নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি জানিনা, জানার চেষ্টা করলে হয়তো আর লেখা হবে না, তাই ইচ্ছে করেই, কি লিখি তা জানার চেষ্টা করি না।

শাহিন বিন রফিক

বই পড়, বইকে বন্ধু বানাও, এই বন্ধু কখনও তোমাকে ছেড়ে যাবে না।

শাহিন বিন রফিক › বিস্তারিত পোস্টঃ

একটি ভোরের খোঁজে।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪৩


ছবি- নেট থেকে নেওয়া।

জীবন, বহমান নদীর মত চলছে, চলছেই-------।
জানিনা, কোথায় এই চলমান ধারার অন্তিম প্রান্ত। অবশ্য আমার জীবনের গল্পটুকু ভিন্ন। আমার জীবন নদীতে অনেক আগেই বালুচর জেগে উঠেছে, যে দিকে তাকাই শুধু ধুঁ-ধুঁ বালুচর। এই সমাজ সংসারে আমি বড্ড বে-মানান, সভ্যতার প্রজ্জলিত শিখা আমি ছুঁতে পারিনি তাই অমাবস্যার গাঢ় অন্ধকারে আমার পথচলা।
এই সমাজ সংসারে আমার দিকে ভালবাসা নিয়ে কেউ হাত বাড়ায়নি তবে করুণার দৃষ্টি পেয়েছি অনেকের। আমি যে একদম অপদার্থ তা কিন্ত নয়, কারোর একটু সহযোগিতা পেলে হয়তো সভ্যতার আলোয় নিজেকে রাঙাতে পারতাম কিন্তু কেউ হাত বাড়ায়নি বরং সবার উপহাসের পাত্র হয়েছি বারবার।
যদি কখনো স্রষ্টার সাথে কথা বলার সুযোগ হয় তাহলে তাকে বলব- "গতির এই জগতে সবাইকে সমান শক্তি দিতে হয় তাহলে প্রতিযোগিতা জমে উঠে"। এই সমাজ সংসারে কেউ দু'মুঠো অন্নের জন্য অন্যের দুয়ারে হাত বাড়াচ্ছে আবার কেউ ভোগ বিলাস উৎসব করে সহস্র রুপি দিদাচ্ছে উড়াচ্ছে, অসম এই ব্যাবস্থায় জগতে গতির এই প্রতিযোগিতা আয়োজন অনর্থক, অযেীক্তিক।

জাদুকর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন- পৃথিবীতে সবাই আলাদ্দিনের চেরাগ নিয়ে জন্মে, যারা চেরাগ থেকে দৈত্য বের করতে পারে তারাই সাফল্যের শিখরে। লেখকের কাছে আমার খুব জানতে ইচ্ছে করেছিল- চেরাগ থেকে দৈত্য বের করার মন্ত্র শক্তি সবাই কি সমান নিয়ে জন্মায়?

যাদের আলোয় পথচলা অভ্যাস, অন্ধকারে পথচলার কষ্ট তারা উপলদ্ধি করতে পারবে না। হতাশার চুরাবালিতে বন্ধী মানুষদেরও স্বপ্ন থাকে, আলোর শিখা জ্বালতে তারা ছুটতে থাকে দিগন্ত থেকে দিগন্তরে পথে-----।
সবার দু'চোখ থাকে- "একটি ভোরের খোঁজে"।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:০৭

রাকু হাসান বলেছেন:

সেই ভোর কারও জীবনে দেখা দেয়, কেউ দেখা পেতে পেতেই জীবনের প্রদীপ নিভে যায় । স্রষ্টার খেলটাই সেখানে। সেই ভোর হবার নয় । তাহলে পৃথিবীর মোহ শেষ হয়ে যাবে। স্রষ্টা বৈষম্য করেন নি বরং জমিয়ে রেখেছেন । একদিন তিনি হিসাব বুঝিয়ে দিবেন ,আমাদের কাছ থেকেও নিবেন । অতঃপর আমরা ভোরের খোঁজেই দিন কাটাই। যদি আসে সেই অধরা ভোর । তাই স্বপ্নে বাঁচি ............ভালো লিখেছেন । সুন্দর ভাবনা ।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:২৭

শাহিন বিন রফিক বলেছেন:


আন্তরিক ধন্যবাদ চমৎকার মন্তব্যটির জন্য।

ভোরের খোঁজে আমি পথিক
চলছি- দিগন্তের পথে
অসম এ পথ, তবুও বিরাম নেই আমার
আমি আত্ন-বিশ্বাসে বলিয়ান
আমি আনবোই ছিনিয়ে- ভোরের শিখা।

২| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:১৮

চাঙ্কু বলেছেন: সেই ভোরের খোঁজে পাবেন না!

