নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সমাগত,মিথ্যা বিদূরিত।

শাহমুন নাকীব ফারাবী (১)

আমার পরিচয়,আমি মুসলিম।আমার একমাত্র পরিচয় আমি মুসলিম।আমি মুসলিম ব্যতিত আর কিছুই না।

শাহমুন নাকীব ফারাবী (১) › বিস্তারিত পোস্টঃ

তুমি আমাদের বাঙালী করেছো,মানুষ করোনি......(!)

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

“নায়মোলারের অনুশোচনা” নামক এই প্রবন্ধটি অনেকেই পড়ে থাকতে পারেন।এই জার্মান চিন্তাবিদের পুরো নাম মার্টিন নায়মোলার।নায়মোলার প্রথম মহাযুদ্ধে দুর্ধর্ষ ইউ কোট(সাবমেরিন)ক্যাপ্টেন ছিলেন।পরবর্তি সময়ে তিনি নাৎসি ডিক্টেরশিপের কঠোর সমালোচক হয়ে উঠেন।সে জন্য ১৯৩৭ সালের ১ জুলাই তাকে গ্রেফতার করা হয়।আদালত তাকে নাম মাত্র শাস্তি দিয়ে মুক্তি দিলেও,হিটলার তাকে সহজে ছাড়েননি।হিটলার তার ব্যক্তিগত নির্দেশনায় নায়মোলার কে গৃহবন্দি করে রাখেন।যুদ্ধের পুরোটা সময় জুড়ে নায়মোলার কে একাকী নিঃসঙ্গ অবস্থায় বন্দি থাকতে হয়।জার্মানির বুদ্ধিজীবীদের নিস্ত্রিয়তা ও সাহসের অভাবে কিভাবে নিজেদের এবং বিশ্বের সর্বনাশ করেছেন,সে কথাই নায়মোলার তাঁর গ্রন্ধে উল্লেখ করেছেন।

নায়মোলার অন্ত্যত মর্মস্পর্শী ভাষায় লিখেছেন,“প্রথমে নাৎসিরা এসেছিল কমিউনিষ্টদের ধরতে,আমি প্রতিবাদ করিনি।-কারন আমি কমিউনিষ্ট ছিলাম না।
তারপর তারা এলো ট্রেড ইউনিয়ন পন্থিদের ধরতে আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ট্রেড ইউনিয়ন পন্থি ছিলাম না।
তারপর তারা এলো ইহুদিদের ধরতে,তখনও আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ইহুদি নই।
তারপর ওরা আমাকে ধরতে এলো,তখন আর আমার হয়ে প্রতিবাদ করবার অবশিষ্ঠ কেউ ছিল না”।

২০০৬ সালের ২৮ অক্টোবর!ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হল।হত্যা করে বাপ্পাদিত্য বসুরা লাশের উপরে পৈশাচিকভাবে নিত্য করল।সেই দৃশ্য দেখে বিশ্ববাসী হতভম্ব হয়ে গেল!সেই সময় তাদের সন্তানদের টিভিতে নিউজ দেখতে নিষেধ করে দিল।কিন্তু বাংলার আপামোর জনতা সেই দিন প্রতিবাদ করল না।কারন ঐ দিনের নিহতদের মধ্যকার মুজাহিদ,শিপন,হাবীব,মাসুমরা তাদের কেউ ছিল না।

২০০৯ সালের ২৫,২৬ ফেব্রয়ারী বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসারসহ সর্বমোট ৭৪ জনকে হত্যা করা হল।তবুও জনতা নিশ্চুপ।কারন সেই সেনা সদস্যদের মধ্যে আমাদের কেউ ছিল না।সেই দিনকার নির্যাতিত পরিবারদের মাঝে আমাদের কেউ ছিল না।

এরপর তাজরীন ফ্যাশন এ অগ্নিকান্ডে সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক আগুনে পুড়ে নিহত হল।রানা প্লাজা ধসে পড়ে আরও দুইসহস্রাধিক লোক নিহত হল।কিন্তু তাদের পক্ষ হয়ে কথা বলবার একটা মানুষও খুজে পাওয়া গেল না।সুশীলসমাজের ভদ্রলোকেরাও এক্ষেত্রে নীরবতা পালন করে আসছেন।অনেকটা চোখ থাকিতেও অন্ধদের মত অবস্থা!

