নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

কট্টর বামপন্ত্রীরা বিএনপিকে কেন সহ্য করতে পারে না?

২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৯



জিয়াউর রহমান। এদেশের কোটি মানুষের এক ভালবাসার নাম। তাঁর যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনি তাঁর প্রচন্ড বিরোধী কিছু লোক রয়েছে। প্রচন্ড বিরোধী কিছু লোক বলতে আমি তাঁর কট্টোর বিরোধীদের বুঝিয়েছি। এই কট্টোর লোকগুলো হল- এদেশের কট্টোর বামপন্ত্রীরা বা বামধারা বিশ্বাসীরা।

বাংলাদেশে বামদের বর্তমান যে অবস্থা আর যে জনসমর্থন তা দিয়ে রাষ্টক্ষমতায় তো দুরের কথা এককভাবে একজন এমপি নির্বাচন করে আনতে পারবে বলে মনে হয় না।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বামদের কিছু শক্তিশালী সংগঠন ছিল। রাজধানীতে অবস্থান ছিল বেশ শক্তিশালী কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মত জনসমর্থন ছিল না। কিন্তু নিজেদের মতাদর্শ চালু করতে প্রয়োজন ছিল রাষ্ট্রক্ষমতা। কর্নেল তাহের প্রায় সেই সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু বিধিবাম জিয়াউর রহমানের কারনে তা নস্যাৎ হয়ে গিয়েছিল। সেই দুংখ-ক্ষোভ এখনও মিটেনি বামপন্ত্রীদের তাই তাদের এখন একমাত্র উদ্দেশ্য জিয়াউর রহমানের বিএনপিকে নিঃশেষ করে দেওয়া। বিএনপিকে আটকানো মানে ডানপন্ত্রীদের সংগঠিত হওয়ার রাস্তা মোটামুটিভাবে বন্ধ হয়ে যাওয়া। আর বিএনপি শেষ হওয়া মানে টিকে থাকবে আওয়ামলীগ আর শেখ হাসিনা সরে গেলে আওয়ামলীগকে পুরোপুরি বামধারায় নিয়ে যাওয়া বামদের খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না।


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর এনালাইসিস করেছেন।

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

শাহিন-৯৯ বলেছেন:


ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাই মন্তব্য করার জন্য।
আমি মোটা দাগে শুধু তাদের উদ্দেশ্যের কথা বলেছি। বামপন্ত্রী বেশ কিছু লোকের সাথে আমার পরিচিতি আছে। তারা খুব ভাল করে জানে জনসমর্থন নিয়ে তারা কখনও রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না তাই তারা সর্বদা সুযোগ খুঁজে বিকল্প পথের।
শেখ হাসিনা আওয়ামলীগের নেতৃত্ব একবার ছেড়ে দিক দেখবেন আমার কথার প্রতিফলন হতে বড়-জোর ৫ বছর সময় নিবে তাঁরা।

২| ২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ক. তাহেরের রাজনৈতিক মতাদর্শে সমস্যা ছিল। জিয়াউর রহমান জাসদের কর্মিদের একটু টাইট দিয়েছিলেন তাতেই ওদের রাগ।

এদেশে বামদের এককভাবে ক্ষমতায় যাবার সম্ভবনা ক্ষীণ, কট্টর ডানরাও সুবিধা করতে পারবেনা। তবে মধ্যম ডানপন্থীদের(কিছুটা উদারপন্থী) অনেক সুযোগ আছে।

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

শাহিন-৯৯ বলেছেন:



নিজামউদ্দিন ভাই বামপন্ত্রীরা একবার যদি সুযোগ পায় তাঁরা সর্বদা চেষ্টা করবে তাদের চিন্তা-বিশ্বাস সমাজে চালু করতে তখন আমাদের দেশে অবস্থা কি হবে একটু ভাবুন তো। এ দেশে এখনও ধর্মভীরু মানুষ বেশি তার উপর মাওলানাদের একটা প্রভাব তো আছেই এই সব মানুষদের উপর। মাওলানা কখনও বামদের মেনে নিবে না। শুরু হবে নানান ঝামেলা।
বিএনপির রাজনীতি খুব যে ভাল তা নয় তবে এ দেশে কিছু করতে হলে অবশ্যই সংখ্যাগরিষ্ট মানুষের মূল্যবোধ বিশ্বাসকে সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে তবেই টেকসই সমাজ ব্যাবস্থা আমরা পাব।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

