নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস গল্পকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

শাহেদ খান

আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি ! :) ব্লগের বাইরে যোগাযোগে: [email protected]

শাহেদ খান › বিস্তারিত পোস্টঃ

আর না-বলা গল্পগুলো

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০



৩.

মিথ্যে করে 'আর না-বলা গল্পগুলো'র জীবদ্দশায়

তোমায় ভুলে দিলাম আমি ইচ্ছেমতন আকাশ-পাড়ি;

আর যারা সব দু'চোখ বুজে নাকের ওপর চশমা বসায়,

ভাবছে তারা - 'হয়েই গেল একটা ভীষণ কেলেঙ্কারী' !



কিন্তু যারা অন্যরকম, উড়তে শিখেছিলো যারা,

তারাই বুঝে এখন কেন দেয়ালজুড়ে সাতাশটা রং;

সবটা বুঝে বলল ওরা তুচ্ছ করে সব ইশারা -

'আর না-বলা গল্পগুলো আমরা শুনতে চাই না বরং !'



'আর না-বলা গল্পগুলো' এবার তুমি হারিয়ে ফেলো?

শুনছো তুমি? খুঁজবে না কেউ - যেমন ইচ্ছে হারিয়ে ফেলো !







১.

তখন তোমার পায়ের কাছে আছড়ে পড়ে রোদ

তখন আমার দু'হাত বাঁধা - কঠিন অবরোধ !

হাত দুটো'কে ভাবলে তুমি 'গভীর জলের মাছ'

দু'চোখ তোমার জল হলে ওই হাত'টা হত কাঁচ

গল্প তখন অন্যকিছু। আর নিরুপায় হয়ে -

সাবধানে পা ফেলছি আমি, জিতে যাওয়ার ভয়ে...



ফের লাগাতার কর্মসূচী জীবন সাজায় কাজে

অনেক কাব্য লুকিয়ে পড়ে ব্যস্ত এই সমাজে;

আর না-বলা গল্পগুলো আমরা ভুলতে থাকি,

আর না-দেখা সূর্যমুখী, আর বোকা জোনাকি...

তারপরও সেই পরাজয়ও ঠিকই বদলা নিলো !

কোত্থেকে এক মাতাল হাওয়া হঠাৎ জানান দিলো-



সূর্য তোমার শাড়ি'র আঁচল ধরতে চেয়েছিলো !

সূর্য তোমার সবুজ আঁচল ছুঁতে এসেছিলো !







২.

অবাক হাওয়া ছড়িয়ে পড়ে ভুল সে পথে যখন ভীষণ,

তোমার চোখে মেঘ জমে যায়, আমার মাথায় ধুলো'র বোঝাই;

অসাবধানে বাড়তে দিচ্ছো মাত্রাবিহীন দেয়াল-লিখন?

ওসব কেবল কষ্ট দেবে - তোমায় আমি কেমনে বোঝাই?



গলির মুখে টুকরো আকাশ - নীলাভ জমিন - লালচে ঘুড়ি

যখন শীতে বর্ণালীতে তুচ্ছতার'ও নেই সীমানা,

নিজের হাতেই করতে দিচ্ছো আমায় তোমার আকাশচুরি?

কিন্তু তুমি জানো আমার অনেক গল্প বলতে মানা !



ঘুমটা ভেঙ্গে - শুনছো? ওঠো ! - অবাক হাওয়ার বিলুপ্তি চাও ~

কঠিন ভাবলে কঠিন তবে সহজ ভাবলে সত্যি সোজা-ই !

আর না-বলা গল্পগুলো যত্ন করে সব ভুলে যাও,

না হয় শুধুই কষ্ট পাবে - এসব তোমায় কেমনে বোঝাই?







মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

শাহেদ খান বলেছেন: '২' - লেখাটায় কেউ যদি যেমন ইচ্ছা সুর বসিয়ে দিতো ! আমার নিজেরই গান হিসেবে শুনতে ইচ্ছা হচ্ছে... :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

শাহেদ খান বলেছেন: এবং কেউ গেয়ে শোনালো ! :)

ব্লগের প্রতি কৃতজ্ঞতা এবং আমার আনন্দের সীমা নাই !

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
৩ চমৎকার লাগলো।
১ কি দেশের বর্তমান পরিস্থিতে কে ডেডিকেট করে লিখা ?
২ গান হিসেবে ভালৈ হবে মনে হচ্ছে ||

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

শাহেদ খান বলেছেন:

৩ - :)
১ - না। তবে হ্যাঁ ভাবলেও আপত্তি নেই। শেষ লাইনে 'সবুজ আঁচলে সূর্য' দেখে আমারও মনে হচ্ছিল কবিতা'টার চাইলেই অন্য অর্থ দাঁড়িয়ে যায় !
২ - লিরিক হিসেবেই লেখা। অন্য অনেকগুলোর মত সুরবিহীন'ই থেকে যাবে সম্ভবত।

কমেন্টে ভাল লাগা, মুন !

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

মামুন রশিদ বলেছেন: তিনটেই ভালো লেগেছে । তবে ৩ এর ছন্দ তাল মধুর ঠেকেছে ।।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

শাহেদ খান বলেছেন: ১ আর ২ আগে লেখা, এখন পোস্ট করতে এসেছিলাম। পোস্ট করতে গিয়ে হঠাৎ তৎক্ষণাৎ ৩ লিখে ফেলা। তাই সেটা উপরে রাখলাম।

ভাল লাগায় ভাল লাগা জানবেন, মামুন ভাই।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

রহস্যময়ী কন্যা বলেছেন: সবগুলোই সুন্দর :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় ভাল জাগা জানাচ্ছি! :)

শুভেচ্ছা !

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

শুঁটকি মাছ বলেছেন: ৩ নম্বরটা জোস লাগছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

শাহেদ খান বলেছেন: 8-|

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: সবগুলোই ভাল লাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় আনন্দিত। শুভকামনা।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সকাল রয় বলেছেন: তখন তোমার পায়ের কাছে আছড়ে পড়ে রোদ
তখন আমার দু'হাত বাঁধা - কঠিন অবরোধ !
হাত দুটো'কে ভাবলে তুমি 'গভীর জলের মাছ'
দু'চোখ তোমার জল হলে ওই হাত'টা হত কাঁচ
গল্প তখন অন্যকিছু। আর নিরুপায় হয়ে -
সাবধানে পা ফেলছি আমি, জিতে যাওয়ার ভয়ে...


কবিতা সাজানো বেশ সহজ কাজ নয়। অন্ততআমার কাছে কিন্তু আপনার কবিতা পড়লে মনে হয় আপনার হাত যেন কবিতা লেখার জন্যই।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

শাহেদ খান বলেছেন: বিশাল কম্প্লিমেন্ট দিলেন কবি। অথচ আমি ইচ্ছেমতন এলোমেলোতায় লিখি।

আপনাদের ভাল লাগা লেখাগুলোতে প্রাণ নিয়ে আসে !

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

সায়েম মুন বলেছেন: তিনটেতে তিন রকম ভাললাগা। শুভকামনা শাহেদ। :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, সায়েম ভাই।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনটিই ভিন্নতর। ভাল্লাগছে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

শাহেদ খান বলেছেন: কমেন্টে ভাল লাগা জানাচ্ছি, দূর্জয় ভাই।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: সবকটাই ভাল লাগছে ৩ টা বেশি :)
ভাল থাকুন প্রিয় শাহেদ ভাই :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

শাহেদ খান বলেছেন: ভাল থাকা হোক, মাহমুদ। সবসময়ের শুভকামনা ! :)

[আজকে যে ব্লগের কী হল ! একেকটা রিপ্লাই পোস্ট করতে কত অসংখ্যবার ট্রাই করতে হচ্ছে !] /:)

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

লেখোয়াড় বলেছেন:
আসলে আপনি কি গীতিকার না কবিকার।
দুটোতেই আপনি সমান।

লিখতেও পারেন অবিরল।
ভাল লাগল সবগুলিই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮

শাহেদ খান বলেছেন: হাহ হা। আমি গল্পকার। 'অলস' গল্পকার। গল্পগুলোকে ছোট করে লিখি - তাতে গান-কবিতা যা কিছু হোক !

