নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

শুধু কাউয়া মুক্ত আওয়ামলীগ নয়, রাজনীতি কাউয়া মুক্ত হোক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০


ছবিটি আমাদের সময় থেকে নেওয়া।

বাংলাদেশে এখন সবচেয়ে দামী পেশা হচ্ছে-রাজনীতি, ক্ষমতার অস্ত্র হচ্ছে-রাজনীতি, নিজেকে মুগল সম্রাট বানানোর উপায় হল-রাজনীতি। তাই রাজনীতির দিকে ধাবমান সবাই। ব্যাবসায়ী, ছাত্র-শিক্ষক, লাঠিয়াল বাহিনীসহ----অনেকে।

যেহেতু আওয়ামলীগ এখন ক্ষমতার মসনদে, শুধু ক্ষমতার মসনদে বললে ভুল বলা হবে, তারা এখন এদেশের রাজনীতিতে নিজেদের সুপার পাওয়ার হিসাবে ঘোষণা করছে। তাদের এই সুপার পাওয়ার লাঠিয়াল বাহিনীর মাধ্যমে করলেও তাদের তেমন আক্ষেপ করতে দেখা যায় না। তাই ক্ষমতার লোভীরা ছুটছে রাজনীতিতে বিশেষ করে লীগের দিকে। লোভীরা প্রথমে দলে ঢুকেই টাকার একটা ঝলকানী দেখায় তাতেই দলের টপ টু বটম সবাই মুগ্ধ, দ্রুত বাগিয়ে নিচ্ছে দলের গুরুত্বপূর্ন পদ। এতে করেই প্রকৃত ত্যাগী নেতারা হারিয়ে যাচ্ছে, আর আমরা হারাচ্ছি স্বপ্নময় এক বাংলাদেশের ভবিষ্যৎ।

রাজনীতিকরা যেমন একটি দেশকে ব্যার্থতায় ভরিয়ে দেয়, ঠিক তেমনি রাজনীতিকরাই পারে সমৃদ্ধশালী দেশ গড়ে দিতে। সুন্দর স্বপ্নময় দেশ গড়তে শুধু প্রয়োজন যোগ্য, প্রকৃত রাজনীতিবিদ। যাদের চিন্তায়-মননে শুধু দেশ থাকবে, থাকবে না পকেটভারীর চিন্তা।

প্রতিটি দলকে সজাগ থাকতে হবে যাতে করে সুযোগ সন্ধানীরা দলে ঢুকতে না পারে, অবশ্যই দেশ গনতন্ত্রহীনতাই থাকলে এসকল সুযোগ সন্ধানীরা অবাধে দলে ঢুকার সুযোগ পায় কারণ দল তখন তাদের টাকার কাছে জিম্মি হয়ে পড়ে।

এ দেশের রাজনীতি কাউয়া মুক্ত হোক, গনতন্ত্র গনতন্ত্রের নিয়মে চলুক তবেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারব।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে কঊয়ামুক্ত করলে, আওয়ামী লীগে থাকবেন ১ জন; বিএনপি'কে কাউয়ামুক্ত করলে কেহ থাকবে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৮

শাহিন-৯৯ বলেছেন: তবুও কাউয়া মুক্ত হোক। আর বিএনপিতে কিন্তু একজন থাকবে ড. মঈন খান (আপনার মতে তিনি খুব ভাল মানুষ)।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

সায়েদুল ইসলাম এর বাংলা ব্‌লগ বলেছেন: সত্যিই আজ রাজনৈতিক দলগুলো কাউয়াময়। কা কা কা.।.।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

শাহিন-৯৯ বলেছেন: কাউয়া জাতের কারণে দেশের ভিতর এতো হট্টগোল।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: কাউয়াদের কা কা করার সুযোগ তো আমরাই দিয়েছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

