নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বর্তমান দেশে নেতার চেয়ে চামচা তৈরী হচ্ছে বেশি।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২



যদি আমি প্রশ্ন করি,
বাংলাদেশে বর্তমানে মেীলিক সমস্যাগুলি কি কি?
কোন সমস্যাগুলি দ্রুত সমাধান না করতে পারলে আমরা জাতি হিসাবে পরাজিতে ডুবে যাব?

আমার মত মাথা মোটা আর রাজনৈতিক কালো চশমা না পরলে, মোটামুটি বিবেকবান সবাই বলবে শিক্ষাখাত সবচেয়ে খারাপ অবস্থায় এবং এর দ্রুত কোন সমাধান না করতে পারলে জাতির মেরুদন্ড অচিরেই পরগাছায় রুপ নিবে।

দ্বিতীয় সবচেয়ে বাজে অবস্থায় আছে যোগাযোগ ব্যাবস্থা, গত দুইদিন আগে একটি বেসরকারী টেলিভিশনে দুইপর্বে দেশের সব বিভাগের মহাসড়ক, সড়ক, সংযোগ সড়কের করুন অবস্থা দেখালো, এই সকল রাস্তায় চলা কত কষ্টের তা শুধু ভুক্তভোগীরাই বুঝে।

এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সরকারগুলো কি এসব দেখছে না তারা কি মেরামাত করছে না?
আলবদ করছে, প্রতি বছর কোটি কোটি টাকা ব্যায় হচ্ছে রাস্তাগুলো মেরামত করতে।

তবে কেন রাস্তগুলোর এই করুণ অবস্থা?

আমাদের দেশে প্রাকৃতিক অবস্থা রাস্তগুলো খুব বেশি টেকসই হতে দিচ্ছে না, রাস্তাগুলো মেরামত করার পর বৃষ্টি মেীসুম এলেই রাস্তাগুলো নষ্ট হতে শুরু করে, তারমানে আমাদের তৈরি রাস্তাগুলো আমাদের দেশের আবহাওয়া উপযোগি না, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না, কি কারনে বছর ঘুরতেই রাস্তাগুলো নষ্ঠ হচ্ছে তার জন্য বিশেষ কোন টিম বা গবেষক দল দিয়ে গবেষনা করতে। কিভাবে আমারা রাস্তাগুলো তৈরি করলে বছর ঘুরতেই বিশাল গর্ত থেকে মুক্তি পাব তা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে। অথচ প্রতি বছর কোটি কোটি টাকা এখাতে একবারে জলে যাচ্ছে।

দেশের এই সব মেীলিক সমস্যা নিয়ে কেউ উচ্চ আদলতে রিট করছে না, অথচ উচ্চ আদলতে রিট হয়েছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে সব দলের বাধ্য করতে হবে, নাহলে দলের নিবন্ধন বাতিল হবে।
আচ্চা জোর করে কোন চোরকে নামায পড়তে নিয়ে গেলে, সে কি নামায মন দিয়ে পড়বে নাকি জুতা চুরির জন্য সুযোগ খুঁজবে?

আমাদের দেশের রাস্তাগুলো নিয়ে যদি সরকার একটি আন্তজার্তিক গবেষনা আয়োজন করে আমার বিশ্বাস সুন্দর একটা সমাধান বের হবে সেখান থেকে, তাহলে আমাদের কষ্টের ট্যাস্কের টাকা জলে যাবে না।

আমাদের দেশে মন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা এখন নেত্রীর চামচামী করা, সবাই তাই কোনভাবে নেত্রীর একটু নজরে পড়তে কত ধরণের যে চামচামী করছে তার কোন ইয়াত্তা নেই।

চামচারীর ছোট একটা উদাহরণ দিচ্ছি,
কিছুদিন আগে একটা ভিডিউ দেখলাম, দেখি আওয়ামলীগরে এক নেতা বলছে, সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানবের খাঁটি উম্মত শেখ হাসিনা ........। আমার সহ-ধর্মিণী বলল কার ওয়াজ শুনছো? আমি তাকে ভিডিটা দেখালাম, তার মন্তব্য লিখলাম না।

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


চোরকে ধরে মসজিদে নিলে জুতা চুরি করবে; বিএনপিকে জোর করে তাদের সংগঠনের গঠনতন্ত্রে শেখ সাহেবকে জাতির পিতা হিসেবে যোগ করালেও ওরা জুতা চোরের মতই গন্ডগোল করবে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

