নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পার্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এহা মুসলিম লীগের পথে ....

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬



ব্লগার চাঁদগাজী দেখলাম জাতীয় পার্টি নিয়ে বেশ উদ্বিগ্ন, আসলে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই কারণ শেখ হাসিনা জাতীয় পার্টির কোমর এমনভাবে ভেঙ্গে দিয়েছে যা এরশাদ সাহেব নিজে সারিয়ে তুলতে পারেননি আর এখন? প্রশ্নই উঠে না।

১) জাতীয় পার্টির বিলুপ্তি হওয়ার মূল কারণ হচ্ছে সাংগঠনিক কোন কাঠামো নেই, আমি যদি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ধরে হিসাব করি তাহলে বাংলাদেশের রাজনৈতিক দল তিনটি, লীগ, দল, জামাত। রংপুর ব্যাতিত কোথাও তাদের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। সাংগঠনিক শক্তি ছাড়া ক্ষমতাসীনদের আশীর্বাদ নিয়ে বেশিদিন মাঠে টিকে থাকা যায় না।

২) বঙ্গবন্ধু, জিয়াউর রহমানের মত এরশাদ সাহেবের কোন বিশেষ অবদান নেই দেশের জন্য আর এই জন্য তাঁকে ঘিরে বলয় তৈরী হওয়া সম্ভাবনা শূন্য।

৩) এরশাদ সাহেবের ব্যাক্তি চরিত্র এ দেশের মানুষের কাছে নেগেটিভ হিসাবে উপাস্থাপিত।

৪) সফল নেতৃত্বের অভাব, এরশাদ সাহেব জীবিত থাকতেই দলটি তিনবার ভেঙ্গেছে এতে বোঝা যায় দলীয় কোন্দল সেখানে চরমে।
শেখ হাসিনা বা খালেদা জিয়ার মত দলকে স্পিরিট দেওয়ার মত যোগ্য নেতা এ দলে নেই।

প্রশ্ন থাকতে পারে শেখ হাসিনার কিভাবে জাতীয় পার্টির কোমর ভাঙ্গলেন, একটু খুঁজে দেখার চেষ্টা করি।

১) জাতীয় পার্টির ভিতরে আওয়ামীগের প্রচন্ড একটি বলয় তৈরি করে রেখেছে শেখ হাসিনা, আওয়ামীলীগের বিপক্ষে যায় এমন সিধান্ত এই গ্রুপ কখনো এরশাদ সাহেবকে নিতে দিত না, বর্তমান রওশন এরশাদের চারিপাশে এদের অবস্থান। শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্য এক সময় চারদলীয় পন্থী হিসাবে পরিচিত রওশন এরশাদকে পুরোপুরি ইউটার্ন করানো।

২) জামাত বাদে বাকি ইসলামী দলগুলোকে নিয়ে এরশাদ ইসলামী বলয় রাজনীতি গড়ে তুলতে চেয়েছিল, এরশাদ সাহেবের অস্তিত্ব টিকে থাকার একটি রাস্তা ছিল এটা সেখানেও শেখ হাসিনার কাছে এরশাদের চরম পরাজয়।

৩) আঞ্চলিক দল খ্যাত জাতীয় পার্টির রংপুর দূর্গে আওয়ামীলীগ এমনভাবে রাজনৈতিক প্রভাব ছড়িয়েছে সেখানে জাতীয় পার্টির এখন নিজ ঘরে পরবাসীর অবস্থা।


তবে এখনই জাতীয় পার্টি দ্বিখণ্ডিত হওয়ার সুযোগ নেই বা বিলুপ্ত হওয়ার পথে যাচ্ছে না কারণ শেখ হাসিনা তা হতে দেবে না, মিডিনাইট নির্বাচনকে গণতান্ত্রিক হাওয়া লাগাতে হলে জাতীয় পার্টির গনতন্ত্র নামক হাতপাখা শেখ হাসিনার আরো কিছু বছর প্রয়োজন। তাই আমাদের ধৈর্য্য ধরে জাতীয় পার্টির ভাঁড়ামো দলের ভাঁড়ামো আর কিছুদিন দেখে যেতে হবে।



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরশাদ বিহীন জাতীয় পার্টি একদমই অচল। আঞ্চলিক দল জাতীয় রাজনীতিতে আসলে তেমন কিছু করতে পারে না। তবে এরশাদকে ভুলে গিয়ে এমনি রাজনৈতিক দল হিসাবে শুদ্ধ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখলে বাম দলগুলো থেকে ভাল করবে...