কমেন্টে অনেক ভাল লাগা জানবেন, লেখোয়াড় ! শুভেচ্ছা !

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

শাহেদ খান বলেছেন: গতকাল দুপুরের পর থেকে আর কোনও কমেন্টের রিপ্লাই দিতে পারছিলাম না ! যাক, এখন মনে হয় সমাধান হল !

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪১

বৃতি বলেছেন: চমৎকার কবিতাগুলো!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, বৃতি। ভাল লাগায় ভাল লাগা।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৬

নস্টালজিক বলেছেন: তুমি কিছু মনে না করলে আমি সুরের চেষ্টা করতে পারি!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

শাহেদ খান বলেছেন: রানা ভাই, আমি শোনার অপেক্ষায় থাকলাম তাহলে ! 8-|

শুভকামনা সবসময়ের।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

শ্রাবণ জল বলেছেন: তখন তোমার পায়ের কাছে আছড়ে পড়ে রোদ
তখন আমার দু'হাত বাঁধা - কঠিন অবরোধ !
হাত দুটো'কে ভাবলে তুমি 'গভীর জলের মাছ'
দু'চোখ তোমার জল হলে ওই হাত'টা হত কাঁচ
গল্প তখন অন্যকিছু। আর নিরুপায় হয়ে -
সাবধানে পা ফেলছি আমি, জিতে যাওয়ার ভয়ে...


আগের লেখা গুলোর মত সুন্দর। :)


এত দিনে আপনার নিজের লেখায় সুর শুনতে মন চাইল অবশেষে!

রানা ভাই সুর দিলে তো সেইরকম একটা গান পাওয়া যাবে, শাহেদ ভাই!! :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

শাহেদ খান বলেছেন: এতদিনে ইচ্ছে হল, এবং সেটা পূরণ হচ্ছে !

গান না হয়ে যাক, এমনি খালি-গলায় কেউ গুন-গুন করছে - এর চেয়ে বেশি কিছু আমি চাই না ! :)

রানা ভাই সুর দিলে, আমিও সেটার অপেক্ষায়ও আছি !

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ... সবগুলোই ভাল লাগলো ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

শাহেদ খান বলেছেন: জেনে ভাল লাগল, মায়াবী ছায়া। ব্লগে স্বাগতম !

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

সোমহেপি বলেছেন: কবিতা অসাধারণ হয়েছে।
এবার দাদার গান শোনার অপেক্ষায়...

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

শাহেদ খান বলেছেন: :)

প্রথম লাইনে আনন্দিত !
দ্বিতীয় লাইনে অপেক্ষমান...

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: দারুন....!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২

শাহেদ খান বলেছেন: শুভেচ্ছা, এহসান সাবির। ভাল থাকবেন।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

অরুদ্ধ সকাল বলেছেন: ঘুমটা ভেঙ্গে - শুনছো? ওঠো ! - অবাক হাওয়ার বিলুপ্তি চাও ~
কঠিন ভাবলে কঠিন তবে সহজ ভাবলে সত্যি সোজা-ই !
আর না-বলা গল্পগুলো যত্ন করে সব ভুলে যাও,
না হয় শুধুই কষ্ট পাবে - এসব তোমায় কেমনে বোঝাই?

এতসুন্দর কেমন করে লিখেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

শাহেদ খান বলেছেন: কমেন্টের শেষ লাইনের জবাবে বলছি:

কঠিন ভাবলে কঠিন তবে সহজ ভাবলে সত্যি সোজা-ই !