শাহিন-৯৯ বলেছেন: এখন শুধু কেন আপনি বিএনপিকে টানছেন, বাকি সব দলে কি বঙ্গবন্ধু আদর্শ? তাছাড়া বঙ্গবন্ধুকে কেন বা জাতির পিতা হিসাবে সবাই মানবে?
এদেশের স্বাধীনতায় তাঁর অবদান আকাশচুম্বী কিন্তু একক নয়, তার মত আরও অনেকে স্বাধীনতার জন্য আকাশচুম্বী অবদান রেখেছে।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতায় যত জনের আকাশচুম্বী অবদান আছে, জাতিকে সবাইকে চেনেন; কিন্তু জাতি বুঝতে অক্ষম যে, জেনারেল জিয়া, সামরিক শাসনকর্তা থাকাকালে, মিলিটারী, ব্যুরোক্রেসী, প্রশাসনকে ব্যবহার করে বিএনপি গঠন করেছেন; এভাবে পার্টি গঠন করা অন্যায়; ইহার বিলুপ্তি করা কোর্টের দায়িত্ব।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৯

শাহিন-৯৯ বলেছেন: গুড, শুধু কি বিএনপি তৈরি হয়েছে, জাতীয় পার্টি হয়নি, নাকি তারা লীগে আছে বলে আপনার কাছে জায়েয হয়ে গেছে। তাছাড়া বঙ্গবন্ধু ধর্মীয় রাজনীতি বন্ধ করেছিলেন কিন্তু লীগের নেত্রীতো তাদেরকে খুব আদর করে কাছে বসান।
মূল কথা হচ্ছে অতীত থেকে শিক্ষা নিতে হয়, অতীতে পড়ে থাকলে শুধু দিবাস্বপ্ন হয় সবকিছুই।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
এইসব জুতাচোরারা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রন্ধে রন্ধে ঢুকে আছে। আধাঘণ্টা সময় পেলেই প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, বিনামূল্যেই।
আবার একটু পরেই বলছে "দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিল হাসিনা"।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৫

শাহিন-৯৯ বলেছেন: কিন্তু ভাই শেখ হাসিনা কি একবারও ব্যার্থতার জন্য মন্ত্রী মহাদয়কে বদলি বা মন্ত্রীতো কেড়ে নিয়েছে? তাছাড়া লীগ বর্তমানে টানা ৯ বছর ক্ষমতায় এখনও কিভাবে বিএনপির লোক বড় পদে বসে থাকে, আমার লেখায় লীগের অনেক সমস্যার কথা তুলে ধরেছি কিন্তু আপনি বা চাঁদগাজী শুধু চোরের দিকটা নজর দিলেন, এটাই হল দলকানার অন্যতম উদাহরণ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


জাতীয় পার্রটিও একইভাবে বে-আইনীভাবে গঠিত; এই ২ পার্টির বিলুপ্তির দরকার ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩১

শাহিন-৯৯ বলেছেন: অবশ্যই, বঙ্গবন্ধু আওয়ামলীগ বিলুপ্ত করে বাকশাল করেছিল, শেখ হাসিনা আবার আওয়াম লীগের জন্ম দিয়েছে। খালেদা জিয়া এরকম কিছু করতে পারে তাহলে কিছু মানুষের বিএনপি ফোবিয়া কমবে। সবচেয়ে ভাল হয় জামায়াত যদি তাদের নাম পরিবর্তন করে তাহলে তাদের সব কাজ জাযেয় হবে।

এগুলো বললাম আপনি নাম দিয়ে দল বিচার করেন বলে।
আপনার কি মনে হয় বিএনপি বা জাতীয় পার্টি নতুন নামে এলে শেখ হাসিনা ফাঁকা মাঠে গোল দিবে আবার?


৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

দয়িতা সরকার বলেছেন: বিএনপিকে বিলুপ্তি করবে, জামাত রাজাকার । আপনি চান এক দল থাকুক।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আপনি কি আমার লেখা পড়েছেন?

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

শকুন দৃিষ্ট বলেছেন: লীগ বলেন বা বিম্পি বলেন সকলই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। জনগনের জন্য রাজনীতি কেউ করে না। আজ লীগ এক ধাক্কায় আট হাজার কোটি সরাইছে, বিম্পি হলে একটু দয়া দেখাত - তারা সাড়ে সাত হাজার কোটি সরাত - হার্থক্য এই যা?

হার্থক্য আর হার্থক্যের মইদ্যে কোন হার্থক্য আছে নি?