এরপরও নানা ঘটনা ঘটে গেল তবুও জাতি নিশ্চুপ!এরই মাঝে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হল।সেই হত্যা কান্ডের তথ্যচিত্র ইন্টারনেট এ আজও বিরাজও মান।কিন্তু জনগনের প্রতিক্রিয়া নেই।কারন বিশ্বজিৎও আমাদের কেউ না।

সেই সাথে নারায়নগঞ্জের ত্বকি হত্যাকান্ড কিংবা চাঞ্জল্যকর ৭ মার্ডার নিয়েও জনগন নিশ্চুপ।কারন সেই হতভাগ্যরা কেউই জনগনের আপন কেউ নয়।অতএব জনগন সেখানেও নিশ্চুপ থাকাকেই বুদ্ধিমত্তার কাজ ভেবে নিল।

জনগনের এই নিশ্চুপতাকে পুঁজি করে,আধিপত্যবাদীরা তাদের দাবি কিংবা লালসা আদায়ের নগ্নপন্থাটাকে ভালভাবেই আকড়েঁ ধরেছে!

আর সেই নিশ্চুপয়তার ফলস্রুতি স্বরূপ,আপামোর জনগনের ভাগ্যও আজ নায়মোলারের মত হয়ে গেছে!তাদের হয়ে প্রতিবাদ করবার অবিশিষ্ঠ আর কেউ নেই।ভোটের অধিকারটুকু কেড়ে নেবার পরও,টু শব্দটি করবার লোক খুজে পাওয়া দুষ্কর হয়ে গেল!

বাংলার জনগন আজ ধুতি পরা আর গলায় পৈতা বাঁধা ব্রাক্ষনদের মতো হয়ে গেছে।তারা সবকিছু রেডিমেট চায়।কিন্তু নিজের অধিকারটা আদায় করে নেবার হিম্মতটুকু নেই!যার কারনে আজ সবখানে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদীদের এজেন্টরা রাজত্ব করছে।

একটি জাতিকে ধব্বংস করতে হলে,তার শিক্ষাব্যবস্থাকে ধব্বংস করতে হবে!আর সেই কাজটাই অতি সূক্ষভাবে সম্পন্ন করছেন একদল ফ্যাসিষ্ট!যারা পরীক্ষার আগের রাতে নিয়ম করে শিক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দিচ্ছেন!প্রশ্ন ফাঁসের প্রতিবাদ করতে গেলেও আজ পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা থাকতে হচ্ছে।শিক্ষাব্যবস্থার উপর ভ্যাট আরোপন করবার চেষ্ঠা করে,শিক্ষাব্যবস্থাকে পুরোদমে ধব্বংস করবার নগ্ন চেষ্ঠায় মেতে উঠেছিল একদল মস্তিষ্ক বিকৃত
ফ্যাসিষ্ট।

জাতির এরূপ নীরবতার কারনে দেশের ভাগ্য আজ কোন পর্যায়ে চলে যাচ্ছে তা ভাল ভাবেই অনুধাবন করা যাচ্ছে!

নিজের প্রাপ্য অধিকারটুকুও পেতেও আজ ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হয়।অথচ আমাদের ইতিহাসটা এতোটা শান্ত নয়,বরঞ্জ প্রতিবাদ মুখর।যারা নিজের অধিকারটুকু আদায়ে সদা সর্বদা সোচ্চার।অথচ তাদের অবস্থাটা আজ,ঘরের চুরি পরিহিতা নববধূর ন্যায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বড় আফসোস করে বলেছিলেন,“তুমি আমাদের বাঙালী করেছো,মানুষ করোনি”।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

ডা: এনামুল হক মনি বলেছেন: Excellent !

