নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় নির্বাচনের জন্য রিহার্সেল করছে লীগ, আমরা রাশিয়ার দামি বিশ্বকাপ দেখছি, রাজনীতি লেখক চাঁদগাজী খালেদা গবেষনায় মনোনিবেশ করেছেন।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯



১) খুলনার পরে গাজীপুর সিটি নির্বাচন শেষ হল, বিএনপিকে হটিয়ে লীগ জয় করল। হটিয়ে বললে ভুল বলা হবে, বলা উচিত -- কেীশলে নিয়ে নিয়েছে। আওয়ামলীগ ১০০% ধরে নিয়েছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি আসবে, আর ফেয়ার নির্বাচন হলে ব্যাংক ডাকাতদের পরাজয় হওয়ার সম্ভবনা অনেক বেশি তাই তাঁরা সিটি নির্বাচনের মাধ্যমে রিহার্সেল করছে কিভাবে ভোট ডাকাতি করলে কেউ ঘুনে অক্ষরে টের পাবে না। খুলনা ও গাজীপুরে দুই রকম পদ্ধতি ব্যাবহার হয়েছে দেখা যাক বাকি তিন সিটিতে কি কি পদ্ধতি থাকছে।

২) আমাদের ফুটবল প্রেম এখন আমাদের মাঝে সীমাবদ্ধ নাই, মহাসাগর পাড়ি দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অনেকে বেশ করে হাতে তালি দিচ্ছে। কিন্তু আমাদের ঘরের খবর নাই। সালাউদ্দিন কাকু যেদিন থেকে বাফুফের দায়িত্ব নিয়েছে সেদিন মনে হয় এদেশের ফুটবলের শনির শেষ অংশটা যোগ হয়েছে। তবুও তাঁর সরে যাওয়ার কোন লক্ষন নাই তাকে সরানোর চিন্তা কেউ করে না কারণ তিনি শেখ হাসিনা লোক। মোহামেডান-আবাহানী ম্যাচ আর না দেখতে পারলেও আফসোস নাই, ব্রাজিল-আর্জেন্টিনাতো আছে।

৩) গুনীজনদের দেখি তাঁরা বর্তমান নিয়ে আলোচনা করে, বর্তমান নিয়ে কলম ধরে কিন্তু আমাদের সর্ব বিষয়ে পন্ডিত চাঁদগাজী শুধু খালেদা খালেদা করে ব্লগ ভরে ফেলছেন। তাঁর কলমে উঠে আসে না ভোট চোরের কাহিনী।
তিনি ধরে নিয়েছেন খালেদা বিএনপির হাল ছাড়লেই এদেশের সব দূর্নীতি, ব্যাংক ডাকাতি বন্ধ হয়ে যাবে।

৪) আমি বাংলাদেশের একটি বাহিনীকে খুব বিশ্বাস করতাম। তাঁরা নির্বাচনের মাঠে থাকলে নির্বাচন অনেকটা অটোমেটিক ভাল হয়ে যায়, সাম্প্রতিক দেখলাম সেটাও দলীয় করণের সর্ব্বোচ চেষ্টা করা হয়েছে।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সিগন্যাস বলেছেন: আপনার জন্য এক বালতি সমবেদনা।দিন দিন অবস্থা আরো খারাপ হবে।আল্লাহর অশেষ রহমত এখনো আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে বাঙালিরা গৃহযুদ্ধ শুরু করেনি।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

শাহিন-৯৯ বলেছেন:


গৃহযুদ্ধ শুরু না হলেও গৃহবিবাদ কিন্তু কম হচ্ছে না।
দোস্তে দোস্তে কিলাকিলি এখন অহরহ হচ্ছে।

২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। হাসতে কষ্ট হলো ভাই।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শাহিন-৯৯ বলেছেন:


হাসতে নাকি জানে কেউ কে বলেছে ভাই
মিষ্টি হাসি, মধু হাসি দেখতে যদি চাও
হেনা ভাইয়ের নয়ন তারার হাসি দেখে যাও।
:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই শাহিন-৯৯, নয়নতারার চার মাস বয়স পূর্ণ হওয়ার পর ওর এই হাসি খুশি ছবিটা তোলা হয়েছে। ওর জন্য দোয়া করবেন প্লিজ!