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

শাহিন-৯৯ বলেছেন:



জাতীয় পার্টির নিদিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা নেই, এই দল টিকে থাকার সম্ভবনা শূন্য।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:






আপনি ২নং পয়েন্টে বলেছেন, "বংগবন্ধু ও জিয়াউর রহমানের মতো এরশাদ সাহেবের কোন অবদান নেই..."

-জে: জিয়ার সবচেয়ে বড় অবদান হলো, শেখ মুজিবকে হত্যা করে, দেশকে পাকিস্তানী সিষ্টেমে ফেরত নেয়া; উনার ২য় অবদান হলো, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা। জে: এরশাদের বড় অবদান জে: মন্জুরকে হত্যা ও ১৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসী দিয়ে বাংলাদেশে সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা-মুক্ত করা।

জাতীয় পার্টি এখন শেখ হাসিনার ২য় দল। হাইকোর্টের উচিত, মিলিটারী দ্বারা গঠিত বিএনপি ও জাতীয় পার্টির বিলুপ্তি ঘটানো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

শাহিন-৯৯ বলেছেন:



শেখ মুজিবক হত্যায় জিয়া নয় আওয়ামীলীগ জড়িত ছিল, খন্দকার মোশতাক নেতৃত্ব দিয়েছে, মুজিব সরকারের নিয়োগ দেওয়া সেনাপ্রধান শফিউল্লাহ বসে বসে তামাশা দেখেছিল।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার ২ নং পয়েন্ট টা ভুল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

শাহিন-৯৯ বলেছেন:



আপনার দৃষ্টিতে হয়তো ভুল, কিন্তু একজন সাহসী যোদ্ধাকে আমি ছোট করে দেখতে পারি না, নিশ্চিত মৃত্যু হতে পারে জেনেও বিদ্রোহ করেছিলেন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " শেখ মুজিবক হত্যায় জিয়া নয় আওয়ামীলীগ জড়িত ছিল, খন্দকার মোশতাক নেতৃত্ব দিয়েছে, মুজিব সরকারের নিয়োগ দেওয়া সেনাপ্রধান শফিউল্লাহ বসে বসে তামাশা দেখেছিল। "

-বার্মা, পাকিস্তান, বাংলাদেশ, মিশরে আপনাদের মত সার থাকায় মিলিটারী ৬০, ২০, ৫৫, ৫০ বছর ক্ষমতায় আছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১০

শাহিন-৯৯ বলেছেন:




জী সার, স্বৈরশাসক হয়তো আবার বাংলাদেশে আসলেও আসতে পারে কিন্তু কমিউনিজম আসবে না, এ আশা নিয়ে পড়ে থাইকেন না।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " শেখ মুজিবক হত্যায় জিয়া নয় আওয়ামীলীগ জড়িত ছিল, খন্দকার মোশতাক নেতৃত্ব দিয়েছে, মুজিব সরকারের নিয়োগ দেওয়া সেনাপ্রধান শফিউল্লাহ বসে বসে তামাশা দেখেছিল। "

-খোন্দকার মোস্তাকের "মিলিটারী ক্যু" জে: জিয়া মেনে নেবেন? আদার ব্যবসা ও পার্ট-টাইম রাজনৈতিক লেখক হওয়া একটি বিশাল ব্যাপার

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫৭

শাহিন-৯৯ বলেছেন:




আদা দিয়ে শুরু করেছি ইচ্ছা আছে বড় ব্যাবসায়ী হব, আপনি টেনশন নিয়েন না বালিশ বা পর্দার ব্যাবসা করব না।
আকাশচুম্বী জনপ্রিয় একজন নেতাকে কেন তাদের দলের লোক ক্যু করে নির্মমভাবে হত্যা করল, শুধু কি ক্ষমতা নাকি অন্য কিছু ছিল।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে যদি খোন্দকার মোস্তাকের "মিলিটারী ক্যু" করতো, জেনারেল জিয়া সেটা মেনে নিতেন না; জে: জিয়াকে মুক্তিযোদ্ধা অফিসারেরা হত্যা করেছে, তারা খোন্দকার মোস্তাককে হত্যার চেষ্টা করেনি; কেন্টনমেন্টে কি ঘটেছে, আপনার থেকে মুক্তিযো্দ্ধা অফিসারেরা বেশী জানতেন বলেই, ওঁরা জেনারেল জিয়াকে হত্যা করেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৪