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: শুকরিয়া।

২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: রবীন্দ্রনাথ সর্বজনীন । তাঁর কবিতার লাইনগুলোও সর্বজনীন । একচোখাভাবে না লিখে সর্বজনীনভাবে লিখুন । অন্তত ৯১ থেকে ২০১৫ পর্যন্ত । যে ঘটনাগুলো উল্লেখ করেছেন, মনে হয় অন্য সময়ে দেশে কোন অঘটন ঘটেনি? দেশের মানুষ কিন্তু ২০০১ পরবর্তী সময়ের কথা ভুলে যায়নি । দলীয় দৃষ্টিভঙ্গিতে নয় । অামাদের সকল অন্যায়, হত্যাকান্ডের বিরুদ্ধেই সুসংগঠিতভাবে প্রতিবাদ করা উচিত । দেশটা কোন দলের নয়, সবার ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৩

ডা: এনামুল হক মনি বলেছেন: রূপক বিধৌত সাধু - sejonnoi to amra bortoman bad diye 1971 theke bichar suru koresi. bortomane ja khusi hok !

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: বর্তমানটা বরাবরই উপেক্ষিত রেখে,আমরা বিজ্ঞানমনষ্ক হবার চেষ্ঠা করছি!

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: দলীয় দৃষ্টিকোন থেকে বিবেচনা নয়!আমরা জাতিটাই ভুলো মনা!খুব সহজেই অতীতটা ভুলে যাই কিংবা মনে করতে চাই না!তাই সাময়িক কিছু ঘটনাকে পুঁজি করে হলেও মানুষদের সচেতন হওয়াটা প্রয়োজন বোধ করছি!মানুষ সচেতন হলে শুধু ২০০১ কেন সেই এরশাদ আমল থেকে কিংবা তারও আগের শাসকদের অন্যায় কাজের বিচার করা যাবে!কিন্তু জনগনই যদি ঘুমিয়ে থাকে তবে বিচারটা চাইবে কে????? আর দেশের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত চাওয়াটাও তাই!সকল অন্যায়ের বিচার হোক!সে যেই করুক না কেন!

৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ডা: এনামুল হক মনি বলেছেন: রূপক বিধৌত সাধু - sejonnoi to amra bortoman bad diye 1971 theke bichar suru koresi. bortomane ja khusi hok !
একাত্তরের বিচার অাগে হয়নি, এটা জাতির ব্যর্থতা । এখন তো হচ্ছে । বিচারের অতিত- বর্তমান বলে কিছু নেই, সব বিচারবহির্ভূত হত্যাকান্ডেরই বিচারই করতে হবে ।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: সব অপরাধের বিচার হোক সেটা আমিও চাই!তবে সেটা ন্যায় বিচার এবং বস্তু নিষ্ঠ তথ্য প্রমানের ভিত্তিতে হলেই ইতিহাস সমৃদ্ধ হবে!নচেৎ ইতিহাসের পাতায় তা কলঙ্কজনক অধ্যায় বলে বিবেচিত হবে।বিচারবর্হিভূত হত্যাকান্ড আজও চলছে!আশা রাখব,এই হত্যা কান্ডগুলোর বিচার দাবিতেও বর্তমানের ন্যায় আপনার কন্ঠ সরব থাকবে।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

আহলান বলেছেন: সর্দি কাশির সহজ চিকিৎসা আছে ...কিন্তু সিভিয়ার নিউমোনিয়ার কিন্তু সহজ চিকিৎসা নাই ...রোগী ধরতে গেলে ধুঁকে ধুঁকে শেষ হয়ে যায় .... দূর্ণীতি, দুঃশাষন আর অরাজকতা যেভাবে আমাদের সমাজে শেকড় গেড়েছে, তাতে আর মরণ ছাড়া সুস্থ্য হবার কোন লক্ষণ নেই ..... সবার হাতেই রক্তের দাগ ....

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: তাই বলে কি বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব???

৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০

মোঃ সালহউদ্দিন নাসিম বলেছেন: অসাধারণ হয়েছে ভাই

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: শুকরিয়া ভাইজান।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নায়মোলার অন্ত্যত মর্মস্পর্শী ভাষায় লিখেছেন,“প্রথমে নাৎসিরা এসেছিল কমিউনিষ্টদের ধরতে,আমি প্রতিবাদ করিনি।-কারন আমি কমিউনিষ্ট ছিলাম না।
তারপর তারা এলো ট্রেড ইউনিয়ন পন্থিদের ধরতে আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ট্রেড ইউনিয়ন পন্থি ছিলাম না।
তারপর তারা এলো ইহুদিদের ধরতে,তখনও আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ইহুদি নই।
তারপর ওরা আমাকে ধরতে এলো,তখন আর আমার হয়ে প্রতিবাদ করবার অবশিষ্ঠ কেউ ছিল না”।