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

শাহিন-৯৯ বলেছেন:




আল্লাহ তাকে সুন্দর একটি জীবন দান করুক।
প্রতিটি শিশুর হাসি আমাকে মুগ্ধ করে, ওদের নিষ্পাপ হাসি জটিল মনের মানুষকেও একটু জন্য হলেও হাসতে বাধ্য করে।

৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নাজিম সৌরভ বলেছেন: চাঁদগাজী সাহেব রাজনীতি ভালো বুঝেন । কিন্তু দুঃখের বিষয় হল উনি একজন বাম ঘরানার লোক । স্বাধীন বাংলাদেশের বাম চাচারা সমস্যার সমাধান কখনো করতে পারেননি, বরং উনাদের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করে ।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০২

শাহিন-৯৯ বলেছেন: আমিও বিশ্বাস করি চাঁদগাজী সাহেব অনেক ভাল রাজনীতি বুঝেন কিন্তু উনি শুধু একচোখাভাবে ১২ বছর ধরে ক্ষমতা হারানো বিএনপির উপর পড়ে আছেন। এটা থেকে উনার বেরিয়ে আসা উচিত।

উনি একজন বাম ঘরানার লোক ।

উনি বড় মাপের একজন বাম লোক বলে আমার মনে হয় কারণ উনি ধর্মীয় লেখা দেখলেই একটা সুঁড়-সুঁড়ি দেওয়ার চেষ্টা করে।

৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

দরজার ওপাশে আমি বলেছেন: লেখক সাহেব , আপনি আমাকে একটু বলবেন, ৯০ এর পর কোন নির্বাচনে আপনার পছন্দের বাহিনী নামানো হয়েছিল ? আপনার পছন্দের অপছন্দের দল দুইই ক্ষমতায় ছিল বা আছে , কেউ তা করে নি । আর নির্বাচন সুষ্ঠু বা নির্বাচন ভাবমূর্তি ঠিক রাখার জন্য প্রতিপক্ষ দলকে একটু কৌশলী হওয়া উচিৎ ছিল ( সময় গেলে সাধন হবে না ) । একটি দল এখন জাতির বোঝা হয়ে আছে , ওথাকার থেকে না থাকা অনেক ভালো । আর সব জায়গায় দলীয় করন করা হয় এই আইডিয়াটা ওই পছন্দের বাহিনির দ্বারা যে দল গঠিত হয়েছিল তার থেকে নেওয়া মনে হয় !

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন:



যে চার বার নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন হয়েছে লীগ-বিএনপি প্রশ্ন তুললেও কিন্তু সাধারণ মানুষ বেশ ভালভাবে নিয়েছে। আমি কখনও বলি না বিএনপি ক্ষমতায় থাকতে দলীয় করণের চেষ্টা করে নাই বা করিনি। কিন্তু লীগতো ক্ষমতা ধরে রাখতে সীমা ছাড়িয়ে ফেলেছে।

আওয়ামলীগ কি কম নাটক করেছে প্রতিপক্ষ কে ঘায়েল করতে, এরশাদ নাটক। গৃহপালিত বিরুধীদল নিয়ে সংসদে বসচ্ছে।
আপনার বিবেক কি এটা সঠিক মনে করে?

আপনার কাছে দুইটা প্রশ্ন রাখি--
১) বিএনপি করেছে বলে লীগ আরও বেশি করছে তাহলে বিএনপি আর লীগের মধ্যে পার্থক্য কি?
২) বিএনপির আমলে এত অর্থ কেলেঙ্গকারী হতে দেখেছেন আপনি?


৬| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ যতটা না দলের জন্য করে তার চেয়ে বেশি করে নিজের জন্য।
চাঁদগাজী যা করছেন ভালো করছেন। তার লেখায় লজিক আছে।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১০

শাহিন-৯৯ বলেছেন: জিঁ তাঁর লেখায় লজিক আছে।

৭| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @দরজার ওপাশে - ৯০ এর পর প্রতিটা নির্বাচনেই তত্ত্বাবধায়কের সময় আর্মি নামানো হয়েছিল। আর্মি ছাড়া নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয়...

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:১২

শাহিন-৯৯ বলেছেন: আর্মি ছাড়া নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয়।
এটা এ দেশের মানুষের বড় ধরণের একটি বিশ্বাস কিন্তু লীগ যে পথে চলার চিন্তা করছে আগামী ৫-১০ বছর পর মানুষ তা হারিয়ে ফেলবে।

৮| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

রাকু হাসান বলেছেন: চাঁদগাজীর লেখাগুলো আমার নিরপেক্ষ এবং আলোচ্য মনে হয়েছে । সবাই সব বিষয়ে লিখবে এমন টা নয় .....ভোটের ব্যাপার টা আমিও লিখতে পারতাম ,কিন্ত আমি লিখিনি সে দ্বায় আমার ।

২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭

শাহিন-৯৯ বলেছেন: আপনি কি চাদঁগাজীর গত দুই বছরের সব লেখা পড়েছেন?

