নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগের নূর হোসেন সমাচার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

নূর হোসেন গনতন্ত্রের অগ্নিপুরুষ, "স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক" বুকে-পিঠে বিপ্লবের এই সংগ্রামী স্লোগান লিখে নব্বই এর রাজপথে নিজের পলাশ রাঙা রক্ত দিয়ে বাংলার গণতন্ত্রীকামী মানুষের চোখে আজো মহানায়ক।।



আওয়ামীলীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জীবন দানের প্রতিদান দেশ কিংবা শহীদ নূর হোসেন কতটুকু পেয়েছে তা জানা নেই তবে দল হিসেবে কিন্তু আওয়ামীলীগ নূর হোসেনের জীবন দানকে কেন্দ্র কিরে ষোল আনাই ফায়দা লুটেছে।
নূর হোসেন এর লাশকে পুজি করে আওয়ামী লীগ বড় গলায় বলেছে লীগের কর্মীরা রাজপথে জীবন দিতেও ভয় পায়না।। সাধারন মানুষের সিমপ্যাথি, আর রাজনীতির হিসেব দুটোই মিলেছে নূর হোসেনের লাশের কারনে। নূর হোসেনের রক্তের সাথে বেঈমানি করেই কিন্তু আওয়ামীলীগ স্বৈরাচারী এরশাদ কে সাথে নিয়েই আজকে ক্ষমতাসীন!!
নূর হোসেনের রক্ত বৃথা যেতে দিবেন না, কোথায় আজকে সেই আদর্শবাদী লীগ নেতারা???

আওয়ামীলীগ নূর হোসেনের দল ঠিকই তবে তা সাত খুন মামলার ফাসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ এর সহ - সভাপতি নূর হোসেনের দল।


আওয়ামীলীগ নূর হোসেনেরই দল, বর্তমান চাঁদপুর জেলার হাইমচর থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, ছাত্রদের বুকের উপর দিয়ে হেটে যাওয়া পাষণ্ড নূর হোসেন পাটোয়ারির দল।


আওয়ামীলীগ আর শহীদ নূর হোসেনের আদর্শ ধারন করে না,আদর্শ ধারন করে খুনি আর জানোয়ার নূর হোসেনদের আদর্শ।।
এখন নূর হোসেন নাম শুনলে বুকটা গর্বে ভরে উঠেনা, ভয় আর আতংকে বুকটা কেপে উঠে।।
গণতন্ত্রের জন্য নূর হোসেন এর সংগ্রামের সুফল আওয়ামীলীগ ভোগ করলে সাত খুনি নূর হোসেন আর জানোয়ার নূর হোসেনের দুষ্কর্মের দায়ও আওয়ামীলীগকেই নিতে হবে।
গণতন্ত্রের জন্য নূর হোসেনের জীবনের মূল্য আওয়ামীলীগ দিচ্ছে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে, সত্যিই সেলুক্যাস আজিব এই দেশ!!
নূর হোসেনের রক্তের উপর দিয়েই আরো নূর হোসেনরা দানব হয়ে উঠে।
আর আওয়ামীলীগ রা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করে নূর হোসেনদের ।
ক্ষমা করো শহীদ নূর হোসেন আমরা তোমার রক্তের সাথে প্রতারনা করেছি ...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন। নূর হোসেন ক্ষমা করুক এটা আমারও চাওয়া।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

পরাধীন বাংগালী বলেছেন: ক্ষমা এত সহজে হবেনা মনে হয়, আরো সামনে কি অপেক্ষা করছে সেটাই ভাবছি ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শহীদ নূর হোসেনের একক কোন দল নেই, সব দলই নূর হোসেনের।

আর,
জানোয়ার নূর হোসেনদের কোন ছাড় নেই। যেখানে এদের কে পাওয়া যাবে সেখানেই এদের প্রতিরোধ করা ফরয।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

পরাধীন বাংগালী বলেছেন: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান সব কিছুই আওয়ামী লীগের একক মালিকানায় চলে গেছে সেখানে শহীদ নূর হোসেন সার্বজনীন হবে কিভাবে?
ফরয কিনা জানিনা তবে জানোয়ার নূর হোসেনদের কে ঠেকাতেই হবে, দেশের স্বার্থে, জনগনের স্বার্থে ।।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল এরশাদও এখন নুর হোসেন দিবস পালন করে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

পরাধীন বাংগালী বলেছেন: শুধু জেনারেল এরশাদ এর দোষ দিয়ে লাভ কি, এখনতো আওয়ামীলীগ ও ৫ই জানুয়ারীকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.