নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

তোমাকে কিছুই বলবোনা ।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৫২

তোমাকে কিছুই বলবো না,
কতদিন পরে সুন্দর সকালটা শুরু হয়েছে,
গাছে কাঠঠোকরার জোড়া দেখে।
পূবের আকশে সোনালী রোদ্দুরে আর সকালের হিমেল হাওয়ায় মন নাচিয়েছি ।
সারাদিন কি শিহরণ!!
কতদিন পরে তোমায় দেখবো..
কত কথা জমে আছে, হাত ধরে বলবো।
স্বপ্নের জাল বুনি, প্রতিক্ষার প্রতিটা সেকেন্ড গুনি..
মুঠোফোন এ তোমার ছবি বেজে উঠলো,
শীহরনে ফোন ধরে বলবো আসছিতো..
আর একটু..
ওপাস থেকে বললে, আমি আসবোনা!

তোমাকে কিছুই বলবো না,
তারপর আমার সাজানো স্বপ্ন ভেঙ্গে ছিড়ে গেছে,
অবশিষ্ট দিনট আমি উন্মাদ হয়ে এই নগর ঘুরে বেড়িয়েছি,
টপটপ চোখের পানিতে বুক ভেসেছে আর অন্তদহনে পুড়ে,
এই হৃদয় নি:স্ব হয়েছে।

তবু তোমাকে কিছু বলবো না।
কারন সব ভাঙলে শব্দ হয়, মন ভাঙলে কোন শব্দ হয়না।
নিস্তব্ধতাই আমার সাথী হোক।
এ ব্যাথা আমার, একান্ত আমার।

আমি বয়ে বেড়াই চিরকাল মরিচিকার অপেক্ষায়।
একদিন মরেই যাবো এ ব্যাথায় তবু তোমাকে,
কিছু বলবো না প্রিয়তম..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: একদিন মরেই যাবো এ ব্যাথায় তবু তোমাকে,
কিছু বলবো না প্রিয়তম.. সুন্দর

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আজকাল বললেই বুঝে না, আর না বললে কি হবে---বুঝতেই পারছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.