা অই যাইব গা্।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩

তাহসিন মামা বলেছেন: আপ্লিকেশন ইর মুদ্ধে বানানা ভুউল আচে। আনুমুদন দিয়া গেলু ন।

২২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

বোকামানুষ বলেছেন: খালি আফসোস আর আফসোস

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

তাহসিন মামা বলেছেন: আমার জন্য আফসোস কইরেন না ভাই। আমার সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নাই। আমার পরিবার এইটা মেনে নিয়েছে। আফসোস কইরেন না। :D

২৩| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

আবু শাকিল বলেছেন: হিংসা লাগে রে ভাই !

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮

তাহসিন মামা বলেছেন: আপনি এতো হিংসুক কেন???? কেনু কেনু কেনু ??? :( :(( :||

২৪| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দারুন নেশা, উপস্থাপনা আরও দারুন ।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

২৫| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর। শুভ কামনা ভাই আপনার জন্য, সব নেশা খারাপ নয় ভাইয়া, আপনার এই নেশা থেকে কখনো মুক্তি না মিলুক এই কামনা করি।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

তাহসিন মামা বলেছেন: আপনার মন কমনা পূর্ণ হোক । :) :) :)

২৬| ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, কোনদিন গাইড কিংবা ব্যক্তিগত সহকারী রাখার সামর্থ্য হইলে আমারে ইন্টারভিউতে ডাক দিয়েন। দাবী জানাইয়া রাখলাম।

০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

তাহসিন মামা বলেছেন: একটু শরম পাইসি :-*

২৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ এক জীবন ৷

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

তাহসিন মামা বলেছেন: আমি অতি সাধারন এবং ক্ষুদ্র মানুষ ভাই।

২৮| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ২:২৩

শাশ্বত স্বপন বলেছেন: এরপর কোথায় যাইবেন। জানাবেন, আমি যেতে পারি

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

তাহসিন মামা বলেছেন: ১৪ তারিখ বিছানাকান্দি, ৪ সেপ্টেম্বর বিরিশিরি, ২৫ সেপ্টেম্বর সাজেক, ৮ অ অক্টোবর কাশ্মীর। আপাতত এই পর্যন্তই প্ল্যান :)

২৯| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:০২

ঘুড়তে থাকা চিল বলেছেন: তা তো বটেই,তবে ঘুরাঘুরি চমৎকার ৷

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

তাহসিন মামা বলেছেন: সহমত। :) :) :)

৩০| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

সায়েম মুন বলেছেন: আপনার পোস্ট দেখে প্রকৃতই ভ্রমণ নেশাগ্রস্থ মনে হলো। বিশেষ করে টেকনাফ-তেতুলিয়া সাইকেল ভ্রমণের কথা শুনে অবাক হলাম। #:-S

আমিও কিছুটা ভ্রমণ নেশাগ্রস্থ। এক সময় প্রচুর ভ্রমণপোস্ট দিতাম। এখনও সময় পেলে ঘুরাঘুরি করি। আপনার পোস্টের বেশীরভাগ জায়গা আমার চেনাজানা।

ভাল থাকুন, আরও অনেক জায়গা ঘুরুন। শুভকামনা রইলো।

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

তাহসিন মামা বলেছেন: একই দলের লোক দেখছি। টেকনাফ- তেতুলিয়া সাইক্লিং করেছিলাম ২০১১। একবার পুরোটা হাঁটার ইচ্ছা আছে। সময়ের অভাবে হয়ে উঠছে না। দেখা যাক কি হয়। আপনার জন্যও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার নেশা দূর করার চিকিৎসা করা উচিত। নেশা করা ভালা না। গোপন সুত্রে খবর পেলাম, ইতমধ্যে নাকি সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে? :P

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:১২

তাহসিন মামা বলেছেন: একটা গান মনে পরে গেল, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি বুঝবি শেষে ;) :P :P :P

৩২| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার নেশা দূর করার চিকিৎসা করা উচিত। নেশা করা ভালা না। গোপন সুত্রে খবর পেলাম, ইতমধ্যে নাকি সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে?