৩| ২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

বলেছেন: বামরা এম পি তো বহুত দূরে মেম্বার হতে পারবে কি না সন্দেহ কিন্তু কথার আওয়াজে বড় বেশি গলা।
বামদেরকে রামছাগলের সাথে তুলনা করা যায়।
তবে বাংলাদেশে এখন যতই বলেন একনাগাড়ে আওয়ামীলীগ থাকবে বলে মনে হয় আর কেউ সুবিধা করতে পারবে না।

মেজর জিয়া একজন দেশপ্রেমিক ছিলেন এটা মেনে নিতে কেন এত কষ্ট হয় বুঝি না!!

২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



বামরা প্রচুর পড়াশোনা করে তাদের সব দর্শন যে মূল্যহীন তা আমি বলব না।
এ দেশে বামরা এখনও টিকে আছে একমাত্র মিডিয়ার কারণে। মিডিয়া না থাকলে অনেক আগেই তাদের অস্ত হয়ে যেত।
শেখ হাসিনার নেতৃত্ব যেভাবে আওয়ামলীগ প্রতাপ ছড়াচ্ছে আর কারোর পক্ষে কখনও সম্ভব নয়। আমার মনে হয় বঙ্গবন্ধুও আওয়ামলীগের উপর এত প্রভাব রাখেতে পারেনি।
দেশের জন্য জিয়াউর রহমানের ভালবাসা ছিল।

৪| ২২ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

পবিত্র হোসাইন বলেছেন: আমার মতে জিয়া সাহেবকে নিয়ে সাধারণ মানুষের কোন সমস্যা নাই। কেউ তাকে গালি দেয় আমি এমন শুনি নাই।
সমস্যা হল তার ছেলে-সন্তান বা বেগম সাহেবা তার আদর্শ, সরল জীবনকে লালন করতে পারে নাই।
যার ফলাফলে বিএনপির অনেক যোগ্য নেতা দল থেকে বহিষ্কৃত এবং বিএনপির ভরাডুবি।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০২

শাহিন-৯৯ বলেছেন:



আপনার কথা ফেলে দেওয়ার মত নয়। বিএনপির এই করুন দশার জন্য তারেক একমাত্র মোটা দাগে দায়ী।
খালেদা জিয়ার দূর-দর্শিতার অভাব ছিল অনেক।

৫| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

নীল আকাশ বলেছেন: দেশরত্ন তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
আজও তাই স্মরি তোমাকে দিয়ে চিত্ত মম প্রাণ,
কীর্তি তোমার থাকবে অমলিন হে সাহসী সন্তান,
যতদিন রবে বাংলায় পদ্মা-মেঘনা-যমুনা বহমান,
ততদিন তোমার কৃতিত্ব রবে এই বাংলায় চির অম্লান।
@ নীল আকাশ।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮

শাহিন-৯৯ বলেছেন:




ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।

৬| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: জিয়া তো মন্দ লোক ছিল না। কিন্তু তিনি রাজাকারদের দেশে ফিরিয়ে এনেছেন। বড় পদে বসিয়েছেন। এটা মানতে কষ্ট হয়।

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



স্বাধীনতা বিরুধীদের রাজনীতি করার সুযোগ দেওয়া তাঁর ভুল ছিল? কিন্তু তিনিই কি প্রথম রাজাকারদের ক্ষমতায় এনেছিলেন নাকি অন্য কেউ। একটু খুঁজে দেখার অনুরোধ থাকল।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৯