:P

হাহ হা। শুভকামনা নিরন্তর, কবি !

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো সব কটাই , শাহেদ ভাই !

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

শাহেদ খান বলেছেন: অনেক ভাল লাগল, অভি ! :)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

অলস গল্পকারের লেখা গুলি ছন্দে ছন্দে পড়তে পড়তে ভাবছিলাম আজকাল ক'জন এমন ছন্দ মিলিয়ে সুরে সুরে কবিতাকে বাজাতে পারে ।

১ নম্বরটা আমার নিজেরও মনে হলো আড়ালে অভিমান রেখে সামনে হাসি মুখে কথা বলার মতো করে নিজের কথা জানানো ।

খুব সুন্দর ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

শাহেদ খান বলেছেন: আড়াল, অভিমান... 'আর না-বলা গল্পগুলো' - সবই হল ভুলতে চাওয়ার গান !

বছরের পর বছর এমন সব কমেন্টে-উৎসাহে আমি ছন্দে জড়িয়ে গেছি আরও... ভাল লাগা জানাচ্ছি, পনি'পু। সবসময়ের জন্য !

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ও গীতিকবিতা উভয়ই ভালো লেগেছে।

শব্দ চয়ন এবং ছন্দের ব্যাপারটিও ভালোভাবে সামাল দিয়েছেন।

অভিনন্দন... শাহেদ খান :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় অনেক ভাল লাগা জানাচ্ছি ! :)

আমি নিয়মিত হতে পারছি না, কিন্তু আপনার ব্লগে যাওয়ার আগ্রহটা এখনও খুব করে আছে। অনেক প্রাণবন্ত পোস্ট পড়েছিলাম আপনার কয়েকটা। আমি আসবো।

শুভকামনা জানবেন। সবসময়ের।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

শাহেদ খান বলেছেন: সবসময়ের উৎসাহে ভাল লাগা জানবেন, হাসান ভাই।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৬

ভিয়েনাস বলেছেন: আমার তো মাঝখানেরটা মানে ১ নং টা বেশি ভালো লাগলো।বেশি ছন্দময় তো তাই :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

শাহেদ খান বলেছেন: :)

কমেন্টে আনন্দিত, ভিয়েনাস। নতুন বছরের শুভেচ্ছা !

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো ভাল হয়েছে।১ নম্বরটা বেশি ভাল লাগলো ।

বা মাঝখানেরটা বেশি ভাললাগলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় ভাল লাগা জানাচ্ছি, সেলিম ভাই।

সবসময়ের শুভকামনা।

২৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪১

নস্টালজিক বলেছেন: সুর হইসে একটার!


কিন্তু কেমন যে হলো বুঝতে পারছিনা!

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

শাহেদ খান বলেছেন: 8-|

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: খুব পরিচিত মনে হচ্ছিল এই না বলা গল্পগুলো। দারুন....

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

শাহেদ খান বলেছেন: অপরিচিত গল্পগুলোই বলা হয়ে থাকে। পরিচিত গল্পগুলো বলা যায় না...

২৭| ১৩ ই মে, ২০১৪ ভোর ৫:৩২

ছায়াপাখির অরণ্য বলেছেন: গলির মুখে টুকরো আকাশ - নীলাভ জমিন - লালচে ঘুড়ি
যখন শীতে বর্ণালীতে তুচ্ছতার'ও নেই সীমানা,
নিজের হাতেই করতে দিচ্ছো আমায় তোমার আকাশচুরি?
কিন্তু তুমি জানো আমার অনেক গল্প বলতে মানা !


বাহ!

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শাহেদ খান বলেছেন: ভাল লাগায় ভাল লাগা।

২৮| ১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৫০

স্বপ্নবাজ (অতি ক্ষুদ্র একজন) বলেছেন: ৩ ভাল লেগেছে...

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শাহেদ খান বলেছেন: ভাল লাগা জানাচ্ছি আমিও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.