শাহিন-৯৯ বলেছেন: আমাদের এই প্রজন্ম খুব বেশি দায়ী নয়, আমাদের পূর্বসুরীরা সবচেয়ে বেশি দায়ী, বলতে গেলে তারাই মূলত দায়ী।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আমাদের প্রজন্মই এক কাউয়াদের প্রেমে অতিরিক্ত মরিয়া। তাদের হাতে হাতে ইন্টারনেট পৌছে দিয়েছে, তার মানে দেশ ডিজিটাল হয়ে গেছে। আর কি লাগে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: এদেশে ইন্টারনেট ব্যাবহারকারীর ৬০% শতাংশ শুধু ফেসবুক চালাতে পারে, তার-মধ্যে অন্তত ৩০% শতাংশ অন্যদের কাছ থেকে ফেসবুক একাউন্ট খুলে নেয়। এটাই যদি ডিজিটাল হয়!!! তাহলে দেশ ডিজিটাল।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৯

কালীদাস বলেছেন: হা হা, পোস্টের সাথে সহমত। দুই নাম্বারী রাজনীতির শেষ দরকার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: সহমত পোষণ করেছেন এই জন্য আমার অান্তরিক ধন্যবাদ। আসলেই দুই নাম্বারী রাজনীতির শেষ দরকার।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


ড: মঈন খান পাগলামী শুরু করেছেন, বেগম জিয়ার জন্য কিসব গণ-স্বাক্ষরের কথা সাপোর্ট করেছেন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

শাহিন-৯৯ বলেছেন: ইস্। ড. মঈন খানও গেল।

এখন যদি শেখ হাসিনা জেলে যেত তাহলে কি আপনি গণ-স্বাক্ষর নেওয়া শুরু করতেন?

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ইস্। ড. মঈন খানও গেল। এখন যদি শেখ হাসিনা জেলে যেত তাহলে কি আপনি গণ-স্বাক্ষর নেওয়া শুরু করতেন? "

-বিচারকদের প্রতি আমার সন্মান আছে।
শেখ হাসিনা জেলে গেলে আওয়ামী লীগ মিষ্টি খাওয়াবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

শাহিন-৯৯ বলেছেন: -বিচারকদের প্রতি আমার সন্মান আছে।
শেখ হাসিনা জেলে গেলে আওয়ামী লীগ মিষ্টি খাওয়াবে।


আশা করি ভবিষ্যতেও এই সম্মান অটল থাকবে।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:০২

মলাসইলমুইনা বলেছেন: দোয়া করা ছাড়া আর ঠিক কি করবার আছে বুঝতে পারছি না |

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

শাহিন-৯৯ বলেছেন: দোয়ার সাথে আমাদের হাতে থাকা ক্ষুদ্রতম ক্ষমতাটি ঠিকঠাক কাজে লাগাতে পারলে সবকিছুই মনে হয় করা সম্ভব।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫০

আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি সাহেব বিএনপির সতীন।
তবে মনে রাখতে হবে তারা একটা রাজনৈতিক দল, পেছনে সামনে যাই ইতিহাস থাকুক।(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

শাহিন-৯৯ বলেছেন: কি যে বলে বলেন ভাই।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

কানিজ রিনা বলেছেন: কাকেরা দুইদল চারদল নাই ওরা একতা
বদ্ধ। কাকেরা মানুষ থেকে উৎকৃষ্ট। আমাদের
বনে এখন হায়েনা শিয়াল বেশী হরিণ কম।
এমন দেশটি কোথাও খুজে পাওয়া যাবে নাকো। ভাল লাগল আন্তরিক ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

শাহিন-৯৯ বলেছেন: আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

বিজন রয় বলেছেন: কাক বাদ দিলে যাবেন কোথায়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

শাহিন-৯৯ বলেছেন: কোকিলদের কাছে।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: দাঁড় কাক মুক্ত করা কখনই সম্ভব নয়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

শাহিন-৯৯ বলেছেন: একবারে নির্মূল করা হয়তো সম্ভব নয়, তবে অনেকটা করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.