........ঠিকই বলেছেন হাসান ভাই, আমিও শুনেছি ওনার জন্য ভালো থেরাপির ব্যবস্থা হচ্ছে =p~

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:১৫

তাহসিন মামা বলেছেন: যেই থেরাপিতে গুরুর কিছু হয় নাই, আমার আর কি হবে !!!!

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: রেল লাইনে হাটলেই বরঞ্চ সুইসাইড খাওয়ার সুযোগ বেশী, না হেটে শুধু সুইসাইট খাওয়ার জন্য রেল লাইনে গেলে আপনারই লস হবে বেশী :-B

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:১৭

তাহসিন মামা বলেছেন: হাটবাম তো :( :( :(

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সরে দাড়ান ভাই ট্রেন আইতাছে..............

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

তাহসিন মামা বলেছেন: আমি কি ইলেকশনে খারাইসি যে সইরা দাড়ামু !!! X( X( X(

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাবলাম আপনি হবেন গুরুমারা শিষ্য :-B

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

তাহসিন মামা বলেছেন: B-) B-) B-) B-) B-)

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৪

মানস চোখ বলেছেন: আপনারে কেওই বাঁচাতে পারবে না না............ :) :) :) 'মামা' তবে 'বোকা মানুষ....' আর 'সাদা.....মানুষ' যে ইঙ্গিত দিছে তাতে বাঁচলেও বাঁচতে পারেন মাগার আগেই কই ঐ বাঁচা কিত্নু বাঁচা না :) :) :) :)

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

তাহসিন মামা বলেছেন: এই সব দুষ্টু মানুষের মিষ্টি কোথায় ভুলবেন না যেন। তবে একটা কথা কই, এই বাঁচা বাঁচা না, আরও বাঁচা আছে। এই বাঁচারে নিয়ো তোমরা সেই বাঁচারই সাথে। B-) ;) :)

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ আপনার অভিজ্ঞতা।+++


আমার এ জীবনে হলো না............. :(

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

তাহসিন মামা বলেছেন: একটু প্ল্যান করলে অথবা একটা টার্গেট নিয়ে বেড়িয়ে পড়ুন। এ সব করার জন্য জীবনটা এতো ছোটও নয় নিশ্চয়ই। আপনার জন্য শুভকামনা। :)

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো রেল লাইনে

৪০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দেখা যাক কি হয়......।

তবে আশা আছে। তখন পরামর্শ চাইব আপনাদের কাছে। সহযোগীতা করবেন আশা করি।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩

তাহসিন মামা বলেছেন: যে কোন দিন, যে কোন সময় ভ্রমণের কু-বুদ্ধি চাইলেই পাবেন :) ;)

৪১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন সব ছবি
খুব সুন্দর খুবই সুন্দর।

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

তাহসিন মামা বলেছেন: আমার ব্লগে আপনাকে অনেক দিন পর পেলাম। জি, ছবির জায়গা গুলো সুন্দর :) :)

৪২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

ধৃষ্টদ্যুম্ন বলেছেন:

অসাধারণ 'মামা', স্রেফ অসাধারণ!

আপনার এক অ্যালবামের এ ছবি দেখে আমার প্রায় মাথা খারাপ হবার দশা ... কিছু বলার নেই আসলে!



অনেক শুভকামনা ... :)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৩

তাহসিন মামা বলেছেন: এইটা আমিয়াখুম ট্রিপের ছবি :P :P :P

৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

মহান অতন্দ্র বলেছেন: পড়লাম বেশ লাগলো। শুরুটাও বেশ ছিল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭

তাহসিন মামা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। :) :)

৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

সারাফাত রাজ বলেছেন: ভাই কেন এধরণের পোষ্ট দেন? আপনার এ ধরণের পোষ্ট কারো কারো মৃত্যুর কারণ হতে পারে X((

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

তাহসিন মামা বলেছেন: ক্ষমা চাই।

৪৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

টুম্পা সাড়া বলেছেন: লক্ষঞ্ছরা এটা কোথায়?

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

তাহসিন মামা বলেছেন: বিছানাকান্দি ও পান্তুমাই এর ঠিক মাঝখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.