নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

শহীদুল মিশু

আমার আমি কে নিজে ই খুজে পাই না

শহীদুল মিশু › বিস্তারিত পোস্টঃ

"শুধুজানি 'চাওয়া-পাওয়া' গুলো নিঃস্বার্থ ছিল ।"

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫

সময়টা বড়ই খারাপ কারণ সময়টা যে "অপরিণত ক্যারিয়ার" ।



এই অপরিণত ক্যারিয়ারে এসে, মনের গহীন কোণে জন্ম নেওয়া নিঃস্বার্থ ইচ্ছে,আকাঙ্খা ,সখ গুলোর কী কোন মূল্য নেই ?।



মনে হচ্ছে, এই অবেলাই জন্ম নেওয়া ইচ্ছে আকাঙ্খা আর সখ গুলো যদি পূরণ হতো তাহলে জীবনটা কতই না সুন্দর হতো. . . .মনে হচ্ছে জীবনের পূর্ণতা এখানেই পেয়ে যেতাম।



আসলেই কী তাই?



আচ্ছা,

যখন পরিণত ক্যারিয়ারে পদার্পণ করব তখন কী এমন সুন্দর করে কোমল ইননোসেন্ট ইচ্ছে আকাঙ্খাগুলো জন্ম নিবে?



নাকী তখন বর্তমানের মতো করে এইরকম আকূল হয়ে মন থেকে আর স্বাদ জাগবেনা পূরণ হওয়ার?



......

তখন কী বেদনায় কাতর হৃদয়টি পাথর হয়ে বাস্তবতার সাথে তালমিলিয়ে সুর তুলবে??



প্রশ্ন রয়েই গেল . . .

জানি এমন ভিত্তিহীন প্রশ্নের সুনির্দিষ্ট জবাব নেই. . . .

কেন নেই তাও জানিনা ।



"শুধুজানি 'চাওয়া-পাওয়া' গুলো নিঃস্বার্থ ছিল ।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

অগ্নি সারথি বলেছেন: চাওয়া-পাওয়া' নিঃস্বার্থ হয় না কখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.