নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদে সবাই, কেউ নিরবে কাঁদে, কেউ প্রকাশ্য । আমি দ্বিতীয় দলে ....।

পরাধীন বাংগালী

নিজেকে চিনছি আজও...

পরাধীন বাংগালী › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন গ্যাপ

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯



১০ টা বছরের জেনারেশন গ্যাপ কি এত হতে পারে? কিছুদিন আগেও কি আমরা বাঁধনহারা যুবা ছিলাম না?
কই আমরাতো এতটা অভদ্র হতে পারিনি, এতটা নির্লজ্জ!
উবারের যান্ত্রিক সমস্যার কারনে বাসে উঠেছিলাম অফিস থেকে ফেরার পথে। পিছনের দিকে ফাকা দেখে বসলাম। পাশের সিটটা খালিই ছিল। মিনিট দশেক পরে এক সুদর্শন যুবক উঠলো ২৪/২৫ বছর বয়সের। কানে মোবাইল লাগিয়েই আমাকে ইশারা করছে পাশের সিটে বসার জন্য। আমি উঠে দাঁড়িয়ে পাশের সিটে বসতে দিলাম। উফ! বসার পর থেকে ছেলেটির অঙ্গীভঙ্গি এত অভদ্র লাগলো নিজেকে সামলাতে পারছিলাম না। মন চাইলো নিশপিশ করা হাতটাকে শান্ত করি ফাজিলের গালটার উপর।
মোবাইলের উপাশের ললনার সাথে কুৎসিত আলাপন সে নির্বিঘ্নে করে যাচ্ছে। আমি অস্বস্তিতে মরছি, কিন্তু অসহায়। সবগুলো সিটই বুক হয়ে গেছে। আমি যে একটা জলজ্যান্ত মানুষ তার পাশে বসে আছি, সে এতক্ষন যেন খেয়ালই করে নাই। মিনিট দশেক রঙ্গ আলাপন ছেড়ে সে নিশ্চিন্তে হিন্দি গান আওড়াচ্ছে তাও উচ্চ শব্দে! শিক্ষিত বাচনভঙ্গি আর স্বচ্ছলতার পোষাক দেখে মেলাতে চেষ্টা করলাম, এইটা কোন চিজরে ভাই? আমার থেকে বড়জোর ৫/৭ বছরের ছোট ছেলেটির এই কু-শিক্ষা আমাকে ধাধায় ফেলে দিলো । প্রজন্ম থেকে প্রজন্ম এত গ্যাপ কেন? আমাদের নুন্যতম পারিবারিক শিক্ষাটা, সামাজিক মুল্যবোধটাকে সম্মান করতে শিখিয়েছে আজীবন। কিন্তু নতুন এই সকল হাইব্রীড প্রজন্ম, না পারছে অন্যকে সম্মান দিতে, না পারছে নিজেরা সম্মান আদায় করতে। এরাই ডিজিটাল প্রজন্ম, ইয়াবা প্রজন্ম, ডিজে আর মেকি চেতনার প্রজন্ম। এর দায়টা তাদের থেকে আমাদেরই বেশি। অভিভাবক শ্রেণি দৌড়াচ্ছি বিত্ত-বৈভব, সোস্যাল স্ট্যাটাস আর সন্তানদের A+ আশায়। নৈতিকতা এখানে ঠুনকো, মুল্যবোধ এখানে মূল্যহীন। যেভাবে পারো, যেমনে পারো, অন্যকে ধাক্কা দিয়ে পারো সামনে এগোও, প্রয়োজনে কাউকে পেছেনে টেনে হলেও সামনে এগোও।
এভাবে সমাজ চললে সেটা কোনদিন মঙ্গল বয়ে আনতে পারবেনা। নেশা, পরকিয়া, আর হানাহানিতেই সে সমাজের ধংস্ব অনিবার্য।
এটা গোটা রাষ্ট্রেরই সামগ্রিক চিত্রের বহিঃপ্রকাশ মাত্র।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

বিজন রয় বলেছেন: হা হা হা হা ....... আরো আসছে!!
অপেক্ষা করুন।

২| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

আহমেদ জী এস বলেছেন: পরাধীন বাংগালী ,




এ সবই কথাকথিত শিক্ষা নামের কুশিক্ষার ফল । স্মার্ট হওয়ার নামে আনকালচার্ড প্রজন্মের অজ্ঞানতাপ্রসূত বেহায়াপনা ।



৩| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

আপেক্ষিক মানুষ বলেছেন: এটাই বাস্তবতা দাদা। এখন আর কোন ছেলেপুলে টোনাটুনি, ঈশপের গল্প শুনে বড় হয় না, বাবার কোলে বসে গল্পের বইটাও দেখে না, সন্ধ্যে হলে কেউ আর ধর্মীয় উপাসনার ডাক শুনে না। এখনকার ছেলেপুলেদের বাবা মা ঘরের এককোনে বসে স্মার্টফোনে ফেসবুক দেখে আর অন্যকোনে দুদিনের জন্ম নেয়া শিশুটিও ইউটিউবে কার্টুন দেখা ছাড়া খাবার গলা দিয়ে ডুকে না

৪| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

সাাজ্জাাদ বলেছেন: সাবধান। ভাব-সাবে তারা কিন্তু ১০ বছর সিনিয়র।
আমরা খ্যাঁত।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এরা আধুনিক ডিজি-টাল প্রজন্ম!
আপনিও দেখি ভাই আমার মতই ব্যাকডেটেড। বড়ই অসহায়.....

৬| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

সাইন বোর্ড বলেছেন: ভাবনা এবং লেখা খুব ভাল লাগল ।

৭| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

কাইকর বলেছেন: ভাল বলেছেন।

৮| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

এ.এস বাশার বলেছেন: মূল শিক্ষা কিন্তু পরিবার থেকেই আসে.......

৯| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: লেখক, শিক্ষক এবং বুদ্ধিজীবী

এই তিন ব্যক্তিকে সমান-সম্মান দিতে না জানলে, বাংলাদেশকে বারবার স্বাধীন করলেও কোনো লাভ হবেনা। কারণ পৃথিবীর রাষ্ট্রগুলোর উন্নতি, এই তিন ব্যক্তির ভূমিকা থাকে সবার থেকে বেশি।

১০| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক বিশাল অশনিসংকেত সুস্থতার প্রেক্ষাপটে
অথবা এরাই একসময় দলভারী হয়ে সুস্থতা বিলুপ্ত হবে!
অস্থিরতাই সংস্কৃতিতে পরিণত হবে।
সময়ের সাথে আমাদের ভূমিকার দায়ও কম নয়।
যার যার পরিবার থেকে যদি চর্চাটা শুরু হয় বদলটা শক্তিশালী হয়।

১১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানে তো আপনি একা ছিলেন। কখনো মা কিংবা স্ত্রীকে নিয়ে বাস/ট্রেনে উঠলে এইসব কিছু কিছু নিউ জেনারেশনের জন্য কী রকম বিব্রত হতে হয় কল্পনাও করা যাবে না...

১২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




এভাবেই এখনকার প্রজন্ম গড়ে উঠছে। দায়িত্বহীন মাতা পিতার সংখ্যা বাড়ছে।

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৬

এস.এম এরফান বলেছেন: এর জন্য অভিভাবকই প্রধান দায়ী। নৈতিক শিক্ষার ভিত্তি পরিবার থেকে না দিলে যা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.