কথাগুলো খুব শিক্ষণীয় তবে লিখতে গেলে বলতে হয় ন্যায়ের শাসন দেশে কোনদিনই কোন আমলেই ছিল না।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: ঠিক তাই!দেশের মানুষ সেই ১৯৪৭ সাল থেকে ন্যায় বিচার পাবার প্রত্যাশায় প্রহর গুনছে!কিন্তু ন্যায় বিচার তাদের কপালে জুটল না!সেই ক্ষমতায় আসে,সেই শোষনের বুলডোজার চালায়!এটাই এখন বাস্তবতা!

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩

অেসন বলেছেন: ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এর ঘটনায়ে "লাশের উপরে পৈশাচিকভাবে নিত্য" না, বৃষ্টির মত গুলি করতে নির্দেশ দিতেও
জনগন দেখেছে। সেজন্য জনগন চুপ। ২০০৯ সালের ২৫,২৬ ফেব্রয়ারী বিডিআর বিদ্রোহের আগে বাংলাদেশে কোন কোন সামরিক
কুএ কতজন সেনা মারা গেছে, আপনি না জানলেও জনগণ জানে।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: আমি জানব না কেন!ইতিহাস নিয়ে সামান্য পড়াশুনা আছে ভাই!তবে সে হত্যা কান্ডের কিন্তু সারমর্ম আছে!কিংবা সিামরিক আদালতে বিচার প্রক্রিয়ার নথি আছে!দেশটা তো আমাদেরই!সেদিন যে ক্ষতি হয়েছে সেটা আমাদেরই হয়েছে!আর বিডিআর বিদ্রোহে যে ক্ষতি হয়েছে সেটাও আমাদেরই হয়েছে!

১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: প্রথমে নাৎসিরা এসেছিল কমিউনিষ্টদের ধরতে,আমি প্রতিবাদ করিনি।-কারন আমি কমিউনিষ্ট ছিলাম না।
তারপর তারা এলো ট্রেড ইউনিয়ন পন্থিদের ধরতে আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ট্রেড ইউনিয়ন পন্থি ছিলাম না।
তারপর তারা এলো ইহুদিদের ধরতে,তখনও আমি প্রতিবাদ করিনি।-কারন আমি ইহুদি নই।
তারপর ওরা আমাকে ধরতে এলো,তখন আর আমার হয়ে প্রতিবাদ করবার অবশিষ্ঠ কেউ ছিল না


সহমত!

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

শাহমুন নাকীব ফারাবী (১) বলেছেন: ধন্যবাদ।মন্তব্য করার জন্য আবারও ধন্যবাদ।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২

আহলান বলেছেন: না ....ঠিক তা নয় ... কিন্তু কিই বা করার আছে .. ? কে আছে ক্ষমতা অলোভী ..... যাকে ভালোবেসে বিশ্বাস করা যায়?

১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

সাদী ফেরদৌস বলেছেন: শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ? শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ?





মনে আছে বাপের কোলে কয়েকমাসের শিশুরে গুলি কইরা মাইরা , স্বরাষ্ট্র মন্ত্রি বলছিল , আল্লার মাল আল্লা লইয়া গেছে

সে সময় কই ছিল তোমার প্রতিবাদ ?

আরে মিয়া বোমা মাইরা জায়গায় আওয়ামীলীগের ২১ জন মানুষ মাইরা ফেলছিলা , রাব বানাইয়া সারা দেশে হাজার হাজার লীগের নেতা কর্মী গুম করছিলা , এখনও তো তোমাদের বেলায় কিছুই হয় নাই । বোমা মাইরা জায়গার মধ্যে তোমাদের ২০ বা ৩০ জন নেতা মারা হয় নাই । শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ? শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ?





মনে আছে বাপের কোলে কয়েকমাসের শিশুরে গুলি কইরা মাইরা , স্বরাষ্ট্র মন্ত্রি বলছিল , আল্লার মাল আল্লা লইয়া গেছে

সে সময় কই ছিল তোমার প্রতিবাদ ?

