নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

যেহেতু আপনি নারায়ণগঞ্জে থাকেন, তাই আপনাকে চুপ থাকতেই হবে ।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬


এই শহরে প্রকাশ্যে মানুষ হত্যা করা হবে কিন্তু চুপ থাকবেন। ত্বকীর মত নিষ্পাপ শিশুটিকেও নির্দয় ভাবে বুকের উপর নৃত্য করে লাশ শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবে তারপরও আপনি চুপ থাকবেন। প্রশাসনের প্রত্যক্ষ মদদে সাত সাতটি তাজা প্রান হত্যা করে লাশের পেট কেটে ডুবিয়ে দেয়া হবে, আপনাকে কিন্তু চুপ থাকতেই হবে। উজ্জ্বল, আশিক,চঞ্চল, মিঠুর মত সংস্কৃতিমনা ছেলে গুলোকে হত্যা করা হবেই, তবু আপনাকে চুপ থাকতেই হবে । ব্যাবসা করেন চাঁদা দিতেই হবে, সব জানেন কিন্তু চুপ থাকবেন। কুড়ি টাকার বাস ভাড়া চাঁদাবাজির কারনে ৫৫ টাকা দিয়ে যাবেন, সব বুঝলেও চুপ থাকবেন। কবি, সাহিত্যিক, বিরোধী মতকে প্রতিনিয়ত হুমকি দেয়া হবে, শহীদ মিনারে মারা হবে, শিক্ষক কান ধরে উঠবে - বসবে, সম্মানিত সাংবাদিকদের খা... পুত বলে গালি দেয়া হবে, এগুলো দেখবেন শুনবেন কিন্তু আপনাকে চুপ থাকতে হবে । কারন এটা নারায়ণগঞ্জ। এ শহরে গুম , অপহরণ , হত্যা , সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদকব্যবসা হবে তারপরও আপনাকে চুপই থাকতে হবে কারন এখানে এখনো রাজতন্ত্র বিদ্যমান। সম্রাট, মহারাজা, যুবরাজদের কিংবা পাইক পেয়াদেরও কুনজরে পড়লে বেঘোরে জীবনটা হারাতে পারেন। তাই জীবনের মায়া করুন, সব কিছু হজম করে চুপ করে থাকাই আপনার নিয়তি । কারন এটা নারায়ণগঞ্জ, তাই চুপ থাকুন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অ্যালেন সাইফুল বলেছেন: লজ্জা।

২| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নায়ানগঞ্জ ভাবছেন কেন??

পুরো দেশটাতে চেয়ে দেখুন!

এইকি ছিল মুক্তিযুদ্ধের চেতনা??? এইকি উন্নয়নের গণতন্ত্রের নমুনা???
স্বাধীনতা কি কেবলিই অপ-শক্তির????
৭২-৭৫ ভুলে গেচিল মানুষ! তারাকি পণ করেছে ডিজিটালী প্রমাণ করেই ছাড়বে!
ওসব গল্প নয়?????

৩| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শিংগারা বলেছেন: বেশি বেশি করে "জয় বাংলা" জপতে থাকুন - দেখবেন চেতনার ঠ্যালায় সব ফর্সা হয়ে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.