বাংলার মেলা বলেছেন: বামদের সবচেয়ে বড় সর্বনাশ তো করেছিল আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধের পরে সর্বভারতীয় নকশালদের প্ল্যান ছিল আসাম, মেঘালয় পশ্চিমবঙ্গ এবং মিজোরামকে বাংলাদেশের সাথে একীভূত করে বিশাল সমাজতান্ত্রিক পরাশক্তি কায়েম করা। কিন্তু ইন্দিরা গান্ধীর দূরদর্শিতায় রক্ষী বাহিনী ও মুজিব বাহিনী খুব শক্তভাবে ঝুঁকি নিয়ে তাদের প্ল্যান বানচাল করে দিয়েছিল। গণতান্ত্রিক সর্বহারা পার্টি ও তাদের মূখপাত্র গণকন্ঠ পত্রিকাকে পেশীর জোরে ধুলায় মিশিয়ে দিয়েছিল।

কই, বামেরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে সামান্য প্রতিশোধ নেবার সাহস কোনদিন পায়নি। বামদের যত হম্বি তম্বি কেবল দুর্বল বিএনপির উপর। পারলে আওয়ামী লীগের একটা চুল ছিঁড়ে দেখাক - তাদের ক্ষমতার দৌড় কতখানি!

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন:



হ্যাঁ, বামদের বিশাল টার্গেট ছিল। থাকাটাই স্বাভাবিক কারণ প্রতিটি দল চাই তাদের মতাদর্শ রাষ্ট্রে প্রতিফলন করতে তবে তাদের পদ্ধতি ছিল উগ্রপন্থী টাইপের।
পশ্চিম বাংলায় বামরা অনেক দিন যাবত ক্ষমতায় ছিল কিন্তু এখন অবস্থা বেশ করুন।
আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: আপনার বিশ্লেষণ এবং বাংলার মেলা ভাইয়ের বিশ্লেষণ ২টাই দারুন হয়েছে।
ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

শাহিন-৯৯ বলেছেন:


ধন্যবাদ ভাই নীল আকাশ।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৭

টারজান০০০০৭ বলেছেন: জিয়া বামাতীদের ইয়ে মাইরা তাল তাল কইরা ফেলাইছিলো ! তাই হেরে দেখতারেনা !!

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

শাহিন-৯৯ বলেছেন:


স্বার্থ নষ্ট হলে কষ্ট থাকাটা স্বাভাবিক।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,

অনধিকারচর্চা করবো না। বাদী বা প্রতিবাদী যাই থাকুক, ছোট্ট হলেও আপনার বিশ্লেষণটা বেশ খাসা হয়েছে । তবে কমেন্টে বিশেষ একজনের আশা করেছিলাম, উনার কমেন্টটা না পেয়ে কিঞ্চিৎ হতাশ হলাম।

শুভকামনা জানবেন।

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


আপনি যার কমেন্ট আশা করেছিলেন ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশ চাহেনী, তারা শেখ হত্যাকারী হিসেবে জিয়াকে সাপোর্ট করেছে; আপনিও তাদের বংশধর।

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০০

শাহিন-৯৯ বলেছেন:



বামরা বঙ্গবন্ধুকেও একদম দেখতে পারে না, শুধুমাত্র রাজনীতি মাঠে একটু করুনা পাওয়ার জন্য ভালবাসার অভিনয় করে। আর আপনি সেই দলের একজন সদস্য।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



(২) পাঠকের প্রতিক্রিয়ার সাথে সহমত। এটাই এদেশের বাম রাজনীতির বাস্তবতা। এছাড়া বামরা সাধারন মানুষ থেকে একরকম বিচ্ছিন্ন। বাম রাজনৈতিক আদর্শ এখন বিশ্বের কোন দেশেই গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বড় কথা এদেশে এতো এতো বাম রাজনৈতিক দল আর মতবাদ!! কোন কোন দল এক মালিকানাধীন!! শুধু বড় দলের প্রতীক নিয়ে এরা এমপি হলেই বিরাট পাওয়না মনে করেন। এরা স্টালিন, লেলিন, মাওসেতুং কার আদর্শ ধারণ করেন তা বিরাট কুয়েশ্চন।

২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০২

শাহিন-৯৯ বলেছেন:



সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.