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৩

শাহিন বিন রফিক বলেছেন:

আমি দুর্বার, আমি শিখিনি কখনো মেনে নিতে পরাজয়
পাহাড়-পর্বত উত্তাল সমুদ্র- আমাজান ভেদে
আমি চলবোই আমার লক্ষ্যে- কঠিনকে বশ করার মন্ত্র আমার বুকে
আমি চিরবাণীকে করে দিব ভুল- আমি বিশ্বাসে বলিয়ান
আমি আনবোই ছিনিয়ে- ভোরের শিখা।

৩| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৩:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাদের আলোয় পথচলা অভ্যাস, অন্ধকারে পথচলার কষ্ট
তারা উপলদ্ধি করতে পারবে না।

.....................................................................................
জীবনটা তৈরী এভাবেই, সবই যদি সমতল ভুমি হতো
তাহলে, পাহাড়, বন জঙ্গল হতো না ।
জীবন হলাে রেসের ঘোড়া ,........................

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২০

শাহিন বিন রফিক বলেছেন:




জীবন হলাে রেসের ঘোড়া ,........................

সেই জন্য হয়তো সবাই ছুটছে বিরামহীন----
আন্তরিক ধন্যবাদ সুন্দর ও চমৎকার মন্তব্যটির জন্য।

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: চেরাগ থেকে দৈত্য বের করার মন্ত্রশক্তি প্রায় সবাই সমান নিয়ে জন্মায়! খুব কম মানুষের ক্ষেত্রে ভিন্নতা ঘটে। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে। এদের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী কত %? আমাদের সমাজের, পরিবেশের দিকে চোখ রাখলে ধারনা পাওয়া যায়।
চেরাগ থেকে দৈত্য বের করার জন্য আশেপাশের মানুষের প্রেরণা প্রয়োজন, বুদ্ধি পরামর্শ, সাহায্য সহযোগিতা প্রয়োজন। যেটা আমরা অনেকেই পাই না; পাচ্ছি না। তবে নিজস্ব চেস্টায় 'আমাদের পরিবেশে, আমাদের মতো বড় হয়েও' দৈত্য বের করতে সক্ষম হচ্ছে। এমন প্রমাণও কিন্তু আছে।

শুভকামনা রইলো, ভালো থাকার, ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যান।

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২

শাহিন বিন রফিক বলেছেন:


চেরাগ থেকে দৈত্য বের করার জন্য আশেপাশের মানুষের প্রেরণা প্রয়োজন, বুদ্ধি পরামর্শ, সাহায্য সহযোগিতা প্রয়োজন। যেটা আমরা অনেকেই পাই না; পাচ্ছি না।

খুবই সুন্দর বলেছেন।
আন্তরিক ধন্যবাদ সুন্দর ও চমৎকার মন্তব্যটির জন্য।

৫| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: শাহিন ভাই আপনি হুমায়ূন আহমেদের উক্তি ব্যবহার করেছেন। ঠিকই তো চেরাগ নিয়ে সবাই জন্মায় না। তাকে অর্জন করতে হয়। আর এখানেই লাগে মন্ত্রশক্তি। কি চমৎকার কথা!
উপরের কথাটিও ভীষণ সুন্দর।
সৃষ্টিশীলতার নেশা আমাদের প্রত্যেকেরই আছে। আমরা নিয়ত খুঁজে চলেছি এক নতুন ভোরের।

শুভকামনা রইল।

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫

শাহিন বিন রফিক বলেছেন:



সৃষ্টিশীলতার নেশা আমাদের প্রত্যেকেরই আছে। আমরা নিয়ত খুঁজে চলেছি এক নতুন ভোরের।
ঠিক বলেছেন দাদা, আমরা ছুটছি প্রতিনিয়ত নতুনের খোঁজে----

৬| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



ভোর প্রতিদিনই আসছে, সেলফোনে এলার্ম দিয়ে রাখেন।

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৭

শাহিন বিন রফিক বলেছেন:



একখানা জব্বর পরামর্শের জন্য ধন্যবাদ।

৭| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: চেরাগ থেকে দৈত্য বের করতে হবে আপনাকেই। অবশ্যই আপনার সেই প্রতিভা থাকতে হবে।

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮

শাহিন বিন রফিক বলেছেন:



অবশ্যই আপনার সেই প্রতিভা থাকতে হবে।
প্রতিভা কি স্রষ্টা প্রদত্ত হয় নাকি নিজে অর্জন করা নেওয়া যায়?