৯| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫৮

রাকু হাসান বলেছেন: না শাহিন ভাই! আমি সাম্প্রতিক লেখার উপর ভিত্তি করে বলছি ....এর বাইরে বলতে পারবো না । আমি ভাবছিলাম আপনার লেখাটা সাম্প্রতিক পোস্টের উপর ভিত্তি করেই । তাই মন্তব্য করেছি ...........

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৪

শাহিন-৯৯ বলেছেন: ধন্যবাদ আবারো এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য।

১০| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৮

শামচুল হক বলেছেন: চাঁদগাজী ভাই খালেদাকে নিয়ে থিসিস লিখছে তাতে কেউ বেজার হবেন না। একদিন এগুলোও কাজে লাগবে।

২৯ শে জুন, ২০১৮ রাত ৯:১৫

শাহিন-৯৯ বলেছেন: থিসিস টাইপের কিছু লিখতে হলে খারাপের পাশাপাশি ভাল গুন বা ভাল কাজটা লিখতে হয় তাহলে লেখার স্বার্থকতা থাকে।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

১১| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: নির্বাচন ব্যবস্থা যে শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছেন - সেইটা তো চাদগাজীই লিখেছেন। এখন নির্বাচন নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। জনগন কি ভাবলো তা নিয়ে আওয়ামী লীগের কোন মাথাব্যথা নেই। স্বৈরাচারদের বৈশিষ্ট্য এটাই হয়।


আগামী নির্বাচনে বিএনপির অংশ গ্রহন হবে মারাত্মক ভুল। বিএনপি অন্য সব নির্বাচনে অংশ নিলেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া উচিত হবে না শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে। যতদিন হাসিনা ক্ষমতায় রয়েছে ততদিন নির্বাচনে মানুষের ভোটের প্রতিফলন বিন্দুমাত্র ঘটবে না। এভাবে নির্বাচনে অংশ নিলে কর্মীরা হতাশ হবে, সরকার পতনের আন্দোলনের ক্ষতি হবে।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শাহিন-৯৯ বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১২| ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৪১

উম্মু আবদুল্লাহ বলেছেন: "৯০ এর পর প্রতিটা নির্বাচনেই তত্ত্বাবধায়কের সময় আর্মি নামানো হয়েছিল। আর্মি ছাড়া নির্বাচন নিরপেক্ষ সম্ভব নয়..."

সুষ্ঠু নির্বাচনের বড় বাধা পুলিশ এবং প্রশাসন। যারা গ্রেপ্তার আতংক তৈরী করে বিএনপিকে কেন্দ্রে যেতে বাধা দেয়। এরপর কেন্দ্রের ভেতরে সময় সুযোগ বুঝে চলে জাল ভোটের মহোৎসব।

১৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
মুসলিম দেশগুলোর ভেতর বাংলাদেশের বিরোধী দলগুলোর সবচেয়ে বেশী বাক স্বাধীনতা ভোগ করে।

কোন মুসলিম দেশেই বিরোধী দল ১ মিনিটও টিভিতে বক্তব্য দিতে পারেনা। লাইভ বক্তব্য তো দুরের কথা।

বাংলাদেশে সরকার বিরোধী নেতা ও সাংবাদিকরা ৩০টা চ্যানেলে ঘন্টার পর ঘন্টা সরকারের মুন্ডুপাত করে যেতে পারে।
তুরষ্ক, ইরান, মালয়েশিয়া কোথাও ১ মিনিটও সম্ভব না

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শাহিন-৯৯ বলেছেন: অবশেষে ধর্ম টেনে আনলেন!!!!! আওয়ামলীগ না ধর্ম ব্যাবসা করে না?

১৪| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



পোষ্টটা কিভাবে যেন মিস করেছি।

বাংলাদেশের যে বাহিনীকে আপনি বিশ্বাস করতেন, উনারাই ১৯৭৫ সাল থেকে ২০০৮ সাল অবধি দেশ চালায়েছেন; এখন কি করছেন, বুঝার দরকার।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

শাহিন-৯৯ বলেছেন:



১৯৯৬-২০০০ পর্যন্ত কি সেনা বাহিনীর ভুমিকা ছিল।
যদি থেকে থাকে তাহলে বর্তমান আওয়ামলীগ কি করে রেরিয়ে এল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.