নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

আইভি এবং ওসমানদের নারায়ণগঞ্জের খোলা চিঠি ১ম পর্ব

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি, ভালোলাগা আর ভালোবাসার শহর আমাদের প্রিয় নারায়ণগঞ্জ ।
১৭৬৬ইং সালে বিখন লাল পাণ্ডে বা বেণুর ঠাকুর, কোম্পানীর নবাব মোজাফফর জং ওরফে মহম্মদ রেজা খান থেকে দলিল করে ভোগস্বত্ত লাভ করে, এই অঞ্চল কে নারায়ণ ঠাকুরের নামে দেবোত্তর সম্পত্তি ঘোষণা করেন,
তখন হয়তো তিনি চিন্তাই করেন নি, একদা এই অঞ্চলটি দেশের শীর্ষ বাণিজ্যকেন্দ্রে পরিনত হবে !!!
অতঃপর প্রাচীন খিজিরপুর দ্রুতই পরিচয় লাভ করে নারায়াণগঞ্জ নাম নিয়ে ।

আমরা নারায়ণগঞ্জের গর্বিত বাসিন্দা । আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নারায়ণগঞ্জ এর কিছু ইতিহাস ঐতিহ্যর কথা তুলে ধরতে চাই, সেই সাথে কিছু ন্যায্য দাবি-দাওয়া আদায় করেতে চাই ।

মূলত বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ তিন নির্বাচিত জন প্রতিনিধির কাছেই আমাদের দাবীগুলি ।
নারায়ণগঞ্জ -৫ (শহর-বন্দর) আসনেরর জাতীয় পার্টি থেকে নির্বাচিত মহাজোটের মাননীয় সংসদ সদস্য, বিকেএমইএর সুযোগ্য সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সাবেক প্রেসিডেন্ট, জনাব এ,কে,এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ এর স্মরনকালের সবচাইতে বেশি উন্নয়নের দাবীদার, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী দলীয় সাংসদ জনাব এ,কে,এম শামীম ওসমান, এবং বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচিত নারী মেয়র আওয়ামী নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভি,
আপানদের তিনজনের দৃষ্টি আকর্ষন করছি ।
উপরোক্ত মহাজোটের নির্বাচিত তিন জনপ্রতিনিধিই, নিজ নিজ যোগ্যতাই আজকের অবস্থানে অধিষ্ঠিত । আমরা অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথেই বলতে চাই, আপনারা তিনজনই অনেক ক্ষমতাশালী এবং ক্ষমতাসীন সরকারের অতি ঘনিষ্ঠ, তাই আপানাদের প্রতি আমাদের দাবীও একটু বেশি । আপনারা তিনজনই রাজনৈতিক জীবনে কেউ দুই প্রজন্ম, কেউ আবার তিন প্রজন্ম পার করতে চলেছেন এবং সন্দেহাতীত ভাবে আপনাদের জনপ্রিয়তা প্রমাণিত । (চলবে..।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.