৮| ২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

নীল আকাশ বলেছেন: জীবনের নদীতে মাঝে মাঝে চর জমা ভাল। চলতে চলতে ক্লান্ত হলে বসে দুইদন্ড জিরিয়ে নিতে পারা যায়।
সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকেই অপরিসীম ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা নিজেরাই নিজেদের
ক্ষমতা কিভাবে ব্যবহার করব জানি না। শুধু যারা জানে তারাই জীবনে সফল হয়! কতটুকু চেস্টা করেছেন আপনি???

২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩২

শাহিন বিন রফিক বলেছেন:


কতটুকু চেস্টা করেছেন আপনি???
এই প্রশ্নের উত্তর খুঁজা চেষ্টা করছি প্রতিনিয়ত, আসলে কি আমি আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করেছি নাকি আমার সামর্থের কমতি আছে?
আমার কি পরিমাণ সামর্থ আছে তা আমি বুঝব কিভাবে?
আমি কোন কাজে সাফল্য পাব তা কি আমি নির্ধরণ করতে পারি?
যত ভাবি তত উদ্ভট প্রশ্ন দেখা দেয়। হয়তো আমার ভাবার শক্তিই কম।

আমার আন্তরিক ধন্যবাদ সুন্দর ও চমৎকার মন্তব্যটি করার জন্য।

৯| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠাকুর্দা তো বলে গেছেন, "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।"

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

শাহিন বিন রফিক বলেছেন:



সেই ভাল, একলা চলা বেশ। ঝামেলা কম।
সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কিছু কথামালা।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক ধন্যবাদ সামুর রম্য জাদুকর।

১১| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৮

নীল আকাশ বলেছেন: এই চেস্টা করার আগে তাই জীবনের টার্গেট সেট করে নিতে হয়, আপনি নিজেকে কোথায় কতদিন পরে কোন অবস্থানে দেখতে চান!
যদি সেই সময়ে সেই টার্গেটে পৌছাতে না পারেন এবং আপনার চেস্টার কোন ত্রুটি ছিল না, তাহলে আপনি অতিরিক্ত উচ্চাভিলাষী টার্গেট সেট করেছেন।
আর যদি সময়ের আগেই সেখানে পৌছে যান টার্গেটে, তাহলে আপনি নিজেকে আন্ডারেস্টিমেট করছেন।
ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

শাহিন বিন রফিক বলেছেন:


খুব গোছালে চমৎকার একটি ব্যাখা দিয়েছেন, আন্তরিক ধন্যবাদ।
কিন্তু প্রশ্ন টার্গেট সেটের স্ট্যান্ডাড কি ধরব? চায়ের দোকানদার মুদি এখন ভারতের প্রধানমন্ত্রী। আমি যদি এরকম টার্গেট নেই তাহলে কি আমার ভুল হবে।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩১

জুল ভার্ন বলেছেন: সুন্দর!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৫

শাহিন বিন রফিক বলেছেন:



আন্তরিক ধন্যবাদ প্রিয় লেখক।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: আলোকিত পথে হাঁটা যাদের অভ্যেস, তারা হঠাৎ করে অন্ধকার পথে হাঁটতে শুরু করলে প্রথম প্রথম একটু অসুবিধে হয় বৈকি, তবে একটু পরেই তাদের চোখ দুটো পারিপার্শ্বিকতার সাথে সমন্বয় করে নেয়। একইভাবে, অন্ধকার থেকে যারা আলোতে আসে, প্রথমে তাদের চোখ আলোর উজ্জ্বলতায় ঝলসে ওঠার মত মনে হলেও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়।
চেষ্টা করে যেতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে, তবেই না সাফল্য এসে পায়ে কুর্নিশ করবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

শাহিন বিন রফিক বলেছেন:


স্যার আপনার মূল্যবান মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.