আরে মিয়া বোমা মাইরা জায়গায় আওয়ামীলীগের ২১ জন মানুষ মাইরা ফেলছিলা , রাব বানাইয়া সারা দেশে হাজার হাজার লীগের নেতা কর্মী গুম করছিলা , এখনও তো তোমাদের বেলায় কিছুই হয় নাই । বোমা মাইরা জায়গার মধ্যে তোমাদের ২০ বা ৩০ জন নেতা মারা হয় নাই ।




শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ? শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ?





মনে আছে বাপের কোলে কয়েকমাসের শিশুরে গুলি কইরা মাইরা , স্বরাষ্ট্র মন্ত্রি বলছিল , আল্লার মাল আল্লা লইয়া গেছে

সে সময় কই ছিল তোমার প্রতিবাদ ?

আরে মিয়া বোমা মাইরা জায়গায় আওয়ামীলীগের ২১ জন মানুষ মাইরা ফেলছিলা , রাব বানাইয়া সারা দেশে হাজার হাজার লীগের নেতা কর্মী গুম করছিলা , এখনও তো তোমাদের বেলায় কিছুই হয় নাই । বোমা মাইরা জায়গার মধ্যে তোমাদের ২০ বা ৩০ জন নেতা মারা হয় নাই । শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ? শুধু এক চোখা হইলে হইব ? আমার তো মনে হয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল , যা করছিল বি এন পি আর আপনার দল জামাত সেগুলার কোন প্রতিবাদ করেন নাই বলেই আজকে এই অবস্থা । মনে আছে ভোট চুরি প্রথম বি অ্যান পি শুরু করছিল ? তখন কই ছিল তোমার চেতনা ?





মনে আছে বাপের কোলে কয়েকমাসের শিশুরে গুলি কইরা মাইরা , স্বরাষ্ট্র মন্ত্রি বলছিল , আল্লার মাল আল্লা লইয়া গেছে

সে সময় কই ছিল তোমার প্রতিবাদ ?

আরে মিয়া বোমা মাইরা জায়গায় আওয়ামীলীগের ২১ জন মানুষ মাইরা ফেলছিলা , রাব বানাইয়া সারা দেশে হাজার হাজার লীগের নেতা কর্মী গুম করছিলা , এখনও তো তোমাদের বেলায় কিছুই হয় নাই । বোমা মাইরা জায়গার মধ্যে তোমাদের ২০ বা ৩০ জন নেতা মারা হয় নাই ।






মনে আছে হাসিনার গাড়ি বহরে হামলার কথা ?তখন কই ছিল তোমার প্রতিবাদ





মনে আছে হাসিনার গাড়ি বহরে হামলার কথা ?তখন কই ছিল তোমার প্রতিবাদ



১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

সাদী ফেরদৌস বলেছেন:



















উপরের ছবি কয় খান ভালো কইরা দেখে নেন , তখন কই ছিল তোমার প্রতিবাদ ? :)

কিংবা দুর্নীতিতে সরকার যখন সারা পৃথিবীতে টানা চ্যাম্পিয়ন হচ্ছিল তখন কই ছিলা ? আম্মুর গর্ভে ?



















উপরের ছবি কয় খান ভালো কইরা দেখে নেন , তখন কই ছিল তোমার প্রতিবাদ ? :)

কিংবা দুর্নীতিতে সরকার যখন সারা পৃথিবীতে টানা চ্যাম্পিয়ন হচ্ছিল তখন কই ছিলা ? আম্মুর গর্ভে ?









১৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

সাদী ফেরদৌস বলেছেন: শোন শিশু , বাংলাদেশের পলিটিক্স তোমাদের মতো বাচ্চা দের এখনও বুঝার বয়স হয় নাই ।
ইট মারলে পাটকেল খেতে হয় , তোমার আব্বু আম্মুরা আওয়ামীলীগের সাথে যা করছিলা তাঁর বিনিময়ে আওয়ামীলীগ তোমাদের সাথে প্রেম করবে না ।
খুনি ও খুনের শিকার যে হইছিল তাঁদের মধ্যে প্রেম হতে পারে না ।
সো দূর থেকে বসে বসে ম্যাও ম্যাও কর , শেখ হাসিনা না হইয়া আমি হইলে তোমাদের কুত্তা পিডানি দিতাম । ভাগ্য ভালো তোমাদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.