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: ভাই আমি আপনার সাথে সহমত, কিন্তু আজকের লেখায় আমি তা বলতে চাইনি, বলতে চাইছি আমাদের নেতারা দেশের দিকে নজর না দিয়ে শুধু নিজের আখের নিয়ে ব্যাস্ত।
চাঁদগাজীর জন্য আওয়ামলীগ বিএনপি বিষয়টা চলে এল।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

সোহানী বলেছেন: সহমত শাহিন।

এভাবে চলতে দিলে আফ্রিকান কোন দেশে পরিনত হতে বাকি থাকবে না। কারন দেশের শিশুরা বেড়ে উঠছে অশিক্ষার মধ্যে সাথে অভাব, দূর্নীতি, দ্রব্যমূল্য। মানুষ তার বাচাঁর পথ খুজঁবে। তাই যখন দেখবে নেতা হতে পারছে না তখন চামচা হবে..........।

তবে গাজি ভাইকে বলি, বিনপি বা জামাত বা জাতীয় পার্টির বিলুপ্তি হলেই কি দেশ এগিয়ে যাবে নাকি আওয়ামী সরকার কখনই ক্ষমতা থেকে নামবে না এবং আরেকটি কিম ইং এর মতো দানব তৈরী হবে? আপনার যুক্তি কি বলবেন?

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:



বে-আইনীভাবে পার্টি গঠিত হলে, সেখানে কোনদিন রাজনীতি হওয়ার কথা নয়; আপনার বেসিকে সমস্যা আছে। ২ জেনারেল অন্যায়ভাবে পার্টি গঠন করায়, এসব দলের লোকেরা বে-আইনীভাবে এসব পার্টির সাথে যুক্ত।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

শাহিন-৯৯ বলেছেন: আপনাকে কি করে বুঝাবো যে জিয়ার বিএনপি বহু আগে মারা গেছে যেমন বঙ্গবন্ধুর লীগ মরে গেছে এখন আছে খালেদা জিয়ার বিএনপি আর হাসিনার লীগ। আমি অতীত থেকে শিক্ষা নেওয়ার পক্ষে কিন্তু অতীতে পড়ে মরতে রাজী নই।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২২

শামচুল হক বলেছেন: রাজনীতি বুঝি কম তবে - - -

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



কয়েকটি পয়েন্টে লেখকের দৃষ্টি আকর্ষণ করছি --
১. ব্লগে আওয়ামীপন্থী এবং বামপন্থী লেখক/পাঠকরা খুব সক্রিয়। এটা খুব ভাল লক্ষণ।
২. আপনার লেখা পড়ে তাঁরা বুঝে গেছেন আপনি তাদের পন্থী না।
৩.তাই লেখাটাকে মূল প্রসঙ্গ থেকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন।
৪. আপনি আপনার লেখায় সতর্ক না থাকতে তারা সহজেই ভিন্ন খাতে নিতে পেরেছেন।
৫. বামপন্থিরা সীমিত ভাবে আওয়ামীলীগের সমালোচনা করে, কিন্তু তারা জামাত এবং বিএনপির ধ্বংস এবং বিলুপ্তি কামনা করে।
৬. আবার কোন বামপন্থী যদি বোঝতে পারে কোন বিএনপি পন্থী বা জামাত পন্থী আওয়ামীলীগের সমালোচনা করছে, সেই ক্ষেত্রে তারা সমালোচনা থেকে আওয়ামীলীগকে আড়াল করে বিএনপি এবং জামাতকে আক্রমণ করবে।

তাই রাজনৈতিক পোস্ট দেয়ার সময় --
১. একবারে একটার বেশি পয়েন্ট নিয়ে আলোচনা করবেন না।
২. আপনি আপনারা এই পোস্টে ৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন।
৩. জুতা চোরের উদাহরণটা সঠিক হয় নাই। অথবা সঠিক স্থানে ব্যবহার করা হয় নাই।
৪. পাঠক আপনার লেখাকে ভিন্ন খাতে নিতে চাইলেও আপনি ভিন্ন খাতে নিতে দিবেন না।
৫. আলোচনাকে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

শাহিন-৯৯ বলেছেন: আপনার মূলব্যান উপদেশ সত্যি আমার খুব কাজে দিবে।
উদাহরণটা আসলে ঠিকমত আমি দিতে পারি নাই, চেয়েছিলামাম ইডিট করব কিন্তু তার উপর মন্তব্য হওয়ার আর ইডিট করি নাই।
আমি বুঝাতে চেয়েছিলাম, কারোর আদর্শ অন্য কারোর আদর্শের ভিতরে জোর করে ঢুকানোর চেষ্টা হলে এমনটা হতে পারে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:



@সোহানী ,

বিএনপি ও জাতীয় পার্টি অন্যায়ভাবে গঠন করাতে দুষ্টরা রাজনীতির নামে এইসব দলে বসে জাতির সম্পদ দখল করেছে ও করছে; ওরা আওয়ামী বিরোধী হওয়াতে মানুষ আওয়ামী লীগের উপর ক্ষেপে এদের ভোট দেয়; কিন্তু এগুলো সমাধান নয়; এই ২ দল না থাকলে, নতুন দল হওয়ার সুযোগ হবে; নতুন দল হলে, আওয়ামী লীগ মুসলীম লীগের মত নিজের স্হান খূজে পাবে।

অন্যায়ভাবে বিএনপি ও জাতীয় পার্টি করাতে, রাজনীতির নামে মিলিটারী ও ব্যুরোক্রেটরা ৪০ বছর জাতিকে ঠকায়েছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

শাহিন-৯৯ বলেছেন: :D :D :D :D :D :D

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


@মোহাম্মদ আলী আকন্দ ,

শাহীন৯৯ ধরণের রাজনৈতিক পোষ্ট লেখকদের জন্য আপনি কনসালটিং করুন; এরা কি নিয়ে ভাবেন, কি লিখতে চান, কি বলতে চান, বুঝা বেশ কঠিন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

শাহিন-৯৯ বলেছেন: আপনার বয়স আমার বয়সের প্রায় ২ গুগের বেশি, আমার পথচলা শুরু আপনি ঝানু নারকেল। আমার ভুলতো একটু হবেই তাই নয় কি?

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব বিশ্বরোড প্রতি বছর মেরামত করা লাগে। অথচ বিজ্ঞান এখন অনেক এগিয়ে। একটু বেশী খরচ করলেই কিন্তু ভালো রাস্তা করে দিলে বেশ কয়েক বছর আর মেরামত করা লাগে না...

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

শাহিন-৯৯ বলেছেন: আপনি সম্ভবত আমার লেখার মুল কথার উপর মন্তব্য করলেন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৩

রুলীয়াশাইন বলেছেন: সত্য কথা........।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

আটলান্টিক বলেছেন: সোনার বাংলার রাস্তা এটা বুঝতে হবে না :) :) :)
আফসোস হিরোশিমার বোমাটা ঢাকার উপর পড়লো না

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

শাহিন-৯৯ বলেছেন: নাই ভাই, আমাদের দেশে পড়ার দরকার নাই, ঐ বোমার ভয়বহতা জাপানের মত প্রযুক্তি দেশ সামলাতে হিমশিম আর আমাদের অবস্থাতো যে কি করুণ হত.....।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: সহমত।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

মোস্তফা সোহেল বলেছেন: চামচাদের জন্যই দেশটা রসাতলে যাচ্ছে।
সবাই ক্ষমতা চাই।জনগনের শান্তি চাইনা কেউই।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই সুন্দর দেশ গঠনে অংশীদার হই।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: চানগঁাজি সাহেবের আরত্তি থাকলেও আমার সহমত

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০১

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

সাইন বোর্ড বলেছেন: অামার মনে হয রাস্তাঘাটের ব্যাপারটাই মফস্যলের চেয়ে রাজধানীকে বেশি ফোকাস করা হয়েছে, হতে পারে এটা ভোট-রাজনীতির কৌশল ।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সেলিম আল সাজু বলেছেন: পুরান ছবি দিয়া হিট হইবার চান

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

শাহিন-৯৯ বলেছেন: ছবিটা গুগল থেকে নেওয়া। আপনি কি বর্তমানে বাংলাদেশে বাস করেন? আর লেখাটা কি পড়েছেন নাকি শুধু ছবি দেখে মন্তব্য মেরে দিয়েছেন।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

তারেক ফাহিম বলেছেন: শিরোনামের সাথে সহমত।

শেষাংসের বাস্তবতা কামনা করছি।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

শাহিন-৯৯ বলেছেন: আপনার মন্তব্যর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মতে দেশের সব চেয়ে বড় সমস্যা অতিরিক্ত জনসংখ্যা, তারপরের সমস্যা বাকিগুলো। প্রথম সমস্যার লাগাম টেনে ধরতে পারলে বাকিগুলোর সমসাধান করা খুবই সহজ। অধিক জনসংখ্যা অভাব আমদানী করে। আর সবাই জানে, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.