শাহিন-৯৯ বলেছেন:




আমি যদি বলি গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া লীগ নেতারা মন থেকে অগণতান্ত্রিক বাকশাল মানতে পারিনি বলে ক্যু করেছিল।
শুধু জিয়া নয় শেখ মুজিবের হত্যার সাথে মুক্তিযোদ্ধা অফিসাররা জড়িত ছিল, একজন বীরউত্তমও বোধ হয় ছিল।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


আমি জাতীয় পার্টি নিয়ে উদ্বিগ্ন নই, আমি উদ্বিগ্ন যে, মিলিটারীদের রাজনৈতিক দল জাপা ও বিএনপি এখনো কেন আছে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮

শাহিন-৯৯ বলেছেন:



আমি উদ্বিগ্ন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি গণতান্ত্রিক দেশ আবার বাকশাল নামক একদলীয় স্বৈরাতন্ত্রে রুপ নিচ্ছে দেখে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লীগ নিজের প্রয়োজনে গৃহপালিত হিসেবে জাপাকে টিকিয়ে রাখবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১৪

শাহিন-৯৯ বলেছেন:





এই মেয়াদ পরে জাপার রাজনীতি শেখ হাসিনার আর লাগববে না, জাপার শেষের শুরু হইছে, কিছুদিন পর দেখবেন রংপুরের জাপার লোকেরা লীগে যোগ দিচ্ছে দলে দলে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৮

ডার্ক ম্যান বলেছেন: জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত। যদি জড়িত না থাকতো তাহলে জিয়ার এমন পরিণতি হল কেন? জিয়া কুখ্যাত সামরিক স্বৈরাচার । জিয়া ক্যান্টনমেন্টগূলো রাঙিয়ে ছিলেন সাধারণ সৈনিকের রক্ত দ্বারা

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০৩

শাহিন-৯৯ বলেছেন:



জিয়ার জায়গায় যদি ঐদিন কর্নেল তাহের ক্ষমতা নিতে পারত তাহলে আপনার মতামত কি হত? কর্নেল তাহের বঙ্গবন্ধুর খুনি? নাকি জিয়া, শফিউল্লাহ? কারণ তখন জিয়ার ভুমিকা শফিউল্লাহর মত থাকত। জিয়া কি জানত খালেদ মোশারফ অভ্যুথানের চেষ্টা করবে? তাকে আটক করবে? খালেদ মোশারফতো ইচ্ছে করলে জিয়াকে হত্যা করতে পারত, যদি হত্যা করত তাহলে জিয়ার বিষয় আপনার মতামত কি এরকমই থাকত?

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:১৯

ডার্ক ম্যান বলেছেন: কর্নেল তাহের একজন বিভ্রান্ত বিপ্লবী । তিনি অস্বাভাবিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিলেন । তাই তার পরিণতিও অমন হয়েছে ।
জিয়া জানতেন , খালেদ মোশাররফের ক্যু করার ঘটনা । তিনি নিজেকে সেফজোনে রাখার জন্য নিজের লোক দ্বারাই গৃহবন্দি হোন। খালেদ তো আর দেশরক্ষার জন্য ক্যু করেন নি। নিজের ক্ষমতার জন্য করেছেন

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

শাহিন-৯৯ বলেছেন:




খালেদ মোশাররফকে সবাই বঙ্গবন্ধুর পক্ষের লোক বলে জানে, জিয়া নিজেকে নিজে বন্ধী করে রেখেছিল!!! তা বেশ বেশ!! উনি গণক ছিলেন? তাহের চাষাড়া থেকে গনমিছিল নিয়ে আসব সিপাহীরা বিদ্রোহ করবে তিনি মুক্তি পাবেন, সবাই তাঁর জানা ছিল???
কিছুই বলার নেই।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার দৃষ্টিতে হয়তো ভুল, কিন্তু একজন সাহসী যোদ্ধাকে আমি ছোট করে দেখতে পারি না, নিশ্চিত মৃত্যু হতে পারে জেনেও বিদ্রোহ করেছিলেন।

ভবিষ্যত সব ঠিক করে দিবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

শাহিন-৯৯ বলেছেন:




ঠিক বলেছেন, বেঁচে থাকলে হয়তো দেখব।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ঠিক বলেছেন, বেঁচে থাকলে হয়তো দেখব।

তা তো অবশ্যই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

শাহিন-৯৯ বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.